ইউটিউব ভিডিও এসইও : অনলাইনে টাকা আয় করার জন্যে, অনেক লোক ইউটিউব চ্যানেল তৈরি করেছে।
সেই চ্যানেলে যথারীতি শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। তবে ইউটিউব ভিডিও গুলো কোন ভাবেই ইউটিউবে র্যাঙ্ক হচ্ছে না।
আপলোড করা ভিডিও গুলো ভিজিটর দেখতেছে না। তবে কিভাবে ইউটিউব ভিডিও গুলো র্যাঙ্ক হবে, এই জন্য আপনি সমাধান পাওয়ার জন্য এই আর্টিকেল এ প্রবেশ করেছেন।
আপনি একদম সঠিক আর্টিকেল পড়ার জন্য এসেছেন। কারণ আমরা এখানে আপনাকে জানাব কিভাবে ইউটিউব ভিডিও গুলো ইউটিউব এর প্রথম পাতায় রেঙ্ক করাবেন।
শুধু মাত্র ইউটিউব ভিডিও আপলোড করলেই কোন ভিডিও র্যাঙ্ক হবে না। ভিডিও’র পুরো হেড লাইন দিয়ে সার্চ করলেই সেটি ইউটিউবে খুজে পাওয়া যাবে না।
তাই আপনাকে কিছু শর্ত ও নিতিমালা অনুসরণ করতে হবে। মানে ভিডিও গুলো যেন সার্চ করার পরে প্রথম পেজে চলে আসে। সেই জন্য আপনাকে অবশ্যই ইউটিউব ভিডিও এসইও করতে হবে।
অনেক ইউটিউব ভিডিও গুলো আছে। যে গুলো কোন প্রকার অপটিমাইজ করা ছাড়াও ইউটিউবের প্রথম পাতায় চলে আসে। যদি এটি হয় তাহলে আপনার ভাগ্য ভালো। কারণ ইউটিউব ভিডিও গুলো অপটিমাইজ বা এসইও করা ছাড়া সচরাচর র্যাংক হয় না।
একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেটি প্রথম পাতায় রেঙ্ক করানোর জন্যে যে, কাজটি আছে। সেটি কে ইউটিউব এর এসইও বলা হয়।
তো চলুন সময় নষ্ট না করে, জেনে নেওয়া যাক ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কি কাজ করতে হবে।
ইউটিউব এসইও কি?
ইউটিউবে ভিডিও গুলো আপলোড করার পরে ভিডিও গুলো ভিজিটর’রা খুজে পায়। সেই জন্য কিছু উপায় অবলম্বন করতে হয়।
মানে ইউটিউবের প্রথম পাতায় র্যাঙ্ক করার জন্য যে, কাজ গুলো করা হয় তাকেই ইউটিউব ভিডিও এসইও বলে।
ইউটিউব এর জন্য কি কি কাজ করতে হয়
একটি ইউটিউব ভিডিও এসইও করতে হলে। প্রথমে এসইও এর কাজটি দুই ভাগে ভাগ করতে হবে। যেমন- অন পেজ ইউটিউব এসইও এবং অফ পেজ ইউটিউব ভিডিও এসইও।
আমরা এই পোস্টে দুইটি মাধ্যম ধাপে ধাপে আলোচনা করব। আপনি চাইলেই আপনার ইউটিউব ভিডিও গুলোকে সহজেই ইউটিউব এর প্রথম পেজে র্যাঙ্ক করাতে পারবেন।
এই জন্য যে, কাজ গুলো করতে হবে বা মাধ্যম গুলো প্রয়োগ করতে হবে সেগুলো আপনাকে মনযোগ দিয়ে পড়তে হবে।
অফ পেজ ইউটিউব এসইও
অপ পেজ ইউটিউব এসইও হচ্ছে- যে, কাজ গুলো ইউটিউব চ্যানেলে মধ্যে বা ভিডিও র্যাঙ্ক করাতে চান সেই ভিডিও গুলোর মধ্যে করতে হবে।
মানে ইউটিউব চ্যানেল এর ভিডিও ভালো ভাবে অপটিমাইজ করাই হলো অনপেজ এসইও। অন পেজ এসইও ইউটিউব এর মধ্যে কিছু ভাগ আছে। আমি এ নিয়ে আলোচনা করব।
ব্রান্ড চ্যানেল তৈরি করা
আপনি যে, ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও গুলো আপলোড করেন। সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ব্র্যান্ডিং কোন নাম দিয়ে তৈরি করবেন।
যাতে করে খুব সহজে ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড করে তুলতে পারেন। এখনকার সময়ে গুগল এর সার্চ অ্যাগরিদম অনুযায়ী ব্র্যান্ড চ্যানেলে যে কোন ভিডিও অনেক দ্রুত র্যাংক হয়।
উক্ত ব্র্যান্ড চ্যানেল গুলোতে ব্যবহারকারীরা খুব সহজেই মনে রাখতে পারে। পরবর্তীতে সেই ব্র্যান্ড নাম দিয়ে সহজেই চ্যানেলে প্রবেশ করা যায়। একটি চ্যানেল ব্র্যান্ড করে তৈরি করার অনেক গুরুত্বপূর্ণ।
ভিডিও টপিকনির্বাচনের জন্য করণীয়
আপনি যখন কোন ইউটিউব ভিডিও তৈরি করবেন। তখন ভিডিও’র টপিক নির্বাচনের জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই ভিডিও টি কি মানুষ আসলে খুজে কি না।
মানুষের প্রয়োজনীয় কোন টপিক হচ্ছে কিনা তা দেখে নেওয়া। আপনি যদি এমন কোন টপিক বাছায় করেন। যে টপিক দিয়ে মানুষ কখনও কোন দিন সার্চ করে না।
তবে আপনার সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করলে, কোন লাভ হবে না। তাই ভিডিও তৈরির পূর্বে দেখে নিতে হবে যে, টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক এর ব্যবহারকারীর চাহিদা কেমন।
আপনি যদি মানুষের পছন্দ মতো ও চাহিদা সম্পন্ন ভিডিও তৈরি করে আপলোড করেন। তবে আপনার ভিডিও গুলো অনেক দ্রুত ভাবে রেঙ্ক হবে।
ইউটিউব ভিডিও লম্বা করে তৈরি করা
আপনি যখন কোন ভিডিও তৈরি করবেন সেটি যেন অন্তত্য ১০-১৫ মিনিট এর হয়, এদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন।
এর কারণ হলো আপনি যদি ২-৫ মিনিট এর ভিডিও তৈরি করেন। সেক্ষেত্রে দর্শকরা তাদের তথ্য সঠিক ভাবে গ্রহণ করতে পারবেন না। আরো বিরক্ত বুধ করবে।
তাই আপনাকে লম্বা ভিডিও তৈরি করতে হবে। এতে করে আপনার ভিডিও দ্রুত রেঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে।
শুদ্ধ ও সহজ ভাষায় উপস্থাপন করুন
আপনি যখন নিজের ভয়েজে কোন ইউটিউব ভিডিও তৈরি করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুদ্ধ ও সহজ ভাষায় ভিডিও রেকর্ড করতে হবে।
নিজের ভয়েজে ভিডিও তৈরি করার সময় আপনি কিছু ভঙ্গিমা টেকটিক করে ভিডিও উপস্থাপন করবেন যাতে করে দর্শক আগ্রহের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে।
শিক্ষনী বিষয়বস্তুর দিকে গুরুত্ব দেয়া
আপনি ভিডিও তৈরি করার আগে খেয়াল রাখবেন যাতে করে ভিডিওটি দেখে দর্শক কোন কিছু শিখতে পারে কি না।
যখন কোন ভিডিও থেকে দর্শকরা উপকৃত হবে তখন শুধু মাত্র ভিডিওটি দেখতে বেশি আগ্রহী হবে। আর আপনার আপলোড করা ভিডিওতে যদি কোন কিছু শিখতে না পারে তাহলে সেই দর্শক আপনার ভিডিও টি দেখা বন্ধ করে দেবে।
তাই আপনাকে এ বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যাতে করে দর্শক আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে। যত বেশি দর্শক আপনার ভিডিও পছন্দ করবে, তত দ্রুত আপনার ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে।
আকর্ষনীয় থাম্বনেইল ব্যবহার করবেন
বর্তমানে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে। তাদের ভিডিও গুলোতে দর্শকরা বেশিরভাগ সময় আকর্ষণীয় থাম্বনেইল দেখে প্রবেশ করে।
কারণ ভিডিওতে যে থাম্বনেইল থাকে, সেটি বুঝিয়ে দিয়ে থাকে যে, পুরো ভিডিও টা কি বিষয় নিয়ে প্রস্তুত করা হয়েছে।
তাই আপনার ইউটিউবে ভিডিও তৈরি করার পরে অবশ্যই আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করার চেষ্টা করবেন। এতে করেও আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে।
এগুলো ছাড়া আরো অনেক বিষয় আছে। সেগুলো আপনি অনুসরণ করে যদি সঠিক ভাবে কাজ করতে পারেন। তবেই আপনার ইউটিউব ভিডিও রেঙ্ক করতে পারবে।
অফ পেজ ভিডিও এসইও
অফ পেজ এসইও হলো- ইউটিউব চ্যানেলের বাইরে কিছু কাজ করা হয়। যেখান থেকে আপনার চ্যানেল রেফার করে কোন জায়গায় স্থাপন করা।
যার মাধ্যমৈ আপনার ইউটিউব চ্যানেলে ভিজিটর প্রবেশ করতে পারবে। এই কাজটির মাধ্যমে ইউটিউব ভিডিও গুলো সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্ব বৃদ্ধি পেয়ে যায়।
অফ পেজ এসইও করার জন্য আপনি সহজ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন যেমন-
- ফেসবুক
- টুইটার
- ইনস্ট্রাগ্রাম ইত্যাদি।
আপনি যদি উক্ত সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার ভিডিও লিংক শেয়ার করেন তাহলে আপনার ভিডিও অপ পেজ এসইও হয়ে যাবে। যার ফলে আপনি অনেক ভিউ পেয়ে যাবেন আপনার ভিডিও গুলোতে।
See more:
- ইউটিউবে প্রতি ১০০০ ভিউতে কত টাকা পাবো ? [YouTube কত টাকা দেয়]
- ইউটিউব থেকে আয় করার উপায় [A টু Z] গাইডলাইন
- ইউটিউব থেকে প্রতিমাসে লক্ষ টাকা ইনকাম করুন
শেষ কথাঃ
তো বন্ধুরা, সর্বোপরি আদের পরামর্শ হলো- আপনি যদি ইউটিউব ভিডিও গুলো রেংক করাতে আগ্রহী হোন। তাহলে উক্ত কথা গুলো অনুসরণ করে কাজ চালিয়ে যেতে পারেন।
এই কাজ গুলো সঠিক ভাবে করে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। এবং ইউটিউব ভিডিও এসইও করে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন।
আমাদের এই লেখা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তাদেরকেও ইউটিউব ভিডিও এসইও করার উপায় জানাতে সাহায্য করবেন।
ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল
আমাদের আর্টিকেল সম্পর্কে আরো কিছূ জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানবেন ধন্যবাদ।