মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন? ফেসবুক মার্কেটিং ফ্রিল্যান্সিং

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনারা হয়তো আজকের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে, আজকের আলোচনার মূল বিষয় কি।

হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন, আজকের আলোচনার মূল বিষয় হল: ফেসবুক মার্কেটিং কি এবং ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন।

আগের পোস্টগুলোতে ফেইসবুক পেইজের বিভিন্ন বিষয় খুটিনাটি, এই সেই অনেক ইত্যাদি নানান বিষয় নিয়েই আমরা ঘাটাঘাটি করেছি। ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন এর রেজাল্ট আপনাদের মাঝে বলতে গেলে, আজকের আর্টিকেল অনেক বড় হয়ে যাবে।

তাই আপনাদের সংক্ষিপ্ত আকারে ধারণা দেবো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ও শিখতে পারবেন। চলুন তাহলে দেরি না করে আজকের পুরো আর্টিকেলে ঝাঁপিয়ে পড়ি।

ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন
ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন

আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে, ফেসবুক মার্কেটিং কিভাবে করব, আপনার প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়ে দেবো আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন?

ফেসবুক মার্কেটিং আপনি ২ ভাবে করতে করতে পারেন।

  1. আনপেইড মার্কেটিং।
  2. পেইড মার্কেটিং।

যেহেতু আমি কখনো পেইড কোন বিষয় নিয়ে কথা বলি নাই, তাই আজকেও আমি বলতে চাই না। চলুন তাহলে আমরা প্রথমে আনপেইড মার্কেটিং এর কৌশলগুলো জানার চেষ্টা করি।

আপনি যদি আনপেইড মার্কেটিং করতে চান এবং আনপেইড মার্কেটিং করতে হলে, অবশ্যই আপনাকে একটি ভালো স্ট্যান্ডাড ফেসবুক প্রোফাইল মেইন্টেইন করতে হবে।

আপনারা অনেকেই আছেন যে ভুল কাজটি আপনারা বার বার করে থাকেন, বা আমরা সব সময় যে কাজটা ভুল করি আনপেইড মার্কেটিং করার সময় আমরা অনেকেই যেমন তেমন একটি প্রোফাইল ব্যবহার করি।

এই কাজটি আপনার জন্য খুব বেশি সুফল বয়ে আনতে পারবেনা। বরং আপনার ভবিষ্যত অনলাইন মার্কেট এর জন্য খারাপ ফলাফল বয়ে আনতে পারে।

কিভাবে আপনি আনপেইড মার্কেটিং আপনার সফলতাকে আরো উপরের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়গুলোই এখন আপনার ভালভাবে জানা দরকার।

ফেইসবুক প্রোফাইল

ফেসবুক প্রোফাইল এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আনপেইড মার্কেটিং এর জন্য, আপনাকে ভালো একটা স্ট্যান্ডাড Personal Profile মেইন্টেইন করতে হবে।

Personal Profile সব থেকে ভাল হয় তবে আপনি যদি Personal Profile ব্যবহার করতে না চান, তবে Personal Profile এর মত করেই আরেকটি ভালো করে প্রোফাইল তৈরি করে আপনি কাজ করতে পারেন এবং কাজে লেগে যান।

গ্রুপে পোস্ট করা

আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখন আপনার কাজ হবে ব্যবসা কেন্দ্রিক Facebook group গুলোর একটি লিস্ট তৈরি করে। সেই লিস্ট অনুযায়ী আপনার পণ্যের বিজ্ঞাপণ এখানে পোষ্ট করবেন।

একটা বিষয় ভালো করে মনে রাখবেন একই গ্রুপে বার বার পোস্ট করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে পোষ্ট করবেন?

আপনি পোষ্ট করতে পারেন ২ভাবে, Page থেকে আপনি শেয়ার করতে পারেন, অথবা প্রোডাক্ট এর ছবি আপনি সরাসরি পোষ্ট করতে পারেন।

Page থেকে শেয়ার করলে আপনার Page টাকে সবাই জানবে, সেখান থেকে যে কাস্টমার আপনি পাবেন তা সব সময় রেগুলার কাস্টমারে পরিণত হবে।

তবে অনেক সময় দেখা যাবে যে, কোন প্রোডাক্ট এর ছবি সরাসরি পোষ্ট করলে তা কিন্তু সেল বেশি হয়। পরামর্শ এই যে আপনি এই দুটি পদ্ধতি অবলম্বণ করবেন।

কাস্টমার ড্যাটাবেইজ তৈরী

যখন আপনার সাথে কাস্টমারগণ যোগাযোগ করবে, তখন থেকেই আপনার কাস্টমারদের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন।

একবার আপনার যদি যেকোনো একটা পণ্য কিনলে তার সাথে সম্পর্ক শেষ করে দিবেন না বরং তার সাথে ভাল সম্পর্ক তৈরী করুন। নতুন ও আরো বেশি আর্কষণীয় প্রোডাক্ট আসলে তাকে SMS এর মাধ্যমে যাতে সবার আগে জানাতে পারেন।

এই ব্যাপারে আপনি বাল্ক SMS ও ব্যবহার করতে পারেন। আপনার যেকোন নাম্বারে ৪০ পয়সা বা তার কমেও বাল্ক SMS পেতে পারেন। অথবা নিজেদের মোবাইল নাম্বার থেকেও SMS পাঠাতে পারেন।

আরেকটা বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন, কাস্টমার রিলেশনের বিষয়টা খুব বেশী কাজে দেয় তা হলো- বিভিন্ন অকেশনে কাস্টমারদের শুভেচ্ছা বার্তা পাঠান।

এতে করে আপনার সেই কাস্টমার আপনাকে বেশিদিন মনে রাখবে। এভাবে আপনি কাস্টমারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন?

যোগাযোগ

আপনার যখন কোন নতুন কাস্টমার আপনার প্রডাক্ট কেনার সময় যখন মোবাইল নাম্বার দেবে পণ্য পাঠানোর আগে ও পরে তাকে আপনি কয়েকটা সুন্দর সুন্দর কথা বলে মোবাইলে কল করে জানান।

এটাকে বলে human বিজনেস interaction বলে। যেটা অন্তত খুবই জরুরি। এই কাজটা করলে আপনার কয়েক ধরণের লাভ হবে। আপনি তখন ভালোভাবে জানতে পারবেন কাস্টোমার আসলেই আপনার প্রোডাক্টটি নিবে কিনা।

আর পরবর্তীতে সময়ে আপনার প্রতি তার একটি ভাললাগা আবেগ জন্মাবে। আপনি আরও একটা কাজ করতে পারেন যেমন পণ্য পাঠানোর পাশাপাশি কাস্টমারকে ছোট-খাটো গিফট পাঠাতে পারেন । এতে করে আপনি আপনার সেই কাস্টমারকে রেগুলার কাস্টমার হিসেবেই পাবেন।

পেইজে নিয়মিত পোস্ট আপলোড করা

আপনাকে কিন্তু আপনার পেইজে নিয়মিত পোষ্ট করতে হবে। প্রতিদিন অন্তত যেন আপনার একটি পোষ্ট থাকে পেইজে। এতে করে আপনার অর্গানিক রিচ বাড়ে।

দেখুন পোষ্ট করা নিয়ে, প্রথমেই একটা জিনিস খুব ভালভাবে মেনে নিন, ফেইসবুক থেকে কিন্তু বেশীরভাগ মানুষ আসে মূলত বিনোদন, মানুষ অবসর সময় যাপন, আর বাস্তব জীবন থেকে একটু আরামের জন্য এবং দূরে যাওয়ার জন্য।

তাই আপনার প্রোডাক্ট এর ব্রান্ড / প্রতিষ্ঠান কি করছে, বা আপনাকে কি সেবা দিচ্ছে তা নিয়ে তাদের কোন মাথাব্যাথার কোন কারন নেই, যতক্ষন পর্যন্ত সেটা তাদের না প্রয়োজন হচ্ছে।

তাই এমন কিছু আপনাকে ভালো পোস্ট করতে হবে যা তাদেরকে বেশি বেশি আকৃষ্ট করে। যে সব পোষ্টে তারা বেশি বেশি লাইক /কমেন্ট / শেয়ার করবে নিজের আগ্রহ থেকে।

টিম ওয়ার্কিং

অনলাইন মার্কেটিং করার সময় আপনি নিজের একটি ভালো মার্কেটিং টিম বানাতে পারেন। সেখানে আপনার মেম্বার যত বেশি হবে, তারা তত আপনার গ্রুপে প্রোডাক্ট এর পণ্য পোষ্ট করতে পারবে।

এতে আপনার অনেক বেশি বিক্রয় সেল বেড়ে যাবে। আর ঠিক সময়ে আপনার কাস্টমারের ম্যাসেজের রিপ্লাই দেয়াও আপনার পক্ষে অনেক সহজ হবে। অনেক সময় দেখা যায় দেরিতে রিপ্লাই দিলে অধিকাংশ সময়ে অনেক কাস্টমার আপনি হারাতে পারেন।

পেইজকে ব্রান্ড ভাবুন

আপনাকে এটা একটা বিষয় অবশ্যই ভাবতেই হবে, আপনার পেইজ আপনার কাছে অনেক মূল্যবান একটি ব্রান্ড। কেননা এটাকে আপনি যত ভালভাবে সাজাতে গোছাতে পারবেন আপনার মার্কেট ভ্যালু ততটাই দিন দিন বেড়ে যাবে।

একটা বিষয় সব সময় মনে রাখবেন আপনার পেজের কাভার ফটো থেকে শুরু করে আপনার পোষ্ট লেখা থেকে লেখার ধরণ সবটাই অধিক গুরুত্বপূর্ণ।

ফেইসবুক লাইভ

এখন সবার কাছে জনপ্রিয় হচ্ছে, ফেসবুকে লাইভ। আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন গ্রুপের পাশাপাশি নিজের পেইজে লাইভে গিয়ে ফেসবুক লাইভে প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন।

ফেসবুক লাইভে গিয়ে আপনি যদি এই বিষয়গুলো যদি ঠিকঠাক মেনে কাজ করতে পারেন। তবে আশা করা যায় আপনি সফল হবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো,

ধন্যবাদ আপনি আমাদের এই ওয়েবসাইটে কষ্ট করে এই পোস্ট পড়ার জন্য। লেখাটা যদিও অনেক বড় হয়ে গেছে। তাই আপনাদের বলতে চাই, যেহেতু আপনারা লেখাটা শেষ পর্যন্ত পড়েই ফেলেছেন,

সেহেতু আপনার ইচ্ছে আছে ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন এবং এফ কমার্স নিয়ে কাজ করার। আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে আপনার সফলতা আসবেই, ইনশাআল্লাহ।

আমাদের ওয়েবসাইটে আরোও পোস্ট..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top