কিওয়ার্ড রিসার্চ কি ? কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় : আপনি যদি একটি ওয়েবসাইট ব্যবহার করেন। তাহলে গুগলে কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইট আর্টিকেল গুলো অনেক ভালো রেঙ্কিং করতে পারবেন।
দিন দিন কিওয়ার্ড এর চাহিদা বেড়েই চলছে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ এর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।
আমরা জানি, এসইও এর মূল লক্ষ্য হলো ভালো কিওয়ার্ড। আর গুগলে রেঙ্ক করাতে হলে অনেক ভালো করে দেখে শুনে কিওয়ার্ড রিসার্চ এর বিকল্প কিছুই নেই।
তাই শুরুতে আপনাকে জানতে হবে কিওয়ার্ড কি? কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।
কিওয়ার্ড কি ?
আমরা অনলাইনে কোন তথ্য জানতে সার্চ ইঞ্জিন তথা google.com, Yahoo, Bing, Youtube ইত্যাদিতে লিখে সার্চ করি। সেটিই হলো কিওয়ার্ড।
আপনি যে, এই আর্টিকেল পড়ছেন কিওয়ার্ড কি? কিওয়ার্ড কিভাবে করতে হয় এ বিষয়ে আপনি লিখে বা ভয়েসে সার্চ করে। এগুলোই হলো কিওয়ার্ড।
এরকম ভাবে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে এরকম ভাবে লিখে আমরা সার্চ করি। সে গুলো ইউটিউব ভিত্তিক কিওয়ার্ড।
মানুষ গুগলে গিয়ে অনেক প্লাটফর্মে প্রবেশ করে যেমন- facebook, Twitter ইত্যাদি লিখে সারাসরি সার্চ করে। এই শব্দ গুলো যেরকম ভাবে লিখে সার্চ করা হয় তাকে কিওয়ার্ড বলে।
কিওয়ার্ড কত প্রকার?
কিওয়ার্ড সম্পর্কে জেনেছেন। এখন আপনি জানতে চাইছেন যে, কিওয়ার্ড কত প্রকার। আসলে কিওয়ার্ড এ সে ভাবে কোন প্রকার ঠিক করা হয়নি। আমরা এখানে আপনাকে বুঝানোর জন্য কিছু ভাগ করে দেখাব।
এছড়া লিখতে এমনিতেও আশে পাশে রিলেভেন্ট কিওয়ার্ড পড়ে লেখা। আর এখন কিওয়ার্ড স্টাফিং এর দিন শেষ। তাও বোঝার জন্য আমরা কয়েকটি ভাগে কিওয়ার্ড দেখাব। যেমন-
- শর্ট টেইল কিওয়ার্ড
- এলএসআই টাইপ কিওয়ার্ড
- লং টেইল কিওয়ার্ড
কিওয়ার্ড রি সার্চ কি ?
উক্ত আলোচনা পড়ে আপনি নিশ্চিত ভাবে জানতে পারছেন, কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার হতে পারে। কোন ধরণের কিওয়ার্ড কি নামে চেনা হয় এবং তা জেনে গেছেন।
এখন আমরা চেষ্টা করব মূল আলোচনায় যাওয়ার। কিওয়ার্ড রিসার্চ আসলে কি।
কিওয়ার্ড রিসার্চ হলো একমন একটি উপায় যেখানে আমরা বিভিন্ন তথ্য, উপাত্ত ও সেট করা ক্রাইটেরিয়ার মাধ্যমে নির্দিষ্ট কিছু শব্দ বের করা। যা মানুষ সার্চ ইঞ্জিন গুলোতে সার্চ করে তার ফলাফল পেতে পারে।
এর মানে কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আসলে জানা যায়, মানুষ কি ওয়ার্ড লিখে সার্চ করেছে। এমনকি কোন এলাকা ব জোন থেকে সার্চ করেছে। কারা সার্চ করেছে সেটিও জেনে নেওয়া সম্ভব।
এই ধরণের রিসার্চ আপনি বেশিরভাগ সময় লো কম্পেটিটিভ কিওয়ার্ড বের করতে চাইবেন। এরপর আপনি যেটাকে মূল বা ফোকাস কিওয়ার্ড হিসেবে নির্বাচন করতে চান সেটি শর্ট না কি লং টেইল কিওয়ার্ড তা জানতে হবে।
আপনি যে কিওয়ার্ড রিসার্চ করে নির্বাচন করবেন সেটির ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি (কেডি) কেমন ইত্যাদি বিষয়ে জেনে নিতে হবে।
এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- নির্বাচন করতে চাওয়া কিওয়ার্ড লো নাকি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড সেটির কম্পিটিটর এনালাইসিস করা। এই সব কিছু মিলিয়ে আসলে যে রিসার্চ চালানো হয় তাকেই কিওয়ার্ড রিসার্চ বলে।
কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ?
ওয়েবসাইটে অনপেজ এসইও করার মূল কেন্দ্রবিন্দু হলো কিওয়ার্ড রিসার্চ। আপনি ব্লগিং করবেন বা একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে, ভিজিটর নিয়ে আসবেন। এগুলোর প্রথম শর্ত হলেঅ খুব ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করা।
আপনি যদি না জানেন যে, মানুষ কি বিষয় নিয়ে সার্চ করে। কোনটার চাহিদা কেমন, কোন গুলো সার্চ ইঞ্জিনে রেংক করবে।
তাই আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে একটি আর্টিকেল লিখতে হবে। এতে করে আপনি দ্রুত রেঙ্ক করাতে পারবনে এবং প্রচুর পরিমাণের ভিজিটর নিতে পারবেন।
কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়
আমরা কিওয়ার্ড সম্পর্কে জানতে জানতে গভীরে প্রবেশ করেছি। কিওয়ার্ড রিসার্চ এর পূর্বে অবশ্যই আপনাকে সঠিক করে ফেলতে হবে। কোন টপিক বা নিশ নিয়ে আপনি ব্লগিং বা ওয়েবসাইট তৈরি করবেন।
মনে করুন আপনি একটি বিষয় নির্বাচন করেছেন। যার নাম এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কিত কাজ করতে আপনি ইচ্ছুক।
আপনি এই বিষয়ে বিভিন্ন ফোরাম, গুগল ট্রেন্ডস থেকে জানার চেষ্টা করুন। এটি কোন ধরণের টপিক বা কিওয়ার্ড।
তার মানে কিছু টপিক আসে সিজনাল, সরা বছর তেমন ভেলু থাকে না। একটি নির্দিষ্ট সময়ের জন্য। এখন এসইও ফেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম একটি বড় টপিক। তাই এর ছোট টপিক নির্বাচন করার চেষ্টা করবেন।
তার কারণ গুগল এখন খুব স্পেসিফিক কাভার করা টপিক ভিত্তিক ওয়েবসাইটকে মূল্যায়ন করে।
আপনি যদি উক্ত বিষয়ে লিখতে চান তাহলে মুল টপিক ও সাব টপিক মিলিয়ে সার্চ ভলিউম সহ অন্যান্য প্যারামিটার থেকে যাচাই করে কিওয়ার্ড সহজ করে খুজে বের করে লিখবেন।
কিওয়ার্ড রিসার্চ টুলসের ধরন
আপনি যদি উক্ত কিওয়ার্ড রিসার্চ করব তখন বিভিন্ন প্রকার টুলস এক্সনেশন এর সাহায্য নেবেন। এই টুলস আমাদের এই কিওয়ার্ড রিসার্চ উপায়কে ত্বরানিত করে। অনলাইনে রিসার্চ এর জন্য দুই ধরণের টুলস আছে। যেমন-
- ফ্রি টুলস
- এবং পেইড টুলস
ফ্রি টুলস মানে যেখানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য টাকা খরচ করতে হয় না। আর পেইড টুলস তার উল্টা। কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ খুব ভালেঅ করে সম্পন্ন করার জন্য পেইড টুলস গুলো ব্যবহার করার জন্য পরামর্শ দেব।
পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস
আপনি যদি কিছু টাকা খরচ করে কিওয়ার্ড রিসার্চ করতে চান? তাহলে আপনি নিচে দেওয়া টুলস গুলো ব্যবহার করতে পারেনঃ
- SEMRush কিওয়ার্ড রিসার্চ টুলস
- Ahrefs কিওয়ার্ড রিসার্চ টুলস
- KW Finder কিওয়ার্ড রিসার্চ টুলস
- Long Tail Pro কিওয়ার্ড রিসার্চ টুলস
- Keyword Everywhere কিওয়ার্ড রিসার্চ টুলস
আরো দেখুনঃ
- অনলাইনে আর্টিকেল লিখে আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন
- আর্টিকেল লেখার নিয়ম – বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট
- ছাত্রদের জন্য অনলাইনে আয় করার সেরা ৭টি উপায়
- এসইও কি? কিভাবে এসইও শিখবেন ? (বাংলা টিউটরিয়াল)
শেষ কথাঃ
তো বন্ধুরা, এই লেখা থেকে আপনি জানতে পারলেন কিওয়ার্ড রিসার্চ কি? কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনি যদি উক্ত বিষয় গুলো অনুসরণ করেন। তাহলে আপনিও ব্লগিং করার জন্য সহজেই কিওয়ার্ড রিসার্চ করে উন্নত মানের আর্টিকেল লিখতে পারবেন।
আমাদের লেখা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।