বর্তমান সময়ে যারা, একটি ওয়েবসাইট ব্যবহার করে। সেখানে অবশ্যই অন পেজ এসইও করা অনেক গুরুত্বপূর্ণ।
আমরা জানি, অনলাইন ব্লগিং করা হলো- এক ধরণের প্রতিযোগীতা। আপনি যদি আপনার ওয়েবসাইটে সঠিক ভাবে অন পেজ এসইও না করেন।
তবে একটি ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিনে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে র্যা ঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে না।
আপনি যদি একটি ওয়েবসাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যা ঙ্ক করাতে চান? সেজন্য আপনাকে অবশ্যই অন পেজ এসইও করতে হবে।
আপনি যদি সঠিক ভাবে ওয়েবসাইট এর জন্য অন পেজ এসইও করতে পারেন। তাহলে অফ পেজ এসইও করাতে যদি কোন সমস্যা থাকে, এতেও সার্চ ইঞ্জিনে র্যা ঙ্ক হতে সাহায্য করবে।
অন পেজ এসইও কি ?
অন পেজ seo হলো একটি ওয়েবসাইট এর মধ্যের কাজ। মানে ওয়েবসাইট এর মধ্যে যে, কাজ গুলো সঠিক ভাবে করলে সার্চ ইঞ্জিনের ফলাফল পেজের উপরে নিয়ে আসে তাকে অন পেজ এসইও বলে।
ওয়েবসাইটের অন পেজ এসইও করা হয় বিভিন্ন সার্চ ইঞ্জিন ও ভিজিটর দের কেন্দ্র করে। প্রতিটি ওয়েবসাইট এর জন্য এই এসইও এর গুরুত্বপূর্ণ একটি অংশ।
এসইও কি?
SEO এর অর্থ হলো- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মাধ্যমে একটি ওয়েবসাইট এর যে,কাজ গুলো ভিতরে বা বাহিরে করা হয়। সার্চ ইঞ্জিনের ফলাফল পেজের উপরে আসার জন্য তাকে বলা হয় এসইও।
এসইও করার কাজটি হতে পারে, নিজের ওয়েবসাইট এর মাধ্যমে বা অন্যের সাইট এর মাধ্যমে। মনে করুন ওয়েবসাইটের ব্যাকলিংক করা হয়। অন্য ব্যক্তিদের ওয়েবসাইটে কিন্তু সেটি ওয়েবসাইট র্যাং ক করানোর জন্য। এই কাজটিও ওয়েবসাইট এর জন্য এসইও করার একটি জনপ্রিয় অংশ।
এসইও সম্পর্কে আপনাকে সহজ ভাবে বলছি। মনে করুন- গুগল সার্চ ইঞ্জিনে প্রতিদিনি হাজার হাজার মানুষ হাজার হাজার প্রশ্ন বা টপিক লিখে সার্চ করে তকে।
মানুষকে উক্ত প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে ধারনা দিতেও রয়েছে হাজার হাজার ওয়েবসাইট এর আর্টিকেল।
তবে গুগল চাই তার অডিয়েন্স কে সব চেয়ে জনপ্রিয় ও উন্নত আর্টিকেল দেখানোর। সে ক্ষেত্রে আপনাকে গুগল কে আপনার সাইট দিয়ে বুঝাতে হবে যে, আপনার সাইটের আর্টিকেল অন্যান্য সাইট এর থেকে অনেক বেশি সেরা।
ওয়েবসাইট এর কিছু বিষয়ের উপর ভিত্তি করে গুগল অবশ্যই বুঝতে পারবে, কোন সাইটের আর্টিকেল সব চেয়ে সরা।
গুগলের বেশি সার্চ হওয়া সেই বিষয় গুলোকে মেনে আপনার সাইটেকে অপটিমাইজ করেন তাহলে সেটি হচ্ছে এসইও করা।
মনে করুন- আপনি একটি আর্টিকেল লিখেছেন, এসইও সম্পর্কে। আপনি হয়তো চাইবেন যে, গুগলে এসইও কি? বা অন পেজ এসইও কি?
এই টপিক নিয়ে সার্চ করলে যাতে করে আমার আর্টিকেল গুগলের ফলাফলে প্রথমে দেখায়। এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই সাইটের আর্টিকেলটি সঠিক ভাবে এসইও করতে হবে।
ওয়েবসাইট এসইও করার জন্য কিছু নির্দিষ্ট টার্ম রয়েছে যেমন-
• অন পেজ এসইও
• অফপেজ এসইও
• টেকনিক্যাল এসইও
উক্ত ৩ টি এসইও ওয়েবসাইটে করা অবশ্যই প্রয়োজন। এই এসইও গুলোর করার ফলে আপনি সহজেই আপনার আর্টিকেল এসইও করে গুগল এর সার্চ ফলাফলের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন।
আরও পড়ুন: অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৮টি গোপন রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে
অন পেজ এসইও কেন এত গুরুত্বপূর্ণ
বর্তমান সময় গুলোতে গুগল সহজ আরো অন্যান্য সার্চ ইঞ্জিন গুলা ভিজিটর এর চাহিদা প্রাধান্য দিয়ে থাকে।
ওয়েবসাইটে কনটেন্ট অপটিমাইজেশন করার মাধ্যমে ভিজিটর সঠিক তথ্য বা প্রয়োজনীয় তথ্য গুলো প্রদান করা সম্ভব।
উক্ত কাজটি অন পেজ এসইও এর মধ্যে অন্তর্ভূক্ত আছে। একটি ওয়েবসাইট এর জন্য অন পেজ এসইও করার প্রয়োজনীতা বলে শেষ করা যাবে না।
আপনি যদি সঠিক ভাবে অন পেজ এসইও করতে পারেন। তাহলে আপনার একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন গুলোতে রেঙ্ক করাতে পারবেন।
ওয়েবসাইট শুধুমাত্র অন পেজ এসইও করে একটি সাইট র্যা ঙ্ক করা সম্ভব। তবে শুধু মাত্র অফ পেজ এসইও এর মাধ্যমে সাইট র্যাং ক করা সম্ভব না।
কিভাবে অন পেজ এসইও করবেন?
উক্ত আলোচনায় আপনি অন পেজ এসইও সম্পর্কে জানতে পারলেন। এখন আমি আপনাদের জানাব। কিভাবে অন পেজ এসইও করবেন?
এসইও করার আগে আপনাকে প্রথমেই বলে রাখি। একটি সাইট এর অন পেজ এসইও এর অনেক গুলো কাজ আছে।
তার মধ্যে কিছু কাজ আছে, যে গুলো অনেক গুরুত্বপূর্ণ। অন পেজ এসইও করার সেই কাজ গুলা করা ছাড়া একটি সাইট র্যাং ক করানো সম্ভব হবে না।
আমাদের এই ছোট আর্টিকেল এর মধ্যে। অন পেজে এসইও করার বিষয়ে লিখে শেষ করা সম্ভব না। তার জন্য আমরা এই আর্টিকেলে অন পেজ এসইও এর গুরুত্বপূর্ণ বিষয়, গুলো নিয়ে আলোচনা করব।
যে গুলো একটি সাইট এর জন্য খুবই গুরুত্বপর্ণ সার্চ ইঞ্জিনের ফলাফল পেজে র্যাং ক করানোর জন্য
ভিজিটরের চাহিদা বুঝুন
অন পেজ এসইও এর গুরুত্বপূর্ণ বিষয় হলো- আপনাকে অবশ্যই একটি সাইট তৈরি করার আগে একটি আর্টিকেল লেখঅর আগে সেই সাইট বা আর্টিকেল লেখার টপিক নিয়ে রিসার্চ করতে হবে।
আপনাকে বুঝতে হবে, আপনার সাইটকে বা আপনার সাইটের আর্টিকেলকে মানুষ কিভাবে সার্চ ইঞ্জিনে খুজে থাকে।
মনে করুন- আমাদের এই সাইটের আর্টিকেল হলো অন পেজ এসইও নিয়ে। এই পোস্ট গুগলের সার্চ ইঞ্জিনে মানুষ একই টপিক বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে থাকে। যেমন-
অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয়? ওয়েবসাইটে অন পেজ এসইও করার উপায় ইত্যাদি।
আরও পড়ুন: সাইটে গুগল এডসেন্স না পাওয়া 5টি কারণ
কিওর্য়াড রিসার্চ
আপনি যদি সাইটে এসইও করাতে সফল হতে চান? তাহলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড হলো মানুষ সার্চ ইঞ্জিন গুলোতে যে বিষয়ে সার্চ করে তাকে কিওয়ার্ড বলে।
আপনাকে একটি আর্টিকেল লেখার আগে অবশ্যই কিওয়ার্ড রিচার্স করে নিতে হবে। দেখবেন যে গুলো মানুষ বেশি সার্চ করে সেই কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করবেন। একেই অনপেজে এসইও বলে।
উক্ত অনপেজ এসইও ছাড়া আরো কিছূ গুরুত্বপূর্ণ অনপেজ এসইও করতে হবে সেগুলো হলোঃ
• সার্চ ভলিউম দেখা
• লং টাটেইল কীওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখা
• পারমালিংক অপটিমাইজ করা ছোট করে
• সঠিকভাবে পোস্টে হিডিং ট্যাগ ব্যবহার করা
• External Link তৈরি করা
• Image Optimization করা
• Meta description লেখা
• নিয়মিত নতুন পোস্ট প্রকাশ করা
• গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট জমা দেওয়া ইত্যাদি।
আপনি যদি উক্ত কাজ গুলো একটি আর্টিকেল লেখার সময় করতে পারেন। তাহলেই আপনার সাই গুগল সার্চ ইঞ্জিনে প্রথম পাতায় অবস্থান করবে সবার উপরে। আর এই কাজ গুলো করাকেই অন পেজ এসইও বলে।
আরো দেখুনঃ
- আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং শিখব?
- ফ্রিল্যান্সিং শেখার উপায় ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে সফল হবেন?
- মোবাইল দিয়ে প্যাসিভ ইনকাম করুন মাসে 40 থেকে 60 হাজার টাকা
শেষ কথাঃ
আমাদের এই আর্টিকেলে অন পেজ এসইও নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আমি আশা করি আমাদের লেখা পড়ে। আপনি অন পেজ এসইও সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন।
অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয় ? অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয় ?অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয় ? অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয় ?
আমাদের লেখা আপনার কাছে ভালো লাগলে, অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ।