গুগল ড্রাইভ কি (Google drive) | কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন ?

গুগল ড্রাইভ কি : বর্তমান সময়ে যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সকলেই গুগোল ড্রাইভ এর ব্যাপারে জানেন বা শুনেছেন। অনেকে হয়তো গুগোল ড্রাইভ এর বিষয়ে শুনেছেন। কিন্তু এর ব্যাপারে হয়তো তেমন কোনো জ্ঞান নেই।

বর্তমান সময়ে গুগল ড্রাইভ, আমাদের মোবাইলে এবং কম্পিউটারে, এমন জনপ্রিয় ও মজার সার্ভিস প্রদান করে থাকে। যা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

গুগল ড্রাইভ কি (Google drive) | কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন ?
গুগল ড্রাইভ কি (Google drive) | কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন ?

তাই আজ আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো গুগল ড্রাইভ কি? কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়। এবং গুগোল ড্রাইভ এর সুবিধা সমূহ সম্পর্কে।

আরো পড়ুনঃ

এছাড়া, গুগল ড্রাইভে ফাইল ছবি কিভাবে আপলোড করবেন। এবং গুগল ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড করবেন সে বিষয়ে ধারণা দেয়ার চেষ্টা করব।

তাই, আপনাকে অবশ্যই আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে।

গুগল ড্রাইভ কি ?

গুগোল ড্রাইভ এমন একটি ফাইল স্টরেস সার্ভিস যা গুগল এর দ্বারা নির্মিত। এই গুগল সার্ভিসটি 24 এপ্রিল 2012 সালে গুগলের দ্বারা যাত্রা শুরু করে।

গুগল ড্রাইভ কে সহজ ভাবে বলতে গেলে, এটিকে অনলাইন স্টরে সার্ভিস বলা হয়। যার মাধ্যমে আমরা প্রয়োজনীয় ফাইল যেমন- ছবি, ভিডিও, ডকুমেন্ট বিভিন্ন ধরনের অ্যাপস বা যে, কোন ডিজিটাল ফাইল আপলোড করে সেখানে জমা রাখতে পারি।

এরকমভাবে গুগল ড্রাইভে অনলাইন ফাইল ইন্সটল করে, রেখে আপনারা যে, কোনো সময় যে কোনো কম্পিউটার বা মোবাইল গুগল ড্রাইভ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে। আপলোড করা ফাইলগুলো আবার পুনরায় ডাউনলোড করতে পারবেন।

যার ফলে আপনার কিছু প্রয়োজনীয় ছবি বা ডকুমেন্ট সবসময় নিরাপদ থাকবে। এবং মোবাইল বা কম্পিউটার নষ্ট হয়ে গেল, আপনি সেই ফাইল গুলো গুগল থেকে ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবেন।

গুগল ড্রাইভে ব্যাকআপ করার জন্য ফাইল আপলোড করার মাধ্যমে অনেক সহজ। এবং এর সাথে গুগল ড্রাইভে যে কোন ছবি বা ফাইল ডাউনলোড করার নিয়ম ও অনেক সোজা।

গুগল ড্রাইভে ফাইল ব্যাকআপ এবং ডাউনলোড করার জন্য, আপনার একটি কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট মোবাইল প্রয়োজন হবে।

আপনারা অবশ্যই মনে রাখবেন। গুগল ড্রাইভ গুগলের একটি সার্ভিস। তাই গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেইল একাউন্ট থাকতে হবে।

আপনার যদি একটি জিমেইল একাউন্ট না থাকে তাহলে জিমেইল একাউন্ট অবশ্যই তৈরি করে নিবেন। কিন্তু আপনি যদি জিমেইল একাউন্ট তৈরী না করতে পারেন।

তাহলে আমাদের এই ওয়েবসাইটে জিমেইল একাউন্ট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আর্টিকেল পাবলিশ করা আছে।

আপনারা সেই আর্টিকেল অনুসরণ করে সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তারপর সেখানে গুগোল ড্রাইভ যুক্ত করতে পারবেন।

বন্ধুরা গুগল ড্রাইভ কি সে বিষয়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো চলো, এখন আমরা গুগোল ড্রাইভ এর সুবিধা সম্পর্কে জেনে নেই।

আরো দেখুনঃ

গুগোল ড্রাইভ এর সুবিধা সমূহ

বর্তমান সময়ে যারা গুগোল ড্রাইভ ব্যবহার করে তারা ভাল করেই এর সুবিধা ব্যাপারে জানেন।

এমনিতে যে কোন এন্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোনের ব্যবহার বেশি, মোবাইলের মাধ্যমে ব্যবহার করার সুবিধাও থাকছে সবথেকে বেশি।

গুগোল ড্রাইভ ব্যবহার করে আপনারা যে সুবিধাগুলো ভোগ করতে পারবেন সেগুলো হচ্ছে-

গুগল ড্রাইভে আপনারা যে, সকল ছবি, অডিও-ভিডিও ডকুমেন্ট ইত্যাদি আপলোড করে রাখবেন।

সে গুলো আবার পুনরায় আপনার মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে সহজেই। সে গুলো গুগল ড্রাইভ অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করে, পুনরায় ডাউনলোড করতে পারবেন।

আপনি যতদিন না পর্যন্ত ফাইলগুলো নিজের গুগোল ড্রাইভ অ্যাকাউন্ট থেকে ডিলিট করবেন। সেগুলো আপনার গুগল টাইপ একাউন্টে জমা হয়ে থাকবে।

মনে করুন আপনার মোবাইল যদি কোনো কারণবশত হারিয়ে যায় বা কম্পিউটার নষ্ট হয়ে যায়। তারপরেও আপনার ছবি বা ফাইল নিরাপদ থাকবে।

গুগল ড্রাইভ ব্যবহার করে আপনারা সর্বোচ্চ 15 জিবি ফ্রি স্টরেস ব্যবহার করতে পারবেন। তারপরও আপনার যদি আরো বেশি প্রয়োজন হয় সে ক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে।

একটি মোবাইলের জন্য 15 জিবি স্টোরেজ অনেক। কিন্তু আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট বড় বড় ভিডিও ফাইল ইত্যাদি রাখতে চান। তাহলে 15 জনের বেশি প্রয়োজন হলে আপনারা অবশ্যই কিছু টাকা খরচ করে বেশি নিতে পারবেন।

যে কোন ছবি বা ফাইল আপনি নিজের অ্যাকাউন্ট থেকে, কাউকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিতে পারবেন। শেয়ার করা লিংকের মাধ্যমে তারা সেই ফাইলগুলো সহজে ডাউনলোড করার সুযোগ পাবে।

গুগোল ড্রাইভ এর যেকোনো ডিভাইস যেমন- মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য ফ্রিতে ব্যবহার করার সুযোগ পাবেন।

আপনি গুগোল ড্রাইভ অনলাইন এবং অফলাইন দুইভাবে ব্যবহার করার সুবিধা পাবেন।

গুগল ড্রাইভে বিভিন্ন ধরনের, ডকুমেন্ট ফাইল, এক্সেল ফাইল ইত্যাদি তৈরী করতে পারবেন।

আপনি যদি ব্লগিং করেন তাহলে নিজের ব্লগের জন্য সম্পূর্ণ ব্যাকআপ গুগল ড্রাইভে রাখতে পারবেন। যদি আপনার ওয়েবসাইট কোন কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। সে ক্ষেত্রে আপনারা গুগল ড্রাইভে, যে ডাটাগুলো ব্যাকআপ রেখেছিলেন সেগুলো পুনরায় ফিরে নিতে পারবেন।

নিজের কম্পিউটারে ফোল্ডার তৈরি করা যাবে। এবং ফোল্ডারের মধ্যে আপনি ফাইল বা ছবি আপলোড করতে পারবেন।

গুগল ড্রাইভের অনলাইন ভোট পাওয়ার জন্য এর মাধ্যমে আপনি নিজের মোবাইলে অনেক জায়গা বাঁচিয়ে রাখতে পারবেন। মানে আপনার মেমোরি কার্ড আলাদা করে কিনতে হবে না।

তো বন্ধুরা উপরে গুগল ড্রাইভে কিছু সুবিধার ব্যাপারে জানার পর। এখন আপনাকে জানতে হবে। গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন। তো চলুন বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন ?

আপনি যদি গুগোল ড্রাইভ ব্যবহার করতে আগ্রহী থাকেন, বা নিজের মোবাইল বা কম্পিউটার সকল প্রকার ডিভাইস দিয়ে। ছবি বা ফাইল ড্রাইভ স্টোর করে রাখতে চান। তাহলে আপনারা দুটি মাধ্যম ব্যবহার করতে পারবেন যেমন-

  • গুগল ড্রাইভ ওয়েবসাইট ব্যবহার করে।
  • গুগল ড্রাইভ অ্যাপস ব্যবহার করে।

বর্তমান সময়ে যারা এন্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করেন তারা সবসময় গুগল ড্রাইভ অ্যাপস ব্যবহার করবেন।

এছাড়া আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন্ সেক্ষেত্রে আপনারা গুগোল ড্রাইভ ওয়েবসাইট ব্যবহার করবেন।

তো চলুন জেনে নেয়া যাক। দুটি মাধ্যমে আপনারা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন। আমরা নিচের অংশে ধাপে ধাপে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি।

আরো পড়ুনঃ

কিভাবে গুগল ড্রাইভ ওয়েবসাইট ব্যবহার করবেন?

Google Drive এর ওয়েবসাইট আপনার মোবাইল বা কম্পিউটার দুইটি ডিভাইস দিয়ে ব্যবহার করার সুযোগ পাবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি গুগল অ্যাকাউন্ট জিমেইল একাউন্ট এবং ইন্টারনেট সংযোগ।

তো চলুন নিচের অংশ থেকে জেনে নেয়া যাক ওয়েবসাইট দিয়ে কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করা যায়।

পদক্ষেপ – ১ : সবার আগে আপনাকে অবশ্যই Google Drive ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনাকে জিমেইল একাউন্টে সেটি লগইন করে নিতে হবে।

পদক্ষেপ – ২ : গুগোল ড্রাইভ লগইন করার সাথে সাথে আপনার নিজের একাউন্টে ড্যাশবোর্ড দেখতে পারবেন।

তারপর আপনি আপনার ড্যাসবোর্ডের আপলোড করা সকল প্রকার ফাইল ইমেজ গুলো দেখতে পারবেন।

আপনি যদি গুগল ড্রাইভে কোন ফাইল বা ডকুমেন্ট ইত্যাদি রাখতে চান। সেক্ষেত্রে আপনাকে গুগল ড্রাইভের ড্যাশবোর্ড থেকে New সিলেক্ট করতে হবে।

পদক্ষেপ – ৩ : তারপর সভে ফাইল ইত্যাদি গুগল ড্রাইভে আপলোড করার জন্য New অপশনটিতে ক্লিক করেন।

New  ওখানে ক্লিক করার পর আপনি নিজের কম্পিউটার থেকে যে কোন ফাইল আপলোড অপশন পেয়ে যাবেন। সেখানে আপনাকে দুইটি অপশন দেওয়া হবে যেমন-

  • File upload
  • Folder upload

আপনি যদি সরাসরি কোনো ছবি বা ডকুমেন্ট যুক্ত করতে চান। তাহলে ফাইল আপলোড এ ক্লিক করবেন। আর যদি আপনি গুগল ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে। সে ফোল্ডারে আপনার প্রয়োজনে ফাইল একসাথে রাখতে চান সে ক্ষেত্রে ফোল্ডার অপশন এ ক্লিক করবেন।

পদক্ষেপ – ৪ : আপনি নিজের গুগোল ড্রাইভ অ্যাকাউন্টে থাকা 15 জিবি ফ্রি স্টরেস থেকে কতটা ব্যবহার করেছেন তা আপনার ড্যাসবোর্ডের সবার নিচে থেকে দেখতে পারবেন।

পদক্ষেপ – ৫ : এখন গুগোল টাইপের সবকিছু হওয়ার পরে আপনার হয়তো ভাবছেন যে আপলোড করার ছবি বা ফাইল গুগোল ড্রাইভ থেকে কিভাবে ডাউনলোড করব।

আপনার জমাকৃত ফাইলগুলো যদি গুগল ড্রাইভ থেকে, প্রয়োজনমতো ডাউনলোড করতে চান। তাহলে সরাসরি আপনাকে সেই ফাইলটি উপরে মাউসের রাইট ক্লিক করতে হবে।

তারপর আপনার সামনে একটি চার্ট দেওয়া হবে সেটার থেকে আপনাকে খুঁজে নিতে হবে। ডাউনলোড অপশন তাহলে আপনারা সেই গুগোল ড্রাইভ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট সরাসরি। আপনার কম্পিউটারে স্টোরেজে সেভ করে নিতে পারবেন।

আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটার দিয়ে গুগোল ড্রাইভ ওয়েবসাইট ব্যবহার করা যায়।

আপনারা এই একই নিয়মে কম্পিউটার এবং মোবাইল দিয়ে সহজেই গুগল ড্রাইভে ফাইল ছবি ইত্যাদি আপলোড করতে পারবেন। এবং পুনরায় ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি মোবাইল দিয়ে অ্যাপ ব্যবহার করে গুগোল ড্রাইভ ব্যবহার করতে চান। আমরা ওয়েবসাইট দিয়ে যে নিয়ম গুলো আপনাকে দেখেছি। সেই নিয়মেই গুগোল ড্রাইভ ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুনঃ

সর্বোপরি আমাদের কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হল। গুগোল ড্রাইভ কি? এবং কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করা যায়।

আপনি যদি গুগোল ড্রাইভ এর সুবিধাগুলো নিতে চান্ তাহলে আমাদের দেওয়া তথ্যগুলো অনুযায়ী আপনার যেকোন ফাইল ছবি, ডকুমেন্ট, অডিও, ভিডিও ইত্যাদি যুক্ত করে রাখতে পারবেন।

এবং পুনরায় ডাউনলোড করার সুযোগ পাবেন আজ থেকে গুগল ড্রাইভ ব্যবহার করুন। তো আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

বিশেষ করে আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি যদি প্রতিদিন টিপস এন্ড ট্রিক্স পেতে চান তাহলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top