অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে হলে আপনার প্রয়োজন নিষ্ঠা, ধরয ও সামনে এগিয়ে চলার সাহস। মনে রাখতে হবে এই পথ অনেক পিচ্ছিল, কিন্তু আপনাকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে থেমে পড়লে চলবে না, আবার উঠে দাড়াতে হবে, সামনে এগুতে হবে। সামনেই সাফল্যের দরজা আপনাকে ডাকছে।
আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমি অনুরোধ করবো প্রথমে সেটা জানুন। এর জন্য আমাদের এই পোস্টটি পড়ুন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৮টি গোপন রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করার জন্য অনেক পদ্ধতি আছে যা আমরা ধীরে ধীরে সব শিখবো। আজকের আর্টিকেলে আমরা শুধু ১টি পদ্ধতি নিয়ে আলোচনা করবো এবং উদাহরণ সহ। এই টিউটোরিয়াল ফলো করলে আপনার সেল না হলেও আপনার ইনকাম থেমে থাকবে না। কিছু হলেও ইনকাম আসতে থাকবে ইনশা আল্লাহ। কাজেই আপনাকে হতাশ হতে হবে না।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর সমস্যা সমূহঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো এটা শেখার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। আপনি কি জানেন কি কারণে মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ব্যর্থ হয়? আসলে কোন কাজ করার আগে তার রিস্ক ফ্যাক্টরগুলো জেনে নিলে ভুল হবার সম্ভবনা কমে যায় এবং সাফল্যের পথ অনেকটাই খুলে যায়। তাহলে চলুন দেখে নেই কি কি কারণে মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ব্যর্থ হয় এবং আমরা সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগুলো এভয়েড করবো।
১) যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর সাথে আমরা কাজ করবো তার সম্পর্কে ভালো করে না জেনে কাজে ঝাঁপিয়ে পড়া। ধরুন আপনি এমন একটি সাইট বেছে নিলেন যাদের মার্কেট রেটিং ভালো না, যারা বিশ্বস্ত নয়, আপনি অনেক পরিশ্রম করে কাজ করে কিছু উপার্জন করলেন কিন্তু সেটা হাতে পেলেন না। তার আগেই ঐ সাইট গায়েব হয়ে গেলো।
এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন আসার কথা, “আমরা কিভাবে বুঝবো এই সাইটে কাজ করা যাবে কি না?” এই প্রশ্নের উত্তর পেতে নিচের লিঙ্কের ভিডিওটি দেখতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
(আগেই বলে রাখি, এখানে URL SHORTNER ব্যাবহার করা হয়েছে, অর্থাৎ আপনি যদি এই লিঙ্কে ভিজিট করেন তাহলে আমি এখান থেকে প্রতিটি ভিজিট এর বিনিময়ে কিছু টাকা উপার্জন করবো। আর এর পিছনে কিছু কারণ আছে সেটা একটু পড়েই বুঝতে পারবেন)
২) ভুল জায়গায় ভুল বিজ্ঞাপন প্রকাশ করা।
৩) টার্গেট কাস্টোমার খুঁজে বের করতে ব্যর্থ হওয়া।
৪) আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা সম্পর্কে পূর্ণ ধারণা না থাকা।
৫) প্রথমেই উচ্চ প্রতিযোগিতার কীওয়ারড বেছে নিয়ে কাজ করতে যাওয়া।
৬) এমন প্রোডাক্ট নিয়ে কাজ করা যেটার বাজারে একেবারেই চাহিদা নেই বা চাহিদার চেয়ে যোগান অনেক বেশি।
অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে ইনকাম শুরু করবেন?
যাইহোক, আশা করি এতক্ষণে বুঝে গেছেন আমাদের কোন পথে হাটা চলবে না। এখন আমরা দেখবো কোথা থেকে শুরু করবো? অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে যারা নতুনদের সেভাবে সুযোগ দেয় না। আবার অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বাংলাদেশ থেকে কাজ করা যায় না। আবার অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর পেমেন্ট আমাদের সুবিধা মত নয়।
কাজেই সব কিছু বিবেচনা করে আমি আপনাদের জন্য ৫টি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইট নিচে শেয়ার করছি এগুলোর যেকোনো একটা থেকেই আপনি কাজ শুরু করতে পারেন।
- Moreniche
- Dr. Cash
- Banggood
- Nutriprofit
- Lookingx
আপনারা চাইলে যেকোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, তবে আমি আপনাদের নিউট্রোপ্রফিট সাইট থেকে কাজ করা দেখাচ্ছি। উপরে প্রতিটি সাইট এর লিঙ্ক দেয়া আছে, নিউট্রোপ্রফিট এর লিঙ্কে প্রবেশ করুন এবং সেখানে একাউন্ট ওপেন করুন। আশা করি কিভাবে একাউন্ট ওপেন করতে হবে সেটা সবাই জানেন তাই এটা নিয়ে আর লিখলাম না। তারপরেও না বুঝলে নিচের স্ক্রিনশটটি খেয়াল করুন।
এরপর আপনার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, সেটা ভেরিফাই করুন। তারপর ২৪ ঘনটার মধ্যে আপনার একাউন্টটি এপ্রুভ করে দিবে।
এরপর, ট্যাব থেকে ওফার এ ক্লিক করুন। (নিচের চিত্রটি ফলো করুন)
আপনার পছন্দমত কোন অফার বেছে নিন এবং তাতে ক্লিক করুন। সেখানে প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা পাবেন। এখানে লিঙ্ক ও পাবেন। আপনাকে এই লিঙ্কটি শেয়ার করতে হবে। মনে রাখবেন কোন লিঙ্ক ডিরেক্ট শেয়ার করবেন না, সেটাকে শর্ট করে (যে কোন একটি শরটেনার করে, আমি এটা ব্যাবহার করি)
ধরুন আমি ওজন কমানোর নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাই আমি এর উপর একটি পণ্য সিলেক্ট করলাম। এখন এটা সম্পর্কে ভালো ধারণা নিলাম। এবার আমাদেরকে এটা প্রোমোট করতে হবে। কিন্তু শুধু শুধু বেশি ক্লিক পড়লে আর সেল না হলে আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তাই আমাদেরকে উপযুক্ত জায়গায় এটা প্রোমোট করতে হবে যাতে আমরা আমাদের টার্গেট কাস্টোমার পাই এবং ভাগ্য সুপ্রসন্ন হলে কিছু সেল হয়েও যেতে পারে।
সুতরাং, আমরা ইউটিউবে গিয়ে আগে দেশ এর ফিল্টার পরিবর্তন করে ইউনাইটেড স্টেট করে দিবো, এবং ওখানে সার্চ করবো, “WEIGHT LOSS” লিখে। তারপর বিগত ৭ থেকে ৩০ দিনের মধ্যে যে পোস্ট গুলতে সবথেকে বেশি ভিউ আর কমেন্ট আছে সেগুলোতে গিয়ে ভিডিও গুলো কমপক্ষে ৩০ থেকে ৪০ সেকেন্ড দেখব (এটা না করলে আপনি স্প্যাম হিসেবে চিনহিত হতে পারেন এবং আপনার একাউন্ট এর সমস্যা হতে পারে।) তারপর আমরা সেখানে গিয়ে ১-২টি বাক্যে এই প্রোডাক্ট সম্পর্কে আকর্ষণীয় কথা লিখবো এবং এর নিচে সেই প্রোডাক্ট এর শর্ট করা লিঙ্কটি শেয়ার করে দিবো। এতে করে আমাদের পণ্যটি সেল হবার সম্ভবনা অনেক বেশি।
এটা ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। এই পদ্ধতি প্রতিদিন এপ্লাই করুন এবং থেমে থাকবেন না, চেষ্টা চালিয়ে যান। জয় একদিন হবেই ইনশা আল্লাহ।
এখন কিছু গোপন রহস্য প্রকাশ করছি, প্রথমদিকে আমি বলেছি যে আমি যে ভিডিওটি শেয়ার করলাম তাতে আমি একটি শরটেনার ব্যাবহার করেছি, আপনাদেরকেও তার লিঙ্ক দিয়েছি, এর কারণ, আপনারা যখন ঐ লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখবেন তাতে আমি লাভবান হব। আপনারাও ঠিক এই পদ্ধতি অবলম্বন করবেন। তাতে আপনার লিঙ্ক থেকে কেউ ভিজিট করলেও আপানার কিছু টাকা ইনকাম হবে আর পণ্যটি বিক্রি হলে তো কথাই নেই।
আর একটা বিষয় খেয়াল করবেন, আমি যে ৫টি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর কথা বলেছি সেখানে আমি ২টি তে আমার রেফারেল ব্যাবহার করেছি। অর্থাৎ কেউ আমার এই লিঙ্ক থেকে একাউন্ট ওপেন করলে এবং তার সেল হলে আমারও সেখানে কিছু কমিশন থাকবে। কিন্তু ঘাবড়াবেন না, আপনার ইনকামের উপর কোন ইফেক্ট পড়বে না। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাতে আপনার ইনকাম আরও বেশি হবে।
আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদি তাই হয় তাহলে প্লিজ পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। আর কোথাও বুঝতে সমস্যা হলে আমি তো আছিই, কমেন্ট করুন।
শেষ কথাঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় ধাপ, আর এখান থেকে ইনকাম করতে হলে অনেক পদ্ধতি আছে, তার মধ্যে থেকে সবচেয়ে সহজ পদ্ধতি হল ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা যা আজ আপনাদের দেখালাম।
ফুল প্রসেসটা অনেক সহজ মনে করে কাজটি অনুশীলন না করে ছেড়ে দিবেন না, মনে রাখতে হবে সুযোগ বার বার আসবে না, কিন্তু সেই বুদ্ধিমান যে সময় ও সুযোগ কখনো হাত ছাড়া করে না। আর এরাই সফল হয়। আশা করি আপনিও কাল সফল লোকদের ভিড়ে একজন হিসেবে গণ্য হবেন। সবার জন্য শুভকামনা। আরও অনেক পদ্ধতি নিয়ে পরবর্তী সময়ে আবারও হাজির হবো ইনশা আল্লাহ্।
Onek valo laglo viya . Thanks 😊