বর্তমান সময়ে যারা ইউটিউবিং করে, তারা সকলেই তাদের চ্যানেল। এবং ভিডিও গুলো র্যাংক করানোর জন্য শ্রম দিয়ে থাকে।
যাদের ইউটিউব চ্যানেল ও ভিডিও গুলো সার্চ রেজাল্টের শুরুতে আসে। তখন তারা সেখানে ভালো পরিমানের ভিজিটর পায়, এবং বেশি টাকা আয় করার সুযোগ পায়।
তাই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন। তাহলে আপনার চ্যানেল ও ভিডিও গুলো সার্চ ফলাফলে নিয়ে যেতে হবে।
কিন্তু, বর্তমান সময়ে অনেক নতুন নতুন ইউটিউবার আছে। যারা ভিডিওতে কোন প্রকার এসইও করে না এবং এডিটিং ও করে না।
যার ফলে, তাদের চ্যানেল এবং ভিডিও গুলো র্যাংক করে না। তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব।
যে 5 টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর জানলে আপনাদের চ্যানেল ও ভিডিও সহজেই সার্চ ফলাফলে র্যাংক করাতে পারবেন।
তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন। তাহলে, এই বিষয়ে আপনার জেনে নেওয়া উচিৎ।
তো আমাদের এই পোস্ট সম্পন্ন পড়ার ফলে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
তাই কারো ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর না জানা থাকলে। তার পক্ষে নিজের ইউটিউব চ্যানেল বা ভিডিও র্যাংক করানোর অনেক কঠিন হয়ে পড়বে।
কারণ ভিডিও র্যাংক এবং সেখান থেকে আয় করার জন্য র্যাংকিং ফ্যাক্টর অনুযায়ী অনেক কিছু কাজ করতে হবে।
ইউটিউবে শুধু মাত্র ভালো ভালো ভিডিও কনটেন্ট তৈরি করে, আপলোড করলেই হবে না। ভিডিও থেকে দ্রুত সফলতা পেতে চাইলে অনেক কিছুই জানতে হয়।
বিশেষ করে সার্চ ইঞ্জিন এ ভিডিও গুলো র্যাংক করানোর ফর্মুলা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে।
আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল। এবং দ্বিতীয় সার্চ ইঞ্জিন হলো ইউটিউব।
আর বর্তমান সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবপে যেখানে। প্রতি মিনিটে প্রায় 300 ঘন্টার ভিডিও আপলোড করা হয়, বিভিন্ন প্রকার চ্যানেল থেকে।
ইউটিউব থেকে আয় করা অনেক সহজ হওয়ার জন্য, এক দিকে যেমন- চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনি বিজ্ঞাপন দাতাদের বিশাল একটি অংশ কিন্তু এর সাথে জড়িত হচ্ছে।
আরো পড়ুনঃ
- ইউটিউব থেকে আয় করার ৩ টি উপায়
- কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ? প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়ম
- ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল
তাই ইউটিউব কে দূরে রাখার কোন অপশন নাই। প্রকৃত পক্ষে যে, কোন পণ্য বা সার্ভিস ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধির জন্য এর কোন বিকল্প নাই।
যারা ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করে তাদের জন্য মার্কেটিং বা র্যাংকিং বোঝার ও কিন্তু বিকল্প নাই।
ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর
তো চলুন জেনে নেওয়া যাক। যে 5 টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর ইউটিউবারদের অবশ্যই মেনে কাজ করতে হবে। যেমন-
01. ইউটিউব চ্যানেল কিওয়ার্ড
আমরা জানি, ইউটিউব চ্যানেল বিশেষ কোন বিষয় এর উপর ভিত্তি করে, তৈরি করা হয়। যে সকল চ্যানেল এর নির্দিষ্ট কোন বিষয় না থাকে।
এলোমেলো ভাবে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে। সেই সকল চ্যানেল সহজেই র্যাংক হয় না।
সার্চ ইঞ্জিন কে ইউটিউব চ্যানেলের ভিডিও কনটেন্ট বোঝানো জন্য সাহায্য করে, চ্যানেল কিওয়ার্ড। তাই চ্যানেল এর কিওয়ার্ড অপটিমাইজেশন র্যাংকিং বাড়িয়ে দেয়।
গুগল ও ইউটিউব উভয় সার্চ ইঞ্জিন। ইউটিউব এর অ্যালগরিদম মেটা-ডেটা ও চ্যানেল কিওয়ার্ড এর প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়। এটি র্যাংকের একটি সিগনিফিকেন্ট পার্ট বটে।
এক বা একাধিক ওয়ার্ড দিয়ে চ্যানেল এর কিওয়ার্ড নির্বাচন করা এক দিকে যেমন- ভিউয়ারদের কে চ্যানেল সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে।
অন্য দিকে সার্চ ইঞ্জিন কে সহায়তা করে চ্যানেল এর কনটেন্ট বুঝাতে। তাই আপনার চ্যানেল এর কিওয়ার্ড সঠিক ভাবে নির্ধারণ করুন।
02. ইউটিউব ভিডিও কিওয়ার্ড
বর্তমান সময়ে বিশ্বের যে কোন ছোট বা বড় কোন সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড ছাড়া ফলাফল শো করার পক্ষপাতিত্ব নেই।
ইউটিউ এর ক্ষেত্রেও তাই। তার জন্য ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনাকে সকল ভিডিওতে কিওয়ার্ড যুক্ত করে দিতে হবে।
এর কারণ ভিডিও এর সাথে কিওয়ার্ড এর ব্যবহার, মেনশন করা ও ট্যাগ করা অনেক গুরুত্বপূর্ণ একটি র্যাংকিং ফ্যাক্টর।
আপনারা যত ভালো ভাবে কিওয়ার্ড দিয়ে ভিডিও এর বর্ণনা দিতে পারবেন। ঠিক ততটা ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও গুলো বুঝতে পারবে।
আর সেই গুলো, ইউটিউব সার্চ ইঞ্জিন যত ভালো ভাবে, আপনার ভিডিও বুঝবে ঠিক ততটা র্যাংক নির্ধারণ করবে।
ইউটিউব ভিডিও আপলোড করার সময় কোথায় কিওয়ার্ড যুক্ত করবেন। যেমন- ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও টাইটেলে, ভিডিও এর মধ্যে, ভিডিও ট্রান্সস্ক্রিপ্টস, ভিডিও এর ট্যাগে।
03. ইউটিউব ভিডিও টাইটেল
ON Page সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেমন যে, কোন ওয়েব সাইট কিংবা ব্লগ পোস্ট এর জন্য দরকার। ঠিক তেমনি ভাবে ইউটিউবে এর জন্য দরকার।
আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো ভিডিও টাইটেল। সার্চ ইঞ্জিন এর কাছে আপনার ভিডিও টাইটেল হলো প্রথম ইম্প্রেশন।
এমনকি দর্শকদের কাছেও। তার কারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে টাইটেল অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয় হলো- টাইটেল অবশ্যই আপনার ভিডিও উপর ভিত্তি করে তৈরি করতে হবে। টাইটেল এর শুরুতে কিওয়ার্ড রাখতে হবে।
ভিডিও এর টাইটেল যাতে অনেক বড় না হয়। ছোট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 5-6 শব্দের বেশি না।
আপনি যদি উক্ত বিষয়টি মাথায় রেখে কাজ করতে পারেন। তাহলে আপনার ভিডিও গুলো দ্রুত র্যাংক হবে।
আরো দেখুনঃ
- ইউটিউবে প্রতি ১০০০ ভিউতে কত টাকা পাবো ? [YouTube কত টাকা দেয়]
- ইউটিউব থেকে প্রতিমাসে লক্ষ টাকা ইনকাম করুন
04. ইউটিউব ভিডিও ডেসক্রিপশন
ইউটিউবে র্যাংকিংক পেতে ভিডিও ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
ইউটিউব বা গুগল সার্চ যেহেতু আপনার ভিডিও বোঝার জন্য এক্সট্রাক্ট করে না মানে মানুষ এর মতো ভিডিও করে না।
সেহেতু, এগুলো যা করে সেটি হলো ভিডিও এর ডেসক্রিপশন থেকে ডিটারমাইন করে নেয় ভিডিও কোন বিষয়ে।
আপনারা যদি ভিডিও এর বর্ণনা না লিখেন। তাহলে সার্চ ইঞ্জিন আপনার ভিডিওর ধরণ বুঝবে না। এবং যা র্যাংকিং ও হবে না। তাই আপনি ভিডিও আপলোড করবেন ঠিক তবে ভালো ভিডিও পাবেন না।
ভিডিও ডেসক্রিপশনে যা কিছুর বিষয়ে গুরুত্ব দিতে হবে যেমন- ডেসক্রিপশনে 250 শব্দের বিশে লেখা যাবে না।
টাইটেল এর মতো ডেসক্রিপশনের মধ্যে উপযুক্ত কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আর ডেসক্রিপশনে 25 শব্দের মতো কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন।
এছাড়া ডেসক্রিপশনে এক্সটার্নাল লিংক যুক্ত করবেন। ইন্টারনাল লিংক হিসেবে অন্যান্য ভিডিও এর এক্সটার্নাল হিসেবে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট এর লিংক ব্যবহার করবেন।
05. ইউটিউব ভিডিও ট্যাগ
ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ভিডিও বোঝার জন্য ইউটিউবের সকল প্রকার সহযোগীতা দরকার। তাই তারা ভিডিও ডেসক্রিপশনে ট্যাগ ফিচার চালু করেছে।
আপনি যখন ভিডিও আপলোড করবেন। তখন ইউটিউব আপনার কাছে ট্যাগ আশা করবে। যাতে ভিডিও সম্পর্কে স্লাইটলি হলেও জানা যায়।
ট্যাগ যদি ভিডিও এর রিলেভেন্সির সাথে অনেক বেশি যুক্ত নয়। এবং র্যাংকিং ফ্যাক্টরও নয়। তারপরেও এটি র্যাংক পাওয়ার জন্য সামান্য হলেও সাহায্য করে।
তাই ট্যাগকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো কারণ নাই। এর জন্য ভিডিও রিলেটেড সাবলীল ভাবে ট্যাগ এর ব্যবহার করা বুদ্ধির কাজ হবে।
আরো পড়ুনঃ
শেষ কথাঃ
তো, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন। তাহলে আপনাকে উক্ত 5 টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর জানা থাকতে হবে।
আর আপনি যখন উক্ত র্যাংকিং ফ্যাক্টর গুলো মেনে চলবেন। তখন আপনারা যে, কোন ভিডিও আপলোড করেই, র্যাংকিং পেয়ে যাবেন।
৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার ৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার ৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার
আমাদের দেওয়া আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে।
৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার ৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার ৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার
আর আপনি যদি ইউটিউব বিষয়ে এবং অনলাইন আয় সম্পর্কে। প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পড়তে চান। তাহলে ভিজিট করুন ধন্যবাদ।