আপনি যদি নিজের ঘরে বসে অনলাইনে অবসর সময়েকে কাজে লাগিয়ে আয় করতে চান? তাহলে অনেক সহজ একটি কাজ ক্যাপচা এন্ট্রি করে আয়।
আপনি যদি ক্যাপচা এন্ট্রি করে আয় করার মধ্যম গুলো ব্যবহার করেন, তাহলে অন্যান্য মাধ্যম গুলোর চেয়ে একটু কম ইনকাম হবে। তবে এই কাজটি অনলাইনে অন্যান্য কাজের চেয়ে অনেক বেশি সহজ।
আপনি মনে রাখবেন- ক্যাপচা টাইপিং করে আয় করার জন্য, আপনার তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না।
কিন্তু এই বিষয়ে বেশি আয় করার জন্য আপনার কম্পিউটার বা মোবাইল টাইপিং এ স্পিড দ্রুত হতে হবে।
আপনি ক্যাপচা এন্ট্রি সাইট গুলোতে দ্রতু ক্যাপচা টাইপিং করতে পারলে। অনেক বেশি টাকা আয় করতে পারবেন।
উক্ত ক্যাপচা এন্ট্রি গুলো পূরণ করার জন্য আপনাকে অবশ্যই যে, কোন একটি ডিভাইস ব্যবহার করতে হবে যেমন- কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন।
আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে আপনিও ইনকাম করতে পারবেন। এই ক্যাপচা এন্ট্রি প্লাটফর্ম গুলোতে আপনি প্রতিদিন ২-৩ ঘন্টা সময় দিয়ে কাজ করতে পারলে প্রতি মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা আয় করতে পারবেন।
এই কাজ থেকে আয় করার মূল লক্ষ্য থাকবে টাইপিং স্পিড এর উপর। আপনি যত বেশি টাইপিং করতে পারবেন তত বেশি পরিমাণের টাকা আয় করতে পারবেন।
এছাড়া আপনি ক্যাপচা এন্ট্রি সাইট গুলোতে অবসর সময় কাজে লাগিয়ে পার্ট টাইম কাজ করতে পারবেন। তো চলুন ক্যাপচা এন্ট্রির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ক্যাপচা কোড কি?
আমরা যখন অনলাইনে বিভিন্ন ধরণের ওয়েবসাইটে প্রবেশ করি। সেখানে একটি একাউন্ট তৈরি করার চেষ্টা করি।
সেই সময় ছবি বা অস্পস্ট সংখ্যা সেগুলোকে আমাদের সঠিক ভাবে নির্দিষ্ট বক্সে টাইপ করার জন্যে বলা হয়।
সহজ ভাবে বলছি- ক্যাপচা কোর্ড হলো ছবিতে বা অক্ষরমালা যে গুলো অস্পষ্ট ভাবে প্রকাশ করা হয়। আর সেই অস্পষ্ট অক্ষর বা ছবি গুলোকে ক্যাপচা পূরণ বক্সে সঠিক ভাবে টাইপিং করাকে ক্যাপচা এন্ট্রি বলে।
ক্যাপচা এন্ট্রি পূরণ করার কাজ গুলো কি?
আমি শুরুতেই বলেছি, অনলাইনে ক্যাপচা এন্ট্রির জন্য কাজ গুলো করে, অনলাইন আয় করার প্রক্রিয়া অনেক সহজ।
বর্তমান সময়ে অনলাইনে এমন অনেক ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট আছে। যেখানে আপনারা ক্যাপচা পূরণ করার কাজ পেয়ে যাবেন।
আপনাকে সেই ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনাকে ক্যাপচা ছবি বা অক্ষর গুলো দেখে সঠিক ভাবে টাইপ করতে হবে।
ক্যাপচা এন্ট্রির কাজ করার জন্য, আপনাকে ক্যাপচা ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে।
সেখানে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার জন্য আপনাকে কিছু সঠিক তথ্য দিতে হবে যেমন-
• ইউজারের নাম
• ইমেইল ঠিকানা
• ইমেইল পাসওয়ার্ড
• মোবাইল নম্বর ইত্যাদি।
উক্ত প্রয়োজনীয় তথ্য গুলা দিয়ে একটি ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
একটি কথা মনে রাখবেন যে, একটি ক্যাপচা সাইটে যে ভাবে একাউন্ট খুলবেন ঠিক সেরকম ভাবেই আপনি অন্য আরেকটি সাইটেও ক্যাপচা এন্ট্রির একাউন্ট খুলতে পারবেন।
ক্যাপচা এন্ট্রির একাউন্ট তৈরি করার পরে যা করতে হবে?
প্রথমে একটি একাউন্ট রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
একাউন্ট তৈরির পরে ক্যাপচা টাইপিং এর কাজ করতে হবে।
আপনাকে বিশষ ছবি বা বর্ণমালাতে বিভিন্ন শব্দ মিশ্রণে বিভিন্ন ধরণের সংখ্যাতে ছবি আকারে দেখানো হবে। সেগুলো সঠিক ভাবে নির্দিষ্ট বক্সে টাইপিং করে সেট করে সাবমিট করতে হবে।
এরকম ভাবে 1000 টি ক্যাপচা ছবি নির্ভুল ভাবে বক্সে টাইপ করলে, ১-২ ডলার আপনার একাউন্টে দেওয়া হবে।
আপনার ইনকাম করা টাকা PayPal, Webmoney এবং ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে উত্তলণ করতে পারবেন।
এখন আপনি যদি উক্ত কাজের মাধ্যমে অনলাইন আয় করতে চান? তাহলে আপনার প্রয়োজন হবে ভালেঅ কিছু ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট।
আপনি অনলাইনে ক্যাপচা এন্ট্রি করার জন্য অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই বিষয়ে আমরা এখানে অনেক বিসস্ত সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব।
ক্যাপচা এন্ট্রি করার সেরা ৫ টি ওয়েবসাইট
অনলাইনে ক্যাপচা একটি করে আয় করার বিশষ একটি কৌশল আছে। আর সেটি হলো ক্যাপচা টাইপিং স্পিড।
এখানে আপনি যত ভালো টাইপিং করতে পারবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি কিবোর্ড প্রতি মিনিটে 30+ শব্দ টাইপ করতে পারেন। তাহলে অন্যদের থেকে বেশি টাকা আয় করে নিতে পারবেন।
2Captcha.com ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট
আপনি যদি সহজ ভাবে ক্যাপচা কোড পূরণ করতে চান? তাহলে 2Captcha.com সাইটে একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারেন।
এখানে আপনি প্রতি 1000 ক্যাপচা পূরণ করে প্রায় 1 ডলার আয় করতে পারবেন। এখানে কিছু Complicated ক্যাপচা পূরণ করার জন্য বোনাস ও আয় করতে পারবেন।
এছাড়া ক্যাপচা টাইপিং সাইট গুলোতে কিছু মানুষকে আপনি রেফার করেও আলাদা আয় করে নিতে পারবেন।
একাউন্ট তৈরি করার পরে কোন প্রকার ঝামেলা ছাড়া টাইপিং এর কাজ করতে পারবেন। আপনারা এখানে কাজ করে যে টাকা পাবেন। সেটি আপনারা PayPal, WebMoney, Payza এর মাধ্যমে উত্তলণ করতে পারবেন।
Kolotibablo.com ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট
পৃথিবীতে ক্যাপচা এন্ট্রি ওয়েবসাইট গুলোর মধ্যে জনপ্রিয় ওয়েবসাইট হলো- Kolotibablo.com. উক্ত ওয়েবসাইটে কাজ করার বিনিময়ে আপনাকে প্রতি 1000 ক্যাপচা পূরণ করার জন্য $.40 থেকে $1 দেওয়া হবে।
উক্ত সাইট থেকে যারা ইনকাম করছে তাদের 100 জনের ব্যাপারে আপনি জানতে পারবেন অনলাইনে সার্চ করলেই।
আপনি অনলাইনে দেখতে পারবেন লোকেরা $100 থেকে $200 ডলার পর্যন্ত ইনকাম করছে ক্যাপচা কোড পূরণ করে প্রতি মাসেই।
আপনি যদি ক্যাপচা এন্ট্রি করার সময় অধিক বার কোড ভূল করেন তাহলে আপনার একাউন্ট কিন্তু Suspend হওয়ার সম্ভাবনা থাকবে।
আপনি এই ওয়েবসাইটে কাজ করে যে, টাকা যুক্ত করতে পারবেন। সেটি আপনার ব্যাংক একাউন্ট, Payza, Web money এর মাধ্যমে উত্তলণ করতে পারবেন।
Captcha2Cash.com ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট
বর্তমান সময়ে অনেক লোক আছে যারা, অবসর সময়ে পার্ট টাইম অনলাইনে কাজ করতে আগ্রহী থাকে।
তাদের জন্য আমরা বলব Captcha2Cash.com ওয়েবসাইটে সহজ কিছু ক্যাপচা এন্ট্রি করে আয় করতে পরবেন।
আপনি যদি এই ওয়েবসাইট এর মাধ্যমে কাজ করতে চান?
তাহলে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যা আপনি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
আপনি উক্ত সফটওয়্যারটি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ ডাউনলোড করে ক্যাপচা এন্ট্রির কাজ করে আয় করতে পারবেন।
এখানে আপনি প্রতি 1000 ক্যাপচা এন্ট্রি পূরণ করতে পারলে 1 ডলার আয় করতে পারবেন। এখানে কাজ করে আপনি টাকা উত্তলণ করতে পরবেন- Payza, Perfect Money এর মাধ্যমে।
আরো দেখুনঃ
- সেরা 10 টি অনলাইনে ইনকাম করার উপায়
- ক্যপসা এন্ট্রি অনলাইন জব সম্পর্কে বিস্তারিত
- গুগল থেকে আয় করার সহজ উপায় [এখানে দেখুন]
শেষ কথাঃ
তো বন্ধুরা আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে শিখতে পারলেন, “ক্যাপচা এন্ট্রি করে আয়” করার সেরা ওয়েবসাইট গুলোতে কাজ করার মাধ্যম গুলো।
আপনার কাছে যদি একটি কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থাকে তবে কোন ঝামেলা ছাড়াই ক্যাপচা এন্ট্রি করে আয় করতে পারবেন ভালো পরিমাণের টাকা। যা দিয়ে আপনার মাসের খরচ চালাতে পারবেন।
তাই আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন। তাহলে আপনি পড়াশোনার জন্য যে, টাকা নিজের বাড়ি থেকে নিয়ে থাকেন। সেটি আর নিতে হবে না, যদি অনলাইনে ক্যাপচা এন্ট্রি করেন।
আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত পড়ে অবশ্যই জানতে পারছেন। অনলাইন ক্যাপচা এন্ট্রি করার সহজ উপায় গুলো। আমাদের লেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।