ব্লগিং এ কিওয়ার্ড রিসার্চ করা কেন জরুরী ? (ব্লগিং টিপস)

ব্লগিং-এর কিওয়ার্ড রিসার্চ কেন জরুরি : আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার ব্লগে, বিভিন্ন ধরনের আর্টিকেল লিখেন। আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগ থেকে টাকা আয় করা।

কিন্তু আমাদের মধ্যে এমন অনেক নতুন ব্লগার রয়েছে। যারা তাদের ওয়েবসাইটে বা ব্লগে যে আর্টিকেল গুলো লেখা থাকে সেগুলো কোন কিওয়ার্ড এর মধ্যে পড়ে না।

ফলে তারা কিছুদিন ব্লগিং করার পর, ব্লগিং করা ছেড়ে দেয়। কারণ তাদের আর্টিকেল গুলো গুগলে ইনডেক্স হয়না এবং র‌্যাংকিং ও করেনা।

তাই আপনি যদি ব্লগিং করে সফল হতে চান। অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাই আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো।

ব্লগিং এ কিওয়ার্ড রিসার্চ করা কেন জরুরী ? (ব্লগিং টিপস)
ব্লগিং এ কিওয়ার্ড রিসার্চ করা কেন জরুরী ? (ব্লগিং টিপস)

ব্লগিংয়ে কিওয়ার্ড রিসার্চ কেন জরুরী? আর কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন।

আমরা জানি আপনি একটি ব্লগ তৈরি করেছেন। এবং সেখানে নিয়মিত ভালো ভালো আর্টিকেল লিখেন, কিন্তু তারপরও আপনার ব্লগে ভিজিটর আসে না। তাই না।

প্রধান এবং মুখ্য কারণ হতে পারে, আর্টিকেল লেখার আগে কীওয়ার্ড রিসার্চ না করা। এবং আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন সেক্ষেত্রে সঠিকভাবে ও করেন না।

আমরা ব্লগিং করার সময় থেকে ব্লগ তৈরি করে। সেখানে আর্টিকেল লিখতে লিখতে প্রায় তিন থেকে চার বছর হয়ে গেল। শুরুতে আমরাও কিওয়ার্ড রিসার্চ এর বিষয়ে জানতাম না।

আরো দেখুনঃ

তার জন্য আমাদের মত জাদে আপনাদেরও কোন অসুবিধা না। হয় সে কথা চিন্তা করে আমি আপনাদের কিছু ব্লগিং টিপস শেয়ার করব।

আপনাদের মত 70% মানুষ জানে না কিওয়ার্ড রিসার্চ কি এবং কেন কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তাই তাদের ব্লগে লেখা আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিন থেকে, ভিজিটর আসে না।

মনে রাখবেন নিজের, ব্লগ আর্টিকেল রিসার্চ করে, বিষয়ের সাথে জড়িত সঠিক শব্দ বা বাক্য ব্যবহার করে লিখলেই সেই আর্টিকেলে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার সুযোগ ৯০% বেড়ে যায়।

এ প্রক্রিয়া ব্যবহার করে ব্লগারা সফল হতে পারছে। আমরাও তাদের মত একজন। তো চলুন আর সময় নষ্ট না করে এখন জেনে নেওয়া যাক কিওয়ার্ড রিসার্চ এর বিষয়ে বিস্তারিত তথ্য।

আপনার জন্য আরো লেখাঃ

কীওয়ার্ড রিসার্চ কি ?

কিওয়ার্ড রিসার্চ এমন একটি প্রসেস ব্যবহার করে। আমরা গুগল সার্চ ইঞ্জিনে সবথেকে বেশি শব্দ বা বাক্য কিংবা প্রশ্ন খোঁজার জন্য গবেষণা করতে পারি।

গুগল সার্চ ইঞ্জিনে মানুষ সার্চ করে এই শব্দগুলো প্রশ্নগুলো কে সার্চ ট্রাম বলা হয়। কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আমরা নিজের আর্টিকেল এর জন্য কিছু জনপ্রিয় এবং গুগলে সার্চ হওয়া সার্চ ট্রাম খুঁজে বের করতে পারি।

আমাদের কিওয়ার্ড রিসার্চ করে খুজে বের করার পর। জনপ্রিয় এবং গুগল সার্চ হওয়া সার্চ ট্রাম গুলো। আমরা নিজের আর্টিকেল কনটেন্ট যোগ করে, ব্যবহার করে, সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর এবং সার্চ ইঞ্জিনে ভাল র‌্যাংক পেতে পারি। এবং এটিই সকল ব্লগার রা করে যাচ্ছে।

কিওয়ার্ড রিসার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ। আর্টিকেল এর জন্য টার্গেট কিওয়ার্ড এর রিসার্চ না করলে ঠিকভাবে এসইও করা সম্ভব হবে না।

ব্লগ আর্টিকেল এর ব্যবহার কিভাবে করবেন। এ বিষয়ে আমরা আগেই একটি আর্টিকেল প্রকাশ করে, দিয়েছি সেটি পড়ে নিতে পারেন।

যেকোনো একটি ওয়েবসাইট বা ব্লগ কে কোন কী ওয়ার্ড এর জন্য অপটিমাইজ করার প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা।

যেগুলো কী-ওয়ার্ড কে টার্গেট করে, ব্লগ আর্টিকেল লেখা হয়, সে কিওয়ার্ডগুলো লাভজনক কিনা। সে গুলো মাসে ট্রাফিক কতটা ট্রাফিক বা ভিজিটর এবং কম্পিটিশন সব কিছু আপনার রিসার্চ করা টুলস থেকে জেনে নিতে পারবেন।

যার ফলে তাদের লেখা আর্টিকেল টপিক বা তাদের ব্যবহার করা কী-ওয়ার্ড লাভজনক কিনা। সেই কিওয়ার্ডে সার্চ ইঞ্জিনে সার্চ হয় কিনা। এবং তাদের করাকরি ওয়ার্ড এর প্রতিযোগিতা বেশি না কম। এ গুলোর ব্যাপারে সহজেই জেনে নিতে পারবেন।

মোটকথা কিওয়ার্ড রিচার্জ এর কোন জুড়ি নেই। আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। সে বিষয়ে আমরা একটি আর্টিকেল পাবলিশ করেছি। আপনারা চাইলে আমাদের আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

কীওয়ার্ড রিসার্চ এর প্রধান লাভ কি ?

সবার প্রথমে এবং জরুরী কথা কিওয়ার্ড এর রিসার্চ না করে, সঠিক এসইও করা সম্ভব না। এর কারণ আপনি যদি একটি আর্টিকেল লিখেন এবং সেখানে গুগল সার্চ থেকে ফ্রি ট্রাফিক চান।

তাহলে সার্চ ট্রামে থাকা, শুধু সেই কিওয়ার্ড গুলো আপনার আর্টিকেল সার্চ ইঞ্জিন র‌্যাংক করে। আপনার ব্লগের ট্রাফিক দিতে পারে।

এছাড়া আরো, কিছু গুরুত্বপূর্ণ লাভ কিওয়ার্ড রিসার্চ করার ফলে যেমন-

আপনি যদি সকল আর্টিকেল বা ব্লগ পোষ্ট লেখার আগে। আর্টিকেল এর সাথে জড়িত কিওয়ার্ড এবং সার্চ ট্র্রার্মস গুলোর বিষয়ে ভালোভাবে রিসার্চ করে। তারপর ব্যবহার করেন, তাহলে সার্চ ইঞ্জিন থেকে অধিক পরিমাণে ট্রাফিক পাওয়া যাবে।

যত বেশি কিওয়ার্ডের জন্য আপনার ব্লগের আর্টিকেল গুগলে র‌্যাংক করবে। আপনার ব্লগ এর ডোমেইন অথরিটি ততটা বেড়ে যাবে।

কিওয়ার্ড রিসার্চ করলে আপনারা অনেক ধরনের নতুন-নতুন আর্টিকেল আইডিয়া সহজেই পেয়ে যাবেন।

কোন কিওয়ার্ড বা সার্চ ট্রার্মসে অনেক বেশি সার্চ হয় এবং সে কিওয়ার্ড কোন জায়গায় কতটুকু সার্চ হয় সবকিছুই জানা সম্ভব।

কী-ওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আপনার ব্লগে অবশ্যই সার্চ ইঞ্জিন থেকে ফিরতে অনেক পরিমান ভিজিটর পেয়ে যাবেন।

এছাড়া, সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর গুগল এডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন।

কিওয়ার্ড রিসার্চ করার ফলে আপনারা ব্লগের আর্টিকেল গোলাপ কিছু লাভজনক সার্চ ট্রার্মস শব্দ ও বাক্য এবং প্রশ্নের জন্য টার্গেট অথবা অপটিমাইজ করতে পারবেন।

কিওয়ার্ড রিসার্চ এর ফলে, আপনারা যে, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কত? সেটি জেনে নিতে পারবেন। এবং হাই কম্পিটিশন থাকা, কিওয়ার্ড টার্গেট করে, আর্টিকেল লেখা কোনো সহজ কাজ হবে না। সে গুলোতে ট্রাফিক পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে।

আরো দেখুনঃ

এর মাধ্যমে অধিক সার্চ হওয়া এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করা যাবে। যেগুলো টার্গেট করে, আর্টিকেল লিখলে অনেক ভিজিটর পাওয়া যাবে সার্চ ইঞ্জিন থেকে।

তো বন্ধুরা আমরা আশা করি কিওয়ার্ড রিসার্চ বলতে কি বুঝায় এবং এর লাভ কি? সে বিষয়ে পূর্ণ ধারণা পেয়ে গেছেন।

এখন আপনাদের জেনে নিতে হবে, ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়।

কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন ?

কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু অনলাইন ক্যাসিও ফ্রী টুলস এবং পেইড টুল রয়েছে।  এগুলোর মাধ্যমে বেশিরভাগ পেইড টুলস যারা আপনাকে ফ্রিতে কাজ করতে দিবে না যেমন-

  • SEMrush SEO tool
  • Ahrefs.com
  • Longtailpro

উপরে দেওয়অ টুলস গুলোতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে। আর এগুলো ব্যবহার করার ফলে, আপনার ওয়েবসাইটের জন্য বাংলা এবং ইংরেজি কিওয়ার্ড সহজে খুঁজে নিতে পারবেন।

কিন্তু আপনি যদি ফ্রী টুলস ব্যবহার করে, ওয়েবসাইটের জন্য বা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ চান।

তাহলেও আপনারা সেই সুবিধা পেয়ে যাবেন। আমরা আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করার সেরা ফ্রী টুলস এর সাথে পরিচয় করে দিব।

আপনি যদি বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রী টুল ব্যবহার করতে চান তাহলে- Keyword Tool এই টুলসটি কাজে লাগাতে পারেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের আর্টিকেলে আপনাদের জানিয়ে দেয়া হলো ব্লগিংয়ে কিওয়ার্ড রিসার্চ কেন জরুরি। আপনি যদি ব্লগার হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার ব্লগের জন্য অবশ্যই, জনপ্রিয় কিওয়ার্ড গুলো ব্যবহার করে আর্টিকেল লিখতে হবে।

কিভাবেকিওয়ার্ড রিসার্চ করবেন। সে বিষয়ে আমরা ওপর আলোচনা তে একটি লিংক যুক্ত করে দিয়েছি।

আপনারা সেই লিঙ্কে ক্লিক করে বাংলা এবং ইংরেজী ব্লগের জন্য বা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

তো বন্ধুরা আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে, আমাদের ওয়েবসাইট থেকে ব্লগিং বিষয়ে আরো নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top