আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব?

আউটসোর্সিং কি : আউটসোর্সিং কিভাবে শিখব ? বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আউটসোর্সিং করে প্রচুর টাকা উপার্জন করছে।

এই লক্ষ্যে অনেক মানুষ আমাদের সাইটে কমেন্ট করে থাকে যে, আউটসোর্সিং কি ? কিভাবে আউটসোর্সিং শিখব।

যারা আউটসোর্সিং এর বিষয়ে আর্টিকেল খুঁজে থাকেন। তারা এই পেজের মাধ্যমে আউটসোর্সিং এর বিষয়ে জানতে পারবে।
আমাদের মধ্যে এমন অনেক লোক আছে। যারা আউটসোর্সিং করাকে শুধু মাত্র ইন্টারনেট থেকে আয় করাকে বুঝে থাকে।

তাছাড়া আরও কিছু বিষয় আছে যেমন- ফ্রিল্যান্সিং, মার্কেটার, আউটসোর্সিং কিংবা ফ্লিপার এর মতো টার্মস বা পেশা গুলোর বিষয়ে অনেক কিছুই আউটসোর্সিং এর সাথে জরিত।

আপনি যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান? তাহলে আমাদের লেখা শেষ পর্যন্ত অনুসরণ করুন।

ফ্রীল্যান্সিং কি? কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবেন।
ফ্রীল্যান্সিং কি? কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবেন।

ফ্রিল্যান্সিং কি?

সহজ ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। এর মানে হলো আপনি নির্দিষ্ট কোন ব্যক্তি বা কোম্পানির বা অর্গানইজেশন এর জন্য কাজ না করে। নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার মাধ্যমে আলাদা আলাদা জায়গায় কাজ করতে পারবেন।

আপনি ফ্রিল্যান্সার হিসেবে দেশে বা দেশের বাইরে যে, কোন জায়গায় কাজ করার সুযোগ পাবেন। এখানে অনেক ধরণের চুক্তি ভিত্তিক বা অসংখ্য প্রজেক্ট পাওয়া যায়।

আমরা ফ্রিল্যান্সিং বলতে এক কথায় বুঝে থাকি। সেটি হলো অনলাইনে বিভিন্ন স্কিল এর মাধ্যমে ক্যারিয়ার তৈরি করাকে। কাজ করার জন্য একজন ফ্রিল্যান্সার অনলাইনে ছাড়া অফলাইনেও হতে পারেন।

আমি ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বার বার বলে আসছি- স্কিল এর বিষয়ে। স্কিল এর মূল কারণ হলো- আপনি যখন বিশেষ কোন কাজে অভিজ্ঞ হবে।

তখন অনলাইন বা অফলাইন কাজের সাধারণত অভাব পড়বে না। অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ বলতে মূলত ওয়ার্কফ্রম Home কে বুঝায়।

আউটসোর্সিং কি?

আউটসোর্সিং এর বিষয়ে কিছু বলতে গেলে অনেকে মনে করতে পারে গৎ বাধা সংজ্ঞা, আউটসোর্সিং হলো এমন একটি ব্যবসা যেখানে তৃতীয় এক পক্ষের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া হয়।

আপনাকে সহজ ভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং একটি মুক্ত ব্যবসা হলেও এটির একদিক দিয়ে একটি ব্যবসা। এখানে পার্থক্য শুধু এগুলো অন্তর্জাল এর দুনিয়াতে হয়।

যাকে আমাদের দেশের বেশিরভাগ মানুষ শুধু মাত্র নেট সার্ফিং বিনোদন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্র হিসেবে বিবেচনা করে।

আমাদের জানা মতে অনেক আইটি প্রফেশনাল ও বিভিন্ন ওয়েবসাইট গুলোতে ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং দুইটিকে একই হিসেবে গণ্য করে।

কিন্তু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং দুইটি আলাদ বিষয়। এটি আপনি আমাদের ওয়েবসাইট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে আলোচনার করা হয়েছে। সেখান থেকে পার্থক্য জেনে নিতে পারবেন।

সহজ ভাবে বলতে গেলে আউটসোর্সিং হলো- নিজের কোন প্রকার কাজকে কন্টাক্ট করে অন্য কোন লোক দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোসিং বলে।

যে কাজ গুলো কন্টাক্ট করে করিয়ে নেওয়া হয় সেই কাজ গুলো মূলত ফ্রিল্যান্সার’রা করে থাকে এবং যে কাজ গুলো টাকার বিনিময়ে করে নেওয়া হয় হয় তাকে আউটসোর্সার বলে।

আরো দেখুনঃ

আউটসোর্সিং কিভাবে করে?

আপনি এতোক্ষণ উক্ত আলোচনাতে আউটসোর্সিং কি এ বিষয়ে জানতে পারলেন। এখন আমি আপনাদের একটি ছোট, বিষয়ে উদাহরণ- দিয়ে পরিষ্কার ধারণা দেওয়া চেষ্টা করব। আউটসোর্সিং কিভাবে কাজ করে।

মনে করুন আপনার একটি ওয়েবসাইট আছে। সেখানে আপনি বিভিন্ন ধরণের আর্টিকেল পাবলিশ করেন। যেমন- অনলাইন আয়, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মতো আরো অনেক কিছু।

সেক্ষেত্রে আপনার সাইটে যে সকল আর্টিকেল পাবলিশ করা আছে সেগুলো অনেক চেষ্টার পরেও আপনি গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাং ক করাতে পাচ্ছেন না।

Read More:

সেই জন্য আপনি একজন এসইও এক্সপার্ট প্রয়োজন। তারজন্য আপনি একটি বিকল্প রাস্তা খুজবেন আপনার আর্টিকেল এসইও করে র্যাং কিং করার জন্য।

এটির মাধ্যমে আপনার ওয়েবসাইট পোস্ট গুগলে রেংক হবে। আর আপনার অনেক টাকা আয় হবে। এই কাজটি করানোর জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে।

আপনার সাইটের বিষয়ে বিজ্ঞাপন দিলেন যে, আপনার একজন এসইও এক্সপার্ট দরকার। যে এই কাজটি করে দিবে, তাকে কাজের বিনিময়ে টাকা প্রদান করা হবে।

যখন আপনি অন্য কেন ব্যক্তি দিয়ে মানে ফ্রিল্যান্সার দিয়ে এসইও করে নিবেন। তখন আপনি হচ্ছেন আউটসোর্সার কিংবা আউটসোর্সিং করছেন।

আউটসোর্সিং এ কি ধরণের কাজ করা যায় ?

আউটসোর্সিং করার মূল কারণ হলো- টাকা, সময় এবং শ্রম সাশ্রয় করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নত ও গতিশীল করা।
জেনে নিন আউটসোর্সিং কি ধরণের কাজ গুলো করা যায়ঃ

• এসইও এক্সপার্ট,
• ব্লগার,
• প্রোগ্যামার,
• ডাটা এন্ট্রি অপারেটর,
• হিউম্যান রিসোর্স ম্যানেজার,
• সোশ্যাল মিডিয়া মার্কেটার,
• ফ্লিপার,
• ট্যাক্স ফিলিং এক্সপার্ট,
• ইভেন্ট ম্যানেজমেন্ট আউটসোর্স,
• কাস্টমার সার্ভিস,
• এডমিন্সট্রেশন ও ব্যাক অফিস সার্ভিস,
• ওয়েব ডেভেলপমেন্ট,
• আউটসোর্স পে রোল প্রসেসিং এক্সপার্ট,
• রিসার্চ & সাপোর্ট,
• গ্রাফিক্স ডিজাইন,
• অডিও, ভিডিও এডিটিং,
• কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং,
• সেলস & মার্কেটিং,
• একাউন্টিং ও বুকিকিপিং,
• শিপিং ও লজিস্টিকস,
• আইটি ম্যানেজমেন্ট ইত্যাদি।

উক্ত কাজ গুলো ছাড়া আরো অনেক ধরণের কাজ আছে যে, গুলো আউটসোর্সিং সাইট গুলোর মাধ্যমে করা যায়।
আউটসোর্সিং করার জন্য ওয়েবসাইট কোন গুলো ?

আমরা এই আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম যে, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে কিছু পার্থক্য আছে।
আমি এখানে কিছূ বিষয় নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে সাইটে কাজ করবেন ঠিক সেই সাইট গুলোতে আপনি আউটসোর্সিং করতে পারবেন।

একজন ফ্রিল্যান্সার আউটসোর্সিং কাজ করার জন্য কাজ খুজবে আর আউটসোর্সার’রা কাজ করিয়ে নেওয়ার জন্য ফ্রিল্যান্সার খুজবে।

আউটসোর্সিং করার জন্য জনপ্রিয় ওয়েবসাইটঃ

Freelancer.com
• Upwork
• Fiverr.com
• Guru.com
• Writer Access
• Creative Market
• Amazon Mechanical Turk

উক্ত ওয়েবসাইট গুলো ছাড়াও আরও অনেক সাইট আছে। যে গুলোতে আপনি আউটসোর্সিং করে নিজের ব্যবসা উন্নতি সাধন করতে পারবেন।

কিভাবে আউটসোর্সিং শিখব?

আউটসোর্সিং করার জন্যে একটি ভালো বিজনেস সেন্সের প্রয়োজন হলেও সব ক্ষেত্রে একজন স্কিল্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে উক্ত আলোচনায় ধারণা নিতে পারছেন।

আপনি যদি আউটসোর্সিং করে আয় করতে চান সে জন্য আপনাকে প্রশিক্ষণ নেওয়া বা জানা, একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করা যেতেই পারে।

আউটসোর্সিং শেখার জন্য অনেক মাধ্যম আছে। যেমন- আপনি যদি গুগলে সার্চ করেন কিভাবে আউটসোর্সিং শিখব। তাহলে আপনার সামনে অনেক গুলো সাইট চলে আসবে।

এছাড়া আপনি যদি কোর্স আকারে আউটসোর্সিং শিখতে চান? তাহলে ইউটিউব চ্যানেল এর ভিডিও টিউটরিয়াল পড়ে সহজেই আউটসোর্সিং শিখতে পারবেন।

দেখতে পারেন- নতুনদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কাজ পাওয়ার টিপস

শেষ কথাঃ

আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানো হলো- আউটসোর্সিং কি ? কিভাবে আউটসোর্সিং শিখব ?
আপনি যদি আমাদের দেওয়া আর্টিকেল পড়ে উপকৃত হোন তবে কমেন্ট করে জানাবেন।

ট্যাগঃ আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব? আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব?আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব? আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব? আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব?

এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন কোন আর্টিকেল পড়ার জন্য আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top