ওয়েবসাইট তৈরির খরচ কত ? ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে

ওয়েবসাইট তৈরির খরচ কত : বর্তমান সময়ে আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে গুগল সার্চ ইঞ্জিন।
গুগল থেকে যেমন- মানুষের প্রয়োজনীয় তথ্য গুলো পেয়ে উপকৃত হয়।

এবং উক্ত তথ্য গুলো অনেকে নিজের ওয়েবসাইট থেকে কনটেন্ট পাবলিশ করেও টাকা ইনকাম করছে।

আপনারা ওয়েবসাইট তৈরি করে যে, বিষয়ে বেশি অভিজ্ঞ। সেই বিষয় গুলো নিয়ে মানুষকে তথ্য দিয়ে আপনিও অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।

আপনি অনলাইনে যে সকল তথ্য পাবলিশ করবেন সেগুলো মানুষ দেখলে, এবং বিজ্ঞাপন ক্লিক করলে আপনি গুগল থেকে। ভালো পরিমাণের টাকা উপার্জন করতে পারবেন।

আমাদের এই ওয়েবসাইটে কিছু দিন আগে ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেই বিষয় নিয়ে আলোচা করেছি।

তবে ফ্রি ওয়েবসাইট এর কিছু সীমাবদ্ধাতার কারণে অনেকে পেইড মানে টাকার বিনিময়ে ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী।
আমাদের এই আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনা করব ওয়েবসাইট তৈরির খরচ কত বিষয় নিয়ে।

উক্ত বিষয় জেনে নেওয়া আগে আপনাকে অবশ্যই জানতে হবে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়।

ওয়েবসাইট তৈরির খরচ কত ? ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
ওয়েবসাইট তৈরির খরচ কত ? ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে

কেন ওয়েবসাইট তৈরি করবেন ?

আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য গুলো খোজার জন্যে গুগলে সার্চ করে থাকি। আসলেই কি গুগল নিজে আমাদের সমস্যার সমাধান দিচ্ছে ? আমরা উত্তরে বলব না।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, তাহলে আমরা কিভাবে গুগল থেকে আমাদের তথ্য গুলো খুজে পাই।

আমরা যখন কোন তথ্য গুগলে খুজি তখন লক্ষ লক্ষ ওয়েবসাইট দেখতে পাবি। সেই ওয়েবসাইট গুলোর মাধ্যে হাজার হাজার তথ্য ও সমস্যার সমাধান পাওয়া যায়।

গুগল মূলত সেই সকল ওয়েবসাইট গুলো থেকে বাছাই করে যে সকল ওয়েবসাইট আমাদের সমস্যার সঠিক সমাধান হিসেবে মনে করে সেই সকল তথ্য ও সমাধান দেখায়।

উক্ত সমস্যার সমাধান গুলোর প্রদান করার জন্য ওয়েবসাইট মালিকদের গুগল টাকা দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন গুলো দেখা বা ক্লিক করার মাধ্যমে।

বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ করপোরেট চাকরির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তারা আসতে আসতে অনলাইন আয়ের দিকে ছুটছে।

বর্তমান সময়ে অনলাইন আয় করার সহজ ও বেশি টাকা আয় করার মাধ্যম হলো, ওয়েবসাইট তৈরি করে মানুষকে উপকার করে টাকা ইনকাম করা। এই কাজটিকে বলা হয় ব্লগিং।

আপনি যদি উক্ত বিষয় সঠিক ভাবে অনুধাবন করে থাকেন। তাহলে আশা করা যায় কেন আপনি ওয়েবসাইট তৈরি করবেন। যদি না বুঝে থাকেন তবে দয়া করে উক্ত আলোচনা আরো একবার পড়ে নিন।

ওয়েবসাইট তৈরির খরচ কত ?

বর্তমান সময়ে লোকেরা ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী থাকে, ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম গুলোর প্রতি।

আপনি যদি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করতে চান? তাহলে এখানে আপনার কিছু টাকা খরচ করতে হবে।

ওয়েবসাইট তৈরির খরচ কত ও কি কি প্রয়োজন একটি সাইট তৈরি করার জন্য সেই বিষয়ে আমরা এখানে আলোচন করব।
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগবে ?

• ডোমেইন
• হোস্টিং
• থিম
• প্লাগইন
• কনটেন্ট
• ডেভেলপার
• এসএসএল সার্টিফিকেট ইত্যাদি।

একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই উক্ত জিনিস গুলো কিনে নিতে হবে। এই জিনিস গুলো ক্রয় করার জন্য আপনার কিছু টাকা খরচ হবে।

ওয়েবসাইট তৈরির খরচ কত এ বিষয়ে আমরা ধাপে ধাপে দেখাব।

ডোমেইন কি ?

ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইট এর জন্য একটি নাম। মনে করুন- বিশ্বে যত গুলো মানুষ আছে। তাদের সকলের কিন্তু এটি নাম রয়েছে।

মানুষের নাম থাকার জন্য কিন্তু একজন আরেক জন এর বিষয়ে জানতে পারে এবং পরিচিত হতে পারে। ঠিক সেরকম ভাবে প্রতিটি ওয়েবসাইট এর আলাদা আলাদা নাম রয়েছে।

ওয়েবসাইটে যে নাম ব্যবহার করা হয় মানুষের সামনে পরিচিত করার জন্য তাকেই ডোমেইন বলে। ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ডোমেইন নাম আমাদের ওয়েবসাইট ডোমেইন এর মতো হতে পারে যেমন- www.tipsdao.com.

বিশ্বে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে সেগুলোর ডোমেইন বিভিন্ন ধরণের নামের হতে পারে যেমন- facebook.com, youtube.com ওয়েবসাইট গুলোর মতো।

আপনি পছন্দ অনুযায়ী বাছাই করে ডোমেইন কিনতে পারবেন। তবে আগে থেকে যে সকল ডোমেইন অন্য ব্যক্তি কিনে নিয়ে সাইট তৈরি করেছে। সেই ডোমেইন গুলো আপনি কিনতে পারবেন না।

ওয়েবসাইট এর ডোমেইন কেনার খরচ কত ?

একটি ডোমেইন এর দাম পুরোপুরি ভাবে নির্ভর করে আপনার নির্বাচন করা ডোমেইন এক্সটেনশন এর উপর।

যেমন- বর্তমান সময়ে হাই কোয়ালিটি ডোমেইন এক্সটেনশন হলো- .com আপনি যদি ডট কম ডোমেইন কিনেন তবে আপনার কিছু টাকা বেশি লাগবে।

এছাড়া আপনি যদি অন্যান্য ডোমেইন এক্সটেনশন নেন যেমন- .net, .org, .com.bd, xyz ইত্যাদি। তাহলে আপনার কিছু টাকা কম খরচ হবে।

আপনি যদি বাংলাদেশ থেকে .com ডোমেইন কিনেন তাহলে আপনার খরচ হতে পারে ৯০০ থেকে ১০০০ টাকা। যার ইউএস ১০ ডলার লাগতে পারে।

আপনি যদি অল্প টাকা দিয়ে একটি ডোমেইন এক্সটেনশন ব্যবহার করতে চান তাহলে .xyz কিনতে পারবেন বাংলাদেশি টাকায় মাত্র ৫০ থেকে ১০০ টাকা খরচ করেই।

হোস্টিং কি ?

হোস্টিং একটি ওয়েবসাইট এর স্টোরেজ হিসেবে কাজ করে। আপনার ওয়েবসাইট তৈরি করার পরে কোন ধরণের আর্টিকেল, ইমেজ, ভিডিও যদি আপলোড করেন।

তাহলে সেই হিসেবে আপনার জাগয়া দরকার প্রয়োজন পড়বে। মোট কথা একটি সাইট তৈরি করার জন্য যে জায়গা দরকার হয় তাকে হোস্টিং বলে।

হোস্টিং কেনার খরচ কত ?

ওয়েবসাইট এর জন্য হোস্টিং কেনার খরচ সম্পুন্ন ভাবে আপনি কত জিবি হোস্টিং ক্রয় করবে তার উপরে।

মনে করুন- বর্তমান সময়ে ২ জিবি, ৫ জিবি, ১০ জিবি বিভিন্ন ধরণের হোস্টিং আছে। যারা ব্লগিং করবেন তাদের জন্য ৫ জিবি হোস্টিং অনেক ভালো।

আপনি ৫ জিবি হোস্টিং কিনতে চাইলে এক বছরের জন্য ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে কিনতে পারবেন।
কোথা থেকে ডোমেইন ও হোস্টিং কিনবেন?

বর্তমান সময়ে ডোমেইন ও হোস্টিং কেনার জন্য সব চেয়ে জনপ্রিয় ও ইন্টারনেশনাল ওয়েবসাইট হলো Namecheap.
আপনি যদি এই ওয়েবসাইট এ একটি একাউন্ট তৈরি করেন। তাহলে সহজেই ডুয়েল কারেন্সি সাপোর্ট এর কার্ড ব্যবহার করেই যখন তখন কিনতে পারবেন।

আর যদি আপনার কাছে কোন প্রকার কার্ড না থাকে। তাহলে ডোমেইন ও হোস্টিং কেনার জন্য বাংলাদেশী বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারবে, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি একাউন্টের মাধ্যমে।

ওয়েবসাইট থিম

ওয়েবসাইট এর থিম এর বিষয়ে আমরা সকলেই কম বেশি জানি। ওয়েবসাটে থিম ব্যবহার করার ফলে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তোলা যায়।

ওয়েবসাইট এর জন্য দুই ধরণের থিম ব্যবহার করা যায়। যেমন- ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম। আমরা যারা টাকা খরচ করতে আগ্রহী না তারা ফ্রি থিম ব্যবহার করতে পারব।

আপনি হয়তো জানেন ফ্রি জিনেসের কদর একটু কমই থাকে। সেক্ষত্রে আপনার সাইটে যেহেতু সকল জিনিস কিনতে পারবেন থিমটিও কিনে নিবেন।

অনলাইন মার্কেট প্লেস গুলোতে প্রিমিয়াম থিম কেনার অনেক ওয়েবসাইট আছে। আপনার বাজেট অনুযায়ী থিম কিনতে পারবেন।

থিম কেনার জন্য বাংলাদেশ থেকে আপনার খরচ হতে পারে ১০০০ থেকে ২০০০ হাজার টাকা। আপনি এই বাজেটে অনেক জনপ্রিয় থিম গুলো কিনতে পারবেন।

ওয়েবসাইটের জন্য প্লাগইন

গ্লাগইন হচ্ছে ওয়েবসাইট এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। আপনার ওয়েবসাইটে যদি কাজ করার বিভিন্ন ধরণের প্লাগইন ইনস্টল করেন তাহলে জটিল জটিল কাজ গুলো এক ক্লিক করেই সমাধান করতে পারবেন।

আপনার প্রয়োজনীয় প্লাগইন গুলো আলাদা আলাদা দামে কিনতে হবে। আপনার কাজ করার জন্য যে প্লাগইন কিনতে খরচ হতে পারে ১০০০-২০০০ হাজার টাকা।

শেষ কথাঃ

আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করলাম একটি ওয়েবসাইট তৈরির খরচ কত।

আমরা আশা করি আমাদের দেওয়া তথ্য অনুযায়ী বুঝতে পারছেন। একটি সাইট তৈরির খরচ কত হতে পারে।

আমাদের এই লেখা আপনার কাছে কেমন লাগল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়বসাইট সম্পর্কে আরো নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top