ইউটিউব ভিডিও সার্চের শুরুতে আনার জন্য অনেক কয়েকটি টিপস অনুসরণ করতে হয়। আপনি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেন।
কিন্তু সেগুলোতে যদি ভিউ না হয়। তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে কোন আয় হবে না।
একজন ইউটিউবার এর জন্য এর থেকে দুঃখ জনক আর কিছু নাই। অনেক ইউটিউবার মানসম্মত ভিডিও, হাই কোয়ালিটি ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করার পরেও ভিডিও সার্চের শুরুতে আনতে পারে না।
তার জন্য আজ আমাদের এই পোস্টে আপনাকে জানাব। ইউটিউব ভিডিও কে সার্চের শুরুতে আনার সুপার টিপস সম্পর্কে।
আপনি যদি সবার আগে ভিডিও গুলো সার্চের শুরুতে আনতে চান। তাহলে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
আপনি যদি উক্ত টিপস গুলো অনুসরণ করে কাজ করতে পারেন তাহলে দ্রুত সার্চের শুরুতে আনতে পারবেন আপনার যে কোন ভিডিও।
আর সবচেয়ে মজার বিষয় হলো। উক্ত টিপস গুলো কাজে লাগানোর জন্য কোন টাকা খরচ করতে হবে না। এখানে আপনার শুরু দরকার হবে পরিশ্রম করার মতো মনমানসিকতা।
শুধু মাত্র চারটি টিপস অনুসরণ করতে পারলেই, আপনার ভিডিও সার্চের শুরুতে আনতে পারবনে। তাছাড়া দ্রুত আপনার ভিডিও গুলোর ভিউ বাড়িয়ে নিতে পারবেন।
আরো দেখুনঃ
- কিভাবে মোবাইল দিয়ে অনলাইন টাকা আয় করা যায় ? (১০০% সঠিক গাইড)
- গুগল ড্রাইভ কি (Google drive) | কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন ?
চারটি টিপস আমরা আপনার সুবিধার জন্য এখানে ধাপে ধাপে আলোচনা করব। আমরা আশা করি আপনি সেই টিপস গুলো ভালো ভাবে অনুসরণ করার ফলে, আপনার ইউটিউব ভিডিও দ্রুত সার্চ এর শুরুতে নিয়ে আসতে পারবনে।
ইউটিউব ভিডিও সার্চের শুরুতে আনার টিপস
আপনি যদি ইউটিউব ভিডিও সার্চের শুরুতে আনতে চান। তাহলে আপনাকে অনেক বিষয়ের উপর নজর দিয়ে ভিডিও তৈরি করতে হবে।
আর কি কি কাজ করতে হবে, সেই বিষয়ে আমি এখানে আপনাকে ধাপে ধাপে চারটি টিপস জানিয়ে দেব।
তো চলুন সময় নষ্ট না করে, ইউটিউব ভিডিও কে সার্চের শুরুতে আনার সেরা ৪ টি সুপার টিপস সম্পর্কে জেনে নেই।
01. চাহিদা ভিত্তিক ভিডিও তৈরি করুন
ইউটিউব ভিডিও তৈরি’র প্রথম কথা হলো মানুষ এর চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করা। আপনি এমন টপিক এর উপর ভিডিও তৈরি করেন যে ভিডিও গুলোর উপর মানুষের কোন চাহিদা নেই।
আর সেই সকল ভিডিও সারা জীবন সার্চ করলেও পাওয়া যাবে না। তাই আপনাকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে।
সেটি হলো মানুষের কি পছন্দ কোন ভিডিও গুলোর উপর চাহিদা আছে। সেই সকল বিষয়ে জানতে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
কারণ ইউটিউব বলেছে যে মানুষ এর চাহিদা হলো ভিডিও র্যাংকিং এর প্রথম নিয়ামক। মানে যে, বিষয় এর উপর মানুষ এর চাহিদা বেশি। ইউটিউবে সেই ভিডিও কে সার্চের শুরুতে নিয়ে যায়।
তো চলুন জেনে নেই কি কি পদ্ধতি তে ইউটিউব ভিডিও চাহিদা নির্ধারণ করা যায়। যেমন-
- ইউটিউবে প্রতি ১০০০ ভিউতে কত টাকা পাবো ? [YouTube কত টাকা দেয়]
- ইউটিউবের নতুন নিয়ম কানুন ২০২২ | ইউটিউব কপিরাইট নিয়ম
- ইউটিউব মার্কেটিং এর বেসিক ধারণা
ভিডিও কমেন্ট
যে সকল ভিডিও তে কমেন্ট বেশি পড়ে। তখন ইউটিউব মনে করে, সেই সকল ভিডিও অনেক বেশি জনপ্রিয়।
অধিকাং সময় দেখে থাকবেন সার্চ দেওয়ার পরে যে সকল ভিডিও সার্চের শুরুতে আসে সেই সকল ভিডিও এর কমেন্ট সংখ্যা বেশি থাকে।
সাবস্ক্রাইবার
আপনার ইউটিউব ভিডিও দেখার পরে, যদি সাবস্ক্রাইব করে। তখন আপনি সোনায় সোহাগা। কারণ এর মাধ্যমে ইউটিউব বুঝতে পারে, আপনার ভিডিও অনেক চাহিদা সম্পন্ন।
ভিডিও শেয়ার
সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও টি কি পরিমাণের শেয়ার হয়। তার উপর নির্ভর করে ভিডিও সার্চের শুরুতে আসার।
এর কারণ মানুষ তো আজে বাজে ভিডিও দেখে শেয়ার করবে না। যে ভিডিও গুলোতে ভালো কিছু শেয়ার বিষয় আছে সেই ভিডিও গুলো সার্চের শুরুতে নিয়ে আসে।
মোট কথা ইউটিউব ভিডিও আপলোড করার পরে, বেশি বেশি শেয়ার করতে হবে।
আরো পড়ুনঃ
- ১০ টি লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া (YouTube channel ideas)
- ইউটিউব থেকে আয় করার ৩ টি উপায়
- ইউটিউব ভিডিও এসইও কি? ইউটিউব ভিডিও রেঙ্ক করানোর 100% কার্যকরি কৌশল
ক্লিক থ্রু রেট (CTR)
আপনি যদি ইউটিউবার হোন তাহলে অবশ্যই সিটিআর সম্পর্কে ধারণা আছে। কোন ভিডিও সার্চ দিয়ে সার্চ ফলাফলে আপনার ভিডিও চলে আসার পরে যে ক্লিক হয় তখন তাকে CTR বলা হয়।
সব চেয়ে মজার বিষয় হলো ইউটিউব এই ক্লিক কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যখন প্রচুর লোক আপনার এই ভিডিও তে ক্লিক করবে। তখন ইউটিউব নিজেই সেই ভিডিওকে সার্চের শুরুতে নিয়ে আসবে।
তাই আপনার ইউটিউব ভিডিওতে সিটিআর বাড়ানোর জন্য অবশ্যই আকর্ষণীয় টাইটেল ও থাম্বনেইল তৈরি করতে হবে।
ভিডিও দৈর্ঘ্য
ভিডিও দৈর্ঘ্য কি সার্চ র্যাংকিং এর প্রথম ফেলে। আপনার কি মনে হচ্ছে। এর উত্তরে বলব না। আসলে এই ক্ষেত্রে মানুষ এর চাহিদা দেখতে হবে।
ভিডিও তৈরি করার সময় যদি কোন অপ্রয়োজনীয় কথা বলেন। তাহলে ভিজিটর সেটি দেখতে পছন্দ করবে না।
তাই ভিডিও তৈরি করার সময় অপ্রয়োজনীয় কথা বলে, ভিডিও বড় করবেন না। আবার একেবারে ছোট ভিডিও তৈরি করলেও কিন্তু দর্শকরা তাদের পুরো তথ্য পাবে না। মোট কথা সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করতে হবে।
02. ইউটিউব কিওয়ার্ড রিসার্চ
ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এর কথা শুনে ভয় পাওয়ার কোন কারণ নাই। কিওয়ার্ড রিসার্চ করা অনেক সহজ ব্যাপার।
প্রথম অবস্থায় একটু কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। যে কোন ভিডিও আপলোড করার আগে, অবশ্যই সেই বিষয় এর উপর কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করার জন্যে আপনারা ইউটিউব এর নিজস্ব সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন- আপনি যদি ইউটিউব সার্চ বক্সে কোন বিষয় নিয়ে সার্চ করেন। তখন সেই লেখার বিপরীতে অনেক গুলো অপশন চলে আসে।
সার্চ করার সময় যে, আরো অন্যান্য টপিক আসে, সেগুলো নিয়েও আপনি ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন।
এছাড়া কিওয়ার্ড রিসার্চ করার একটি জনপ্রিয় টুলস আছে। যা আমাদের এই ওয়েবসাইটে আপলোড করা আছে।
আপনি যদি ইউটিউব এর জন্য বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে চান। তাহলে সেই আর্টিকেল টি পড়ে নিতে পারেন।
03. ইউটিউব ভিডিও অপটিমাইজেশন
উক্ত আলোচনাতে আপনাকে যে, দুইটি টিপস জানিয়েছি। সেগুলো আপনাকে সঠিক ভাবে বুঝে কাজ করতে হবে।
এখন আপনি উক্ত দুইটি টিপস এর পরে এখন আরো একটি গুরুত্বপূর্ণ টিপস বলব সেটি হলো- ইউটিউব ভিডিও অপটিমাইজেশন।
তো চলুন জেনে নেওয়া যাক। ইউটিউব ভিডিও আপলোড করার পরে, কিভাবে অপটিমাইজেশন করতে হয়। যেমন-
প্রথমে আপনাকে আকর্ণীয় টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেল এর মধ্যে যেন আপনার প্রধান কিওয়ার্ড থাকে।
এছাড়া কমপক্ষে 250 ওয়ার্ড এর ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন এর মধ্যে 3-4 বার কিওয়ার্ড লিখবেন।
এরপরে, ট্যাগ ব্যবহার করুন। যদি ট্যাগ সার্চ র্যাংকিং এর জন্য তেমন গুরুত্বপূর্ণ না। তবে সাজেস্ট ভিডিও হিসেবে ভিডিও বাড়াতে সহায়তা করবে।
আরো পড়ুনঃ
- ইউটিউবে কি কি বিষয়ে ভিডিও তৈরী করলে ভালো হবে ?
- কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ?
- ৫ টি ইউটিউব র্যাংকিং ফ্যাক্টর সকল ইউটিউবারদের জানা দরকার
04. ভিডিও প্রমোট
উক্ত তিনটি টিপস কাজে লাগানোর পরে, প্রয়োজন ভিডিও প্রমোট এর। আপনার ভিডিও যত বেশি প্রমোট হবে।
ইউটিউব সার্চের শুরুতে আনতে সহায়তা করবে। ভিডিও প্রমোট কিভাবে করতে হয় সেটি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। আপনাকে ধারণা দেওয়ার জন্য কিছু টিপস দিয়েছি যেমন-
- সোশ্যাল মিডিয়া ওয়েব সাইট গুলো ইউটিউব ভিডিও শেয়ার করুন।
- বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে ইউটিউব ভিডিও গুলো এম্বেডেড করে শেয়ার করুন।
- ইউটিউব কিওয়ার্ড দিয়ে প্লে লিষ্ট তৈরি করুন।
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ আপনি এই পোস্ট থেকে জানতে পারলেন, ইউটিউব ভিডিও সার্চে আনার সুপার টিপস সম্পর্কে।
আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে, সেগুলো সার্চ ফলাফলে আনতে চান। তাহলে উক্ত ৪ টি টিপস কাজে লাগাতে পারেন।
আমাদের এই পোস্ট আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।