অনলাইনে আর্টিকেল লিখে আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন

বর্তমান সময়ে আমরা সকলেই অনলাইন আয়ে এর বিষয়ে জানি। অনলাইন থেকে আয় করার বিষয়ে প্রতিদিন মানুষের কাজের আগ্রহ বাড়ছে।

আপনি যদি নিজের পছন্দ মতো অনলাইনে লেখা লেখি করতে পারেন তাহলে অনেক ভালো পরিমাণের টাকা আয় করতে পারবেন।

আমাদের মাঝে অনেক লোক আছে যারা, অনলাইনে লেখা লেখি করতে অনেক পছন্দ করে। তবে আপনি কি জানেন যে, শুধু লেখা লেখি করে নিজের ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছে।

আপনি যদি অনলাইনে লিখে আয় করতে চান তাহলে আমাদের এই আর্টিকেল মনযোগ দিয়ে পুড়ন।

বাংলাদেশে অনেক সাইট আছে, গুলোতে কাজ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি কোয়ালিটি আর্টিকেল লিখা শিখে অনলাইনে ভালো পরিমাণ টাকা দীর্ঘস্থায়ী ভাবে আয় করতে পারবেন।

অনলাইনে লেখা লেখি করে আয় করার বিষয় হয়তো নতুন না। অনেক আগে থেকে মানুষ লেখা লেখি করে আয় করে যাচ্ছে। তবে লেখা লেখি করে আয় এর মাধ্যমটির ব্যাপক বিবর্তন আসছে বর্তমানে।

পূর্বের দিন গুলোর তোলনায় প্রতিদিন, একজন লেখকের জন্য কিন্তু এখন আরও অনেক সহজ মাধ্যম আছে।

অনলাইনে আর্টিকেল লিখে আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন
অনলাইনে আর্টিকেল লিখে আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন

আর্টিকেল রাইটিং কি?

আর্টিকেল রাইটিং হচ্ছে- একটি লেখা যেখানে কোন একটি বিষয় নিয়ে স্পষ্ট ধারণা থাকবে। যখন কোন মানুষ একটি বিষয় য়ে রিসার্চ করে, সেই বিষয় এর উপর পূর্ণ ধারণা নিয়ে একটি আর্টিকেল লিখাকে আর্টিকেল রাইটিং বলে।

আগের সময় গুলোতে আর্টিকেল ছিল শুধূ মাত্র পত্রিকা বা ম্যঅগাজিনে। তবে এখন সব ডিজিটাল হয়েছে তার ধারাবাহিকতায় এখন আর্টিকেল পাবলিশ করা হয়।

বিভিন্ন ধরণের বাংলা ও ইংরেজি ওয়েবসাইটে, ফোরাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অনলাইন পত্রিকা বা ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে।

আগের সময় গুলোতে আর্টিকেল লেখা হতো কাগজ ও কলম দিয়ে। বর্তমান সময়ে কম্পিউটার ও মোবাইল টাইপ করে। এখনকার সময়ে আর্টিকেল লেখা একটি পেশাতে রুপান্তরিত হচ্ছে।

আর্টিকেল লেখার উপায়

একটি সময় কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখতে হলে, প্রথমেই সেই বিষয় নিয়ে অনেক বই পড়ে ভালো ধারণা নিতে হবে হতো।

এর কারণ হলো আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য হলো কোন একটি বিষয় এর উপর দর্শক পুর্ণ ধারণা দেওয়া তবে যদি লেখকের সেই বিষয়ে ধারনা না থাকে। তবে কিভাবে দিবে ধারণা।

তার জন্য লেখকের বই পড়ে ধারণা নিতে হতো। তবে বর্তমান সময়ে গুগল লেখকদের মুক্তি দিয়ে বড় বড় বই পড়া থাকে।

এখন যে কোন বিষয়ে আর্টিকেল লিখবেন তা গুগলে সার্চ করলেই আপনি সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

একটি আর্টিকেল লেখার পূর্বশর্ত হচ্ছে- আপনাকে অবশ্যই এই বিষয়ে অনেক ভালো ধারণা নিয়ে পরে লিখতে হবে। তাই আর্টিকেল লেখা বিষয়ে নিয়ে গুগলে বেশি বেশি রিসার্চ করুন।

আর্টিকেল প্রধানত তিন প্রকার যথা-

• টিউটোরিয়াল আর্টিকেল
• রিভিউ আর্টিকেল
• নিউজ আর্টিকেল

টিউটোরিয়াল আর্টিকেল

ইনফরমেটিভ বা টিউটরিয়াল আর্টিকেল মানে, এমন একটি আর্টিকেল যেখানে কোন বিষয় নিয়ে তথ্য দেওয়া হয়।
মনে করুন আপনি একটি আর্টিকেল লিখবেন “অনলাইন আয় ২০২২” নিয়ে। তবে প্রথমে আপনাকে অবশ্যই সেই বিষয়ে সঠিক ভাবে রিসার্চ করে ধারণা নিতে হবে।

কোন ওয়েবসাইট গুলো অনলাইন আয় ২০২২ লিখেছে। এবং সেই সাইট গুলোতে কি কি তথ্য দেওয়া আছে সে গুলো সঠিক ভাবে অনুসরণ করে।

আপনার সাইটে যদি অন্য ব্যক্তিদের আর্টিকেল এর থেকে ভালো করে লিখতে পারেন তাহলে আপনার সাইট অনেক ভালো জায়গায় গিয়ে দাড়াবে।

আপনি যে বিষয় নিয়ে টিউটরিয়াল আর্টিকেল লিখবেন তার জন্য আপনার দক্ষতা থাকতে হবে। এর কারণ হলো কোন বিষয় এর উপর যদি আপনার দক্ষতা না থাকে। তাহলে সেই বিষয়ে টিউটরিয়াল লিখা আপনার পক্ষে সম্ভব হবে না।

রিভিউ আর্টিকেল

বর্তমান সময়ে রিভিউ, আর্টিকেল লেখা অনেক জনপ্রিয়। রিভিউ আর্টিকেল হলো কোন পণ্য বা প্রডাক্ট সম্পর্কিত এমন একটি লেখঅ যাকে সেই পন্য বা প্রডাক্টের খারাপ দিক তুলে ধরা হয়।

রিভিউ আর্টিকেল এর প্রধান উদ্দেশ্য হলো কোন পণ্য বা প্রডাক্ট ভালো ও খারাপ দিক গুলো নিয়ে আলোচনা করে গ্রাহকদের পণ্য ক্রয় এর সিদ্ধান্ত নিতে সাহায্য করা।

মনে করুন- আপনি একটি আর্টিকেল লিখবেন মোবাইল রিভিউ নিয়ে। সেই বিষয়ে আপনাকে যে কোন ফোন এর ভালো খারাপ দিক গুলো নিয়ে আলোচনা করতে হবে।

আপনি যখন সেই বিষয়ে আর্টিকেল লিখবেন। সেটি সঠিক তথ্য দিয়ে কাজ করতে পারেন। তাহলে আপনার আর্টিকেল এর কোয়ালিটি অনেক ভালো হবে। এবং এটি সার্চ ইঞ্জিনে অনেক ভালো জায়গায় রেঙ্ক হবে এবং অনেক ভিজিটর প্রবেশ করবে।

নিউজ আর্টিকেল

আমরা সকলেই কিন্তু পত্রিকা পড়ি বা পড়েছি। পত্রিকায় অনেক বিষয়ে ছোট ছোট আর্টিকেল থাকে। যেখানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ধরণের ঘটনার বর্ণনা দিওয়া থাকে।

উক্ত কাজ গুলোকেই নিউজ আর্টিকেল বলা হয়। বর্তমান সময়ে মানুষ খবরের কাজ পড়ে আগ্রহী না। কারণ এখন ডিজিটাল যুগ।

তাই লোকেরা নিজের হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইন পত্রিকা পড়তে পছন্দ করে। আপনি যদি অনলাইন পোর্টলে নিজ আর্টিকেল লিখেন তাহলে অনেক ভালো কোয়াটিলির আর্টিকেল লিখতে পারবেন।

আমরা সবাই পত্রিকা পড়েছি। পত্রিকায় অনেক বিষয় ছোট ছোট আর্টিকেল থাকে যেখানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা থাকে। এগুলোকেই নিউজ আর্টিকেল বলে।

বর্তমানে অনলাইন নিউজ পোর্টালে মানুষ বেশি খবর পড়ে। তাই পত্রিকার আর্টিকেল গুলো তারা এখন ওয়েবসাইটে পাবলিস করে।

See more: 

কোয়ালিটি আর্টিকেল লেখার সেরা টিপস

আপনি ওয়েবসাইটে আর্টিকেল লেখার সময় ছোট ও আকর্ষণীয় টাইটেল ব্যবহার করবেনঃ আপনার আর্টিকেল টাইটেল দর্শকদের বলে দেয় আপনার আর্টিকেল এর বিষয় বস্তু সম্পর্কে।

তার জন্য টাইটেলকে করতে হবে অনেক আকর্ষণীয়। যাতে করে লোকেরা টাইটেল দেখেই পুরো আর্টিকেল পড়তে আগ্রহ দেখায়।

ছোট ছোট প্যারাগ্রাফ লিখুনঃ আপনি যখন সাইটে আর্টিকেল লিখবেন তখন চেষ্টা করবেন। কয়েক ওয়ার্ড মানে ১০-১২ ওয়ার্ড পর পর দাড়ি দিবেন।

এবং ছোট ছোট প্যারাগ্রাফতৈরি করবেন। যা হতে পারে ২-৩ লাইন এর প্যারাগ্রাফ। এক্ষেত্রে আপনি যদি কোন দাড়ি, কমা, প্যারাগ্রাফ ছাড়া আর্টিকেল লিখেন তাহলে সেটি দর্শকরা পড়ে হিমসিম খাবে। তাই আপনাকে সঠিক ভাবে, প্যারাগ্রাফ সাজাতে হবে।

আর্টিকেল হেডিং ব্যবহার করাঃ একটি আর্টিকেল এর মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যদি প্রতিটি বিষয় নিয়ে একটি ছোট প্যারাগ্রাফ হয়ে থাকে। তাহলে প্রতিটি প্যারাগ্রাফের একটি হেডিং দেওয়া অনেক জরুরী বিষয়।

আর্টিকেলের মাঝে ছবি ব্যবহার করাঃ মানুষ বিভিন্ন ওয়েবসাইটে কোন বিষয় পড়ার জন্য প্রবেশ করলে শুধু একাধারে লেখা পড়তে পছন্দ করে না।

তাই আপনাকে আর্টিকেল এর মাঝে মাঝে ছবি ব্যবহার করতে হবে। এতে করে আপনার আর্টিকেল আরো সুন্দর হবে।

আর্টিকেল লিখে আয় করার উপায়

আর্টিকেল লিখে আয় করা বর্তমানে অনেক সহজ। আপনি নিজের ঘরে বসেই ভালো টাকা আয় করার সুযোগ পাবেন দেশি ও বিদেশি ওয়েবসাইট গুলোতে আর্টিকেল লিখে।

ব্লগিং করে আয়

বর্তমান সময়ে ছাত্র ছাত্রী, গৃহীনি সকলের কাছে সব চেয়ে জনপ্রিয় একটি অনলাইন আয়ের মাধ্যম হলো ব্লগিং।

আপনি যদি কোন বিষয় এর উপর এক্সপার্ট হোন। তাহলে সেই বিষয় নিয়ে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে সেথানে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন যুক্ত করে প্রচুর টাকা আয় করতে পারবেন।

এ জন্য আপনাকে অনেক ইংরেজিতে এক্সপার্ট হতে হবে না। আপনি যদি নিজের ঘরে বসে ব্লগিং করে আয় করতে চান। তবে বাংলাতেও ব্লগ সাইট তৈরি করে। আর্টিকেল পাবলিশ করে আয় করতে পারবেন।

কনটেন্ট রাইটার হিসেবে আয়

আপনি যদি কনটেন্ট রাইটার হিসেবে অনলাইন আয় করতে চান? তাহলে বিশ্বের অনেক বেশি চাহিদা আছে কনটেন্ট রাইটারদের।

আপনি যদি ভালো ইংরেজি কনটেন্ট লিখতে পারেন। তাহলে আপনি বিভিন্ন মার্কেটপ্লেস গুলোতে একজন কনটেন্ট রাইটার হিসেবে মানুষের কাছে বা অনলাইনে আপনার কোর্স বিক্রি করে আয় করতে পারবেন।

আর যদি কোন ওয়েবসাইটে কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে চান তবে ঘন্টা হিসেবে কাজ করে আয় করতে পারবেন।

আর্টিকেল রিরাইট করে আয়

আর্টিকেল রিরাইট বলতে আপনাকে আপনার ক্লায়েন্ট একটি আর্টিকেল দিয়ে দিবে। সেই আর্টিকেল পড়ে সেখান থেকে পাওয়া তথ্য নিয়ে আপনাকে আরেকটি আর্টিকেল নতুন করে সাজিয়ে লিখে দিতে হবে।

সেই কাজটিকে বলা হয় আর্টিকেল রিরাইট এর কাজ। আপনি এই কাজ গুলো অনলাইনে অনেক মার্কেটপ্লেস গুলোতে গিয়ে করতে পারবেন যেমন- ফ্রিল্যান্সিং ডট কম।

শেষ কথাঃ

তো বন্ধুরা আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারলেন- অনলাইনে আর্টিকেল লিখে আয় করার পূর্ণাঙ্গ গাইডলাইন।

আপনার যদি এই আর্টিকেল বিষয়ে কোন কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করুন। ধ্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top