এসইও কি : কিভাবে এসইও শিখবেন ? আমরা জানি একটি ওয়েবসাইট এর কোন পেজ বা আর্টিকেল কে কোন নির্দিষ্ট কিওয়ার্ড এর ভিত্তি করে সার্চ ফলাফলের প্রথম পেজে প্রদর্শন করানোর জন্য যে, কাজ করা হয় তাকেই এসইও বলে।
আমাদের এই আর্টিকেল এর মাধ্যমৈ আপনাদের জানাব এসইও কি? কত প্রকার? এসইও শেখার উপায় সম্পর্কে।
আপনি যদি এই বিষয় সঠিক তথ্য জানতে চান? তবে আমাদের লেখা শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পুড়ন।
এসইও কি?
এসইও এর পূর্ণরূপ হলোঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে কোন সার্চ ইঞ্জিন গুলোর নির্শেনা মোতাবেক অনুসন্ধান ও বিশ্লেষণ এর মাধ্যমে। কোন ওয়েবসাইট বা ওয়েব পেজ ভিউ বাড়ানোর উপায়কে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে।
সহজ ভাবে বলতে গেলঃ আপনি আপনার ওয়বসাইটে একটি এসইও টিউটরিয়াল শীর্ষক আর্টিকেল পাবলিশ করেছেন।
এখন আপনার ইচ্ছা যে, গুগলে যারা এইও টিউটরিয়াল লিখে সার্চ করবে সেটি খুব সহজেই আপনার সেই আর্টিকেলটি খুজে পায়। এবং আপনার ওয়বসাইটে প্রবেশ করে লেখা গুলো পড়তে পারবে।
তবে আর্টিকেল পাবলিশ করার পরে দেখা যায়। গুগল থেকে কোন ভিজিটর আপনার লেখা গুলো পড়তেই আসে না।
এতে করে আপনি হতাশায় ভোগেন। নিজেই গুগলে এসইও টিউটরিয়াল লিখে সার্চ করলেও আপনার লেখা সার্চ ফলাফলে একদম শেষে পাতা গুলোতে শো হয়েছে।
ভিজিরটা সাধারণত এতো নিচের পাতা গুলো স্ক্রল করে দেখে না। তারা একদম উপরে থাকা প্রথম পেজে 1-3 নং এ থাকা আর্টিকেল গুলো পড়তে আগ্রহী থাকে।
তারপরে খুব স্বাভাবিক ভাবে। আপনি জানার চেষ্টা করবেন কি কি কাজ করলে আপনার আর্টিকেল গুগল সার্চ ফলাফলের প্রথম পাতায় প্রদর্শন হবে।
আপনার ওয়েবসাইট থেকে আর্টিকেল পাবলিশ করার পরে। আর্টিকেল সার্চ রেজাল্ট এর পথম পাতায় দেখানোর নজ্য বিশষ কিছু কাজ করতে হয় আর তাকেই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ বলা হয়।
ওয়েবসাইটে কেন এসইও করবেন?
উক্ত আলোচনা পড়ে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে, এইও কি? কোন ওয়বসাইট এর আর্টিকেল গুলোতে অর্গানিক ভিজিটর বাড়ানোর জন্য মূলত এসইও করা হয়।
অর্গানিক ভিজিটর বলতে বোঝানো হয় সার্চ ইঞ্জিন গুলোর মাধ্যমে যে সকল ভিজিটর ওয়েবসাইট প্রবেশ করে তাকে।
শুধু মাত্র ভিজিটর বাড়ানোর জন্যই এসইও কাজ করে না। টার্গেট করা সঠিক ভিজিটর ওয়েবসাইটে নিয়ে আসার জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মনে করুন আপনি অনলাইন আয় নিয়ে একটি আর্টিকেল লিখছেন। যদি গুগল এই আর্টিকেল অনলাইন বিজনেস হিসেবে মনে করে। তাহলে নির্চিত ভাবে আপনি আপনার টার্গেট করা ভিজিটর পাবেন না।
তার কারণ হলেঅ যারা গুগলে অনলাইন বিজনেস লিখে সার্চ করবে। তখন তারা অনলাইন আয় বিষয়ে আর্টিকেল দেখতে পারবে। এই এটি তাদের কোন কাজে আসবে না।
তার জন্য এসইও এর মাধ্যমে গুগল কে সঠিক ভাবে বুঝিয়ে দিতে হয়। কোন আর্টিকেল কিসের জন্য লেখা হয়েছে। আর তা না করতে পারলে এসইও এর মূল উদ্দেশ্য পূরণ করা হবে না।
এসইও কত প্রকার ও কি কি?
এসইও আমার জানামতে ৩ প্রকার। যেমন-
- অন পেজ এসইও
- অফ পেজ এসইও
- টেকনিক্যাল এসইও
উক্ত তিনটি এসইও একটি ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন পেজ এসইও (On Page seo)
অন পেজ এইও যে কোন ওয়েবসাইট এর আর্টিকেল এর সাথে সরাসরি ভাবে যুক্ত থাকে। যে কোন ওয়েবসাইট এর প্রতিটি আর্টিকেল এবং পেজে আলাদা ভাবে অপ পেজ এসইও করতে হয়।
এই সকল এসইও এর মূল উদ্দেশ্য থাকে সার্চ ইঞ্জিন গুলোকে কোন একটি নির্দিষ্ট পেজ এর মূল টপিক সঠিক ভাবে বুঝিয়ে দেওয়া সাধারণ মানুষ এর জন্য কতটা তথ্য বহুল সেটা প্রমাণ করা হয়।
অন পেজ এসইও করার মাধ্যমঃ
- কিওয়ার্ড রিসার্চ করা
- পেজ স্ট্যাকচার করা
- আর্টিকেল এর কোয়ালিটি
আপনি উক্ত কাজ গুলো ওয়েবসাইট এর জন্য করতে পারেন। তাহলেই আপনার সাইটের কনটেন্ট গুলো অন পেজ এসইও হয়ে যাবে। এবং সার্চ ইঞ্জিনে দ্রুত ভাবে রেঙ্ক করবে।
অফ পেজ এসইও কি? (Off-Page SEO)
অফ পেজ এসইও অন্য কোন ওয়েবসাইট এর সাথে নিজের ওয়েবসাইট এর সম্পর্ক তৈরি করে সার্চ ইঞ্জিন এর কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত করে দেয়।
আপনার ওয়েবসাইট অফ পেজ এসইও করার জন্য অবশ্যই আলাদা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট এর লিংক প্রচার করতে হবে। যাকে বলা হয় ব্যাকলিংক।
অফ পেজ হিসেব আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে এসইও করতে পারবেন। যেমন- ফেসবুক এবং ফেসবুক পেজ তৈরি করে। সেখানে আপনার ওয়েবসাইট আর্টিকেল লিংক প্রকাশ করে এসইও করতে পারবনে।
অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও সম্পর্কে এই ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করা আছে। আপনি চাইলে আর্টিকেল গুলো পড়ে নিতে পারবেন। তাহলে সঠিক তথ্য গুলো পেয়ে যাবেন।
টেকনিক্যাল এসইও কি? (Technical SEO)
আপনার যে কোন ওয়েবসাইট এর আর্টিকেল বাদ দিয়ে বাকি সকল প্রাথমিক ব্যপার গুলোকে সার্চ ইঞ্জিন এর শর্ত অনুসারে সাজিয়ে তুলাকে টেকনিক্যাল এসইও বলে।
একটি ওয়েবসাইট এর সম্পূর্ণ গঠনকে কাস্টমাইজ করে যে কোন সার্চ ইঞ্জিন ও ভিজিটর দের কাছে গ্রহণ যোগ্য ও আকর্ষণীয় করা হলেঅ টেকনিক্যঅল এসইও।
টেকনিক্যাল এসইও এর মূল উদ্দেশ গুলো হলোঃ
- পেজ লোডিং স্পীড করা
- মোবাইল ফ্রেন্ডলি করা
- সাইট ম্যাপ এন্ড রোবট টেক্সট ফাইল আপলোড করা
- এসএসএল সার্টিফিকেট নেওয়া
এ ছাড়া আরো Fixed Broken লিঙ্ক Craw ত্রুটি মুক্ত করার ইউআরএল স্ট্রাকচার, স্ট্রাকচার্ড ডেটা, ক্যানোলিকাল ট্যাগ ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে টেকনিক্যাল এসইও কাজ করে থাকে।
কিভাবে এসইও শিখবেন?
সম্পূর্ণ ভাবে এসইও শিখার অনেক মাধ্যম আছে। অনলাইন ও অফলাইনে আপনি ইংরেজির পাশাপাশি বাংলাতেও এসইও করার বিভিন্ন ধরণের ফ্রি ও পেইড কোর্স পেয়ে যাবেন।
কিন্তু আমি দেখেছি এই সকল কোর্স বেশির ভাগ পুরোনো ও আপডেট করা হয় না। সার্চ ইঞ্জিন গুলোর অ্যালগরিদম এর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগুনোর সুযোগ না থাকলেও এ সকল কোর্সে ভর্তি হওয়া আসলে সময় নষ্ট।
তাই আপনি এসইও শেখার আগে দেখে নিবেন যে, পেইড কোর্স গুলো আসলে কেমন। যদি ভালো মনে হয় তাহলে আপনি ভর্তি হয়ে যাবেন। এসইও শেখার জন্য।
আপনি যদি ইংরেজি ভাষা ভালো জানেন তাহলে ফ্রি ও পেইড। দুই ভাবেই প্রচুর কোর্স পয়ে যাবেন। এক্ষেত্রে ফ্রিতে আপনি MoZ এর ফ্রি বেসিক কোর্স নতুন হিসেবে করতে পারেন।
এসইও শেখার কিছু জনপ্রিয় কোর্সের তালিকাঃ
- On-Page and Technical SEO Course (SEMRUSH)
- SEO Training Course Powered by MoZ (U demy)
- Free Special SEO Course (Click Minded)
বর্তমান সময়ে বাংলা ভাষায় এসইও শিখার ফ্রিতে কোর্স অনেক কম পাওয়া যায়। পেইড এর মধ্যে অনেক এসইও কোর্স আছে আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন।
আরো দেখুনঃ
- অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়
- অন পেজ এসইও কি ? কিভাবে অন পেজ এসইও করতে হয় ?
- ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক করবেন? বিস্তারিত আলোচনা
শেষ কথাঃ
বর্তমান সময়ে মার্কেটে এমন ফ্রিল্যান্সার আছে। যারা শুধু মাত্র এসইও এর উপর ভিত্তি করে জ্ঞান কাজে লাগিয়ে অন্যদের সেবা দিয়ে যাচ্ছে। এবং সেখান থেকে হাজার হাজার টাকা আয় করছে।
আপনিও যদি একজন এসইও এক্সপার্ট হতে পারেন তাহলে টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না। টাকাই আপনার পেছন পেছন ছুটবে।
আমাদের এই আর্টিকেলে আপনাদের জানানোর চেষ্টা করেছি এসইও কি? এবং এসইও কিভাবে কোথায় কোন এসইও গুলো শিখবেন।
আমাদের লেখা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।