গুগল এডসেন্স : আমরা জানি, বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার সব থেকে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট এবং ইউটিউব।
আর উক্ত প্লাটফর্ম থেকে আয় করার জন্য অনত্যম উপায় হলো গুগল এডসেন্স।
বর্তমানে বিশ্বে যত গুলো বিজ্ঞাপন নেটওয়ার্ক আছে। তার মধ্যে সব থেকে জনিপ্রিয় হচ্ছে গুগল এডসেন্স। এর কারণ হলেঅ গুগল এডসেন্স এর বিজ্ঞাপন গুলো User ফ্রেন্ডলি।
এছাড় অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করা থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করা অনেক জনপ্রিয় এবং আয় করার সুযোগ অনেক বেশি।
তবে গুগল এডসেন্স বিজ্ঞাপন আপনার ওয়েবসাইট বা ইউটিউবে যুক্ত করতে হলে, আপনাকে শুরুতে একটি ওয়েবসাইট বা ইউটিউব এপ্রোভ করে নিতে হবে।
মানে আপনার যদি ওয়েবসাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন যুক্ত করতে চাইলে শুরুতে আপনাকে এডসেন্স এর জন্য গুগলে এপ্লাই করতে হবে।
এপ্লাই করার পরে গুগল এডসেন্স একজন প্রতিনিধি আপনার ওয়েবসাইট বা ইউটিউব ভিজিট করবে। এবং দেখতে পারবে আপনার ওয়েবসাইট এবং ইউটিউব গুগল এডসেন্স এর শর্ত মেনেছে কি না বা সব কিছু ঠিক আছে কি না।
যদি সব কিছু মেনে থাকে তবে তারা আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স এর এডস যুক্ত করার জন্য এপ্রোভাল দিয়ে দিবে।
তবে অধিকাংশ মানুষ গুগল এডসেন্স এপ্রোভাল করতে গিয়ে হতাশা হয়ে যায় এবং এডসেন্স থেকে আয় করার চিন্তা মুছে ফেলেন।
তার কারণ হলো এডসেন্স এর শর্ত না মেনে এপ্লাই করে যার কারণে তাদের ওযেবসাইট বা ইউটিউব চ্যানেল গুলো এডসেন্স থেকে এপ্রোভ করা হয় না। এতে করে লোকদের মনে শুরু হয় হতাশা।
লোকেরা মনে করে তাদের দ্বারা মনে হয় এ কাজ হবে না। আসলে আপনি যদি গুগল এডসেন্স এর শর্ত গুলো মেনে কাজ করেন, তাহলে অল্প সময়ের মধ্যে 100% এপ্রোভাল নিতে পারবেন।
গুগল এডসেন্স পাওয়ার উপায়
গুগল এডসেন্স এপ্রোভাল পাওয়ার প্রধান ও অন্যতম শর্ত হচ্ছে- গুগল এডসেন্স টার্ম এন্ড কন্ডিশন বা সকল পলিসি মেনে চলা।
গুগল এডসেন্স মানুষের চেয়ে অনেক বেশি চালাক। অনেক লোক মনে করে একটু নিয়ম অমান্য করেলই আর কি হবে। গুগল এডসেন্স তো বুঝতে পারবেন না। কিন্তু এটি একদম ভূল ধারণা।
কারণ গুগল এডসেন্স সকল কিছু বুঝতে পারে আপনি কি কি কাজ বা শর্ত গুলো অমান্য করেছেন।
কারণ গুগল এডসেন্স তাদের শর্ত গুলো নিয়ে অনেক বেশি সচেতন। তাই ভুল করেও কোন চালাকি করা যাবেনা।
এখন আপনার প্রশ্ন হতে পারে যে, দ্রুত গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি করতে হবে। সেই উত্তর জানতে নিচের তথ্য গুলো দেখনুনঃ
Top Level ডোমেইন নিতে হবে
আপনি যদি নতুন অবস্থায় ওয়েবসাইট কাজে আসেন তাহলে আপনাকে বলে রাখি। ডোমেইন কি? আপনি যে, ওয়েবসাইট ব্যবহা করেন সেখানে .com, .org, .net ইত্যাদি ডোমেইন এক্সটেনশন ব্যবহার করেন। এই গুলোকেই ডোমেইন বলা হয়।
উক্ত ডোমেইন এক্সটেশন গুলো কিনে নিতে হয়। আপনি যদি দ্রুত গুগল এডসেন্স পেতে চান। তাহলে আপনাকে প্রথমে টপ লেভেল এর একটি ডোমেইন কিনতে হবে।
অনেকে প্রশ্ন করতে পারেন যে, ব্লগারের ফ্রি সাবডোমেইন দিয়ে কি, গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ব্লগারের ফ্রি সাবডোমেইন ব্যবহার করেও দ্রুত এডসেন্স পেয়ে যাবে।
আমিও একটি ফ্রি সাবডোমেইন দিয়ে গুগল এডসেন্স এপ্রোভ করিয়েছি। তবে ফ্রিতে ওয়েবসাইট গুগল এডসেন্স পেতে অনেক সময়ের ব্যাপার হয়।
আর যদি আপনি টপ লেভেল ডোমেইন কিনতে পারেন তাহলে অনেক দ্রুত ভাবে গুগল এডসেন্স পেয়ে যাবেন।
ওযেবসাইটে পেজ থাকতে হবে
যারা ব্লগিং এ নতুন তারা এই বিষয় বেশিরভাগ সময় মিস করে। আপনি যদি একটি ওয়েবসাইট গুগল এডসেন্স পেতে চান? তাহলে শর্ত মতে আপনাকে একটি ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ পেজ তৈরি করতে হবে যেমন- About, Contact, Privacy Policy ইত্যাদি।
আপনি উক্ত পেজ গুলো শুধু শুধু তৈরি করলেই হবে না। আপনাকে সেই সকল পেজ গুলো সম্পন্ন করতে হবে তথ্য গুলো দিয়ে। মানে আপনার পেজ গুলোতে কনটেন্ট লিখতে হবে।
ওয়েবসাইট লোডিং স্পিড ভালো থাকতে হবে
বর্তমানে যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের সাইট স্পিড স্লো হয়। স্লো হওয়ার বিভিন্ন কারণ আছে যেমন-
আপনার ওয়েব হোস্টিং যদি ভালো না হয়, ওয়েবসাইট থিম যদি কোন সমস্যা হয়, ওয়েবসাইটে বেশি বেশি প্লাগইন ইনস্টল করে রাখলে ইত্যাদি কারণে ওয়েবসাইট স্পিড কমে যায় মানে স্লো হয়ে যায়।
তাই আপনার ওয়েবসাইট এর দিকে নজর দিতে হবে সাইট এর স্পিড কেমন। যদি ভালো না হয় তাহলে গুগল এডসেন্স এপ্রুভাল হবে না।
তাই আপনি উক্ত কাজ গুলো সঠিক ভাবে করে তারপরে গুগল এডসেন্স এ এপ্লাই করবেন। দ্রুত গুগল এডসেন্স পেয়ে যাবেন।
কোন কপি আর্টিকেল ব্যবহার করবে না
আপনার ওয়েবসাইটে অন্য কোন সাইট থেকে আর্টিকেল কপি করে নিজের সাইটে আপলোড করা যাবে না। এতে করে গুগল এডসেন্স এর শর্ত ভঙ্গ হয়। এটি গুগল এর দৃষ্টিতে অবৈধ।
তাই আপনাকে কপি আর্টিকেল থেকে বিরত থাকতে হবে। আপনি নিজের মেথা দিয়ে অল্প ওয়ার্ড এর আর্টিকেল লিখে পাবলিশ করার ফলেও গুগল এডসেন্স এর অনুমোদন পাবেন।
ওয়েবসাইটে আর্টিকেল কেমন থাকতে হবে
আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুলো ৬০০-১০০০ ওয়ার্ড এর মধ্যে হতে হবে। এবং আপনার ওয়েবসাইটে কমপক্ষে ৩০-৪০ টি আর্টিকেল আপনার ওয়েবসাইটে থাকতে হবে।
আপনি যদি উক্ত শর্ত না পূরণ করেন তাহলে আপনারা গুগল এডসেন্স এ এপ্লাই করলে সেটি রিজেক্ট করে দিবে আর বলা হবে লো ভ্যালু কনটেন্ট।
তাই আপনাকে অবশ্যই কোয়ালিটি ভাবে ওয়েবসাইটে আর্টিকেল লিখতে হবে। এতে করে দ্রুত গুগল এডসেন্স পেয়ে যাবেন।
এগুলো ছাড়া আরো কিছু কাজ আছে। সেগুলো সঠিক ভাবে পূরণ করার পরে আপনাকে গুগল এডসেন্স এ আবেদন করতে হবে। আর আপনি দ্রুত ভাবে গুগল এডসেন্স পেয়ে যাবেন।
See more:
- গুগল এডসেন্স কি? কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করবেন ?
- সাইটে গুগল এডসেন্স না পাওয়া 5টি কারণ
- Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়
শেষ কথাঃ
আমাদের এই আর্টিকেল থেকে জানতে পারলেন, দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়। আপনি যদি উক্ত আর্টিকেল ভালো পড়ে থাকেন। তাহলে আপনিও অনেক দ্রুত ভাবে এডসেন্স এর অনুমোদন পেয়ে যাবেন।
আমাদের লেখা আপনার কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।