বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায়

বিনামূল্যে ওয়েবসাইট তৈরি : আমাদের এই আর্টিকেলে আপনাকে স্বাগত। আমাদের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব বিনমূল্যে ওয়েবসাইট তৈরির করার নিয়ম নিয়ে।

তাই আপনি যদি একটি ফ্রি ওয়েবসাইট বানাতে চান তাহলে এই পোস্ট এর লেখা গুলো মনযোগ দিয়ে পড়ুন।

আগের কিছু সময় গুলোতে লোকেরা ধারণা করত কোডিং নলেজ ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায় না। কয়েক বছর আগে কথাটি সত্যি ছিল। তবে এখন ওয়েবসাইট তৈরি করার অনেক বিপ্লব এসেছে।

ওয়েবসাইট তৈরি করার অনেক সিএমএস আছে। সিএমএস হল এমন কিছু প্লাটফর্ম যেখানে সিম্পল ড্রাগ এন্ড ড্রপ করে আপনি অনেক দ্রুত ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

জনপ্রিয় কিছু সিএমএস হলো ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওয়েবলি ইত্যাদি। এ সকল সিএমএস ব্যবহার করে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যায়।

তবে সকল সিএমএস দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানো যায় না। অনেক সিএমএস ব্যবহার করার জন্য হোস্টিং ক্রয় করতে হয় যেমন- ওয়ার্ডপ্রেস।

বর্তমান সময়ে ফ্রি ওয়েবসােইট তৈরি করার জনপ্রিয় সিএমএস হলো blogger.com. কিভাবে আপনি ফ্রি ওয়েবসাইট বানাবেন এ বিষয়ে আপনি এখানেই জানতে পারবেন।

বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায়
বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায়

ওয়েবসাইট তৈরির খরচ কত?

আপনি যদি পেইড ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার প্রথমে প্রয়োজন হবে একটি ডোমেইন। ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট নাম যেমন- .net, info, org, .com ইত্যাদি ডোমেইন এক্সটেনশন হতে পারে।

আপনি ওয়েবসাইট তৈরির জন্য একটি ডোমেইন এর দাম 99 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত লাগতে পারে। ডোমেইন কেনার পরে প্রয়োজন হবে একটি ওয়েব হোস্টিং।

ওয়েব হোস্টিং কেনার জন্য আপনার মাসে খরচ হতে পারে 100 টাকা। এবং বাৎসরিক হিসেবে কিনতে চাইলে আপনার খরচ হবে 1000-1500 টাকা। উক্ত খরচ গুলো ওয়েবসাইট এর জন্য প্রাথমিক খরচ।

এছাড়া ওয়েবসাইট এর জন্য আপনার প্রয়োজন হবে প্রিমিয়াম থিম যা টাকা দিয়ে কিনতে হবে। অনেক সময় থিম এর জন্য প্লাগইন প্রয়োজন হয়। তবে আমরা এখানে পেইড নয় বিনামূল্যে ওয়েবসাইট তৈরির করার উপায় বলব।

পেইড ভাবে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার প্রায় 5 থেকে 7 হাজার টাকা খরচ করতে হবে বিভিন্ন জিনিস এর জন্য।

কেন ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন?

আপনি যদি ব্লগিং করতে আগ্রহী থাকেন? তাহলে টাকা খরচ নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের টাকা ইনভেস্ট করার মতো যথেষ্ট টাকা থাকে না। তাই তাদের জন্য ‍ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য সুযোগ আছে।

বিনামূল্যে ওয়েবসাইটে ব্লগিং করে আয় করা সম্ভব। অনেক এর মনে ভ্রান্ত ধারণা আছে যে, বিনামূল্যে ওয়েবসাইট থেকে আয় করার যায় না। এটি কিন্তু ভুল ধারণা।

এরকম অনেক দৃষ্টান্ত আছে, যারা বিনামূল্যে ওয়েবসাইট দিয়ে গুগল এর পাতায় রেঙ্ক আছে। অনেক ভালো পরিমাণের টাকাও আয় করছে।

আপনি যদি ব্লগিং করেন তাহলে শুরুতেই ফ্রি ওয়েবসাইট তৈরি করে সফল হতে পারবেন।

তাছাড়া আমরা মনে করি সকলেরই শুরুটা বিনামূল ওয়েবসাইট দিয়ে শুরু করা উচিত। কারণ হলো আমরা শুরুতে অনেক কিছু ভূল করি। তাই এই সকল ভুল থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি।

যদি প্রথমে টাকা খরচ করেন তাহলে আপনার টাকা জলে পড়ে যেতে পারে। তাই টাকা নষ্ট না করে আপনি বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করে কাজ শুরু করে দিন।

বিনামূল্যে ওয়েবসাইট তৈরির সুবিধা 

আমরা বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার জন্য ব্লগার প্লাটফর্ম ব্যবহার করব। ব্লগারে ওয়েবসাইট তৈরি করলে আপনি অনেক সুবিধা নিতে পারবেন যেমন-

  • এখানে আপনি একটি বেসিক লেভেল এর ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
  • এই ব্লগার প্লাটফর্মে এসইও ফ্রেন্ডলি, এটি গুগল এর আওতাধিন ওয়েবসাইট।
  • অন্য কোন প্লাটফর্মে বিনামূল্যে হোস্টিং দিলেও কিন্তু ডোমেইন দিবে না। তবে আপানি ব্লগারে ডোমেইন ও হোস্টিং দুটোই বিনামূল্যে নিতে পারবেন।
  • ব্লগারে আপনাকে যে, ডোমেইন দেওয়া হবে সেটির এক্সটেনশ হবে blogspot.com. যা ব্লগারে সাবডোমেইন নামে পরিচিত। বর্তমান সময়ে অনেক সহজেই এই ফ্রি ডোমেইন দিয়ে ওয়েবসাইট তৈরি করে গুগল এডসেন্স এর অনুমোদন পাওয়া যায়। যা আপনি অন্য কোন সাবডোমেইন থেকে পাবেন না।
  • একানে আপনি সহজ ভাবে গুগল এর এনালাইটিক যুক্ত করে নিতে পারবেন।
  • পেইড ওয়েবসাইট গুলোতে যে সকল এসইও সেটিংস আছে। তার বেশির ভাগ সেটিংস গুলো ফ্রিতে ব্লগারে দেওয়া আছে।
  • আপনি চাইলে নিজের ক্রয় করা কাস্টম ডোমেইন দিয়েও ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
  • আপনি ব্লগার ওয়েবসাইট মোবাইল দিয়েও পরিচালনা করার সুযোগ পাবেন।

Blogger এ ফ্রি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে?

ব্লগার অনেক সহজ একটি প্লাটফর্ম ও জনপ্রিয় সিএমএস। এখানে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার নিজেস্ব একটি জিমেইল একাউন্ট লাগবে।

আপনি চাইলে কাস্ট ডোমেইন ব্যবহার করতে পারবেন। আর যদি টাকা খরচ না করতে চান তাহলে সাবডোমেইন দিয়েও অনেক ভালো সাইট তৈরি করে নিতে পারবেন।

কিভাবে blogger ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন ?

বিনামূল্যে ব্লগারে ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কিছু স্টেপ দেখাব যে গুলো অনুসরণ করে আপনি দ্রুত ফ্রি ওয়েবসাইট বানাতে পারবেন।

স্টেপ-০১

ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে প্রথমে blogger.com এ প্রবেশ করতে হবে। তারপরে নিচে দেওয়া ছবির মতো একটি পেজ পাবেন।

স্টেপ-০২

পেজ পাওয়ার পরে আপনি দেখতে পারবেন Create Blog নামে একটি অপশন সেখানে ক্লিক করবেন। তারপরে আপনার জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

স্টেপ-০৩

আপনার জিমেইল ব্লগারে লগইন হওয়ার পরে ব্লগার নামে একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। সেখানে আপনার ব্লগ নেম দিতে হবে। নিচের ছবিটি দেখুন।

স্টেপ-০৪

তারপরে Next অপশনে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইট এর URL লিং দিতে হবে। (আপনার পছন্দ ইউআরএরল লেখার পরে যদি address not available) দেখায় তাহলে আপনাকে নতুন  একটি ইউআরএল দিতে হবে। সঠিক url লেখার পরে Save ক্লিক করে দিবেন। নিচের ছবিটি দেখুন।

স্টেপ-০৫

তারপরে আপনার সামনে ব্লগার এর ড্যাশবোর্ড দেখানো হবে। ড্যাশবোর্ড আসার পড়েই আপনার ব্লগারে ফ্রি সাইট তৈরি করার কাজ শেষ হবে। নিচের ছবি দেখুন।

আপনি যদি উক্ত কাজ গুলো সঠিক ভাবে করতে পারেন, তাহলে পুরোপুরি ভাবে আপনার বিনামূল্যে সাইট তৈরি হয়ে যাবে।

ওয়েবসাইট সঠিক ভাবে খুলার পরে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ও কাস্টমাইজ করতে হবে। তারপরে আপনি সেখানে ভালো ভালো আর্টিকেল পাবলিশ করতে পারবনে মানুষকে তথ্য দেওয়ার জন্য।

ব্লগার ওয়েবসাইট সেটিংস ও কাস্টমজেশন

উপরে যে ছবিটি দেখতে পারছেন। এটিই ব্লগারের ড্যাশবোর্ড। এখান থেকে আপনাকে Settings অপশনে ক্লিক করতে হবে। এবং প্রয়োজনয়ি সেটিংস গুলো সম্পন্ন করতে হবে।

তারপরে ড্যাশবোর্ড থেকে Theme অপশনে গিয়ে আপনার পছন্দ মতো ফ্রি থিম ডাউনলোড করে আপলোড করতে পারবেন। সাইট থিম আপলোড করার ফলে আপনার সাইট একটি রুপ নিবে।

যা দেখতে অনেক সুন্দর হবে। যেমন আমাদের ওয়েবসাইট এর যে থিমটি দেখতে পারছেন এরকম ভাবে থিম ব্যবহার করতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুর, এই পোস্টের মাধ্যমে জানতে পারলেন, বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায়। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে উক্ত স্টেপ গুলো অনুসরণ করে মাত্র 10 মিনিটেই সাইট বানিয়ে নিতে পারবেন।

ট্যাগঃ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায় বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায় বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায় বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায় বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার উপায়

আমাদের লেখা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করে দিবেন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top