কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?

ব্লগ আর্টিকেলে এসইও ব্যবহার : আমরা সকলে জানে যখন ব্লগ আর্টিকেল লেখা হয় সেসময় অন পেজ এসইও করা অনেক জরুরী হয়ে থাকে।

ব্লগ আর্টিকেল লেখার সময় সেখানে এসইও না করলে। আপনার আর্টিকেলটি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে প্রথম পেজে দেখানো হবে না।

কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?
কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?

যার ফলে, আপনার ব্লগে সার্চ ইঞ্জিন থেকে ফ্রি অসংখ্য ট্রাফিক বা ভিজিটর আসার সুযোগ হারিয়ে ফেলবেন।

অবশ্যই আপনাদের জন্য আমি পূর্বের আর্টিকেলে এসইও কি এবং এটি কিভাবে করবেন সে বিষয়ে জনপ্রিয় একটি আর্টিকেল পাবলিশ করে বুঝিয়ে দিয়েছি। আপনি চাইলে সে আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

কিন্তু আজ আমি আপনাদের এই পোস্টে, অন পেজ এসইও এর বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ব্লগে আর্টিকেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা বিশেষ করে কিওয়ার্ডের ব্যবহার কৌশল এর উপর নির্ভর করে।

তার জন্য, আর্টিকেলে সঠিক ভাবে, অন পেজ এসইও করার আগে আপনাদের কিছু কথা জেনে রাখতে হবে। তাই কিভাবে ব্লগ আর্টিকেল এ এসইও ব্যবহার করবেন। সে বিষয়ে বিস্তারিত ধারনা পেতে, আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

আপনার জন্য আরো পোস্ট-

এসইও (SEO) কি ?

এসি হচ্ছে- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি এমন একটি প্রক্রিয়া বা কৌশল। যার ব্যবহার করে, আমরা নিজের ব্লগ বা ব্লগে লেখা আর্টিকেল গুগল সার্চ এর প্রথম সার্চ ফলাফল পেজে নিয়ে আসতে পারি।

যার ফলে যখন কোন মানুষ আপনার ব্লগের সাথে জড়িত কিছু গুগল সার্চ করবে। তখন গুগল আপনার ব্লগের আর্টিকেল তাদের নিজের ফলাফল পেজে দেখিয়ে দিবে।

আর এরকম ভাবে আপনি গুগল সার্চ থেকে অসংখ্য ভিজিটর পাওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র গুগোল আপনি ইয়াহু, বিং এর মতো, সার্চ ইঞ্জিন গুলোতে এসইও করতে পারবেন। কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?

কিওয়ার্ড (Keywords) কি ?

কিওয়ার্ড একটি ব্লগ বা ব্লগের আর্টিকেলের টপিকঃ বা বিষয়ের সাথে জড়িত শব্দ গুলোকে বোঝানো হয়। সহজভাবে বলতে গেলে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখেছেন। সে বিষয়ে এবং বিষয়ের সাথে জড়িত শব্দ গুলোকে কি বলা হয়ে থাকে।

আপনারা মনে রাখবেন, সব সময় নিজের লেখা আর্টিকেল এর উপর নির্ভর করে, গুগল সার্চ ইঞ্জিনে র‌্যাংক করার চেষ্টা করে থাকি।

এর ফলে, যখন আপনার লেখা আর্টিকেল এর সাথে জড়িত কোন কিওয়ার্ড মানুষ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তখন সার্চ ইঞ্জিন আপনার লেখা আর্টিকেল তাদের সার্চ ফলাফলে দেখতে পারবে।

এতে করে আপনার লেখা আর্টিকেল এ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ফ্রি ভিজিটর চলে আসবে। মনে করুন আপনি আমাদের এই “কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও ব্যবহার করব” আর্টিকেলটি পড়ার জন্য অবশ্যই গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে টাইপ করেছিলেন। সেহেতু আপনি এই আর্টিকেলে প্রবেশ করতে পেরেছেন।

এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে একটি ব্লগ আর্টিকেলে কিওয়ার্ড এবং কিওয়ার্ডের ব্যবহার অনেক জরুরি। যদি আপনি সার্চ ইঞ্জিন থেকে ফ্রি ভিজিটর পেতে চান।

কিওয়ার্ড ডেনসিটি (Keyword density) কি ?

আমরা উপরের আলোচনা থেকে ওয়ার্ড এর বিষয়ে জানিয়েছি এখন চলুন আমরা কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে জেনে নেই।

কিওয়ার্ড ডেনসিটি, এমন একটি সংখ্যা বা পরিমাণ যার ওপর নির্ভর করে। আমরা আর্টিকেল কিওয়ার্ড এর ব্যবহার করে থাকি।

মনে করুন আপনি যদি এসইও বাংলা টিউটোরিয়াল এর ওপরে আর্টিকেল লিখেন এবং আপনার বেছে নেয়া কি ওয়ার্ড গুলোর মধ্যে “এসইও কিভাবে করবেন” বা “এসইও করার নিয়ম”।

এখন আপনার বেছে নেওয়া, কিওয়ার্ড গুলো আর্টিকেলে কতবার উল্লেখ করবেন। কিংবা আর্টিকেলে কিওয়ার্ড গুলো কতবার লিখবেন। সেই সংখ্যা বা পরিমাণ কাকে বলা হয়, কিওয়ার্ড ডেনসিটি।

কিভাবে ব্লগ আর্টিকেল এসইও (SEO) ব্যবহার করবেন ?

আমরা উপরের আলোচনাতে আগেই বলেছি, অন পেজ এসইও বা নিজের ব্লগ আর্টিকেল লেখার সময় এসইও সব থেকে জরুরি ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে- কিওয়ার্ড।

আপনি যদি সঠিক ভাবে আর্টিকেলে এসইওর ব্যবহার করতে পারেন। তাহলে আপনার 70% অন পেজ এসইও বা এসইও  ব্যবহার হয়ে যাবে।

এখন চলুন, আমরা নিচের অংশ থেকে কিওয়ার্ড এর মাধ্যমে নিজের আর্টিকেল এর ব্যবহার এবং কিওয়ার্ডের বাইরে আর্টিকেল এ কি কি এসইও করতে হবে। সে সম্পর্কে জেনে নেয়া যাক। যেমন-

আর্টিকেল এর টাইটেল কিওয়ার্ড ব্যবহার

আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যে আর্টিকেল লিখেছেন সেটির পুরো বিষয় যাতে আপনার আর্টিকেল এর টাইটেল পরেই সহজেই বোঝা যায়। সহজ ভাষায় আর্টিকেল এর বিষয় বুঝিয়ে দেওয়ার মতো টাইটেল দিবেন।

এর বাইরে আর্টিকেল এর টাইটেল আপনার টার্গেট করা কিওয়ার্ডগুলো একবার করে ব্যবহার করবেন। এতে করে গুগল সার্চ ও ভিজিটর’রা আপনার টাইটেল পরে, বুঝতে পারবে যে, আপনি কিসের উপর আর্টিকেল লিখেছেন।

আমাদের এই আর্টিকেল টাইটেল পড়ে দেখবেন ইংরেজিতে SEO  শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ এই শব্দটি আমার একটি টার্গেট করা কিওয়ার্ড কারণ এটির সার্চ ভলিউম 6600, তাই আমি এই টাইটেলে শব্দটি ব্যবহার করেছি।

অবশ্যই দেখুনঃ

আর্টিকেল এর URL Address এ keyword ব্যবহার

আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন বা ব্লগার ব্যবহার করেন। আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখার সময় আপনি আর্টিকেলের ইউআরএল অ্যাড্রেস এডিট করার অপশন পেয়ে যাবেন।

সরাসরি আর্টিকেলের ইউআরএল এড্রেস সব সময় ছোট দেওয়ার চেষ্টা করবেন। এবং সেখানে নিজের টার্গেট করা কিওয়ার্ড ব্যবহার করে দেবেন।

টার্গেট করা keyword এর ব্যবহার

আমরা ওপরের আলোচনাতে, প্রথমেই বলেছি অনপেজ এসইও বা আর্টিকেল লেখার সময়, করা এসইও জন্য কিওয়ার্ড এর সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি।

এক্ষেত্রে মনে রাখবেন আপনি যাহা যায় কিওয়ার্ড টার্গেট করে আর্টিকেল লিখেছেন সেগুলো আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফে, আর্টিকেল এর শেষ প্যারাগ্রাফ এ এবং আর্টিকেলের মাঝে মাঝে কয়েকবার ব্যবহার করবেন।

এর ফলে গুগল সার্চ ও অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো সহজেই আপনার আর্টিকেলের বিষয়টি বুঝতে পারবে। যার ফলে আপনার আর্টিকেল সহজেই সার্চ ফলাফলে রেংকিং হবে। কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?

আর্টিকেল কমপক্ষে ১০০০-১৫০০ শব্দের ভিতরে লিখবেন?

আপনি যে কোন প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইট তৈরি করে না কেন সেখানে নিজের ব্লগ তৈরি করে, সে ব্লগ আর্টিকেল লেখার সময় কমপক্ষে 1000 থেকে 1500 শব্দের ভেতরে আর্টিকেল লেখার চেষ্টা করবেন।

এছাড়া আপনার আর্টিকেলটির যদি অনেক জটিল হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 2000 থেকে 3000 শব্দের ভিতর আর্টিকেল লেখা।

এর কারণ আপনি কোন একটি বিষয়ে যতটা তথ্য ও গভীরভাবে আর্টিকেল লিখেন। আপনার লেখা আর্টিকেল গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন ভালো মনে করবে।

তার জন্য লম্বা ও বেশি শব্দের আর্টিকেল অন আর্টিকেল উন্নত হবে। এবং সে আর্টিকেলস থাকে, সবচেয়ে বেশি ভিজিটর পাওয়া সম্ভব হবে।

তাই আপনি যদি নিজের আর্টিকেল সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতে চান। তাহলে অবশ্যই সর্বনিম্ন 1000 থেকে 1500 শব্দের মধ্যে আর্টিকেল লিখতে হবে।

আর্টিকেলে ছবি ব্যবহার করুন

আমাদের মধ্যে অনেক ব্লগে রয়েছে যারা, তাদের ওয়েবসাইটে বা ব্লগে আর্টিকেল লেখার সময় কোন প্রকার ইমেজ বাস অভিযুক্ত করে না যার ফলে তাদের আর্টিকেলটি তেমন হয় না।

আপনি যে, বিষয়ে আর্টিকেল লেখার না কেন। অবশ্যই আপনাকে আর্টিকেল রিলেটেড ইমেজ ব্যবহার করতে হবে।

আর্টিকেল রিলেটেড ইমেজ তৈরি করে, ব্লগ পোস্টে আপলোড করলে সেটি অনেক জনপ্রিয় হয় এবং গুগোল অনেক প্রায়োরিটি দিয়ে থাকে।

আরো পড়ুনঃ

সর্বোপরি আমাদের কথাঃ

আজকের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেয়া হলো ব্লগ আর্টিকেলে এসইও ব্যবহার করার উপায় সম্পর্কে। আপনি যখন ব্লগে কোন আর্টিকেল লিখবেন। তখন অবশ্যই সেটি ইউনিক ভাবে লেখার চিন্তা করবেন। কোন প্রকার কপি করবেন না।

নিজের ভাষায় আপনি যখন ব্লগ আর্টিকেল লিখবেন, গুগোল অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার আর্টিকেল টিকে, অনেক গুরুত্ব দিয়ে তার সার্চ ইঞ্জিনে জায়গা করে দেবে।

কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?

তাই আপনি যদি ব্লগে, আমাদের দেওয়ার নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে সঠিকভাবে আর্টিকেলে এসিআর ব্যবহার করতে পারবেন এবং আপনার আর্টিকেলগুলো অনেক উন্নত জায়গায় রাখতে পারবেন।

কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?

আমাদের আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে, আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন ইনকাম বিষয়ে এবং ব্লগিং বিষয়ে যাবতীয় সমস্যার সমাধান পেতে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

2 thoughts on “কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ?”

  1. আসছালামু আলাইকুম ভাই! নিচে আপনার আর্টিকেলে একাধিকবার এক সাথে “কিভাবে ব্লগ আর্টিকেলে এসইও (SEO) ব্যবহার করবেন ? এ কথাটা ব্যবহার করেছেন আমি বুঝলাম না!একটু বুঝিয়ে বলবেন কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top