ক্যপসা এন্ট্রি অনলাইন জব সম্পর্কে বিস্তারিত

  • ক্যপসা এন্ট্রি কি ?  

নেট জগতে ঘুরে বেড়ানো অনেকেই ক্যপসা সম্পর্কে অবগত রয়েছেন আবার অনেকই তার ভিন্ন। অনেকেই মুখমুখি হয়েছেন হটাত ব্রাউজিং এ বিঘ্ন ঘটিয়ে সামনে চলে আসা বাকা কিছু অক্ষরে লেখা এক ইমেজের কিন্তু তার তেমন পরিচয় জানা নেই। হ্যাঁ এটাই ক্যপসা, যা মানুষ এবং রোবট সনাক্ত করেনের একটি পদ্ধতি। 

  • ক্যপসা এন্ট্রি করে কিভাবে আয় করা যায়?

বিভিন্ন ক্যপসা এন্ট্রি সাইট থেকে সহজে রেজিস্ট্রেশন করে প্রোফাইল গুছিয়ে নিয়েই শুরু করতে পারেন ক্যপসা পুরন। এবং ভালো রকম আয় করতে পারেন। অবশ্যই এটা আপনার টাইপিং স্পীড এর উপর নির্ভর করে। 

ক্যপসা এন্ট্রির কাজ কম্পিউটার অথবা স্মার্ট ফোন এর মাধ্যমে করা যায়।

রেজিস্ট্রেশন করার জন্য কোন টাকা দেয়ার প্রয়োজন নেই। তবে কোন সাইট রেজিস্ট্রেশনের সময় টাকা পে করতে বলে ভিন্ন সাইট বেছে নিন।

ক্যপসা পুরনের জাইগাই প্রবেশ করলে একের পর এক ক্যপসা আসতে থাকবে। ভিন্ন ধরনের ক্যপসার জন্য মুল্যও ভিন্ন হয়ে থাকে। ইমেজ ক্যপসা পুরনের জন্য ইমেজ পড়ে নিম্নে দেয়া বক্সে লিখে সাবমিট করে যেতে হবে। সাধারনত ইমেজ ক্যপসা গুলো সর্বোচ্চ ১৫ অক্ষর এবং সর্বনিম্ন ৪ অক্ষরের হয়ে থাকে। রিক্যপসা ক্যপসার জন্য কিছু ইমেজ দিয়ে বলা হবে নির্দিষ্ট বিষয় সংক্রান্ত ইমেজ গুলো সিলেক্ট করতে যেমন মাউন্টেইন, বাইসাইকেল, ট্রাফিক লাইট ইত্যাদি। 

  • আয় এর পরিমানঃ

ক্যপসা সঠিক ভাবে পুরন করলে সঠিক বলে গন্য হবে এবং এর জন্য পে করবে এবং ভুল হলে ইরর হিসেবে চিহ্নিত হবে।সুতরাং সঠিক ভাবে ক্যপসা পুরনের ব্যপারে সতর্কতা অবলম্বন করতে হবে। 

বিভিন্ন ধরনের সাইট কমবেশি প্রতি হাজার ইমেজ ক্যপসার জন্য ০.৫-১.৫ ডলার পর্যন্ত দিয়ে থাকে। তবে তা সময় এবং চাহিদা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। আবার অন্যান্য ক্যপসা যেমন রিক্যপসা, এইসক্যপসা, গিটেস্ট ইত্যাদির জন্য ০.৮-৩.৭৫ ডলার প্রতি হাজারে দিয়ে থাকে।

  • ক্যপসা পুরনের সময়সীমাঃ

ইমেজ ক্যপসা তে কম পরিমানে প্রতি ক্যপসাতে তুলনামুলক কম পরিমান আয় হয়ে থাকে তবে তা অন্যান্য ক্যপসা থেকে ইমেজ ক্যপসার চাহিদা সবসময় বেশি থাকে। এক্ষেত্রে অন্যান্য ক্যপসা যেমন রিক্যপসা, এইসক্যপসা ইত্যাদিতে বেশি পরিমান আয় করা যায়।

প্রতিদিন ২-৪ ঘন্টা কাজ করার মাধ্যমে মোটামুটি ভালো পরিমান আয় করা সম্ভব। তবে তা অবশ্যই আপনার ক্যপসা পুরনের দ্রুততার উপর নির্ভর করবে। 

সাধারনত অধিকাংশ ক্যপসা এন্ট্রি সাইটে রয়েছে সীমাহিন এক কাজের সুযোগ। অর্থাৎ আপনি ইচ্ছামত ক্যপসা পুরন করতে পারেন।

  • কিভাবে ভালো ক্যপসা সাইটের সন্ধান মিলবেঃ 

বিভিন্ন সার্চইঞ্জিন এ সার্চ করে পেয়ে যেতে পারেন অনেক ধরনের চ্যপসা এন্ট্রি সাইট। তাদের মধ্যে থেকে ভালো কিছু সাইট এবং সল্প বিস্তারিত বৈশিষ্ট আলোচনা হবে পরের লেখায় ততোক্ষণ সাথে থাকুন ওয়েবশরিফুল ব্লগ এর সাথে। 

  • সবশেষেঃ

তবে অবশ্যই বেছে নেয়া সাইট এ কাজ শুরুর পুর্বে সকল বিষয় দেখে নিতে হবে। সেই সাথে টাকা উইথড্র এর ব্যবস্থা সম্পর্কে ভালোমত জেনে নেয়া উচিত। এবং অনলাইন প্লাটফর্মে সবসময় বিশেষ সতর্কতার সাথে কাজ করতে হবে। 

আজকের মত এই পর্যন্তই। ঘরে থাকুন সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন। 

ধন্যবাদ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top