সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?

সিস্টেম সফটওয়্যার কি : বর্তমান সময়ে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা সকলে জানে যে একটি কম্পিউটারের বিশেষ দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে হার্ডওয়ার অন্যটি হচ্ছে সফটওয়্যার।

আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে, হার্ডওয়ার কী? সফটওয়্যার কি? এ বিষয় নিয়ে আগেই আর্টিকেল প্রকাশ করেছি। একটি কম্পিউটার সঠিক ভাবে, ব্যবহার করার জন্য, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ও উভয়ই দরকার হয়।

হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে যেকোনো একটি না থাকলে। কম্পিউটার সঠিকভাবে ব্যবহার করা যায় না।

সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?
সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?

আপনারা অনেকেই জানেন হার্ডওয়ারের একটি অংশ সফটওয়্যার কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন-

  • সিস্টেম সফটওয়্যার
  • এপ্লিকেশন সফটওয়্যার
  • ইউটিলিটি সফটওয়্যার

তাই আজ আমাদের আর্টিকেল এর মাধ্যমে আলোচনা করবো। সফটওয়্যার এর প্রধান অংশ সিস্টেম সফটওয়্যার নিয়ে।

আপনি যদি সিস্টেম সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা জানতে চান। তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

এখন আপনাকে জানিয়ে দেই সিস্টেম সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরো পড়ুনঃ

সিস্টেম সফটওয়্যার কি?

সিস্টেম সফটওয়্যার হচ্ছে এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়ার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য ডিজাইন করা হয়ে থাকে।

মানে, সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে ইন্টারফেজ এর কাজ করে। সিস্টেম সফটওয়্যার মূলত, কম্পিউটার হার্ডওয়ার এর ওপর নিয়ন্ত্রণ করে, এবং আদেশ প্রদানের কাজ করে।

সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম যেমন- Linux, Mac OS, Android, Microsoft Windows ইত্যাদি।

আপনি যদি এই বিষয়টি মনোযোগ দিয়ে পড়ে থাকেন, তাহলে আশা করা যায় আপনি জেনে গেছেন। সিস্টেম সফটওয়্যার আসলে কি।

এখন আমি আপনাকে জানিয়ে দেবো সিস্টেম সফটওয়্যার এর প্রকারভেদ সম্পর্কে। নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক।

সিস্টেম সফটওয়্যার এর প্রকারভেদ ?

উপরের আলোচনা থেকে আপনারা জেনে নিয়েছেন, সিস্টেম সফটওয়্যার কি বা কাকে বলে। এখন আপনাকে জেনে নিতে হবে, সিস্টেম সফটওয়্যার এর প্রকারভেদ সম্পর্কে।

প্রথমে আপনাকে জানিয়ে দিচ্ছি সিস্টেম সফটওয়্যার মূলত পাঁচ প্রকার। আপনি যদি এই বিষয়গুলো জানতে চান। তাহলে নিচের দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে অনুসরণ করুন। যেমন-

  1. অপারেটিং সিস্টেম
  2. ডিভাইস ড্রাইভার
  3. ফার্মওয়্যার
  4. ট্রান্সলেটর
  5. ইউটিলিটি

আপনি অপরাধে পাঁচটি প্রকার দেখতে পারছেন। এগুলো মূলত সিস্টেম সফটওয়্যার এর প্রকারভেদ। এখন আমি আপনাকে জানিয়ে দেবো এই পাঁচটি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত তথ্য।

অবশ্যই পড়ুনঃ

তো চলুন, সিস্টেম সফটওয়্যার এর এই পাঁচটি প্রকারভেদ সম্পর্কে, জেনে নেয়া যাক। যেমন-

অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক প্রকার সফটওয়্যার। যা কম্পিউটার হার্ডওয়ার ও ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসেবে, কাজ করে থাকে।

এই অপারেটিং সিস্টেমটি প্রথমে কম্পিউটারে ইন্সটল করা থাকে। এটি ডিভাইস ও অ্যাপ্লিকেশন শনাক্ত করণের জন্য অনুমতি প্রদান করে।

অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার একেবারেই অচল। কয়েকটি জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম ইত্যাদি।

ডিভাইস ড্রাইভার

ডিভাইস ড্রাইভার হচ্ছে একটি ছোট সফটওয়্যার। অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার কে বলে থাকে। কিভাবে, হার্ডওয়ার এর সাথে যোগাযোগ করা হয়।

ডিভাইস ড্রাইভার ছাড়া, কিন্তু কম্পিউটার হার্ডওয়ার ডিভাইসের সঠিক ভাবে, ডাটা পাঠানো এবং গ্রহণ করতে পারবে না।

ড্রাইভার প্রয়োজন এমন কতগুলো ডিভাইসের নাম হচ্ছে- মাউস, কিবোর্ড, প্রিন্টার, নেটওয়ার্ক কার্ড, ডিসপ্লে কার্ড ইত্যাদি।

ফার্মওয়্যার

ফার্মওয়্যার সফটওয়্যার প্রোগ্রাম কিংবা একটি হার্ডওয়ার ডিভাইসে প্রোগ্রাম করার নির্দেশনা বলী যুক্ত করে থাকে।

এটি অন্যান্য, কম্পিউটারের হার্ডওয়ার এর সাথে কিভাবে, যোগাযোগ করবে তা নির্দেশনাবলী প্রদান করে

ট্রান্সলেটর

ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এমন একটি প্রোগ্রাম যা হাই লেভেল লঙ্গুয়েজ প্রগ্রম কে মেশিন কোড এর রূপান্তরিত করে থাকে।

যেমন মনে করুন আপনি ভালো বাংলা কথা বলতে পারেন। এবং আপনার এক বিদেশী বন্ধু সে ইংরেজিতে ভালো ভাবে কথা বলতে পারে। সে ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে ঠিকঠাক ভাবে যোগাযোগ হবে না।

যদি কোনো তৃতীয় ব্যক্তি পাশে থাকে। সে বাংলা ভালো কথা বলতে পারে এবং ইংরেজী তো ভালো কথা বলতে পারে।

তাহলে সে, আপনাদের কথাগুলোকে ট্রান্সলেট করে দেবে। এবং দুজনের যোগাযোগ কে আরও সহজ করে দিবে। ঠিক এরকম ভাবে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর।

অবশ্যই পড়ুনঃ

ট্রান্সলেটর আবার তিন প্রকার যথা-

  • Compiler
  • Assembler
  • Interpreter

Compiler

কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর সিকিউর প্রোগ্রাম এবং মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে।

Assembler

এসেম্বলার এর প্রধান কাজ হল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন করে রূপান্তর করা।

Interpreter

ইন্টারপ্রেটার এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্রোগ্রাম যা লাইন বাই লাইন হাই লেভেল ল্যাংগুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে।

এখানে পাইথন রুবাই জাভা ইত্যাদি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।

এটি এক ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্রোগ্রাম যা  লাইন বাই লাইন high level language থেকে machine language এ রূপান্তরিত করে। এটিতে python, Ruby, Java ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে।

Utility

কম্পিউটারে ইউটিলিটি সফটওয়্যার এমন এক প্রকার সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সক্ষম।

একটি সাধারণ কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা পরিচালনা ও বজায় রাখতে সহায়তা করে। একটি কম্পিউটার সুরক্ষা প্রদান করে থাকে কম্পিউটার অপটিমাইজ রক্ষণাবেক্ষণ ও কনফিগারেশনের কাজ করে।

ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ হচ্ছে, বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার, ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি।

আরো দেখুনঃ গ্রাফিক্স কার্ড কি? গ্রাফিক্স কার্ড এর কাজ এবং কেনার আগে বিবেচিত বিষয়সমূহ

সিস্টেম সফটওয়্যার এর বৈশিষ্ট্য 

  • সিস্টেম সফটওয়্যার এর বৈশিষ্ট্যগুলো নিচের অংশে আলোচনা করা হলো। যেমন-
  • এর মাধ্যমে সরাসরি হার্ডওয়ার এর সাথে যুক্ত কম্পিউটার হার্ডওয়ার এর ওপর নিয়ন্ত্রণ করে থাকে।
  • সিস্টেম সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়ে থাকে যা হার্ডওয়ার এবং সিপিইউ বুঝতে পারে।
  • সিস্টেম সফটওয়্যার এর সাইজ অন্যান্য সফটওয়্যার এর তুলনায় অনেক ছোট হয়ে থাকে।
  • সিস্টেম সফটওয়্যার লো লেভেল ল্যাংগুয়েজ দিয়ে লেখার জন্য এটি ডিজাইন করা অনেক জটিল বিষয়।
  • সিস্টেম সফটওয়্যার এর গতি অনেক দ্রুত হয়।
  • সিস্টেম সফটওয়্যার মাল্টিপ্লিকেশন করা অনেক কঠিন ব্যাপার।

আপনি যদি সিস্টেম সফটওয়্যার সম্পর্কে আরো বৈশিষ্ট্য জানতে চান। তাহলে আপনাকে অবশ্যই গুগলে সার্চ করে, জেনে নিতে হবে। আমরা এখানে আপনাকে সংক্ষিপ্ত ভাবে সিস্টেম সফটওয়্যার বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করেছি।

সিস্টেম সফটওয়্যার এর কাজ কি ?

উপরের আলোচনাতে আপনাকে সিস্টেম সফটওয়্যার এর ব্যাপারে আপনাকে অনেক তথ্য প্রদান করা হয়েছে। এখন আপনাকে জানাব, সিস্টেম সফটওয়্যার এর কাজ গুলো কি কি? যেমন-

  • সিস্টেম সফটওয়্যার কম্পিউটার এর মৌলিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে।
  • ইউজার এপ্লিকেশন ও হার্ডওয়ার এর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে।
  • সিস্টেম সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়ারকে পুরো পুরিভাবে নিয়ন্ত্র করে এবং পরিচালনা করে থাকে।
  • ডাটা ও প্রেগাম গুলোকে সিকিউরিটি দিয়ে থাকে।
  • এটি কম্পিউটার এর ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রন করে থাকে।
  • সিস্টেম সফটওয়্যার বিভিন্ন ডিভাইস এর মধ্যে সমন্বয় যুক্ত করে থাকে।

আমরা আশা করি যে, উক্ত আলোচনা থেকে, আপনি বুঝতে পারছেন যে, সিস্টেম সফটওয়্যার মূলত কিভাবে কাজ করে। যদি না বুঝে থাকেন। তাহলে দওয়া করে, উপরের আলোচনা গুলো আরো একবার পড়ে নিন।

আপনার জন্য আরো লেখাঃ

সর্বপরি আমাদের কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাকে জানানো হলো সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি।

সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি? সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি? সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?

আপািন যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন। তাহলে আপনাকে অবশ্যই সিস্টেম সফটওয়্যার এর বিষয়ে জেনে নিতে হবে।

সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি? সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি? সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?

আর আপনি যদি আমাদের এই আর্টিকেল পড়ে কিছু শিখতে পারেন। তাহলে অবশ্যই একটি ভালো কমেন্ট করে জানাবেন।

বিশেষ করে আপনি যদি আমাদের এই ওয়েবসাইট থেকে নিয়মিত আর্টিকেল পড়তে চান। তাহলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top