কনটেন্ট মার্কেটিং কি? অনলাইন মার্কেটপ্লেসে কনটেন্ট মার্কেটিং এর গুরুত্ব কেমন? অনলাইন মার্কেটপ্লেসে যারা কাজ করছেন বা কাজ করার কথা চিন্তা ভাবনা করছেন, তারা নিশ্চয়ই কনটেন্ট মার্কেটিং ট্রামটি শুনে থাকবেন।
অনেকের মনে প্রশ্ন— কনটেন্ট মার্কেটিং কি? কনটেন্ট মার্কেটিং কত প্রকার? কনটেন্ট মার্কেটিং এর গুরুত্ব কতটুকু? অনলাইন মার্কেটপ্লেসে সফল হতে গেলে কনটেন্ট মার্কেটিং কতটা ভূমিকা রাখে?
বন্ধুরা, আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে জানাবো কনটেন্ট মার্কেটিং সম্পর্কে। তাই এদিক সেদিক না তাকিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন কন্টেন্ট মার্কেটিং এর এ টু জেড সম্পর্কে।
কনটেন্ট মার্কেটিং কি?
বর্তমান সময়ে ইন্টারনেটের ভূমিকা এবং গুরুত্ব যে কোন কাজের ক্ষেত্রেই অনেক বেশি। আর এটা আমাদের কারোরই অজানা নয়। আমরা সবাই জানি, ইন্টারনেটের এই জগতে ব্যবসা-বাণিজ্য অনেক অংশ বৃদ্ধি পেয়েছে। আর এর একমাত্র অন্যতম কারণ, ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত যেকোনো বিজনেস বা বিজনেস এর প্রোডাক্ট কে প্রচার বা মার্কেটিং করা সম্ভব হচ্ছে তাই।
একটু লক্ষ্য করলে বা চোখ কান খোলা রাখলেই আপনারা দেখতে পাবেন, বর্তমানে ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসা বা প্রডাক্ট এর জনপ্রিয়তা ছড়িয়ে দিতে ব্যবহার করছেন ডিজিটাল মার্কেটিং।
এটি এমন একটা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস, বিভিন্ন প্রোডাক্ট এবং ব্র্যান্ড এর প্রচার করা হয়।
কনটেন্ট মার্কেটিং হলো, এই ডিজিটাল মার্কেটিং এরই একটি গুরুত্বপূর্ণ ধাপ। যেটাকে বলা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং কৌশল। যেখানে দারুণ এবং অত্যন্ত আকর্ষণীয় ভাবে ব্যবসার সেবা বা প্রোডাক্টগুলোকে বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে প্রচার করা হয়।
আরো সহজ ভাবে বলতে গেলে বলা যায়, কনটেন্ট মার্কেটিং হলো, এমন এক marketing কৌশল যেখানে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় ও ব্যবসার সাথে প্রাসঙ্গিক বিষয়বস্তু অর্থাৎ কনটেন্ট তৈরি করা হয়। সেই সাথে সেগুলোকে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে বিতরণ করে অধিক শ্রোতাদের কাছে নিজের পণ্যের প্রচার করা এবং জনপ্রিয়তা অর্জন করা হয়।
তো এতক্ষণ আমরা জানলাম কনটেন্ট মার্কেটিং কি। কিন্তু এটা জানার সাথে সাথে অবশ্যই শুরুতেই জেনে নেওয়াটা প্রয়োজন কনটেন্ট বলতে আমরা কি বুঝি? তাহলে চলুন এ পর্যায়ে সেটা একটু ক্লিয়ার করে জেনে নেওয়া যাক।
কনটেন্ট মানে হলো এমন একটা জিনিস যেটাকে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত করা যেতে পারে। সেটা হতে পারে লেখা, হতে পারে কথা, আবার কোন ভিডিও–ও হতে পারে। শুধু তাই নয়, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমেও প্রকাশ পেতে পারে কনটেন্ট।
আর কনটেন্ট মার্কেটিং হলো, মার্কেটিং এর এমন এক প্রক্রিয়া– যেখানে মূল্যবান কনটেন্ট গুলো তৈরি করা হয়। আর এগুলো তৈরি করা হয়ে থাকে প্রোডাক্টের রিচ বাড়াতে।
এতে করে গ্রাহকরা বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কে খুব ভালোভাবে ধারণা অর্জন করতে সক্ষম হয় এবং সেটি ব্যবহারের জন্য ক্রয় করতে উদ্বুদ্ধ হয়। কিন্তু এই কনটেন্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তাই আমাদের জেনে নেওয়াটা ভালো কনটেন্ট মার্কেটিং কতগুলো ফরমেটে হয়ে থাকে।
কনটেন্ট মার্কেটিং কত প্রকার?
কনডেন্ট মার্কেটিং মূলত তিনটা ফরমেট–এ পরিচালিত হয়। আরো অনেক কয়েকটি ফরমেট রয়েছে তবে তিনটি হচ্ছে প্রধান। সেগুলো হলো:
- ১. রিটেন কনটেন্ট মার্কেটিং
- ২. ভিডিও কনটেন্ট মার্কেটিং
- ৩. ইমেজ কন্টেন্ট মার্কেটিং
রিটেন কনটেন্ট মার্কেটিং
রিটেন কন্টেন্ট মার্কেটিং প্রোডাক্ট সেলসের কাজে ব্যবহৃত হয়ে থাকে। আপনি কোন প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এখন এটা কোন ফরমেটে অর্থাৎ কোন মার্কেটিং এর মাধ্যমে আপনি সবার সামনে তুলে ধরবেন?
যদি ভেবে থাকেন রিটেন ফরমেটে অর্থাৎ লিখে তাহলে আপনার জন্য রিটেন্ট কন্টেন্ট মার্কেটিং একদম পারফেক্ট। এজন্য প্রথমত আপনাকে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে আপনি amazon এফিলেট মার্কেটিংও করতে পারেন।
আবার বিভিন্ন ফোরাম অথবা ফ্রী ব্লগিং এর মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করে কন্টেন্ট মার্কেটিং স্ট্রাটেজি শিখে খুব ভালোভাবে প্রোডাক্ট সেল করতে পারেন।
Read More:ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ( ফ্রিল্যান্সিং প্রশ্নের উত্তর )
ভিডিও কনটেন্ট মার্কেটিং
বর্তমানে ভিডিও মার্কেটিং সিস্টেম, একটি চমৎকার এবং খুব জনপ্রিয় একটি মার্কেটিং সিস্টেম। বলতে পারেন এই ভিডিও কনটেন্ট মার্কেটিং এতটাই জনপ্রিয় যে, এখন ফেসবুকও ভিডিও মার্কেটিং এর জন্য মনিটাইজেশন দিচ্ছে। শুধু ফেসবুক নয়, ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও ভিডিও মার্কেটিং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
কারণ আজকালকার মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর। তাই কোন কিছু জানতে হরহামেশাই ইউটিউব ভিডিও, facebook ভিডিও দেখে থাকে। তাই কোন প্রডাক্টের রিচ বাড়াতে আপনি ভিডিও কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে এগিয়ে যেতে পারেন।
আর ভিডিও মার্কেটিং আলাদা আলাদা হয়ে থাকে কনটেন্ট এর ওপর ভিত্তি করে। একটি কন্টেন্ট কোন স্ট্রাকচারে প্রতিফলিত হবে সেটাই সম্পূর্ণভাবে ভিজুয়ালাইজ করা হয়ে থাকে ভিডিওতে। তবে অনেক দ্রুত জনপ্রিয় ও সফল মার্কেটার হতে চাইলে, ভিডিও কনটেন্ট মার্কেটিং অনেক বেশি কার্যকরী।
ইমেজ মার্কেটিং
ইমেজ মার্কেটিং এর জন্য সবচেয়ে উপযুক্ত এবং মজার দুটো প্লাটফর্ম রয়েছে। একটি হচ্ছে instagram, অপরটি হচ্ছে পিন্টারেস্ট। যেখানে খুব দ্রুত মানুষের ফলোয়ার তৈরি হয় সেই সাথে বিভিন্ন টুলস ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
তাই যখন আপনার জন্য ভিডিও বানানো বা রিটেন ফরমেটে মার্কেটিং করাটা অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে, তখন খুব সহজে সুন্দরভাবে আপনার প্রোডাক্টের ইমেজ তৈরি করে সেটার মাধ্যমে আপনি একজন সফল মার্কেটার হয়ে উঠতে পারবেন।
কনটেন্ট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ মাধ্যম কি কি?
ইতিমধ্যে আমরা রাইটিং, ইমেজ এবং ভিডিও কনটেন্ট মার্কেটিং সম্পর্কে জেনেছি। আমরা সবাই জানি, কোন একটা বিষয় বা প্রোডাক্ট নিয়ে সে সম্পর্কে লিখে প্রকাশ করাকে কনটেন্ট রাইটিং বলা হয়ে থাকে।
বর্তমানে যে কোন বিষয়ে লিখে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনে শেয়ার করে তা থেকে খুব ভালো একটা সফলতাও পাওয়া যায়। আর এজন্য কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে মানুষ অনেক বেশি সতর্ক।
কনটেন্ট রাইটাররা বেশিরভাগ সময় ই-বুক ওয়েবসাইট অথবা ব্লগ ব্যবহার করে থাকেন এই কনটেন্ট গুলোকে পাবলিশ করার জন্য। আমরা যখন কোন কিছু লিখে প্রকাশ করি সেটা রাইটিং, আবার কোন প্রোডাক্ট ইমেজ আকারে প্রকাশ করলে সেটা ইমেজ মার্কেটিং এবং সেই একই বিষয়বস্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করলে, সেটা ভিডিও মার্কেটিং হিসেবে বিবেচিত হয়ে থাকে।
তবে এর বাইরেও আরো কিছু মাধ্যম রয়েছে, যেগুলো অবলম্বন করে খুব সহজেই কনটেন্ট মার্কেটিং এর প্রসার ঘটানো সম্ভব হয়। সেগুলো হচ্ছে,
- ওয়েবপেজ
- পডকাস্ট
অন্যান্য ওয়েব পেজের তুলনায় কনটেন্ট ওয়েবপেজ গুলো অনেকটাই আলাদাভাবে তৈরি করা হয়। কারণ এখানে যে কোন বিষয় উপস্থাপন করার একটা ব্যাপার রয়েছে।
আর তাই যখন কনটেন্ট এর জন্য ওয়েব পেজ তৈরি করা হয় তখন সেটা নির্ভর করে ওই পণ্যের বিবরণের উপর। অপরদিকে বর্তমানে ব্রডকাস্ট কন্টেন্ট মার্কেটিং আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
এর মাধ্যমে যে কোন বিষয়ের উপর অডিও রেকর্ড করে প্রকাশ করা হয়, যার ফলে গ্রাহকরা যেকোনো বিষয়ে বিস্তারিত শুনে সে সম্পর্কে আশ্বস্ত হতে পারে।
কনটেন্ট মার্কেটিং কেন শিখব?
অনেকেই প্রশ্ন করে থাকেন কন্টেন্ট মার্কেটিং কেন শিখবো? কনটেন্ট মার্কেটিং এর ভ্যালু কেমন? তাদের উদ্দেশ্যে বলছি। ধরুন, আপনি বাচ্চাদের কোন একটা জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছেন। সেটা হতে পারে জামা কাপড় অথবা খেলনার কোন সরঞ্জাম।
এখন স্বাভাবিকভাবে আপনি এটা জানেন কোন চার পাঁচ বছরের শিশু তার পছন্দের জিনিসটি কেনার জন্য ফেসবুক গ্রুপে যাচ্ছেনা। কারণ তারা এ সম্পর্কে এত বেশি অভিজ্ঞ নয়। আর তাই এক্ষেত্রে যদি আপনি আপনার মার্কেটিং কে অনেক বেশি ইনক্রিজ করতে চান তাহলে আপনাকে ইউটিউবে যেতে হবে।
কারণ শিশুরা কার্টুন রিলেটেড মজার মজার ভিডিও মজার মজার জিনিস ইউজ করতে অনেক বেশি আগ্রহী হয়ে থাকে।
আপনি যখন কোন কনটেন্টকে ভিডিও আকারে প্রকাশ করবেন আর সেটা কার্টুন ভিডিও হবে, তখন সেই শিশুগুলো তাদের সেই পছন্দের জিনিস কেনার জন্য মা-বাবার কাছে গিয়ে বলবে। আর স্বাভাবিকভাবে বাবা-মা বা তার পরিবার এই প্রোডাক্টটি কিনে দেবে।
তাই আপনি যদি মার্কেটিং এ সফল হতে চান বা এফিলিয়েট প্রোডাক্ট সেল করতে চান তাহলে কোথায় আপলোড করলে বা কোথায় সঠিকভাবে মার্কেটিং করলে প্রোডাক্টের সেল বেশি পাবেন সেটা সম্পর্কে আগে জানতে হবে। আর এর সবকিছুর মূলে রয়েছে রিসার্চ। তাই একজন সফল মার্কেটের হতে গেলে আপনি শুরুতে রিসার্চ করার মন-মানসিকতা গড়ে তুলুন।
Read More: সেরা 10 টি অনলাইনে ইনকাম করার উপায়
কনটেন্ট মার্কেটিং এর সুবিধা কি?
চলুন এ পর্যায়ে জেনে নেই কনটেন্ট মার্কেটিং এর কি কি সুবিধা রয়েছে? কনটেন্ট মার্কেটিং এর লাভ কি ইত্যাদি সংক্রান্ত যাবতীয় তথ্য।
- ১. কনটেন্ট মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হল এর দ্বারা প্রচুর কনভারসেশন হয়ে থাকে। মানে সাধারণ ইউজারদের গ্রাহকে পরিণত করা যায়।
- ২. সঠিক ইনস্ট্রাকশন ফলো করে মার্কেটিং করলে খুব তাড়াতাড়ি নতুন বিজনেস বা ব্র্যান্ড এর রিচ দ্রুত বাড়িয়ে ফেলা যায়।
- ৩. শ্রোতা বা গ্রাহকদের মধ্যে বিশ্বাস তৈরি করে কন্টেন্ট মার্কেটিং।
- ৪. ভালো এবং উচ্চমানের কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে নিজের বিজনেস টিকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে প্রকাশিত করা সম্ভব হয়।
- ৫. কনটেন্ট মার্কেটিং এর দ্বারা তাড়াতাড়ি ব্যবসার প্রসার ঘটে।
- ৬. মূল্যবান কনটেন্ট এর মাধ্যমে নিজে নিজেই দীর্ঘদিন পর্যন্ত গ্রাহক পাওয়া সম্ভব হয়।
- ৭. কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই গ্রাহকদেরকে আকর্ষিত করা যায়।
- ৮. সেই সাথে ভালো কনটেন্ট মার্কেটিং একজন মানুষকে অনলাইন প্লাটফর্মে সফল মার্কেটার হিসেবে আত্মপ্রকাশে ভূমিকা রাখে।
আর তাই কনটেন্ট মার্কেটিং কেন জরুরী? এটা বলার অপেক্ষা থাকে না।
পরিশেষে
তো ভিউয়ার্স, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা শিখলাম কন্টেন্ট মার্কেটিং এর খুঁটিনাটি বিষয়। তো যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই আর্টিকেল আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে।
তাই যদি নিজেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমাদের আবারো নতুন টপিকের নতুন কোন আলোচনা পর্বে দেখা হবে কথা হবে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।