কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় : বর্তমান সময়ে আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করেন- সেটি হতে পারে ইংরেজি কিংবা বাংলা।
আপনি যে কোনো ভাষায় একটি ওয়েবসাইট তৈরি করলে। আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করার কাজ করতে হবে। ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করার কোনো বিকল্প নেই।
যখন থেকে বাংলা ভাষায় গুগল এডসেন্স চালু হয়েছে। তখন থেকে বাংলা কিবেট রিচার্জ করার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। যারা বাংলায় ব্লগিং করছেন কিংবা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছেন তাদের জন্য, এটি অপরিহার্য হয়ে উঠেছে।
বর্তমান সময়ে লোকেরা ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতেই, কাজ করতে অনেক আগ্রহী। তাই, ওয়েবসাইট হোক বা ইউটিউব চ্যানেল হোক সেখানে আপনাকে অবশ্যই বাংলা কিবোর্ড রিচার্জ করতে হবে।
এরকমভাবে প্রতিটি ব্লগ পোস্টের কেউ আর ঠিক রাখতে হয়। এবং সে কেউ আটকে অপটিমাইজ করতে হয়।
এছাড়া, প্রতিপক্ষের আর্টিকেল গুলো কে পেছনে ফেলে নিজের আর্টিকেল কে সামনে আনতে হলে কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত প্রয়োজনীয়।
একই বিষয়ে অনেকেই আর্টিকেল লিখেছেন তাদের লেখা এখন গুগল সার্চের ফলাফলের শুরুতে রয়েছে।
অবশ্যিই পড়ুনঃ
- ইনস্টাগ্রাম কি | ইনস্টাগ্রাম থেকে আয় করার ৬ টি উপায়!
- ইউটিউব ভিডিও তৈরির জন্যে ফ্রি সফটওয়্যার (ডাউনলোড করুন)
- অনলাইনে দ্রুত টাকা আয় করার উপায় ?
এখন কেউ যদি সেই একই টপিক নিয়ে আবার আর্টিকেল লিখতে চান। তবে অন্যদের লেখাকে বিট দেওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
শুধুমাত্র ব্লগ আর্টিকেল এ নয় যে, কোন ব্যাবসায়িক ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের জন্য কিওয়ার্ড রিসার্চ করা আবশ্যক বা করতে হয়।
ব্যবসায়িক পণ্য বা সার্ভিস এর জন্য প্রয়োজন। ওয়েবসাইটকে র্যাংক করানো। আর র্যাক করানোর জন্য প্রয়োজন হবে, এসইও। আর এ্সইও করারজন্য প্রয়োজন হবে কিওয়ার্ড।
ইংরেজিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনলাইনে প্রচুর পরিমানের টুলস আছে। আর আমাদের বাংলাদেশ থেকে যারা ইংরেজিতে ব্লগিং করে। বা এফিলিয়েট মার্কেটিং করে।
তাদের মধ্যে সবারই এ গুলোর কোনো না কোনো একটি ব্যবহার করে। আর খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করে, নিতে পারে কোনো সমস্যা হয় না।
সমস্যা হয় বাংলা ভাষায় কেউ আর রিসার্চ করতে গেলে। তার কারণ কী-ওয়ার্ড রিসার্চের টুলস গুলো দিয়ে বাংলাদেশে করা সম্ভব হয় না। আর যখন জোর করে ইংরেজি টুলস গুলোতে, বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে যায় তখন সেখানে আমাদের মেসেজ হিসেবে দেখানো হয় KeyWord not found.
এছাড়া আরও বিভিন্ন নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, ইংরেজিতে বাংলাতে কিওয়ার্ড রিসার্চ করা যাবে না।
কিন্তু বর্তমান সময়ে অনলাইনে এমন একটি জনপ্রিয় ওয়ার্ড রিসার্চ টুলস রয়েছে। যার মাধ্যমে আপনারা ইংরেজি এবং বাংলা সবকিছুই, রিসার্চ করতে পারবেন।
আমরা এই কী-ওয়ার্ড রিসার্চ এর সাথে আপনাকে এখনই পরিচয় করিয়ে দেব।
বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস
কিওয়ার্ড রিসার্চ করা টুলস এর নাম হচ্ছে- Keyword Tool. এই টুলটি অনলাইনে একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন তৈরি করেছে, হংকংয়ে অবস্থিত টুলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
অর্থ কি ওয়ার্ড টলস্টয়ের বর্তমান গ্লোবাল এলেক্সা রেংক 4050. আপনারা বুঝতেই পারছেন, এটি বর্তমান সময়ে কতটা জনপ্রিয়।
বেশির ভাগ জনপ্রিয় টুলস গুলো ইংরেজি ছাড়া, অন্য কোন ভাষা সাপোর্ট করে না। আর বর্তমান সময়ে এই কী-ওয়ার্ড রিসার্চ টুলস সাধারণ মানুষের ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে- তখন এই চলছে 47 টি ভাষা সাপোর্ট দেওয়া হয়েছে।
এখনো পর্যন্ত এই টুলস এর ভাষা সংখ্যা বাড়ানোর জন্য ডেভলপাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো যাই হোক আসুন দেখে নেই এটুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।
আরো পড়ুনঃ
- অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয় ?
- আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ | article writing job
- এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম (জেনে নিন এখানে)
Keyword Tool – বাংলা কিওয়ার্ড রিসার্চ টুলস
আপনি যদি এই টুলস ব্যবহার করে, বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে চান। তাহলে আপনাকে কোন প্রকার ইমেইল দিয়ে লগইন করতে হবে না সরাসরি আপনারা যে কোন ওয়ার্ড লিখে সার্চ করলে আপনার সামনে কিওয়ার্ড ফলাফল গুলো দেখিয়ে দেয়া হবে।
আর আপনি সেই ফাইলগুলো সরাসরি এক্সেলে নিয়ে যেতে পারবেন। এবং সেখান থেকে আপনারা বেছে বেছে কিওয়ার্ড গুলো আপনার কাজে ব্যবহার করতে পারবেন।
আপনার সুবিধার জন্য, একটি স্ক্রিনশট আপনাকে দেখিয়ে দিচ্ছি। নিচের ছবিটি দেখুনঃ
উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনি এখানে চারটি অপশন পেয়ে যাবেন। প্রথম অপশন পাবেন-
- Type a keyword and press enter – (এখানে আপনার পছন্দমত যেকোনো কিওয়ার্ড লিখতে হবে)।
- Global / Worldwide (এখানে আপনি আপনার টার্গেটকৃত দেশের নাম সিলেক্ট করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন)।
- Language (এই অপশন ব্যবহার করে আপনারা যেকোন ভাষা সিলেক্ট করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন)।
- Search (তারপরে আপ্নারা সর্বশেষ যে অপশন টি পাবেন সেটি হচ্ছে সার্চ আইকন, আপনি এখানে ক্লিক করে আপনার কেউ একটি রিচার্জ করার জন্য সাবমিট করতে পারবেন)
উপরে দেয়ার নিয়ম অনুযায়ী আপনারা, যেকোন ভাষার কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন। এছাড়া, এই টুলস ব্যবহার করে আপনারা ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। গুগল প্লে স্টোর এর জন্য কি ইউজ করতে পারবেন। ফেসবুকের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ইনস্টাগ্রামের জন্য কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
এছাড়া আরও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর জন্য আপনারা সহজেই বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
বর্তমান সময়ে, উপরের দেওয়া যে কি-ওয়ার্ড রিচার্জ সম্পর্কে জানতে পারলেন। এটিই হচ্ছে সবথেকে জনপ্রিয় একটি টুলস কারণ এর মাধ্যমে আপনারা যে, কোন ভাষার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
- অনলাইন ইনকাম করার ৮টি সহজ মাধ্যম ২০২২
- কিওয়ার্ড রিসার্চ কি ? কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়
- অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়
শেষ কথাঃ
আমাদের এ আর্টিকেল এর মাধ্যমে আজ আপনাকে জানানো হলো কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনার যদি একটি বাংলা ওয়েবসাইট বা ব্লগ থেকে থাকে।
তাহলে উপরে যে ওয়েবসাইটের নাম টি দেখতে পারছেন সে টুলসে প্রবেশ করে। আপনারা সহজেই আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। যা আপনার ব্লগিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে।
বাংলায় কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় বাংলায় কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় বাংলায় কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় বাংলায় কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় বাংলায় কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এ বিষয়ে আপনার বন্ধুদের জানাতে একটি শেয়ার করে দেবেন।
এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে আপনি যদি নিয়মিত আর্টিকেল পড়তে চান তাহলে ভিজিট করুন ধন্যবাদ।