ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়   

বর্তমান সময়ে ওয়েবসাইটের সাথে আমরা অনেকেই পরিচিত। এই সময়ে মানুষ যে কোন ছোট বড় ব্যবসা দাড় করানোর লক্ষ্যে বা অনলাইন আয় এর জন্য ও লেখালেখি করার জন্য ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে।

আমাদের জানামতে একটি ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে যে, জিনিসটি প্রয়োজন পড়ে সেটি হলো ডোমেইন।

এক্ষেত্রে অনেক লোক আছে যারা জানে না যে, ডোমেইন কি? আবার অনেক লোক আছে, ডোমেইন কি এ বিষয়ে জানে কিন্তু ঠিক ডোমেইন নেম নির্বাচন করতে পারে না।

তাই আজ এই আর্টিকেল এর মাধ্যেম আপনাদের জানাব, ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়।

আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান? তবে নিচে দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে অনুসরণ করে শেষ পর্যন্ত পড়ুন।

ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়   
ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়

ডোমেইন কি?

ডোমেইন হচ্ছে- ওয়েবসাইট এর একটি ঠিকানা। আপনি পুরোপুরি ইন্টারনেটকে একটি বিশ্ব চিন্তা মনে করুন।

এই বিশ্বটি তৈরি করা হয়েছে অনেক গুলো ওয়েবসাইট এর সমন্বয়ে। সকল ওয়েবসাট এর নিজস্ব একটি ঠিকানা আছে। সেই ঠিকানা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেতে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

মনে করুনঃ আপনি যদি গুগলে প্রবেশ করেন তাহলে আপনাকে লিখতে হবে- google.com এই নামটিই হলো গুগল এর ঠিকানা। এটিকে অনলাইন/ইন্টারনেট এর ভাষায় বলা হয় ডোমেইন।

একটি ডোমেইন দুটি জিনিস নিয়ে তৈরি হয়

আপনাদের বুঝানোর জন্য বলছি, google.com এখানে গুগল হলো একটি নাম আর .com হলো এক্সটেনশন। আপনিও আপনার কোম্পানি বা আপনার ওয়েবসাইট এর নাম অনুযায়ী একটি ডোমেইন কিনতে পারবেন। আমাদের ওয়েবসাইট ডোমেইন এর মতো যেমন- tipsdao.com

বর্তমান সময়ে ডোমেইন এর অনেক প্রকার এক্সটেনশন আচে। আপনি কোন ধরণের এক্সটেনশন কিনবেন আপনার সাইট এর জন্য তা এই আর্টিকেল পড়লেই জানতে পানতে পারবেন।

সঠিক ডোমেইন নেম নির্বাচন

ডোমেইন কি? এ সম্পর্কে আপনি যদি বুঝে থাকেন। তাহলে আপনি জানতে পারছেন যে, একটি ওয়েবসাইট এর জন্য ডোমেইন কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এত বড় একটি ইন্টারনেট দুনিয়ায় আপনার ডোমেইন হচ্ছে- আপনার ওয়েবসাইট এর একটি পরিচয়।

আপনি যদি এই ডোমেইন নির্বাচন করা ভুল করেন তবে তার প্রভাব আপনার ওয়েবসাইট এর মধ্যে পড়বে।

আপনি যদি কোন উল্লাপাল্টা ডোমেইন নির্বাচন করে ফেলেন তাহলে তা পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না।

তাই বুঝতেই পারছেন, ডোমেইন নেম নির্বাচন কোন সাধারণ একটি ব্যাপার নয়। এটির জন্যও আপনাকে কিছূ নির্দিষ্ট নিয়ম অনুসণ করতে হবে যেমন-

নতুন ডোমেইন কি?

নতুন ডোমেইন বলতে সেই সকল ডোমেইন কে বুঝায়। যে গুলো আগে কোন ওয়েবসাইটে ব্যবহার করা হয় নাই।

ডোমেইন নির্বাচন করার সময় নতুন ডোমেইন নির্বাচন করা ভালো তবে সব সময় এমন ডোমেইন পাওয়া যায় না, যা আপনার পছন্দ।

সেটি হয়তো আগেই অন্য কোন ওয়েবসাইটে ব্যবহা করা হয়েছে। তাই আপনাকে এক্সপেয়ার্ড ডোমেইন কিনতে হয়।

নতুন ডোমেইন নির্বাচন করার নিয়ম

আপনি যদি নতুন ডোমেইন ওয়েবসাইটে ব্যবহার করতে চান? সেক্ষেত্রে টপ লেভেলে থাকা ডোমেইন গুলো ব্যবহার করুন।

আপনি উক্ত আলোচনায় ডোমেইন এক্সটেনশন এর বিষয়ে বুঝতে পারছেন। বিশ্বের অনেক ধরণের ডোমেইন এক্সটেনশন আছে যেমন-

  • .com
  • .org.
  • .net
  • .info

এই সকল ডোমেইন গুলোতে টপ লেভেল ডোমেইন বলা হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে, কোন ডোমেইন নির্বাচন করবেন।

হ্যা বন্ধুরা, ভালোর মধ্যে কিন্তু আরো ভালো আছে। সেই বিষয়ে আমরা আপনাকে জানাব। বর্তমান সময়ে টপ লেভেল ডোমেইন হিসেবে লোকেরা বেশিরভাগ সময়ে ডট কম ডোমেইন এক্সেটেনশন ব্যবহার করে।

.com এর পূর্ণ রুপ হলোঃ Commercial. বর্তমান সময়ে যে সকল ওয়েবসাইট ব্যবসার কাজে ব্যবহার করা হয় সেগুলো জন্য এই ডট কম ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।

.org এর পূর্ণ রুপ হলোঃ organisation. যে সকল ওয়েবসাইট কোন প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হয়, তখন এই ডোমেইন এক্সটেনশন নিয়ে কাজ করা হয়।

.gov : নাম দেখেই বুঝতে পারছেন যে, এখানে সরকারি, সরকারি ভাব আছে। তাই এই এক্সটেনশন সরাসরি ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

.net এর পূর্ণ রুপ হলোঃ network. এই ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয় নেটওয়ার্ক অর্গানাইজেনশন এর সাথে জরিত ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য।

.info এর পূর্ণ রুপ হলোঃ information. যে সকল ওয়েবসাইটে বিভিন্ন ধরণের তথ্য এক সাথে শেয়ার করা হয়। সেই সকল ওয়েবসাইটের জন্য এই ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।

এই হলো- টপ লেভেল ডোমেইন এক্সটেনশন গুলোর তালিকা। আপনি যে বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন সেটি এখান দেখে বেছে নিতে পারেন।

আপনি যদি ব্লগিং করার জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে .info, .net বা .com এক্সটেনশন ব্যবহার করা অনেক ভালো হবে।

আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোন টপ লেভেল ডোমেইন এক্সটেনশ নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন কোন সমস্যা হবে না।

কান্ট্রি কোড ডোমেইন এক্সটেনশন ব্যবহার করুন

আমরা উক্ত আলোচনায় ডোমেইন নিয়ে আলোচনা করেছি। বর্তমান সময়ে এমন অনেক ডোমেইন আমরা দেখে থাকি

সেগুলোতে এক্সটেনশন এর সাথে কান্ট্রি কোড ব্যবহার করা হয়। এই সকল ডোমেইনকে CCTLD টপ লেভেল কান্ট্রি কোড ডোমেইন বলা হয়।

মনে করুনঃ আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন বাংলাদেশের মানুষদের তথ্য দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে টার্গেটে অডিয়েন্স লোকেশন দিতে হবে বাংলাদেশ।

তখন আপনি .com.bd ডোমেইন এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। আমার পরিচিত বাংলাদেশি ওয়েবসাইট কান্ট্রি কোড ডোমেইন দিয়ে নির্মিতঃ jit.com.bd.

আপনি যদি ইন্ডিয়ার অডিয়েন্স দের জন্য ওয়েবসাইট তৈরি করতে চান? সেক্ষেত্রে .in এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।

আমরা এখানে আাপনার সুবিধার জন্য কিছু কান্ট্রি কোড দেখাবো যেমন-

  • .com.bd = Bangladesh
  • .in = india
  • .fr = france
  • .us = United States

এরকম অনেক দেশের কান্ট্রি কোড ডোমেইন এক্সটেনশন আছে। আপনি যে দেশের এক্সটেশন ব্যবহার করতে চান তাই পারবেন।

ডোমেইন নিম নির্বাচন করার টিপস

  • key word এর সাথে মিল রেখে ডোমেইন নিবেন না?
  • ছোট ও কম অক্ষরের ডোমেইন নেম নির্বাচন করুন।
  • সহজ ও আর্কষণীয় ডোমেইন নির্বাচন করুন।
  • হাইফেন যুক্ত ডোমেইন ব্যবহার করবেন না?
  • সব থেকে ইউনিক ডোমেইন নেম নির্বাচন করুন।
  • ডোমেইন ক্রয় করার সঠিক কোম্পানি নির্বাচন করুন।

আপনি যদি উক্ত টিপস গুলো অনুসরণ করে একটি ডোমেইন কিনতে পারেন তাহলে অনেক সুন্দর করে ওয়েবসাইট মানুষের কাছে পরিচিত করতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজকের এই আর্টিকেল থেকে জানতে পারলেনঃ ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়।

আপনি ওয়েবসাইট তৈরি করা জন্য নতুন ও এক্সপায়ার্ড ডোমেইন উভয়ই ব্যবহার করতে পারবেন। তবে নতুন অবস্থায় আপনি একটি নতুন ডোমেইন নিয়েই ওয়েবসাইট তৈরি করুন।

ট্যাগঃ ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায় ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায় ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায় ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায় ডোমেইন কি? কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়

আমাদের লেখা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন পোস্ট পড়তে নিয়মিত এই টিপস দাও সাইটে নজর রাখুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top