ফটোগ্রাফি কি ? কিভাবে ফটোগ্রাফার হওয়া যায় | ক্যারিয়ার হিসাবে ফটোগ্রাফি

ফটোগ্রাফি কি ? কিভাবে ফটোগ্রাফার হওয়া যায়: ফটোগ্রাফি শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। বর্তমানে উন্নততর প্রযুক্তির ছোঁয়ায় এখন আমরা সবাই কমবেশি অল্পস্বল্প ফটোগ্রাফি করে থাকি। আর এটা আমরা অনেকেই জানি ফটোগ্রাফি নিয়ে এমন অনেকেই নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছেন।

গতানুগতিক চাকরির বাইরেও যে এত সুন্দর আর প্রাণবন্ত শখের কাজ করে টাকা উপার্জন করা যায়, তা সত্যিই বেশ আশ্চর্যের।

আর সেরকমই একটি জনপ্রিয় পেশা হলো “ফটোগ্রাফি”। যেখানে নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞানের সমন্বয়ে যে কেউ গড়ে তুলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা সবাই জানি, বর্তমানে চাকরির বাজার বড্ড খারাপ।

আর তাই পড়ালেখা শেষ করে বেশিরভাগ শিক্ষার্থীদের কে গাদা গাদা টাকা খরচ করে ছুটে চলতে হয় চাকরি পিছে। তবুও যেন কপালে জোটে না একটা মাত্র চাকরি। আর তাই সবশেষে বেকারত্ব কে মেনে নিতে হয়।

কিন্তু যেহেতু বর্তমানে ফটোগ্রাফি একটি পেশা এবং হিউজ টাকা উপার্জন করার একটি অন্যতম মাধ্যম। তাই অবশ্যই আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, ফটোগ্রাফি কত প্রকারের হয়ে থাকে এবং সেগুলো কি কি?

একজন ফটোগ্রাফার হতে কি কি দক্ষতার প্রয়োজন? ফটোগ্রাফার হতে গেলে কি কি সরজ্জাম লাগবে?একজন প্রফেশনাল ফটোগ্রাফারের কোন কোন গুণাবলী থাকা আবশ্যক এবং ফটোগ্রাফি কিভাবে মানুষকে টাকা উপার্জন করতে সাহায্য করে?

আবার অনেকেই সেরা অনলাইন ফটোগ্রাফি কোর্সগুলো কি? সেসম্পর্কে জানতেও আগ্রহ প্রকাশ করে। আর তাদের কথা চিন্তা করেই আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে হাজির হওয়া। আজ আমরা আমাদের এই আর্টিকেলে ফটোগ্রাফির এ টু জেড সম্পর্কে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

ফটোগ্রাফি কি ক্যারিয়ার হিসাবে ফটোগ্রাফি
ফটোগ্রাফি কি ক্যারিয়ার হিসাবে ফটোগ্রাফি

 

ফটোগ্রাফি কি?

টেকনিক্যাল ভাষায় বলতে গেলে, একটা সময় অথবা একটা মোমেন্টকে কোন একটা মাধ্যমে ক্যাচ করে ফেলাটাই হলো ফটোগ্রাফি। মোবাইল ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরাতে নিজেদের কিম্বা প্রকৃতির কোন ছবি তোলেনি এমন মানুষ মনে হয় না একটাও খুঁজে পাওয়া যাবে।

আর যদিও বা পাওয়া যায় তাহলে এদের সংখ্যা হবে খুবই কম। আর তাই ফটোগ্রাফির মানে কি? এটা জানে না এমন মানুষের সংখ্যাও অল্প সংখ্যক রয়েছে।

তবে যদি ফটোগ্রাফির সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হবে, ইলেকট্রনিক পদ্ধতিতে ইমেজ সেন্সর কিংবা আলোতে সংবেদনশীল উপাদান— যেমন ফটোগ্রাফি ফিল্ম এর উপর আলো ধরে রেখে চিরস্থায়ী ছবি তৈরি করার শিল্প ব্যবহার ও প্র্যাকটিসকেই ফটোগ্রাফি বলা হয়ে থাকে।

মোটকথা, ফটোগ্রাফি মানে হলো— আলো দিয়ে আঁকা আকি করা। মানে একটি ক্যামেরা দিয়ে ছবি তৈরি করার প্রক্রিয়া, যেটাকে বলা হয়ে থাকে আলোকচিত্র।

আরও পড়ুন:

ফটোগ্রাফি বলতে কী বোঝায়?

ফটোগ্রাফি শব্দের অর্থ আলোকচিত্র। ইংরেজি শব্দ Photography. এখানে Photos একটি গ্রীক শব্দ, যার অর্থ হলো লাইট এবং Graphy শব্দের অর্থ ড্রয়িং এবং বাংলা অর্থ আঁকা আকি করা। তাই ফটোগ্রাফি বলতে বোঝানো হয়ে থাকে, আলো দিয়ে আঁকা আকি করা ছবিকে।

বর্তমানে এমন অনেকেই রয়েছে যারা ফটোগ্রাফার হতে চায়। কিন্তু ফটোগ্রাফার হতে হলে সর্বপ্রথম নির্বাচন করতে হবে আপনি কেন ফটোগ্রাফি করবেন? এবং আপনি কি ধরনের ফটোগ্রাফি করবেন?

শুধু তাই নয়, আপনি কি ব্যবহার করে ফটোগ্রাফি করবেন? ইত্যাদির সমস্ত বৃত্তান্ত ভেবেচিন্তে তারপরে আপনাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করার কথা চিন্তা করতে হবে।

জানলে অবাক হবেন, আজ থেকে বহু বছর পূর্বে যখন প্রথম ফটোগ্রাফি শুরু হয় তখন, একটা কালো বাক্সের মধ্যে একটি পিন দিয়ে ফুটো করে সেটার মধ্যে দিয়ে যা আলো আসতো, সেই আলোটাকে একটা আলোক সংবেদনশীল কাগজের উপরে আলোর বিক্রিয়া ঘটিয়ে সাদা কালো ফটো তোলা হতো।

আর সেই ক্যামেরাটির নাম ছিল পিনহোল ক্যামেরা। আর সেই সময়কাল থেকেই সবার মাথায় একটা জিনিস ঢুকলো। সেটা হলো, ক্যাপচার দা মোমেন্ট।

ফটোগ্রাফি কত প্রকার ও কি কি?

সত্যি বলতে ফটোগ্রাফির কোন নির্দিষ্ট প্রকারভেদ নেই। তাই এটা দশ প্রকার না বিশ প্রকার এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ আপনি অবাক হয়ে যাবেন ফটোগ্রাফি কম করে হলেও ৩০ ধরনের হয়ে থাকে।

আর তাই আমরা এখন আপনাদেরকে এমন কিছু ফটোগ্রাফির কথা জানাবো যেগুলো আপনার জীবনে প্যাশনের রূপ নিয়ে দাঁড়াতে পারবে, এবং আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন সেই সাথে গড়ে তুলতে পারবেন একটি সুন্দর ক্যারিয়ার। তাহলে চলুন জেনে নেই ফটোগ্রাফির প্রকারভেদ।

যথা:

  • ফ্যাশন ফটোগ্রাফি
  • ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি
  • পোট্রেট ফটোগ্রাফি
  • ওয়াইন্ড লাইফ ফটোগ্রাফি
  • স্পোর্টস ফটোগ্রাফি
  • স্ট্রিট ফটোগ্রাফি
  • মাইক্রো ফটোগ্রাফি
  • সাদা কালো ফটোগ্রাফি
  • ফাইন আর্ট ফটোগ্রাফি
  • প্রোডাক্ট ফটোগ্রাফি
  • এরিয়াল ফটোগ্রাফি
  • ওয়েডিং ফটোগ্রাফি
  • কমারশিয়াল ফটোগ্রাফি
  • এস্ট্রো ফটোগ্রাফি
  • স্টক ফটোগ্রাফি
  • ক্যানডিড ফটোগ্রাফি
  • আন্ডার ওয়াটার ফটোগ্রাফি
  • ট্রাভেল ফটোগ্রাফি
  • মেডিকেল ফটোগ্রাফি
  • নেচার ফটোগ্রাফি
  • ডকুমেন্টারি ফটোগ্রাফি

আর তাই আপনি যদি একজন আদর্শ ফটোগ্রাফার হতে চান তাহলে আমাদের সাজেস্ট করা যেকোনো একটি বিষয় নির্বাচন করুন এবং স্টেপ বাই স্টেপ আগাতে থাকুন।

ফটোগ্রাফির জন্য কি কি প্রয়োজন?

একজন ফটোগ্রাফার হতে হলে আপনাকে অবশ্যই কিছু সরঞ্জাম কিনতে হবে। যা এই পেশাতে আপনার প্রধান ব্যয়। তাই সর্বপ্রথম ফটোগ্রাফির ধরন নির্বাচনের পরবর্তীতে আপনাকে ভালো মানের একটি ক্যামেরা কিনতে হবে। সেই সাথে আরও থাকবে

  • মেমোরি কার্ড
  • লেন্স
  • ফ্ল্যাশ
  • ট্রিপট
  • মনোপড
  • কার্ট রিডার
  • সেই সাথে ক্যামেরাবেগ।

সবশেষে এ প্রত্যেকটি সরঞ্জামের সঙ্গে সঙ্গে আরো লাগবে একটি মানসম্মত ল্যাপটপ ও সফটওয়্যার। যা ছবি এডিটিং এর জন্য প্রয়োজন। এবার চলুন জেনে নেই কিভাবে শিখবেন ফটোগ্রাফি!.

ফটোগ্রাফি শেখার কৌশল কি কি?

এত কিছু জানার পর আপনার মনের নিশ্চয়ই এই প্রশ্নটি এসেছে ফটোগ্রাফি কিভাবে শিখব? একজন প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার জন্য কি কি কলাকৌশল অবলম্বন করা প্রয়োজন? তাহলে আপনাকে বলে রাখা ভালো যে, ছবি তোলা শেখার একাধিক উপায় রয়েছে। যেমন ধরুন,

  • সরাসরি কোন প্রফেশনাল ফটোগ্রাফারের থেকে ছবি তোলা শিখতে পারবেন।
  • ফটোগ্রাফি শেখায় এমন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবেন
  • ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখেও আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন।
  • পাশাপাশি অনলাইন ফটোগ্রাফি কোর্স করার প্লাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে আপনি একজন ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন।

তাহলে চলুন এবার ধীরে ধীরে সেই সব বিষয়ে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।

একজন আদর্শ ফটোগ্রাফারের গুণাবলী কি কি?

সত্যি বলতে, আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে পরিচিতি পেতে চান তাহলে অবশ্যই আপনার মধ্যে কিছু কিছু গুণাবলী থাকতে হবে। আর তবে সম্ভব ফটোগ্রাফি করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা এবং সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলা। এর জন্য দক্ষতা স্বরূপ আপনার মধ্যে থাকতে হবে।

  • ফটোগ্রাফি জীবনের একমাত্র লক্ষ্য
  • বারবার চেষ্টা করার আগ্রহ
  • বেসিক নলেজ
  • বিভিন্ন স্থান পরিদর্শন করার মন-মানসিকতা
  • হাসিখুশি এবং প্রকৃতিপ্রেমী হওয়া
  • নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা
  • ছবি এডিটিং এ দক্ষতা
  • নিজের একটি অনলাইন পোর্টফলিও বানানোর সক্ষমতা
  • অ্যাডভান্স চিন্তা-ভাবনা
  • সময় সচেতনতার দিকে খেয়াল
  • এবং ম্যানুয়াল মোডে ছবি তোলার সক্ষমতা।

এক কথায়, লক্ষ পূরণের উদ্দেশ্যে নতুনত্ব চিন্তা করার মন মানসিকতা এবং টিকে থাকার সক্ষমতায় হলো একজন আদর্শ ফটোগ্রাফারের অন্যতম গুণ।

একজন ফটোগ্রাফারের যোগ্যতা

অনেকেই এমন প্রশ্ন করে থাকে একজন ভালো ফটোগ্রাফার হতে গেলে কেমন যোগ্যতা অর্জন করতে হবে?সত্যি বলতে এটি একটা প্যাশন।

ফটোগ্রাফি মানুষ শখের বসে করে এবং পরবর্তীতে সেটা পেশা হিসেবে বেছে নেয়। এজন্য আপনি যদি একজন ফটোগ্রাফার হতে চান তাহলে আপনার তেমন কোন যোগ্যতার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে সেগুলো হল

  • ভালো মতন ছবি তোলা
  • ছবি এডিটিং
  • যোগাযোগ করার দক্ষতা
  • রেফারেন্স নেওয়ার দক্ষতা

আশা করি এই যোগ্যতাগুলো আপনার মাঝে থাকলে আপনি খুব সহজেই ফটোগ্রাফির ব্যবসায় সফল হতে সক্ষম হবেন এবং নিজেকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে খুব সহজেই আত্মপ্রকাশ করাতে পারবেন।

সেরা অনলাইন ফোটোগ্রাফি কোর্স করার প্ল্যাটফর্ম গুলো কি কি?

কনটেন্টের এই পর্যায়ে আমরা আপনাদেরকে সেরা ফটোগ্রাফি কোর্সের প্লাটফর্মের ব্যাপারে অবগত করব। যেখান থেকে আপনি খুব সহজেই একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন একদম শুরু থেকে। সেগুলো হলো

  • Beginner Photography Course Bundle from Creativelive
  • Introductory Photography Course from Udemy
  • Certificate in Photography from iPhotography Course
  • Your Road to Better Photography
  • Portrait Photography Bootcamp from Creativelive
  • Photography courses by Skillshare
  • Photography Basics and Beyond from Coursera
  • The Practicing Photographer from Lynda

Beginner Photography Course Bundle from Creativelive

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

  1. ফটোগ্রাফির প্রাথমিক ধারণা
  2. ফটোগ্রাফির লাইটিং সম্পর্কে সাধারণ ধারণা
  3. Adobe Lightroom সফটওয়্যারের ব্যবহার
  4. Adobe Photoshop Basics-এর প্রাকটিক্যাল ব্যবহার

Introductory Photography Course from Udemy

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

  1. ক্যামেরা সেটিংস,
  2. এক্সপোজার ও মিটারিং মোড,
  3. অটোফোকাস/ ম্যানুয়াল ফোকাস কন্ট্রোলিং,
  4. ‘রুল অফ থার্ড’, ‘ডেপ্থ অফ ফিল্ড’-এর মতো ফটো কম্পোজিশনের ধারণাগুলো.

Certificate in Photography from iPhotography Course

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

  1. কম্পোজিশন
  2. ক্যামেরা ট্রিক
  3. ক্যামেরা সেটিংস
  4. অ্যাডভান্সড পোসিং
  5. লাইটিং ও ইক্যুইপমেন্ট

Your Road to Better Photography

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

  1. ISO
  2. শাটারস্পিডের ব্যবহার
  3. অ্যাপারচার ও এক্সপোজারের নিয়ন্ত্রণ এবং ইত্যাদি

Portrait Photography Bootcamp from Creativelive

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

  1. লাইটিং
  2. ক্যামেরা সেটিংস
  3. লেন্স নির্বাচন করা
  4. একক ও গ্রুপের ক্ষেত্রে অ্যাডভান্সড পোসিং টেকনিক

Photography courses by Skillshare

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

  1. Fundamentals of DSLR Photography,
  2. Manual Camera Basics
  3. Mobile Photography Basics
  4. Photography for Instagram
  5. The Art of Photography

Photography Basics and Beyond from Coursera

এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,

এখানে আপনারা যে কোর্সটি পাবেন সেটা হবে সাত মাসের একটি প্রোগ্রাম। যেখানে আপনি আপনার সময় মত ও প্রয়োজন অনুযারী ক্লাসগুলো করতে পারবেন। পাশাপাশি পাবেন প্রচুর ফটোগ্রাফি কোর্স, যা আপনাকে সমস্ত কিছু জানাতে সাহায্য করবে।

পরিশেষ

তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের আলোচনা পর্ব। আশা করি আমাদের দেওয়া এই কোর্সগুলো থেকে আপনারা আপনাদের পছন্দমত কোর্স অনুসরণ করে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করাতে পারবেন।

তো যদি কোন মতামত এবং প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সাথে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই কনটেন্টটি শেয়ার করতে ভুলবেন না।  আপনাদের সাথে আমাদের আবারো নতুন কোন টপিকের আলোচনায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top