বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর অনেক চাহিদা আছে। গ্রাফিক্স ডিজাইন আপওয়ার্কের সর্বাধিক ডিমান্ড ও দক্ষতার তালিকায় দ্বিতীয় স্থানে আছে।
গ্রাফিক্স ডিজাইন করে লোকেরা ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা আয় করছে। গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে ঘন্টা হিসেবে প্রতি ঘন্টায় 50 ডলারও আয় করা যায়। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন তাহলে চাকরির সুযোগ পেয়ে যাবেন।
বর্তমান সময়ে বিভিন্ন ধরণের কোম্পানি আছে। যে গুলোতে গ্রাফিক্স ডিজাইনার তাদের প্রয়োজন হয়। ঠিক তেমনি কিছু জনপ্রিয় ওয়েবসাইট হলোঃ
- Advertising কোম্পানি
- Marketing কোম্পানি
- Game development কোম্পানি
- Application development কোম্পানি
- Multinational কোম্পানি ইত্যাদি।
বিশ্বে এখন গ্রাফিক্স ডিজাইন এর যে, পরিমাণ চাহিদা আছে। তার তুলনায় অনেক অল্প সংখ্যক মানুষ গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করে নিজের ক্যারিয়ার গড়রার কথা ভাবে।
এই ন্য এ ক্ষেত্রে কাজ করা লোকদের চাহিদা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। গ্রাফিক্স ডিজাইন এর চাকরি গুলোতে অনেক বেশি পরিমানের Salary পাওয়া যায়।
আপনি যদি নিজের ক্যারিয়ার গ্রাফিক্স ডিজাইন করে করতে চান? তাহলে আপনিও একটি প্রোফেশনাল কোর্স করে শিখে নিতে পারেন।
আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন বলতে কি বুঝায় আরো ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে জনাব। তাই শেষ পর্যন্ত লেখাটি অনুসরণ করুন।
গ্রাফিক্স ডিজাইন কি?
গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে। গ্রাফিক্স শব্দের অর্থ হলো চিত্র, বা আঁকা। আর ডিজাইন শব্দের অর্থ হলো নকশা বা পরিকল্পনা।
মানে চিত্র দ্বারা নকশা করাকেই গ্রাফিক্স ডিজাইন বলে।
গ্রাফিক্স ডিজাইন হলেঅ- টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, চিত্রের ব্যবহার এর মাধ্যমে ভিজ্যুয়াল যোগাযোগ এবং সমস্যার সমাধান এর উপায়।
এক কথায় বলা যায় গ্রাফিক্স ডিজাইন হলো নিজস্ব ধারণা, শিল্প ও দক্ষতা ব্যবহার করে ছবি, শব্দ, পাঠ এর মিশ্রণ করে এক ভিন্ন নতুন ছবি তৈরি করা।
উক্ত তৈরি কৃত নতুন ছবি বা গ্রাফিক্স বিভিন্ন বিজ্ঞাপন, ম্যাগাজিন, ওয়েবসাইট, ক্যালেন্ডার, পোস্টার, টিশাট ইত্যাদি সাজানোর জন্য যে ডিজাইন করা হয় তা গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করে।
গ্রাফিক্স ডিজাইনার’রা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ধারণা তৈরি করে যা ভোক্তাদের অনুপ্রেরণা করে। অবহিত করে এবং মোহিত করে।
তারা বিভিন্ন এপ্লিকেশন যেমন- এডস, ব্রোশিওর, ম্যাগাজিন ও কর্পোরেট প্রতিবেদন এর সামগ্রিক বিন্যঅস ও উৎপাদন নকশা ডেভেলপ করা।
গ্রাফিক্স ডিজাইন ২ ভাবে করা যায় যেমন-
- নিজ হাতের
- কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে
বর্তমান ডিজিটাল যুগে লোকেরা কম্পিউটার সফটওয়্যার ব্যবসার করেই গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে। আশা করি গ্রাফিক্স ডিজাইন কি এ বিষয়ে বুঝতে পারছেন।
গ্রাফিক্স ডিজাইন শিখতে কত সময় লাগে?
গ্রাফিক্স ডিজাইন শিখতে কত সময় লাগে একটি পুরোপুরি ভাবে আপনার পোস্ট, শিক্ষা ক্যারিয়ারের উপর নির্ভর করে।
গ্রাফিক্স ডিজাইন শেখা তেমন সহজ বিষয় না। আপনি যদি কোন কলেজে গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করেন তবে 3-4 বছর সময় লেগে যাবে। সঠিক ভাবে সব কিছু শেখার জন্য আপনাকে Bachelor Degree করতে হবে।
গ্রাফিক্স ডিজাইন নিয়ে ডিগ্রি করতে পারলে আপনি 4 বছর এর একটি ডিগ্রি সার্টিফিকেট পেয়ে যাবেন। যা যে কোন কোম্পানি চাকরি পাওয়ার একটি বড় সুযোগ।
তাই নিজেকে প্রোফেশনাল ও এক্সপার্ট করে নিতে আপনি ডিগ্রি কোর্স করার পরে। গ্রাফিক্স ডিজাইন নিয়ে মাস্টার ডিগ্রি করে নিতে পারবেন। আপনার মাস্টার ইন গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে 2 বছর সময় প্রয়োজন হবে।
এছাড়া আপনি যদি ডিপ্লোমা কোর্স করে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আপনার 6 মাস থেকে 1 বছর সময় লাগবে।
গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে?
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর ডিপ্লোমা কোর্স যে কেও করতে পারে। তবে এই বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করার জন্য আপনার আগে কিছু সাধারণ শিক্ষার প্রয়োজন পড়বে।
১ম প্রয়োজনীয়তাঃ গ্রাফিক্স ডিজাইন এ ক্যারিয়ার তৈরির জন্য আপনার মিনিমাম এসএসসি বা এসইচএসসি পাস হতে হবে।
তার কারণ হলো ডিগ্রি কোর্স করার জন্য আপনাকে এইচএসসি সার্টিফিকেট জমা দিতে হবে।
২য়ত, সাধারণ জ্ঞানঃ গ্রাফিক্স ডিজাইন নিয়ে ক্যারিয়ার তৈরির জন্য আপনার যোগাযোগে দক্ষ অভিজ্ঞতা ও জ্ঞান থাকতে হবে।
গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন?
আপনার প্রশ্ন হতে পারে কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন। এ বিষয়ে আমরা জানাব, আপনি গ্রাফিক্স ডিজাইন করে কি কাজ করতে পারবেন নিচের অংশ দেখুনঃ
- ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং করা যায়
- ডিজাইন বিক্রি করে ইনকাম করা যায়
- কাজের স্বাধীনতা আছে
- চাকরি করার সুযোগ আছে
- উচ্চ চাহিদা আছৈ
- কাজের ক্ষেত্র বেশি
- ইনকাম এর পরিমাণ বেশি
- উচ্চ শিক্ষার প্রয়োজন নেই ইত্যাদি
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করে কাজ শুরু করতে পারেন তাহলে প্রতিমাসে হাজার হাজার ডলার উপার্জন করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান? তাহলে আপনার প্রয়োজন পড়বে কিছু কম্পিউটার সফটওয়্যার এর। নিচের অংশ গ্রাফিক্স ডিজাইন করার প্রয়োজনীয় কিছু সফটওয়্যার তালিকা দেওয়া হয়েছে দেখুন।
- Adobe Illustrator
- Adobe Photoshop
- Adobe In design
- Adobe Flash ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইন হিসেবে কি চাকরির সুযোগ আছে?
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পুরোপুরি প্রস্তুত থাকেন তাহলে আপনি অনলাইনে হাজার হাজার কাজ পেয়ে যাবেন।
আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভালো ভালো কাজ পেয়ে যাবেন। চাকরি হিসেবে আপনি গ্রাফিক্স ডিজাইনে যে কাজ গুলো করতে পারেন তার একটি তালিকা এখানে দেখুনঃ যেমন-
- Logo designer
- Web designer
- Digital marketing agency
- Magazine& news paper
- Application and game development
- Media publishing
- Brand identity designer.
- Animation designer ইত্যাদি।
এগুলো ছাড়া আরো অনেক কাজ আছে। আপনিও চাইলে সেগুলো করে প্রচুর টাকা আয় করতে পারবেন।
কত টাকা আয় করা যেতে পারে?
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে লোকের লক্ষ লক্ষ টাকা আয় করছে। আপনিও যদি গ্রাফিক্স ডিজাইন শিখে থাকেন তাহলে আপনিও আয় করতে পারবেন।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন চাকরি হিসেবে করতে চান তাহলে প্রথম অস্থায় 25 থেকে 30 হাজার টাকা আয় করতে পারবেন।
এছাড়া আপনি যদি প্রয়েশনাল ভাবে অনলাইনে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করেন তাহলে 50 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
ঘরে বসে অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন ?
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে বাইরে কোথায় যেতে হবে না। নিজের ঘরে বসেই শেখতে পারবেন একদম ফ্রিতে যেমন-
- YouTube ভিডিও টিউটরিয়াল দেখে।
- ওয়েবসাইটের আর্টিকেল পড়ে।
আপনার পছন্দ মতো যে কোন একটি প্লাটফর্ম বেছে নিয়ে কাজ শিখতে পারেন।
আরো পড়ুনঃ
- অনলাইন ইনকাম করুন মাসে ৫০+ হাজার টাকা (১০ টি সেরা উপায় অনলাইন আয়)
- ফ্রিল্যান্সিং শেখার উপায় ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে সফল হবেন?
- ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় ? ফ্রিল্যান্সিং কাজ করার জন্য সেরা 12টি স্কিল
শেষ কথাঃ
তো বন্ধুরা, এই আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন, গ্রাফিক্স ডিজাইন কি? এর চাহিদা ও চাকরির সুযোগ সম্পর্কে।
আমাদের লেখঅ আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।