অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়

অফ পেজ এসইও কি : যে কোন ওয়েবসাইট এর সার্চ ইঞ্জিন ভিজিটর বাড়িয়ে নেওয়ার, একটিই কার্যকরি উপায় এবং নিয়ম আছে।

এসইও করার ফলে, আপনার সাইট বা ব্লগ এর আর্টিকেল গুলো গুগল সার্চে। বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে ফলাফলের প্রথম পাতার টপ লেভেলে নিয়ে যাওয়া যায়।

সহজ ভাবে বলতে গেলে। এসইও করার ফলে, ওয়েবসাইট বা ব্লগ র‌্যাঙ্কিং গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য সার্চ ইঞ্জিনে অনেক ভালো ভাবে করা যায়।

এভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইট এ প্রচুর পরিমাণের অর্গানিক সার্চ ভিজিটর আসার প্রচুর সম্ভাবনা হয়।

এসইও কি? এসইও এর কাজ কি? এসইও কিভাবে করতে হয়? এই বিষয়ে আমাদের অন্য একটি আর্টিকেল এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনি সেই আর্টিকের গুলো পড়ে নিতে পারন।

আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ২ প্রকার। যথা-

অন পেজ এসইও সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল পাবলিশ করা আছে। তাই আমাদের এই পোস্টে আপনাদের শুধু মাত্র অফ পেজ এসইও এর ব্যাপারে বলব।

এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন, অফ পেজ এসইও কি? কিভাবে অফ পেজ এইও করবেন? উক্ত বিষয়ে সঠিক ধারণা।

উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনাদের দেওয়া লেখা গুলো পুরোপুরি ভাবে শেষ পর্যন্ত পড়ুন।

অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়
অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়

অফ পেজ এসইও কি?

আমরা যদি এসইও এর কথা বলি, তবে এখানে আমরা আমাদের ব্লগ এর কনটেন্ট বা আর্টিকেল গুলো সেরা এবং সবচেয়ে ভালো তৈরির করার চেষ্টা করি।

এসইও করার ফলে, সার্চ ইঞ্জিন গুলো আমাদের সার্চ ইঞ্জিন গুলো পছন্দ করে। রেঙ্কিং করতে সহায়তা করে।

আপনি অন পেজ এসইও এর ক্ষেত্রে, নিজের ওয়েবসাইট এর ভিতরে সীমিত থেকে অপটিমাইজেশন করা টেকনিক গুলোকে বুঝায়।

সত্যি বলতে ব্লগিং এর জন্য অফ পেজ এসইও থেকে অন পেজ এসইও এর গুরুত্ব অনেক বেশি থাকে। এই বিষয়টি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি।

আমরা কিন্তু জানি, ওয়েবসাইট এর আর্টিকেল হাই কোয়ালিটি গুগল এর অনুসারে অনেক বেশি জরুরী বিষয়।

আপনি যদি আপনার কনটেন্ট গুলো অনেক ভালো মানের থাকে। মানুষেরা পড়ে ভালো পাচ্ছে এবং তাদের কাজে আসেছ।

ভিজিটর অনেক সময় নিয়ে আপনার আর্টিকেল পড়ছে। তাহলে গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট র‌্যাঙ্কিং অনেক ভালো হবে।

এছাড়া, আপনার ওয়েবসাইট এর আর্টিকেল টপিক বা কিওয়ার্ড গুলোর বিষয়ে গুগল সার্চ বোর্টস গুলোকে ভালো করে। বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের অন পেজ এসইও এর সঠিক ব্যবহার করতে হবে।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, যদি সব কাজ অন পেজ এসইও করে থাকে তাহলে হাই কনটেন্ট লিখেই হয়ে যাচ্ছে। তবে অফ পেজ এসইও এর কাজ কি?

অফ পেজ এসইও কাকে বলে?

অফ পেজ এসইও হলো নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে সার্চ ইঞ্জিন এর জন্য অপটিমাইজেশন করা। যেখানে সহজ ভাবে ওয়েবসাইট এর মধ্যে কাজ করতে হয় না।

এই মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করার জন্য। আপনার সম্পূর্ণ ভবে ওয়েবসাইট এর বাইরে গিয়ে কিছু এসইও টেকনিক ব্যবহার করতে হবে।

অফ পেজ এসইও টেকনি ব্যবহার করার ফলে, আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইট ব্র্যান্ডিং করে। ওয়েবসাইট ভালো কোয়ালিটিতে তৈরি করতে পারি।

আপনার ব্লগের কনটেন্ট যদি ভালো কোয়ালিটি হওয়ার সাথে অনলাইনে, ওয়েবসাইট এর একটি ভালো রেপুটেশন হয়। ব্লগটি জনপ্রিয় থাকে তবে গুগল সার্চ ইঞ্জিন থেকে আরো বেশি ভিজিটর পাওয়ার সুযোগ থাকে।

এর কারণ হলো জনপ্রিয় ও ভালো রিপুটেশন থাকা সাইট গুলো গুগল অনেক বেশি পছন্দ করে।

নিজের ওয়েবসাইট ব্র্যান্ডিং করার জন্য ওয়েবসাইটে রেপুটেশন তৈরি করার জন্যে। ভালো কোয়ালিটির আর্টিকের লিখা ছাড়া, বাকি ছযা কিছু মাধ্যম ব্যবহার করতে পারবেন। সে গুলোকেই বলা হয় অফ পেজ এসইও।

তার জন্য অন পেজ এসইও টেকনিক গুলোতে যতটাই ধ্যান দিচ্ছেন। কিছু পরিমাণের ধ্যান অফ পেজ এসইও এর প্রক্রিয়া গুলোতেও দিতে হবে।

এখন হয়তো আপনার ভালো করে ‍বুঝতে পারছেন। অফ পেজ এসইও কি? যদি না বুঝে থাকেন তবে দয়া করে উক্ত আলোচনাটি আরো একবার পড়ে নিন।

অফ পেজ এসইও কিভাবে করতে হবে?

অফ পেজ এসইও একমন একটি গুরুত্বপূর্ণ কাজ। যার মাধ্যমে আপনার সাইট গুগল সার্চে অনেক সহজেই আর্টিকেল র‌্যাঙ্ক করা হয়।

তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে অফ পেজ এসইও করতে হয়।

ব্যাকলিংক তৈরি করুন

ভালো করে যদি দেখা যায়। তবে অফ পেজ এসইও বলতে কিন্তু ব্যাকলিংক তৈরি করাকে বুঝায়। একটি ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করার বিভিন্ন উপায় আছে।

ব্যাকলিংক হলো- যে কোন অন্য ওয়েবসাইট বা ব্লগে আপনার ওয়েবসাইট লিংক থাকা।

যত বেশি ভালো ভালো হাই কোয়ালিটি ও ডিএ/পিএ ওয়েবসাইট গুলো থেকে নিজের ওয়েবসাইটে ব্যাকলিংক পাবেন। গুগল এর নজরে আপনার ওয়েবসাইট ততটাই জনপ্রিয় এবং পছন্দনীয় থাকবে।

ব্যাকলিংক তৈরি করা অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সব চেথে জরুরী একটি অংশ।

ভালো ভালো বেশি ডোমেইন অথরিটি থাকা ওয়েবসাইট গুলো থেকে নিজের ওয়েবসাইট এ ব্যাকলিংক নিতে পারলে। আপনার ওয়েবসাইট ডোমেইন অথরিটি এবং সার্চ ইঞ্জিন র‌্যাঙ্কিং অনেক বেশি বেড়ে যাবে।

সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট

সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো থেকে যতটা বেশি বিভিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। গুগল সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে তত বেশি ভালো পজিশনে নিয়ে যাবে।

ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ অফপেজ এসইও টেকনিক হিসেবে বিবেচনা করা হয়।

তার জন্য নিজের ওয়েবসাইট এর আর্টিকেল গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার সক্রিয় থাকতে হবে।

আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি কিছূ জনপ্রিয় হাই ডিএ/পিএ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে নিজের ওয়েবসাইট এর একটি পেজ বা প্রোফাইল তৈরি করে নিতে হবে।

তারপরে তৈরি করা নিজের ওয়েবসাইট এর সোশ্যাল প্রোফাইল গুলোতে প্রতিদিন ওয়েবসাইট এর কনটেন্ট শেয়ার করবেন করবেন।

এরকম ভাবেই আপনার ওয়েবসাইটে একটি অফ পেজ এসইও সম্পন্ন হয়ে যাবে। যার ফলে আপনি অনেক বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিতে পারবেন। এবং দ্রুত সাইট এর আর্টিকেল র‌্যাংক করবে।

প্রশ্নত্তোর ওয়েসাইট

quora.com ও answers.yahoo.com এর মতো কিছু জনপ্রিয় হাই ডিএ থাকা প্রশ্নত্তোর ওয়েবসাইট গুলো থেকে ভালো পরিমাণের ডিরেক্ট ভিজিটর এবং কোয়ালিটি ব্যাকলিংক নিতে পারবেন।

মানুষ এই ধরণের প্রশ্নত্তোর ওয়েবসাইট গুলোতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে।

আপনার শুধু নিজের ওয়েবসাইট এর আর্টিকেলের বিষয়ের সাথে জড়িত প্রশ্ন খুজে সেই সকল প্রশ্ন গুলোর উত্তর দিতে হবে।

আপনি যখন কোন প্রশ্নের উত্তর দিবেন তখন আপনার সাইটের লিংক দিয়ে দিবেন। এরকম ভাবেই আপনার ওয়েবসাইট এর জন্য অফ পেজ এসইও করতে পারবেন।

শেষ কথাঃ

আপনি এই সাইট থেকে জানতে পারলেন, অফ পেজ এসইও কি এবং কিভাবে অফ পেজ এসইও করবেন এই সম্পর্কে।

আমাদের দেওয়া আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top