ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায়

হাই! দর্শক আজ আমি আপনাদের সাথে যে, টপিক নিয়ে আলোচনা করব সেটি হলেঅ ফেসবুক  ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায়।

বর্তমান সময়ে অধিকাংশ মানুষ আজ ফেসবুক এর মাধ্যমে বেশি সময় দিয়ে থাকে। বর্তমানে সামাজি যোগাযোগ এর মাধ্যমে গুলোর মধ্যেও উন্নত ও জনপ্রিয় হচ্ছে ফেসবুক।

তবে আমরা অনেকেই ফেসবুক এর গুরুত্বপূর্ণ ফিচার ও আয় করার মাধ্যম গুলো জানি না। তাই আমরা এখানে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার বিষয়ে জানাব।

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায়
ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায়

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি?

আপনি ফেসবুক ব্যবহার করার সময় দেখেছেন, ফেসবুক স্ক্রল করলে আমাদের সামনে অনেক নিউজ ও লিংক চলে আসে। আমরা সেই লিংক গুলোতে থাকা  নিউজ পড়তে ক্লিক করি।

তখন সেখানে নতুন একটি ব্রাউজারে সেই লিংক চালু হয়। এবং সেখানে যে, তথ্য থাকে আমরা পড়তে ও দেখতে পারি।

তবে আমরা লিংকে ক্লিক করার পরে সেটি চালু হতে একটু সময় নিয় থাকে। এটি ফেসবুক ব্যবহারকালী ফ্রেন্ডলি করার ফেসবুক এ নতুন আরও একটি ফিচার যুক্ত করে। যার নাম দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট আর্টিকেল।

ইনস্ট্যান্ট ইংরেজি শব্দ। এর অর্থ হলোঃ তাৎক্ষনিক। এখানে কোন আর্টিকেল ফেসবুক এ ইনস্ট্যান্ট আর্টিকেলে যুক্ত করে, দিলেই এই লিংকে ক্লিক করার পরে, অন্য একটি ব্রাউজারে না নিয়ে, সরাসরি ফেসবুক এ চালু করে।

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের যাত্রা শুরু?

ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ 2015 সালে বিশ্বের সব বড় বড় নিউজ মাধ্যম গুলোকে ফেসবুকে লিঙ্কের মাধ্যমে কনটেন্ট পাবলিশ করার প্রস্তাব দেন।

তার জন্য এই প্রস্তাব বিশ্বের বড় বড় নিউজ মিডিয়া গুলো যেমন- হাফিংটন পোস্ট, বিবিসি নিউওয়ার্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফি সহ আরো অনেক কোম্পানি বা ওয়েবসাইট ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল এর ব্যবসা শুরু করেন।

তারপরে 2016 সালে ফেসবুক অফিসিয়াল ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল সবার জন্য উন্মুক্ত করে দেয়, এবং জানিয়ে দেই যে, এই ফিচারটি শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্যই।

এরপর থেকেই বড় বড় নিউজ মিডিয়ার পাশাপাশি আমার আপনার মতো ব্লগার’রা ওয়েবসাইট আছে তারাও এই ফিচার যক্তি করতে পারছে। আর তাদের সাইটে বিপুল পরিমাণের ভিজিটর নিতে পারছেন একদম ফ্রিতে।

ইনস্ট্যান্ট আর্টিকেলের সুবিধা

আপনি ইনস্ট্যান্ট আর্টিকেল ব্যবহার করে যে কোন আর্টিকেল অনেক দ্রুত লোড করাতে পারবেন। একটি আর্টিকেল এবার লোড করার পরে আর দ্বিতীয় বারের মতো লোড করানোর প্রয়োজন পরে না।

ইনস্ট্যান্ট আর্টিকেল যুক্ত করার পরে আপনার ওয়েবসাইট রেঙ্কিং করার জন্য কোন সমস্যায় পড়তে হয় না।

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল ব্যবহার করে আপনার সাইটে বিনামূলে বিপুল পরিমাণের ভিজিটর নিতে পারবেন। আর ভিজিটর বাড়লে আপনার সাইট থেকে ইনকাম এর হার ও বৃদ্ধি পাবে।

ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার জন্য কি কি দরকার?

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার জন্য আপনার প্রয়োজন হবে- একটি ফেসবুক পেজ আর একটি ওয়েবসাইট।

ফেসবুক পেজ তৈরি করে সেখানে আপনার বন্ধুদের ইনভাইট করে, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার নিতে হবে।

আপনার পেজে যত বেশি মেম্বার হবে তত বেশি উন্নতি করতে পারবেন ইনস্টেন্ট আর্টিকেল লিংক দিয়ে। আপার পেজে যদি মেম্বার বা ফলোয়ার না থাকে তাহলে কেও আপনার লিংকে ক্লিক ও করবে না।

তাই আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে বেশি বেশি ফলোয়ার ইনভাইট করে ফলোয়ার বাড়ানো।

এর পরে আপনার যে, ওয়েবসাইট আছে। আর্টিকেল পাবলিশ করেছেন। সেই আর্টিকেল এর লিংক গুলো কপি করে প্রতিদিন ইনস্ট্যান্ট আর্টিকেল তৈরি করবেন। এতে করে আপনার সাইটে প্রচুর ভিজিটর প্রবেশ করবে। আপনার আয় বৃদ্ধি পাবে।

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল এর শর্ত কি?

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল ব্যবহারের কিছু শর্ত আছে। শর্ত গুলো দুই প্রকারে হয়। যেমন- কনটেন্ট পলিসি ও ফেসবুক পেজ পলিসি।

কন্টেন্ট পলিসি

ওয়েবসাইট এর আর্টিকেল গুলো কপি মুক্ত একদম 100% ইউনিক হতে হবে। আপনার ওয়বসাইট কয়েক মাসের বা বছরের পুরাতন হতে হবে। নতুন ওয়েবসাইটে আপনি ইনস্ট্যান্ট এর এপ্রুভাল পাবেন না।

আপনার ওয়েবসাইটে কোন প্রকার ইস্যু থাকা যাবে না যেমন- Multiple Broken Links, Duplicate content.

এরকম অনেক ওয়েবসাইট আছে। যেখানে একাউন্ট না থাকলে আর্টিকেল পড়া যায় না। এ ধরণের ওয়েবসাই ইনস্ট্যান্ট আর্টিকেলে এপ্রুভাল পাবেন না।

ফেসবুক পেজ পলিসি

আপনি যে, ফেসবুক পেজ ব্যবহার করবেন সেটির পুরোপুরি মালিকানা আপনার থাকতে হবে। ফেসবুক পেজ এর About অপশনে আপনার ওয়েবসাইট এর লিংক যুক্ত করে নিতে হবে।

আপনার ফেসবুক পেজ যদি নতুন হয় তাহলে ইনস্ট্যান্ট আর্টিকেল এর এপ্রুভাল পাবেন না।

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে কত টাকা আয় করা যায়

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে টাকা আয় করার প্রধান উৎস হলো বিজ্ঞাপন প্রচার করা।

বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপন প্রচার করার জন্য ফেসবুক কে যে পরিমাণের টাকা দিয়ে থাকে তার কিছু অংশ আর্টিকেল ক্রিয়েটরদের দিয়ে ফেসবুক এর তরফ থেকে দেওয়া হয়।

ফেসবুক ইনস্ট্যান্ট থেকে আয় করার কোন লিমিট নেই। কারণ এখানে আপনি এমনও দিন যাবে যে, 100 ডলার এক দিনেই আয় করতে পারবেন। আবার কোন দিন দেখা যাবে 10 ডলারও আয় হয়নি।

বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে লোকেরা প্রতিমাসে 20 থকে 50 হাজার টাকা আয় করে যাচ্ছে।

See more:

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজকের আর্টিকেল পড়ে জানতে পারলেন ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? কিভাবে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করা যায়।

আমাদের লেখা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই লেখা আপনার বন্ধুদের জানাতে শেয়ার করুন।

ট্যাগঃ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায় ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায় ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায়  ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায় ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আয় করার উপায়

আমাদের সাইটে ফেসবুক থেকে আয় করার আরও উপায় জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top