কম্পিউটারের জন্য ৯ টি প্রয়োজনীয় সফটওয়্যার (ডাউনলোড করুন)

কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড : আপনার যদি একটি উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন।

তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য যে সব, প্রয়োজনীয় সফটওয়্যার থাকা দরকার। সে গুলোর বিষয়ে আপনাদের জেনে রাখা অত্যন্ত জরুরী।

এমনিতে বেশিরভাগ মানুষ নিজের কম্পিউটারে উইন্ডোজ-7, উইন্ডোজ-8 , উইন্ডোজ-10 এর মধ্যে যেকোনো একটি ভার্সন অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করে।

এ সকল অপারেটিং সিস্টেমের সব থেকে, বেশি পিসি সফটওয়্যার আপনারা ইন্টারনেটে ফ্রিতে পেয়ে যাবেন। তবে আমরা যদি ফ্রিতে অনেক হাজার হাজার, কম্পিউটার সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি।

কম্পিউটারের জন্য ৯ টি প্রয়োজনীয় সফটওয়্যার (ডাউনলোড করুন)
কম্পিউটারের জন্য ৯ টি প্রয়োজনীয় সফটওয়্যার (ডাউনলোড করুন)

তাহলে, যে গুলো কম্পিউটারের জন্য অনেক প্রয়োজনীয়, সফটওয়্যার বা যে গুলো সফটওয়্যার কম্পিউটার থাকা আবশ্যক। সে গুলো আপনারা কেন ব্যবহার করছেন না।

তাই আজ আমাদের এ আর্টিকেল এর মাধ্যমে আমরা কম্পিউটার বা ল্যাপটপের জন্য কিছু গুরুত্বপূর্ণ উইন্ডোজ সফটওয়্যার এর ব্যাপারে জানাবো।

তাই আপনি যদি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

অবশ্যই পড়ুনঃ

কম্পিউটারের জন্য ৯ প্রয়োজনীয় সফটওয়্যার (ডাউনলোড করুন)

আমরা এই পোষ্টের মাধ্যমে যে, সকল কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনারা একদম ফ্রিতে, গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন।

এছাড়া আমরা আপনার সুবিধার কথা চিন্তা করে। এখানে কিছু সফটওয়্যার ডাউনলোড করার লিংক যুক্ত করে দিয়েছি।

তো চলুন এখন জেনে নেয়া যাক। কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সম্পর্কে।

01. vast antivirus (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন। বা অন্যদের থেকে ফাইল ভিডিও বা যেকোনো জিনিস নিজের কম্পিউটারে আদান-প্রদান করেন।

তাহলে একটি এন্টিভাইরাস সফটওয়্যার। আপনার উইন্ডোজ সিস্টেমের জন্য অনেক প্রয়োজনীয়। এর কারণ হচ্ছে, এন্টিভাইরাস ছাড়া, আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে, কোন সময় যে, কোন মাধ্যমে ভাইরাস প্রবেশ করতে পারে।

বিশেষ করে, আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন। তাহলে আপনার অবশ্যই কম্পিউটারের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।

তার জন্য নিজের সিস্টেমে একটি ফ্রি হলেও, এন্টিভাইরাস ব্যবহার করবেন। যখন কথা যে, একটি ফ্রি কম্পিউটার এন্টিভাইরাস এর। তখন এভাস্ট আমার নজরে সব থেকে ভালো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।

অ্যাভাস্ট এন্টিভাইরাস ফ্রি হলেও, এই এন্টিভাইরাস আপনার কম্পিউটারকে সব দিক দিয়ে, ভাইরাস মুক্ত রাখতে সহায়তা করবে। এবং যে কোনো প্রকার ভাইরাস কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করতে দিবেনা।

Avast-free-antivirus এর কিছু ফিচার হচ্ছে- Block Viruses & Other Malware, Ransomware, Detect Viruses এবং Other Threats in Real time.

তাই আপনারা দেরি না করে। এখনই এই ফ্রী অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এটি আপনার কম্পিউটারের জন্য অনেক প্রয়োজনীয়।

ডাউনলোড করুনঃ Avast PC antivirus

02. IDM (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

IDM (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার)। একটি কম্পিউটার বা ল্যাপটপের জন্য, এই সফটওয়্যার টি অনেক প্রয়োজন। আপনার যদি নিজের সিস্টেমে, ইন্টারনেট থেকে মুভি, গেম, মিউজিক বা কোন ফাইল ডাউনলোড করতে চান।

তাহলে সব থেকে একটি ভালো ডাউনলোডার হিসেবে, আপনারা internet-download-manager টি ব্যবহার করতে পারেন।

এটি এমন একটি সফটওয়্যার, যার মাধ্যমে ফাইল ডাউনলোডিং স্পিড বাড়িয়ে, আপনার যে কোন ফাইল ইন্টারনেট থেকে দ্রুত ভাবে, ডাউনলোড করে দেয়।

এছাড়া, আপনি যদি অনেক কম সময়ে, ইন্টারনেট থেকে যে, কোন বড় বড় ফাইল, সিনেমা, বা গেমস কম সময় মধ্যে, ডাউনলোড করে নিতে চান। তাহলে এই সফটওয়্যার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আপ্নারা কয়েক দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে কিছুদিন পর ফ্রি ব্যবহার করার পরে, আপনাদের অবশ্যই সেটা টাকা কিনে ব্যবহার করতে হবে।

এমনিতে, গুগলে আপনারা সার্চ করলে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সারা জীবনের জন্য ফ্রিতে, কিভাবে ব্যবহার করবেন। সে বিষয়ে অনেক নিয়ম পেয়ে জেনে নিতে পারবেন।

তাই আপনি যদি কম্পিউটার দিয়ে যে কোন প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করতে চান। তাহলে আপনারা সরাসরি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করে নিন।

03. Ispring free cam (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

বর্তমান সময়ে, যারা ইন্টারনেট থেকে ইনকাম করার চিন্তা করেন। বিশেষ করে ইউটিউব চ্যানেল তৈরি করে, সেখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে টাকা আয় করতে চান।

তাহলে, আপনার অবশ্যই একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল রাখতে হবে।

কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করে। আপনারা নিজের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে ভিডিও রেকর্ড করে, অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন। এবং সে গুলো ইউটিউবে আপলোড করতে পারবেন।

তাই আপনার কম্পিউটারে যদি প্রয়োজন মনে করেন স্ক্রিন রেকর্ডার দরকার রয়েছে তাহলে আপনারা আজও Ispring free cam সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

04. CCcleaner (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

আমাদের কম্পিউটার নতুন অবস্থায় যেরকম ফাস্ট থাকে তেমন ফাস্ট কিন্তু কিছু দিন পরে থাকে না। এর কারণ হচ্ছে- আপনি কম্পিউটার বা ল্যাপটপ যত বেশি ব্যবহার করবেন।

ততই তার মধ্যে ক্যাশ, ফাইল, কুকিজ, টেম্পোরারি ফাইল এবং আরো অনেক প্রকার ফাইল জমা হতে থাকে। সে গুলো আমাদের কোন কাজে দরকার হয় না। এ গুলো ফলে, আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম স্লো হয়ে যায়।

আপনি যদি এমন অপ্রয়োজনীয়’ ফাইল কম্পিউটার থেকে ডিলিট করে, নিজের সিস্টেম ফাস্ট করে নিতে চান। তাহলে আপনাকে অবশ্যই, CCcleaner সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমাদের কম্পিউটারের জন্য অনেক প্রয়োজনীয় সফটওয়্যার হিসেবে এটি আবশ্যক।

CCcleaner সফটওয়্যার আপনার কম্পিউটার এ জমা হওয়া। সকল প্রকার অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করে। এবং আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম অনেক ফাস্ট করে দেয়।

এতে করে, আপনার কম্পিউটার নতুন অবস্থার মতো কাজ করা শুরু করে। তাই কম্পিউটারের প্রয়োজন হিসেবে, এই সফটওয়ারটি আপনারা আজ এই ব্যবহার করুন।

05. Share x (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নেবেন, এর বিষয়ে আমরা আপনাদের আগেই একটি আর্টিকেলে বলেছি। তবে শেয়ার এক্স, এমন একটি জনপ্রিয় সফটওয়্যার।

যার মাধ্যমে আপনারা উইন্ডোজ কম্পিউটারে, স্ক্রিনশট নিতে পারবেন। এছাড়া, স্ক্রিন রেকর্ড গুলো এডিট করতে পারবেন, এই একটি সফটওয়্যার ব্যবহার করে।

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। তাহলে বিভিন্ন টিউটরিয়াল আর্টিকেলের জন্য এই স্ক্রীন ক্যাপচার সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবেন।

এবং তার সাথে সাথে স্ক্রিনশট গুলো একই সাথে এডিট করে, আরও আকর্ষণীয় করে নিতে পারবেন। ব্লগারদের জন্য শেয়ার এক্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনার কম্পিউটারের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে নিন।

06. Nero – Disc Image burner (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

আপনি যদি নিজের কম্পিউটারে, যেকোন ফাইল ভিডিও গেম এবং সিনেমা সিডি বা ডিভিডি ডিস্ক তৈরী করতে চান। তাহলে আপনার এই সফটওয়্যার টি প্রয়োজন পড়বে।

সবথেকে বিশ্বাসী এবং বিখ্যাত ইমেজ বাড়ানোর সফটওয়্যার হচ্ছে Nero. Nero এর ব্যবহার করে, আপনারা নিজের কম্পিউটার থেকে যে, কোন ফাইল এবং সিডি বা ডিভিডি ডিস্ক বানাতে পারবেন।

তাই আপনি যদি এটি প্রয়োজন মনে করে থাকেন। তাহলে আপনার কম্পিউটারে ডাউনলোড করুন।

07.  AnyDesk (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

AnyDes কম্পিউটার সফটওয়্যার হয়তো অনেকের কাজে নাও লাগতে পারে। কিন্তু বর্তমান সময়ে যাদের দরকার তার জন্য AnyDes এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

AnyDes সফটওয়্যার নিজের কম্পিউটারে ইনস্টল ব্যবহার করে। আপনারা যে কোনো কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটার দূরবর্তী অবস্থান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

এজন্য দুইটি কম্পিউটার এ AnyDes সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। এবং দুইটি কম্পিউটারে ইন্টারনেট এর সাথে যুক্ত থাকতে হবে অবশ্যই।

আপনি যদি দূর থেকে কোনো কম্পিউটার নিয়ন্ত্রণ রাখতে চান। তাহলে আপনাকে অবশ্যই এ সফটওয়্যারটি কম্পিউটারে ইন্সটল করতে হবে।

08. Google Chrome (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

বর্তমান সময়ের যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে তারা সবসময় ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিন্তু অনেক লোক রয়েছে, যারা ইন্টারনেট ব্যবহার করার আসল মজাই বোঝেনা।

তাদের জন্য আমরা বলব। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে, সকল প্রকার সুবিধা ভোগ করতে চান। তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটারের জন্য, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।

তাই আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী থাকেন। তাহলে আপনার কম্পিউটারের জন্য সব থেকে ভালো একটি ইন্টারনেট ব্রাউজার হবে, গুগল ক্রোম। তাই আজ এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে নিন।

09. KMplayer (কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার)

বর্তমান সময়ে কম্পিউটারে এবং ল্যাপটপ দিয়ে, ভিডিও দেখার মজা কিন্তু আলাদা এবং কম্পিউটার বা ল্যাপটপে ভিডিও দেখার জন্য আপনার একটি উন্নত এবং এডভান্স ভিডিও প্লেয়ার সফটওয়্যার এর প্রয়োজন হবে।

এজন্য কেএম প্লেয়ার ভিডিও দেখে, আপনারা অনেক আনন্দ ভোগ করতে পারবেন। এখানে আপনারা সকল প্রকার ফরমেট এবং ভিডিও চালিয়ে দিতে পারবেন। ভালো ভালো ভিডিও গুলো দেখার জন্য আপনারা সম্পূর্ণ ফুল এইচডি ভিডিও গুলো চালাতে পারবেন।

তাই আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে ভিডিও দেখতে আগ্রহী থাকেন তাহলে সরাসরি অন্য কোন সফটওয়্যার না দেখে KMplayer সফটওয়্যারটি ব্যবহার করুন।

আরো পড়ুনঃ

সর্বোপরি আমাদের কথাঃ

বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি কম্পিউটারের জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা প্রয়োজন।

আপনি যদি ওপরে দেয়ার সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারের ব্যবহার করেন। তাহলে সকল প্রকার কাজগুলো আপনারা সহজেই সম্পাদন করতে পারবেন।

তাই আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে এই আর্টিকেল বিষয়ে আপনার বন্ধুদের জানাতে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top