ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ]   

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক মার্কেটিং করার জন্য জনপ্রিয় উপায় হলো ফেসবুক পেজ। তাই আমরা যারা, এখনকার সময়ে ফেসবুক ব্যবহার করি তারা সকলেই ফেসবুক পেজ এর বিষয়ে জানি।

তাই এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানাব ফেসবুক পেজ খোলার নিয়ম সমূহ।

আপনি যদি সঠিক ভাবে ফেসবুক পেজ খুলতে চান তাহলে আমাদের লেখা গুলো শেষ পর্যন্ত অনুসরণ করুন।

ফেসবুক পেজ কি?

ফেসুক পেজ হচ্ছে পাবলিক প্রোফাইল। যা বিশেষ করে ব্যবসা, ব্র্যান্ড ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়।

ফেসবুক পেজ এর মাধ্যমে কোন ভাবে ফ্রেন্ড হওয়া যায় না, মানে অপশন নেই। শুধু মাত্র লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করার অপশন আছে ফেসবুক পেজে।

ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ]   
ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ]

ফেসবুক পেজ কেন খুলবেন?

আপনি ফেসবুক পেজ কেন খুলবেন- এ বিষয়ে জানতে লেখা গুলো পড়ুন। আমরা ফেসবুক একাউন্ট ব্যবহার করি, কিন্তু ফেসবুকে কত গুলো ফ্রেন্ড যুক্ত করা যায় তার একটি লিমিটেশন আছে।

এছাড়া আরো অনেক কারণে একটি ফেসবুক আইডি থেকে অনেক সংখ্যক মানুষ এর সাথে যুক্ত থাকা যায় না।

এক্ষেত্রে ফেসবুক পেজ থেকে আনলিমিটিড মানুষ এর সাথে যুক্ত থাকা যায়। ফেসবুক পেজ কোন ব্যক্তি খুলে ব্যবসার জন্য, ব্লগিং বা ইউটিউব ভিডিও জনপ্রিয় করার জন্য পেজ খোলা হয়।

বর্তমান সময়ে ছোট থেকে বড় যে কোন ব্যবসা করার জন্য একটি ফেসবুক পেজ অনেক প্রয়োজনীয়। আর ফেসবুক পেজ এর মাধ্যমে পেইড ক্যাম্পেইন করে অনেক সংখ্যক টার্গেট অডিয়েন্স এর কাছে পৌছে দেওয়া যায়। আপনি যদি উক্ত কথা গুলো পড়ে থাকেন তাহলে কেন পেজ খোলা হয় সেই বিষয়ে বুঝতে পারছেন।

ফেসবুক পেজ খুলতে কি কি প্রয়োজন

ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। সেগুলো নিচের অংশ থেকে জেনে নিতে পারবেন যেমন-

  • একটি কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন।
  • ভালো কোন ইন্টারনেট কানেকশন।
  • একটি ফেসবুক একাউন্ট।

আপনার কাছে এই জিনিস গুলো থাকলেই অল্প সময়ের মধ্যেই ফেসবুক পেজ খোলতে পারবেন।

ফেসবুক পেজ খোলার নিয়ম

আপনি যদি ফেসবুক পেজ তৈরি করতে চান? তাহলে আপনাকে অবশ্যই একটি ফেসবুক আইডি থাকতে হবে।

আপনার যদি ফেসবুক আইডি না থাকে তাহলে একটি ফেসবুক আইডি খুলে নিবেন। আপনার মোবাইল নম্বর বা জিমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিবেন অবশ্যই।

আগে থেকে যদি আপনার ফেসবুক আইডি থাকে তাহলে ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো স্টেপ বাই স্টেপ দেখুন।

স্টেপ-০১

প্রথমে আপনার ফেসবুক একাউন্ট লগইন করুন।

স্টেপ-০২

ফেসবুকে প্রবেশ করার পরে উপরে (+) প্লাস অপশনে ক্লিক করে পেইজ নির্বাচন করবেন।

স্টেপ-০৩

পেজ এ ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। যেখানে বাম পাশের ঘরে আপনার পেজ এর নাম, ক্যাটাগরি ও ডিসক্রিপশন লিখে দিবেন। এবং তারপরে Create Page অপশনে ক্লিক করবেন। নিচের ছবিটি দেখুনঃ

স্টেপ-৪

তারপরে যে, ইন্টারফেস আসবে। সেখানে আপনার পেজ এর প্রোফাইল, কভার ফটো আপলোড করতে হবে।

আপনি উক্ত স্টেপ গুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারলেই একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। এবং ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে।

ফেসবুক পেজের কিছু সেটিংস

আপনার ফেসবুক পেজ খোলার পরে। আপনার পেজটি প্রোমট করার  জন্যে পেজ এর লিংক প্রয়োজন হবে। আপনার পেজ এর লিংক হবে। আপনার ইজার নেম অনুযায়ী। তাই ইউজার নেম ফেসবুক পেজ এর জন্যে গুরুত্বপূর্ণ।

User name যুক্ত করার সেটিংস

ফেসবুক পেজ থেকে আপনি ইউজার নেম যুক্ত করে নিবেন, যেখানে আপনি Create@userneme দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই আপনার user নেম যুক্ত হয়ে যাবে।

বিভিন্ন Social Profile যুক্ত করা

আপন যদি ব্যবসার কাছে ফেসবুক পেজ ব্যবহার খোলেন তবে আপনার পেজটি হতে হবে প্রোফেশনাল। যাতে আপনার কাস্টমারদের আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা ফিরে পায়।

তার জন্য আপনাকে ফেসবুক পেজ এর বিভিন্ন সোশ্যাল একাউন্ট যেমন- হোয়ার্টসঅ্যাপ নম্বর গুলো যুক্ত করতে হবে, ওয়েব সাইট থাকলে লিংক যুক্ত করতে হবে। এই সেটিংস গুলো ফেসবুক পেজ অনেক সুন্দর রুপ ধারণ করে।

এছাড়া আরো বিভিন্ন সেটিংস আছে যে গুলো সঠিক ভাবে সম্পন্ন করবেন যেমন-

  • ঠিকানা এবং মোবাইল নাম্বর যুক্ত করা,
  • ফেসবুক পেজে কন্ট্রাক ইনফরমেশন দেওয়া,
  • ফেসবুক পেজে মেসেজ বাটন যুক্ত করা,
  • ডেসক্রিপশন যুক্ত করা ইত্যাদি।

আপনি উক্ত কাজ গুলো সঠিক ভাবে করে, আপনি ছোট থেকে বড় যে কোন ব্যবসা সহজেই মানুষের কাছে প্রচার করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন।

এছাড়া আপনার ওয়েবসাইট এর লিংক শেয়ার করে প্রচুর পরিমাণের ভিজির নিতে পারবেন একদম ফ্রিতে। তাই আপনার জন্য প্রয়োজন একটি ফেসবুক পেজ।

see more:

শেষ কথাঃ

তো বন্ধুরা, এই পোস্টে আপনি জানতে পারলেন, ফেসবুক পেজ কি? ফেসবুক পেজ এর মাধ্যমে কি করা হয় এবং ফেসবুক পেজ খোলার নিয়ম।

আমাদের লেখা আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার কবেন।

ট্যাগঃ  ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ] ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ] ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ] ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ] ফেসবুক পেজ খোলার নিয়ম [স্টেপ by স্টেপ]

আমাদের সাইট থেকে ফেসবুক এর আরো বিভিন্ন টপিক সমূহ জানতে নিয়মিত ভাবে ভিজিটর করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top