কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download)

windows 10 download : আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপের জন্য, উইন্ডোজ 10 ডাউনলোড করার নিয়ম খুঁজে থাকেন। তাহলে সঠিক একটি ওয়েবসাইটে চলে এসেছেন।

বর্তমান সময়ে অনেক কম্পিউটার এবং ল্যাপটপ ইউজার রয়েছে। যারা এখন পর্যন্ত জানেনা যে, কিভাবে অরিজিনাল উইন্ডোজ ১০ ফ্রিতে, মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়।

মাইক্রোসফট উইন্ডোজের ওয়েবসাইটে প্রবেশ করে উইন্ডোজ 10 অফিসিয়াল ডাউনলোড করা যায়। আর এই উইন্ডোজটি ডাউনলোড করার জন্য আপনাকে কোন টাকা ইনভেস্ট করতে হবে না।

কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download)
কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download)

একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে, আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করতে পারবেন।

প্রথমে আমরা উইন্ডোজ 10 এর বিষয়ে একটি কথা পরিষ্কার করে, বলে দিতে চাই ! Microsoft-এর ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 এর IOS Image File & USB Bootable ফাইল আপনারা ডাউনলোড করে।

যেকোনো কম্পিউটারে ইন্সটল করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন, ইনস্টল করা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনাকে অবশ্যই একটিভ করে নিতে হবে।

তারপরে, উইন্ডোজ একটিভ করা নামটি অপশনাল। আপনি যদি উইন্ডোজ এক্টিভেট না করে সেটি পুরোপুরি ভাবে ব্যবহার করতে পারেন। এবং এটি সম্পূর্ণ আইনগত ও নিরাপদ।

শুধুমাত্র কিছু সাধারন, ফিচার যেমন- আপডেট, পার্সোনালাইজেশন, একাউন্ট মানেজমেন্ট আপনাকে করে দেওয়া হবে না। আর বাকি সব কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ

আপনারা চাইলে অনলাইনে যে, কোন বিশ্বাসে ওয়েবসাইট বা লোকাল কম্পিউটারে স্টর, থেকে একটি উইন্ডোজ 10 অ্যাক্টিভেশন কী, কিনে নিয়ে নিজের অপারেটিং সিস্টেমে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তবে আবার একটি কথা বলব যে, সেটি অপশনাল এবং জরুরী না।

তাহলে কেন আপনারা যে, কোন অবিশ্বাসের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ডাউনলোড করবেন। এক্ষেত্রে মনে রাখবেন ইন্টারনেটের এই অবিশ্বাসের ওয়েবসাইট গুলো যারা ফ্রিতে ফুল ভার্সন বা Patched উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের ডাউনলোড করতে দিয়ে থাকে, কিন্তু সে গুলো নিরাপদ নয়।

এবং তাদের অপারেটিং সিস্টেম অনেক ধরনের ভাইরাস থাকার সুযোগ অনেক বেশি। যে গুলো আপনার কম্পিউটার কে এবং পার্সোনাল তথ্য নিয়ে ক্ষতি করতে পারে।

তার জন্য যে কোনো অবিশ্বাসী জায়গা থেকে কোন ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফাইল ডাউনলোড করবেন না। সেটা যদিও উইন্ডোজ ভার্সনের হলেও না।

আমরা আপনাকে এই পোস্টের মাধ্যমে সঠিক ও নিরাপদ একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর বিষয়ে জানিয়ে দেব। আর সেই উইন্ডোজ 10 ফাইল ডাউনলোড করে, বা ইউএসবি ফ্লাশ ড্রাইভ তৈরি করে নিতে পারবেন।

সবকিছু Microsoft-এর অফিসিয়াল এবং নিরাপদ মাধ্যমে ব্যবহার করে থাকে। তাই কোনো চিন্তা ছাড়াই, আপনার উইন্ডোজ ফাইল ইন্সটল করে নিতে পারবেন।

তো চলুন, সময় নষ্ট না করে জেনে নেয়া যাক। কম্পিউটার এবং ল্যাপটপের জন্য উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন।

কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করব ? (windows 10 download)

আমরা কম্পিউটারের জন্য, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করার দুইটি পদ্ধতি দেখাবো। যেমন-

  • Windows ISO Disc Image File Download.
  • Creating USB Flash Drive.

Windows ISO Disc Image File Download

আপনারা যদি প্রথম অপশন ব্যবহার করে উইন্ডোজ 10 ডাউনলোড করেন। তবে ISO ফাইলটি আলাদা ডিভিডি (DVD) ডেস্ক ইমেজ Burn সফটওয়্যার ব্যবহার করে, Burn করতে পারবেন।

এরপরে সেই ডিভিডি ব্যবহার করে যে কোন কম্পিউটার ফরমেট করে উইন্ডোজ ইনস্টল করে নিতে পারবেন।

DVD image burn করার জন্য, আপনার Power ISO কিংবা NERO সফটওয়্যার ব্যবহার করার সুযোগ পাবেন।

যদি না হয়, তাহলে উইন্ডোজ আইএসও ফাইল যে কোনো পেনড্রাইভে ফ্লাশ করে। ইউএসবি বুটএবল পেন ড্রাইভ তৈরী করে, তার মাধ্যমে যে, কোনো কম্পিউটারে উইন্ডোজ ১০ ইন্সটল করে নিতে পারবেন।

USB Bootable Flash Drive তৈরি করার জন্য আপনার Rufus কিংবা Wintoflash সফটওয়্যার ব্যবহার করতে  পারবেন।

Creating USB flash drive

আপনি যদি দ্বিতীয় অপশনটির মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করেন। তাহলে সেটি Directly (সরাসরি) আপনার পেনড্রাইভে ডাউনলোড হয়ে, উইন্ডোজ ফ্ল্যাশ পেনড্রাইভে তৈরি করে দিবে।

এরপরে, সেই ফ্লাশ ড্রাইভ এর মাধ্যমে যে কোনো কম্পিউটার উইন্ডোজ এর ভার্সন ইন্সটল করে, নিতে পারবেন খুব সহজে।

তো চলুন জেনে নেয়া যাক। অরিজিনাল উইন্ডোজ 10 ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। আমরা এখানে আপনাকে ধাপে ধাপে দেখাবো। সে ধাপ গুলো অনুসরণ করে, সহজেই অফিশিয়াল উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারবেন, আশা করা যায়।

আরো পড়ুনঃ

ধাপ- ১ : উইন্ডোজ ১০  ডাউনলোড করতে চাইলে, সবার আগে গুগলে সার্চ করতে হবে, Download Microsoft Windows 10 লেখে।

আমরা অরিজিনাল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি, বোঝানোর জন্য একটি স্ক্রিনশট আপনাকে দেখাব সেটি অনুসরণ করে আপনারা উইন্ডোজ 10 ডাউনলোড করে নিবেন। নিচের ছবিটি দেখুনঃ

উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেইসব এটি হচ্ছে অরিজিনাল উইন্ডোজ 10। এখন আপনি যদি এটি ডাউনলোড করতে চান। সরাসরি Download Now অপশনে ক্লিক করে আপনার স্টোরেজে জমা করতে পারবেন।

ধাপ- ২ : তারপরে মাইক্রোসফটের ওয়েবসাইটে আপনারা উপরের দিকে, Create Windows 10 installation media নামে একটি অপশন দেখতে পাবেন। তার নিচে Download Now নামে আরও একটি অপশন পেয়ে যাবেন। সরাসরি আপনাকে সে,ই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

ধাপ- ৩ : তারপরে ডাউনলোড এ ক্লিক করার পরে আপনার কম্পিউটার এ Media creation tool ডাউনলোড হওয়া শুরু করবে। উইন্ডোজ টেন ডাউনলোড হওয়ার পরে, আপনার Media creation tool কম্পিউটার ইন্সটল করে নিতে হবে।

ধাপ – ৪ :  তারপরে ডাউনলোড এবং ইনস্টল করা Media creation tool চালু করতে হবে।

টুলস খোলার সাথে সাথে, আপনি কিছু টার্মস এন্ড কন্ডিশন বা Notice and licence terms নামে অপশন দেখতে পাবেন। সেখানে আপনার বিশেষ কিছু কাজ করতে হবে না। সে ক্ষেত্রে সরাসরি একসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন।

ধাপ- ৫ : Accept অপশনে ক্লিক করার পর এখন টুলসে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন যেমন-

  1. Upgrade This PC.
  2. Create Installation Media.

সরাসরি আপনাকে দ্বিতীয় অপশনটি মানে- Create Installation Media এখানে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন।

ধাপ- ৬ : তারপরে আপ্নারা আরো তিনটি অপশন পেয়ে যাবেন যেমন-

Language – এর মাধ্যমে আপনারা অবশ্যই ইংলিশ ভাষা বেছে নিবেন।

Edition – এর মাধ্যমে আপনারা উইন্ডোজ ভার্সন বেছে নিবেন।

Architecture – এর মাধ্যমে আপনারা 64 bit বা 32 bit সিলেক্ট করে নিতে হবে।

তারপরে আপনার কাজ হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করা।

ধাপ- ৭ : এরপরে আপনার অনেক গুলো অপশন বেছে নিতে হবে। আমাদের উপরে বলা মতো দুইটি অপশন দেখতে পারবেন। যেমন-

  1. USB flash drive
  2. ISO file

আপনারা সেখান থেকে ISO file ক্লিক করে উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারবেন। আর আপনার যদি পেনড্রাইভ থাকে তাহলে ইউএসবি ফ্লাশ ড্রাইভ উইন্ডোজ 10 ডাউনলোড করে নিতে পারবেন।

ধাপ- ৮ : তারপরে আপনি যদি ISO file নির্বাচন করেন তাহলে কম্পিউটারের স্টোরেজে আপনার একটি ফোল্ডার সিলেক্ট করে নিতে হবে। যেখানে আপনি উইন্ডোজ ১০ ফাইলটি জমা করতে চান। তারপরে সরাসরি Save এ ক্লিক করে দিবেন।

ধাপ- ৯ : তারপরে আপনাকে Congratulations দেওয়া হবে। এখন আপনার কম্পিউটারে বেছে নেয়া জায়গায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

তারপরে ডিসপ্লে হওয়া প্রগ্রেস অপশনে যখন 100% দেখাবে তখন আপনার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম পুরোপুরিভাবে কম্পিউটার ডাউনলোড হবে।

উক্ত কাজ শেষ হওয়ার পরে এখন আপনি সেই অপারেটিং সিস্টেম ইমেজ ফাইলটি যেকোনো ডিভিডি ডিস্ক এ Burn করে একটি উইন্ডোজ 10 ফরমেটিং ডিস্ক তৈরী করতে পারবেন।

এবং সেই ফরমেটিং ডিস্ক ব্যবহার করে যে কোন কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।

আপনি যদি আমাদের দেওয়া ধাপগুলো অনুসরণ করেন। তাহলে, আশা করা যায় আপনার কম্পিউটার এবং ল্যাপটপের জন্য সঠিক একটি অপারেটিং সিস্টেম ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ

সর্বোপরি আমাদের কথাঃ

আপনি যদি কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করে থাকেন। সেখানে জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান। তাহলে আপনাকে অবশ্যই উইন্ডোজ ১০ ব্যবহার করতে হবে।

তাই আপনার সুবিধার জন্য আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়েছি, কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন।

কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download) কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download) কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download)

কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download) কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download) কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download)

আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর বিশেষ করে এ ওয়েবসাইট থেকে প্রতিদিন আর্টিকেল পড়তে চাইলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top