ইনস্টাগ্রাম কি | ইনস্টাগ্রাম থেকে আয় করার ৬ টি উপায়!

ইনস্টাগ্রাম কি? ইনস্টাগ্রাম থেকে আয় করার ৬ টি উপায়! ফেসবুকের মত আরেকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। তবে ২০১২ সালে ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নেয়। আর তারপর থেকেই বাড়তে থাকে এর জনপ্রিয়তা।

অনেকেই জানতে চায়, instagram কি? ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় গুলো কি কি? আদৌ কি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের মত instagram থেকে আয় করা সম্ভব হয়? তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আর্টিকেল

আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব, ইনস্টাগ্রাম থেকে আয় করার এমন কিছু পদ্ধতি সম্পর্কে, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ইনকাম করতে সক্ষম হবেন হিউজ পরিমাণ টাকা। 

তাই যারা জানেন না, instagram কেন ব্যবহার করতে হয়? আর কিভাবে ব্যবহার করতে হয়? সেই সাথে instagram ব্যবহারের নিয়ম গুলো কি কি? তারা আমাদের আজকের এই আর্টিকেলটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। 

ইন্টাগ্রাম থেকে আয় করার উপায়
ইন্টাগ্রাম থেকে আয় করার উপায়

Instagram কি | ইনস্টাগ্রাম মানে কি?

ইনস্টাগ্রাম শব্দটি এসেছে, ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম এই দুটি শব্দ থেকে। এটি এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে বিনামূল্যে অনলাইন ফটো শেয়ারিং এপ্লিকেশন এর সুযোগ রয়েছে। এখানে আপনি মূলত ছবির পাশাপাশি শর্ট ভিডিও এবং আপনার লেখা পোস্ট করে শেয়ার করতে পারবেন। 

অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নন। তাই কিছু কিছু মানুষের ধারণা, সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুক আর youtube কে বোঝায়। আবার অনেকের এমন ধারণা সোশ্যাল মিডিয়া বলতে বোঝানো হয়ে থাকে, বিনোদনের একটা মাধ্যমকে। কিন্তু এখান থেকেও যে ইনকাম করা সম্ভব–সেটা জানলে অবাক হয় অনেকেই। 

আর সম্প্রতি পৃথিবীর সবাই বোধহয় জেনে গেছে, ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে— ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যম কে অবলম্বন করে। আবার এরই মাঝে ইনস্টাগ্রাম থেকেও একই ভাবে ইনকাম করা সম্ভব হচ্ছে।

সহজ কথায়, ইনস্টাগ্রাম হল একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট যেখানে আপনি আপনার যেকোনো পিকচার বা ভিডিও আপলোড করতে পারবেন, পাশাপাশি আপনার ফ্যান ফলোয়ার বাড়িয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। 

কেন ইনস্টাগ্রাম ব্যবহার করবেন | ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবেন কেন?

অনেকেই বলতে পারেন, instagram থেকে টাকা ইনকাম করাটা কিছুটা কষ্টকর। তাহলে ফেসবুক, ইউটিউব, গুগল থাককে আমরা কেন instagram থেকে টাকা ইনকামের কথা চিন্তা করব? অথবা কেনই বা ব্যবহার করব ইন্সটাগ্রাম!

যাদের মনে এমন প্রশ্ন তাদেরকে বলছি, বর্তমানে তো অনেক ভাবে ইনকাম করা যাচ্ছে অনলাইন থেকে। আর এখন ফেসবুক থেকে ইনকাম করা মানুষের অভাব নেই।

শুধু facebook কেন, youtube, google সবখানেই রয়েছে বিপুল পরিমাণ কম্পিটিটর। কিন্তু ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত লোকজনের আবির্ভাব খুবই কম। তাই আপনি কিছুটা কষ্ট করলে অনেক ভাল বেনিফিট পাবেন। 

তাছাড়াও আপনি যদি instagram সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারেন তাহলে এমনিতেও বুঝতে পারবেন আমি বা আপনি, আমরা কেন instagram ব্যবহার করব? আর কেনই বা অনেক অনেক টাকা ইনকামের জন্য ইনস্টাগ্রাম একটি আদর্শ প্লাটফর্ম। চলুন এ পর্যায়ে জেনে নেই instagram ব্যবহার করার কারণ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত।

  • বিশ্বব্যাপী ২৫ মিলিয়নের বেশি মানুষ instagram এ বিজনেস প্রোফাইল অ্যাড করেছে। 
  • ইতোমধ্যে ২ মিলিয়ন এর বেশি বিজ্ঞাপন দাতা আছে যারা তাদের গল্প শেয়ার করছে ইনস্টাগ্রামে।
  • ইনস্টাগ্রাম এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে ৬০ শতাংশ মানুষ তাদের প্রয়োজনীয় নতুন পণ্য খুঁজে পায়।
  • বর্তমানে ইনস্টাগ্রামে ভিডিও দেখার সংখ্যা বেড়েছে প্রায় ৮০ ভাগ।
  • প্রতিদিন ৫০০ মিলিয়নের বেশি একাউন্ট হচ্ছে ইনস্টাগ্রামে।
  • সারা বিশ্ব থেকে প্রতিমাসে এক বিলিয়নের বেশি অ্যাকাউন্ট একটিভ হয় ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে।
  • তিন ভাগের প্রায় একভাগ ব্যবহারকারীর বিজনেস স্টোরি দেখে তাদের instagram একাউন্ট-এ। 
  • সেই সাথে ২০০ মিলিয়নের বেশি instagram ব্যবহার করি প্রতিদিন অন্তত একটা বিজনেস প্রোফাইল ভিজিট করে সেখানে। 

আশা করি, এই কয়েকটি তথ্য উপাত্ত জানতে পেরে আপনি বুঝতেই পারছেন বর্তমানে instagram এর ডিমান্ড আসলে কতটুকু।

তাই যারা মনে মনে এটা ভেবে থাকেন, instagram কেন ব্যবহার করব? আর ইনস্টাগ্রাম আয় করার একটি আদর্শ মাধ্যম কেন?  তাদেরকে আর নতুন করে বলার দরকার পড়বে না। তাহলে চলুন এবার জেনে নেই instagram থেকে আয় করার কথা চিন্তা করলে আপনার কাছে কি কি সরঞ্জাম থাকতে হবে?.

ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য কি কি প্রয়োজন?.

ইতোমধ্যে আমরা জানলাম instagram কি এবং instagram ব্যবহার করে কেন আমরা টাকা ইনকাম করব? আশা করি পরিষ্কার ধারণা পেয়েছেন আমাদের এইটুকু আলোচনায়।

আর তাই অনেকে এটা সিদ্ধান্ত নিয়েছেন এবার কাজের জন্য ব্যবহার করবেন ইন্সটাগ্রাম। তাই স্বাভাবিকভাবে অনেকের মনে এই প্রশ্ন এসেছে, ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য কি কি প্রয়োজন হবে?

হ্যাঁ, আপনার এই প্রশ্নটি একদম যুক্তিসঙ্গত। কারন আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে কয়েকটি জিনিস থাকতে হবে। সেগুলো হচ্ছে,

  • একটি স্মার্টফোন
  • ভালো একটা ডিভাইস/ল্যাপটপ/কম্পিউটার
  • ভালো নেটওয়ার্ক সংযোগ
  • পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট
  • সেই সাথে সৃজনশীলতার ও কাজ করার মন-মানসিকতার। 

আপনার কাছে মূলত এই কয়েকটি জিনিস থাকলে আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং মাস শেষে ইনকাম করতে পারবেন হিউজ পরিমান টাকা। এবার চলুন জেনে নেই ইনস্টাগ্রাম থেকে আয় করার বাছাইকৃত কয়েকটি উপায় সম্পর্কে।

 

ভিন্ন ভিন্ন উপায়ে ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায়

আপনি যদি instagram এ নিজের একটা প্রফেশনাল প্রোফাইল খুলতে পারেন এবং নিয়মিত একটিভ থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনি পরিচিতি লাভ করবেন। আর আপনার ফ্যান ফলোয়ার যখন বৃদ্ধি পাবে তখন আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। আপনি মূলত,

  • ইনস্টাগ্রামে– এ ইনফ্লুয়েন্স এর হিসেবে আয় করতে পারবেন।
  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনস্টাগ্রামে আয় করতে পারবেন।
  • Instagram এ নিজের পণ্য বিক্রি করে আয় করতে পারবেন।
  • ড্রপ শিপিং করে আয় করতে পারবেন।
  • নতুনদের সাহায্য করে ইনস্টাগ্রামে আয় করতে পারবেন।
  • বিভিন্ন ক্যাপশন বিক্রি করে আয় করতে পারবেন।
  • নানা ধরনের অ্যানিমেশন ভিডিও এবং ছবি বিক্রি করে আয় করতে পারবেন।
  • সেই সাথে আপনার যদি জনপ্রিয় প্রোফাইল থেকে থাকে তাহলে সেইসব জনপ্রিয় প্রোফাইল বিক্রি করে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করতে পারবেন। 

তবে এই কয়েকটি উপায়ই যথেষ্ট নয়। এগুলো ছাড়াও এমন কয়েকটি পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অনেক সহজেই মাস শেষে এক থেকে দুই হাজার ডলার টাকা ইনকাম করতে পারবেন। সেই উপায় গুলো হলো-

Read More: ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ( ফ্রিল্যান্সিং প্রশ্নের উত্তর )

ইনস্টাগ্রামে স্পন্সর পোস্ট থেকে আয় 

আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে স্পনসর পোষ্ট সম্পর্কে জেনে থাকবেন। কারণ ফেসবুক + ইউটিউবে আমরা যেকোনো ভিডিও প্লে করলে কিছুক্ষণ পরেই বিভিন্ন স্পন্সর অ্যাড দেখতে পাই। আর এগুলো মূলত অর্থের বিনিময়ে অন্য কোম্পানির প্রোডাক্ট প্রমোট করাকে বোঝায়।

তাই আপনার যদি একটা ইনস্টাগ্রাম একাউন্ট থাকে এবং আপনার ফ্যান ফলোয়ার এর সংখ্যা অনেক বেশি থাকে তাহলে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট প্রমোট করিয়ে অর্থাৎ স্পন্সর পোস্ট করে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। 

কারণ সেই সকল কোম্পানি আপনাকে বেশ ভালো প্রোফিট দেবে, যদি আপনি তাদের পণ্য বা সেবা স্পন্সর পোস্ট এর মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারেন। মানে কোম্পানির প্রোডাক্টের রিচ বৃদ্ধি পায়। 

নিজের ছবি বিক্রি করে instagram থেকে আয়

মোবাইল দিয়ে তোলা ছবি ও অনলাইনে বিক্রি করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করা এখন অনেকটাই সহজ, এটা বলতে গেলে আমরা সবাই জানি। আর যেহেতু ইনস্টাগ্রাম ছবি শেয়ারিং একটি প্ল্যাটফর্ম সেহেতু এটি আপনার তোলা ছবি বিক্রি করতে অন্যতম ভূমিকা রাখবে এটা স্বাভাবিক।

কারণ এখানে রয়েছে, shutterstock, এডোবি স্টক, ড্রিমস্টাইম সহ বিভিন্ন স্টক ফটোগ্রাফি সাইট। যেখানে ছবি বিক্রি করা অনেক সহজ এবং প্রাইস হাই। সুতরাং বুঝতেই পারছেন instagram ব্যবহার করে খুব কম সময়ে শুধুমাত্র ছবি বিক্রি করেও আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। 

Read More: সেরা 10 টি অনলাইনে ইনকাম করার উপায়

IGTV ভিডিও মনিটাইজেশন

আপনারা নিশ্চয়ই instagram এ আইজিটিভির নামটি শুনে থাকবেন। Facebook বা youtube এর মতো এখানেও আপনি আপনার ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন টাকা। যদিও বা মনিটাইজেশন সিস্টেমটি এখনো পর্যন্ত চালু হয়নি তবে প্রক্রিয়াধীন রয়েছে।

তবে শেষ আপডেট অনুযায়ী যতদূর জানা যাচ্ছে, এই মনিটাইজেশন প্রক্রিয়াটি চালু হলে খুব সহজেই এই মাধ্যমেও ইনকাম করা সম্ভব হবে। 

সেই সাথে প্রিন্ট অন ডিমান্ড এর কাজ করেও আপনি ইনস্টাগ্রামে ইনকাম করতে পারেন। কারণ দিন যত যাচ্ছে প্রিন্ট অন ডিমান্ড জনপ্রিয় হচ্ছে। যেমন টি-শার্ট, বিজনেস, জুয়েলারি বিজনেস ইত্যাদি ইত্যাদি। আপনি মূলত নিজের ডিজাইনগুলো instagram এ প্রচার করে ভালো পরিমান ইনকাম করতে পারবেন। 

আর তাই আপনি এখন কোন উপায় অবলম্বন করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার আগ্রহ এবং ইচ্ছাশক্তির ওপর। কারণ স্কিল না থাকলে কখনোই কোন কাজে সফল হওয়া যায় না।

তাই অনলাইন সেক্টরে আপনি যে কাজ করতেই আসুন না কেন অবশ্যই আপনাকে সেই সম্পর্কে রিসার্চ করতে হবে,জানতে হবে সে সম্পর্কে। তাহলে আপনি খুব সহজেই আপনার চেষ্টা, দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাগ্যের জোরে ইনস্টাগ্রাম থেকেই মাসে ইনকাম করতে পারবেন এক থেকে দুই হাজার ডলারেরও বেশি টাকা। 

Instagram এর মূল উদ্দেশ্য কি?

তো পাঠক বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত instagram থেকে কিভাবে আয় করতে হয় এ সম্পর্কে জানলাম। মাধ্যমগুলোর মধ্যে থেকে আপনি যে কোন একটি বাছাই করে আপনার কার্যক্রম প্রক্রিয়া শুরু করুন। এবার চলুন আলোচনার শেষ পর্যায়ে জেনে নেই instagram এর মূল উদ্দেশ্য কি? 

Instagram এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে অন্যদের সাথে সংযোগ করে রাখতে সক্ষম। আপনার ফটো-ভিডিও শেয়ার করতে সক্ষম এবং আপনি শুধুমাত্র আপনার এলাকার, আপনার রাজ্য বা আপনার দেশের সাথে না— আপনি বাইরের দেশের সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন ইনস্টাগ্রাম এর সাহায্যে। 

এর অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে, আপনি কোন কিছুর শেয়ার করছেন আর তার ফলে আপনার ফলোয়ার্স বেশি হচ্ছে এবং এক পর্যায়ে যদি আপনার একাউন্টে ফলোয়ারসের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তাহলে আপনি পৌঁছে যেতে পারেন এ দেশ থেকে ও দেশের বহু প্রান্তে প্রান্তে।

আপনার নিজের ব্যক্তিত্ব, নিজের পরিচিতি এবং নিজের ট্যালেন্ট কে প্রকাশ করার জন্য একটি আদর্শ প্লাটফর্ম এটি।

নিজেকে প্রকাশ করার জন্য এক্ষেত্রে আপনার প্রয়োজন পড়ছে না কোন অর্থের, এমনকি টেলিভিশন, রেডিও কিংবা অন্য কোন সোর্স এর।

কাজেই আপনি কারো সাহায্য না নিয়ে শুধুমাত্র ইউটিউব ফেসবুকের সহযোগিতায় খুব সহজেই ঘরবন্দী হয়ে বসে থেকেও নিজেকে একজন জনপ্রিয় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে বিশ্বের বুকে উপস্থাপন করতে পারেন। আর এতে করে শুধু পরিচিতি নয় ইনকাম করতে পারেন বিপুল পরিমাণ টাকা। 

পরিশেষে

তাহলে আজকের আর্টিকেলটি আমরা এখানেই শেষ করছি। তো অবশ্যই কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে তা জানাবেন। সেই সাথে আমাদের আর্টিকেলটি থেকে আপনার জন্য এতোটুকু উপকৃত হন তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন।

নিয়মিত এমন তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ পোস্ট সবার আগে পেতে আমাদের মায়াজাল ডট নেট ওয়েবসাইটের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি আবারো নতুন টপিকের নতুন আলোচনার পর্বে আপনাদের সাথে কথা হবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top