Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়

Google AdMob কি : আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরণের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে থাকি।

আমরা অনেকেই লক্ষ্য করি যে, অ্যাপস চালানোর সময় অ্যাপস এর মধ্যে অনেক ধরণের এড চলে আসে।

কি লাভ এই সব এড এর। আজকে আপনাদের এই বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। তাই আমাদের লেখা শেষ পর্যন্ত পড়ুন।

আপনার প্রশ্ন হতে পারে যে, কোন অ্যাপ এর মাধ্যমে এমন এড দেওয়া হয়। তবে তার সহজ সরল উত্তর হলো অ্যাপস থেকে টাকা আয় করার জন্যে অ্যাপের মালিক এসব বিজ্ঞাপন যুক্ত করেছে।

আরও প্রশ্ন হতে পারে যে, এ সকল এড পাওয়ায় কোথায়। উত্তরে হলো গুগল এডমোব থেকে।

গুগল এডমোব গুগল এর একটি অঙ্গ। যা এন্ড্রোয়েড এবং ios অ্যাপস এর মধ্যে এড দিয়ে থাকে। এই গুগল এডমোব ব্যবহার করে অনেক লোক ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছে।

গুগল এডমোব থেকে আয় করার জন্য আপনার একটি অ্যাপস থাকতে হবে। যেখানে আপনি এড যুক্ত করতে পারবেন।

বর্তমান সময়ে অনেক বড় বড় অ্যাপ কোম্পানি গুগল এডমোব থেকে আয় একটি ব্যবসায় রুপান্তর করছে। এবং তারা প্রতিনিয়ত নতুন নতুন অ্যাপ প্লে স্টরে পাবলিশ করে ভালো পরিমাণের টাকা আয় করছে।

আমাদের এই পোস্টে জানাব গুগল এডমোব কি? গুগল এডমোব থেকে আয় করার উপায় গুলো নিয়ে বিস্তারিত তথ্য দেব।

Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়
Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়

গুগল এডমোব কি?

গুগল এডমোব হলো গুগল এর একটি অঙ্গ। 2006 সালে Omar Hamoui নামে একজন ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেন।

এটি মূলত গুগল এর একটি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান। যা বিভিন্ন মোবাইল অ্যাপের জন্য এড প্রোভাইড করে।

আমরা সবাই গুগল এডসেন্স এডনেটওয়ার্ক চিনি। যা শুধু মাত্র ওয়েবসাইট এবং ইউটিউবে ব্যবহার করা হয়।

অন্যদিকে গুগল এডমোব মোবাইল অ্যাপস এর জন্য এড প্রোভাইড করে। গুগল এডমোব থেকে তারাই আয় করতে পারবে। যাদের নিজস্ব কোন অ্যাপস আছে এবং যেটি গুগল প্লে স্টোরে আপলোড আছে।

অ্যাপস এর মালিক যদি অ্যাপসটির সাথে গুগল এডমোব যুক্ত করে দেয় তবে অ্যাপের মধ্যে বিভিন্ন ধরণের ব্যানার ও ভিডিও এড শো করবে।

যখন কোন অ্যাপ কেও ইনস্টল করে ব্যবহার করবে তখন সে এ সকল এড দেখবে এবং অ্যাপস এর মালিক প্রতি এড ইমপ্রেশন ও ক্লিক এর জন্য নির্দিস্ট পরিমাণের টাকা আয় করবে। এইটিই হলো গুগল এডমোব এর কাজ।

বিভিন্ন ধরণের কোম্পানি গুগলে তাদের প্রমোশন এর জন্য এড দিয়ে থাকে। গুগল এডমোব মূলত সেই এড অ্যাপের মধ্যে দেখায়। গুগল এডমোব এর মজার বিষয় হলো বিজ্ঞাপন গুলো মোবাইল ফ্রেন্ডলি হয়ে থাকে।

গুগল এডমোব এবং এডসেন্স এর মধ্যে পার্থক্য কি?

গুগল এডমোব ও এডসেন্স দুইটি গুগল অঙ্গ। এই দুইটি গুগল এর এ নেটওয়ার্ক। তারপরেও কেন এডমোব ও এডসেন্স কে ভিন্ন বলা হয়।

তার কারণ এডমোব ও এডসেন্স ভিন্ন না। কিন্তু তাদের কাজের ধরণ একটু অন্য রকম। তো চলুন জেনে নেওয়া যাকঃ

গুগল এডসেন্স

আপনি যদি কোন ব্লগ বা ওয়েবসাইট কিংবা ইউটিউব ভিডিওতে গুগল এর এড বসিয়ে মনিটাইজ রতে চান। তখন আপনাকে গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে হবে।

ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের জন্য বিজ্ঞাপন এডসেন্স নেটওয়ার্ক করবে আর আপনার পেমেন্ট আপনি এডসেন্স থেকে পাবেন।

গুগল এডমোব

অন্যদিকে আপনি যখন আপনার কোন অ্যাপকে গুগল এড দ্বারা মনিটাইজ করতে চান? তখন আপনাকে গুগল এডমোব একাউন্ট তৈরি করতে হবে।

গুগল এডমোব থেকে আপনার অ্যাপ এর জন্য এড প্রোভাইড করা হবে। আপনার যাবতীয় পেমেন্ট এর বিষয় ‍গুলো ও এডমোব হবে।

এই হলো ছোট্ট গুগল এডসেন্স ও এডমোব এর মধ্যে থাকা পার্থক্য। আপনি এডসেন্স এর মাধ্যমে আয় করতে আপনার একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকতে হবে।

অন্য দিকে গুগল এডমোব এর মাধ্যমে আয় করতে আপনার প্রয়োজন হবে মোবাইল অ্যাপস।

আমরা আশা করি যে, আপনি গুগল এডসেন্স ও গুগল এডমোব এর মধ্যে থাকা পার্থক্য বুঝতে পারছেন।

গুগল এডমোব থেকে আয়

গুগল এডমোব কি, এ বিষয়ে বুঝতে পারছেন। এখন আমরা জানাব কিভাবে গুগল এডমোব থেকে আয়করা যায়। তার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

আপনি যদি গুগল এডমোব থেকে আয় করতে চান। তাহলে আপনার প্রথমে প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপস। যেখানে আপনি বিজ্ঞাপন বসিয়ে আয় করতে পারবেন।

একটি মোবাইল অ্যাপস তৈরি করার জন্য আপনাকে একজন অ্যাপ ডেভলপার টাকার বিনিময়ে জোগার করতে হবে।

যে ব্যক্তি আপনার আইডিয়া অনুযায়ী একটি অ্যাপস তৈরি করে দিবে। আবার যদি আপনার নিজের অ্যাপস তৈরি নিয়ে উপযুক্ত ধারণা থাকে তবে নিজে নিজেই একটি অ্যাপস তৈরি করতে পারেন।

আপনার তৈরি করার অ্যাপস এর মধ্যে এড দেখানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনাকে গুগল এডমোবে আপনার জিমেইল দিয়ে একটি ফ্রি একাউন্ট খোলতে পারবেন।

গুগল এডমোব একাউন্ট তৈরি করার পরে আপনি একাউন্ট লগইন করলে একটি ড্যাবোর্ড দেখবেন। সেখানে বাম পাশের দিকে অ্যাপ লিখা একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন।

তার পরে Add your first app অপশনে ক্লিক করে আপনার অ্যাপসটি গুগল এডমোব একাউন্ট এ যুক্ত করে দিতে হবে।

আপনার তৈরি করা অ্যাপ গুগল এডমোব এ যুক্ত করার পরে কাজ হলো বিজ্ঞাপন বসানো। Create ad unit অপশনে ক্লিক করার পরে, আপনি অনেক ধরণের এড ইউনিট পাবেন, ভিডিও এড, ব্যানার এড ইত্যাদি। আপনার প্রয়োজন মতো এড তৈরি করে নিতে পারবেন।

আপনার তৈরি করা অ্যাপটি গুগল প্লে স্টোরে সাবমিট করার পরে। কেউ যদি ইনস্টল বা ডাউনলোড করে সেই অ্যাপটির মধ্যে গুগল এডমোব এর এড দেখতে পারবে।

সেই এড গুলোতে ক্লিক করার বা ইমপ্রেশন এর জন্য আপনার গুগল এডমোব একাউন্ট এ টাকা/ডলার জমা হবে।

এরকম ভাবে আপনার একাউন্ট এ 100 ডলার আয় হলেই সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা উত্তলণ করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, এই আর্টিকেলে সকলেই জেনে নিতে পারলেন। গুগল এডমোব কি? গুগল এডমোব থেকে আয় করার সহজ উপায়।

আপনি যদি গুগল এডমোব থেকে আয় করতে চান? তাহলে আজই কিছু মোবাইল এপ তৈরি করে গুগল প্লে স্টোরে সাবমিট করুন। আর গুগল এডমোব থেকে আয় করুন।

ট্যাগঃ Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায় Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায় Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়

আমাদের লেখা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top