কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয় (বিস্তারিত দেখুন)

আপনি যদি ব্লগিং করেন, তাহলে আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের বাংলা এবং ইংরেজি কনটেন্ট লিখে থাকেন।

আর একটি ব্লগ বা ওয়েবসাইটের মূল লক্ষ্যই হচ্ছে কনটেন্ট বা আর্টিকেল। ওয়েবসাইট থেকে ব্লক থেকে অনলাইনে টাকা ইনকাম করার জন্য, অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লিখতে হবে।

যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে আর্টিকেলগুলো গুগল এ পাবলিশ করবেন। তখন সেই বিষয়ে অনুযায়ী যখন ভিজিটররা আপনার আর্টিকেল এ প্রবেশ করে, তাদের প্রয়োজনীয় তথ্য পড়বে, তখনই আপনারা টাকা ইনকাম করতে পারবেন।

কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয় (বিস্তারিত দেখুন)
কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয় (বিস্তারিত দেখুন)

কিন্তু আমাদের মধ্যে অনেক নতুন ব্লগার রয়েছে, যারা নিয়মিত তাদের ওয়েবসাইট এবং ব্লগ আর্টিকেল লিখে পাবলিশ করে কিন্তু দেখা যায় সেগুলো গুগলে, তেমন ইনডেক্স হয় না বা র‌্যাংক হয় না।

তাই আজ আমাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয়।

আপনার ওয়েবসাইটের যদি কোন ট্রাফিক বা ভিজিটর না আসে সে ক্ষেত্রে কিন্তু কোনভাবেই ইনকাম করা সম্ভব হবে না। তাই আপনার ওয়েবসাইটে যদি গুগলে যুক্ত করতে চান তাহলে আপনার কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

আর আপনার ওয়েবসাইটটি একবার গুগলে যুক্ত করে দিলে। আপনার আর্টিকেলটি অটোমেটিকভাবে ইন্টেক্স হতে থাকবে এবং র‌্যাংক হয়ে গুগল এর প্রথম পর্যায়ে থাকবে।

আপনি যদি গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট জমা দিতে চান। তাহলে আমাদের তথ্য গুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

গুগল সার্চ ইঞ্জিন কি ?

গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে, আমরা যখন কোন টপিক বিষয় নিয়ে গুগলে সার্চ করি সেই বিষয় এর ওপর অনেকগুলো ফলাফল বা রেজাল্ট আমাদের দেওয়া হয়।

মনে করুন আপনি “অনলাইন ইনকাম” লিখে গুগলে সার্চ করলেন। এখন সার্চ ফলাফলে, গুগল আপনাকে অনলাইনে ইনকাম বিষয়ে অনেকগুলো তথ্য দেখাবে।

এরকমভাবে আপনি আরও অনেক বিষয় নিয়ে যদি গুগলে সার্চ করেন সাথে সাথে আপনাকে অসংখ্য পরিমাণ এর ফলাফল দেখিয়ে দেয়া হবে। সেখান থেকে আপনার প্রয়োজন মত যে কোন বিষয় বেছে নিয়ে, আর্টিকেল পড়া শুরু করতে পারেন।

এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে, গুগোল এ সকল তথ্য বা ফলাফল কিভাবে তার সার্চ ইঞ্জিন থেকে দেখায়। বন্ধুরা এটি একটি অনেক সহজ প্রশ্ন কারণ মনে করুন-

আমরা এই ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করেছি আপনারা হয়তো গুগলে সার্চ করতে এসেছেন। এরকমভাবে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে যেগুলোতে, বিভিন্ন প্রকার আর্টিকেল লেখা হয়।

আর সে সকল আর্টিকেলগুলো, গুগলের বিভিন্ন ক্যাটাগরিতে সংরক্ষণ করে রাখে। যখন মানুষ কোন তথ্য জানতে চাই এবং সেই বিষয় নিয়ে গুগলে সার্চ করে তখন সেটি সরাসরি তাদের সামনে দেখানো হয়।

আমরা আশা করি আলোচনাতে আপনি বুঝতে পেরেছেন, গুগল সার্চ ইঞ্জিন আসলে কি। যদি না বুঝে থাকেন তাহলে আমাদের আলোচনার আরও একবার পড়ে নিন।

আপনার জন্য আরো লেখাঃ

গুগল সার্চ ইঞ্জিনের কাজ কি ?

উপরের আলোচনা থেকে গুগল সার্চ ইঞ্জিন কি বিষয় জানার পর। এখন আপনার প্রশ্ন হতে পারে যে গুগল সার্চ ইঞ্জিনের মূলত কাজ কি?

গুগল সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আমরা যখন কোন বিষয় নিয়ে গুগলে সার্চ করে, সেইসময় গুগোল আমাদের সার্চ ফলাফল দেখে থাকে।

আপনি যখন কোন ওয়েবসাইটের আর্টিকেল পাবলিশ করবেন। তখন টপিক বাছাই করে গুগল সার্চ ইঞ্জিনে জমা করে রাখে। আর যখন কোন ওয়েবসাইটের লিংক গুগল সার্চ রেজাল্টে পাওয়া যায়। তখন সেই লিঙ্কে ক্লিক করে মানুষ সহজেই তার প্রয়োজনীয় তথ্য জানতে পারে।

মোট কথা হচ্ছে, অনলাইনের মাধ্যমে যারা ওয়েবসাইট থেকে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে আর্টিকেলগুলো গুগল সংরক্ষণ করে এবং মানুষের সার্চের প্রেক্ষিতে এই ফলাফলগুলো তাদের সামনে দেখানো হয়। এটি হচ্ছে মূলত গুগল সার্চ ইঞ্জিনের কাজ।

তাই আপনি যদি ওয়েব সাইট নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।

আর এখানে সাবমিট করার পর আপনার সাইটে পুরোপুরি গুগোল চিনতে পারবে। এবং আপনার ওয়েবসাইট থেকে আর্টিকেল পাবলিশ করার সাথে সাথে সেটি সংরক্ষণ করবে। এবং মানুষের ফলাফলে সেটি দেখিয়ে দিবে।

যার ফলে আপনি অসংখ্য পরিমাণে ভিজিটর পেয়ে যাবেন। আরেকটি ওয়েবসাইটে ভিজিটর মানে, ওয়েবসাইটের প্রাণ। মানে ভিজিটর ছাড়া কখনোই ওয়েবসাইট থেকে ইনকাম করা সম্ভব হয় না।

আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন তখনই আপনার চিন্তা হবে আর্টিকেলগুলো এবং ওয়েবসাইট গুগলে ইনডেক্স করা। আর তার জন্য আপনাকে অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট যুক্ত করতে হবে।

প্রচলন এখন জেনে নেয়া যাক কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট যুক্ত করতে হয়। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

গুগল সার্চ কনসলে ওয়েবসাইট যুক্ত করুন

আপনি যদি গুগোল সার্চ ইঞ্জিন ওয়েবসাইট যুক্ত করতে চান। তাহলে সব থেকে ভাল মাধ্যম হচ্ছে গুগল সার্চ কনসল। আপনারা গুগল সার্চ কনসল আরো অনেককে যাবেন। যেমন গুগোল পাবলিশার সেন্টার এর মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগলের যুক্ত করতে পারবেন নিউজ হিসেবে।

আমাদের ওয়েবসাইটে আপনাদের সুবিধার জন্য আগেই পাবলিশ করেছি। কিভাবে আপনার ওয়েবসাইট গুগোল যুক্ত করতে হয়। তার জন্য, আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করে পড়ে নিতে পারেন।

কারন আজ আমি আপনাকে জানিয়ে দেবো গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট যুক্ত করার জনপ্রিয় একটি মাধ্যম গুগল সার্চ কনসল।

অবশ্যই পড়ুনঃ

প্রচলন কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট যুক্ত করতে হয় গুগল সার্চ কনসল এর মাধ্যমে।

ধাপ – ১ :

গুগল সার্চ কনসলে ওয়েবসাইট সাবমিট করার জন্য। আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে, Google Search Console. লিখে।

ধাপ – ২ : 

এরপরে সার্চ ফলাফলের দেখতে পারবেন, Google Search Console নামে একটি লিঙ্ক দেখানো হচ্ছে। সেখানে সরাসরি ক্লিক করে দিবেন।

তারপর সরাসরি আপনাকে আপনার ইমেইল একাউন্টে এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনার নিশ্চয়তা ইন্টারফেসটি দেখতে পারবেন।

নিচের ছবিটি দেখুন-

ধাপ – ৩ : ওপরের অংশে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এবং ডান পাশে যে ইন্টারফেসটি দেয়া রয়েছে আমরা টিক চিহ্ন দিয়ে সংকেতে বুঝিয়ে দিয়েছি, সেখানে ইন্টার ইউ আর এল এর জায়গায় আপনার ওয়েবসাইটের নামটি লিখে দিবেন।

যেমন- https://www.example.com, এরপরে নিচে থাকা, Continue বাটনে ক্লিক করে দিবেন।

আপনারা কন্টিনুয়ে বাটনে ক্লিক করার পর আপনাকে, Google Search Console এর একটি ড্যাশবোর্ড দেয়া হবে।

ধাপ – ৪ :

Google Search Console এর ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনাকে ভেরিফিকেশন নামে একটি অপশন দেয়া হবে এইচটিএমএল মুডে।

ভেরিফিকেশন কোড কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটের Html এ সেখানে কোডটি পেস্ট করে দিতে হবে।

ধাপ – ৫ : 

Google Search Console এর ভেরিফিকেশন কোডটি কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে এইচটিএমএল মুডে পেস্ট করার পর আবার সরাসরি আপনাকে, Google Search Console ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে।

তারপর ভেরিফিকেশন ফাইলটি সাবমিট করে দিতে হবে। আপনি যদি এ কয়টি ধাপ সম্পন্ন করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটি Google Search Console এ যুক্ত করে নিতে পারবেন।

যার ফলে আপনার ওয়েবসাইটটি গুগোল এর আন্ডারে চলে যাবে। এবং আপনার ওয়েবসাইটটি গুগলের কাছে পরিচিত হবে। সেক্ষেত্রে আপনি যে, সকল আর্টিকেল পাবলিশ করবেন। সেগুলো সরাসরি গুগোল সংরক্ষণ করবে। এবং মানুষের সার্চ ফলাফলে দেখিয়ে দিবে।

ধাপ – ৬ : 

এছাড়া আপনি Google Search Console এ ওয়েবসাইট যুক্ত করার পর আপনি যদি চান? আপনার ওয়েবসাইটে পাবলিশ হওয়া পোস্টগুলো অটোমেটিকভাবে গুগলে ইনডেক্স হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে সাইটম্যাপ যুক্ত করতে হবে।

সাইটম্যাপ যুক্ত করার ফলে আপনার ওয়েবসাইটে যে, সকল পোস্ট করা হবে সেগুলো সরাসরি গুগল এর সার্চ ফলাফলে চলে যাবে।

আশা করি আপনি যদি আমাদের ধাপগুলো সম্পন্ন মনোযোগ দিয়ে পড়ে থাকেন্ তাহলে আপনার ওয়েবসাইটটি সহজেই গুগল সার্চ কনসলে যুক্ত করে গুগলের জমা দিতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দেওয়ার কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয়।

আপনি যদি ওয়েব সাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই, আপনার ওয়েবসাইটে পাবলিশ করা পোস্ট গুলো গুগলে ইনডেক্স হতে হবে।

আর দ্রুত গুগলে ইনডেক্স করার জন্য আপনাকে অবশ্যই সাইটটি গুগলে সাবমিট করতে হবে। তাই আমাদের ধাপগুলো অনুসরণ করে দ্রুত আপনার সাইটটি গুগল সার্চ ইঞ্জিনে জমা করে ফেলুন।

আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশেষ করে আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে। তাদের ওয়েবসাইটে গুগল সার্চ ইঞ্জিন যুক্ত করার উপায় জানাতে, আমাদের পোস্টটি শেয়ার করে দিবেন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top