টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার পূর্ণাঙ্গ গাইডলাইন

টেকনিক্যাল এসইও কি : বর্তমান সময়ে যারা ব্লগিং করেন তারা সকলেই কম আর বেশি এসইও সম্পর্কে জানেন।

এছাড়া এসইও এমন একটি স্ক্রিল যার মাধ্যমে যে কোন ভাবে অনলাইন থেকে আয় করা যায়।

আমরা এই আর্টিকেল এর মাধ্যমে এসইও এর একটি অন্যতম অংশ টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলব।

আপনি যদি ব্লগিং এর কাজে নতুন হয়ে থাকেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার পূর্ণাঙ্গ গাইডলাইন
টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার পূর্ণাঙ্গ গাইডলাইন

এসইও কি?

এসইও এর পূর্ণরূপ হলো সাচ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাবে বলতে গেলে সার্চ ইঞ্জিন এর সকল এলগরিদম মেনে কোন ধরণের ওয়েবসাইট রেঙ্কিং করার জন্য অপটিমাইজ করাকে এসইও বলা হয়।

অনেক এর মতামতে টেকনিক্যাল এসইও হলেঅ এমন একটি উপায় যার মাধ্যমে একটি ওয়েবসাইট এর অর্গানিক রেঙ্কিং এর উন্নতির জন্য প্রযুক্তি গত সকল প্রয়োজনীয়তা নিশ্চিত করা হয়।

এছাড়া ওয়েবসাইট এর রেঙ্কিং বাড়ানোর জন্য টেকনিক্যাল দিক গুলো সম্পাদন করাকেও টেকনিকেল এসইও বলে।

আপনি যদি উক্ত কথাটি অনুসরণ করেন তাহলে বুঝতে পারছেন এসইও আসলে কি? যদি না বুঝেনা তবে আরো একবার পড়ে নিন।

আমরা যখন এসইও করি তথন অনেক ধরণের টেকনিক্যাল টার্মের মুখোমুখি হয়ে থাকি। এ গুলোকে টেকনিক্যাল এসইও বলে। যেমন- Crawing and indexing, Content, Structured data, Sitemap ইত্যাদি।

টেকনিক্যাল এসইও কেন গুরুত্বপূর্ন?

আপনার কাছে যদি, ভালো কোয়ালিটির কনটেন্ট থাকে। এবং ভালো ওয়েবসাইট থাকে তবে টেকনিক্যাল এসইও না থাকে তাহলে আপনার ওয়েবসাইট বা কনটেন্ট রেঙ্ক করতে পারবেন না।

তার কারণ আপনার ওয়েবসাইট তখনই রেঙ্ক করবে যখন আপনার ওয়েবসাইটের বিষয়ে জানবে আর টেকনিক্যঅল এসইও সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইট Crawl করতে সহায়তা করে। ওয়েবসাইট কে ইনডেক্স করতে সহায্য করে।

শুধুমাত্র এটিই শেষ না, কোন ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করে কতক্ষন আপনার সাইটে সময় দেয় সেক্ষেত্রেও নির্ভর করে আপার ওয়েবসাইট URL উপর।

টেকনিক্যাল এসইও ওয়েবসাইট ফাস্ট লোডিং এর মোবাইল অপটিমাইজ করার মাধ্যমে ভিজিটর এক্সপেরিমেন্ট বাড়াতে সহায়তা করে।

যার মাধ্যমে ভিজিটর বেশি সময় আপনার ওয়েবসাইটে সময় দেবে বা থাকবে। এছাড়া ডুপ্লিকেট কনটেন্ট রেঙ্ক করার জন্য একটি অনেক বড় বাধা যা অতিক্রম করতে টেকনিক্যাল এসইও সহায়তা করে।

উক্ত আলোচনাতে এটিই প্রকাশ হলো যে, টেকনিক্যাল এসইও করা ছাড়া কোন ভাবে ওয়েবসাইট ইউআরল রেঙ্ক করানো সম্ভব না।

টেকনিক্যাল এসইও করার নিয়ম

টেকনিকেল এসইও কি এবং টেকনিক্যাল এসইও এর গুরুত্বপূর্ণ সে বিষয়ে জেনে নিয়েছেন। এখন আপনাকে জানতে হবে কিভাবে টেকনিক্যাল এসইও করতে হয়।

টেকনিক্যাল এসইও কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ তা তো জানলাম তাহলে আসুন এখন জেনে নিই কিভাবে টেকনিক্যাল এসইও করবেন।

আরো পড়ুনঃ

সাইট স্ট্রাকচার

টেকনিক্যাল এসইও এর বিষয় হলো সাইট স্ট্রাকচার। ওয়েবসাইট তৈরির সময় অবশ্যই লক্ষ্য করা উচিত যেন ওয়েবসাইট এর স্ট্রাকচার সমান হয়।

এখন প্রশ্ন করতে পারেন যে, সাজানো ও সমান সাইট স্ট্রাকচার কি? এ বিষয়ে জানতে নিচের অংশ দেখুন।

ওয়েবসাইট এর হোম পেজ এর সাথে প্রতিটি পেজ খুব সুন্দর ও সমান ভাবে সাজানো। হোম পেজ থেকে বাকি পেজ গুলোর সাথৈ দুরুত্ব তেমন বেশি না। এটি হলো একটি সমান ও সাজানো ওয়েবসাইট স্ট্রাকচার।

উক্ত সমন ও সাজানো সাইট স্ট্রাকচার সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট এর Crawl করতে সহায়তা করবে।

আপনি যদি সাইট স্ট্রাকচার এলোমেলো হয তাবে এমন কোন পেজ থাকার সম্ভাবনা আছে। যা অন্য কোন পেজ এর সাথে ইন্টারলিংক নয়। এমন পেজ এর কারণে আপনার সাইটের ইনডেক্স সমস্যা দেখা দিতে পারে।

তাই আপনি সাইট স্ট্রাকচার দেখতে Ahref সাইট অডিট ফিচার ব্যবহার করে দেখতে পারবেন। আপনি যদি আপনার সাইট এর পেজ গুলো একটি ভিজুয়াল রুপ পেতে চান তবে ভিজুয়াল সাইট ম্যাপ টূলটি ব্যবহার করতে পারেন। আপনি এই টুলস ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

URL স্ট্রাকচার

URL স্ট্রাকচার হলো আপনার সাইটের পেজ গুলোর লিংকের গঠন কেমন হবে সেটি। মনে করুন আপনি একটি আর্টিকেল লিখলেন টেকনিক্যাল এসইও সম্পর্কে। তবে আপনার আর্টিকেল এসইও নামক ক্যাটাগরির মধ্যে থাকবে অবশ্যই। আপনার পোস্ট এর URL হতে হবে- tipsdao.com/technical-seo.

ফিক্স ইনডেক্স ইস্যু

সার্চ ইঞ্জিনে ইনডেক্স হওয়া একটি ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইনডেক্স যদি না হয় তাহলে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না আপনার ওয়েবসাইটটি কি বিষয়ের। তাই ইনডেক্স হওয়া অনেক জরুরী।

তার জন্য আপনাকে ওয়েবসাইট এর সকল ইনডেক্সিং ইস্যু গুলো ফিক্স করে নিতে হবে। দেখতে হবে কোন পেজ ইনডেক্স হয়নি সেগুলো ইনডেক্স করতে হবে।

আপনি যদি ওয়েবসাইট ইনডেক্স করতে চান তাহলে Google Search Console ব্যবহার করতে পারে। কারণ এখানে আপনি যে কোন ওয়েবসাইট, আর্টিকেল দ্রুত ভাবে সার্চ ইঞ্জিনে ইনডেক্স করাতে পারবনে।

গুগল সার্চ কনসলে আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে সহজেই একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

এবং সেখানে আপনার ওয়েবসাইট এর সাইট ম্যাপ তৈরি করে দিবেন। তার পরে আপনার সাইটে যে কোন আর্টিকেল পাবলিশ করার সাথে সাথে ইনডেক্স হয়ে যাবে।

যদি অটো ইনডেক্স না হয় তাহলে আপনি গুগল সার্চ কনসল থেকে ইডেক্স রিকুয়েস্ট দিয়ে 1-2 দিনের মধ্যে পোস্ট ইনডেক্স করে নিতে পারবেন। এটিও হলো টেকনিক্যাল এসইও এর একটি পার্ট।

এগুলো ছাড়াও আরো অনেক কাজ আছে যে টেকনিক্যাল এসইও করার নাম আমরা ছোট্ট করে প্রস্তত করেছি যেমন-

  • ডুপ্লিকেট কন্টেন্ট
  • Use SSL
  • Make your site mobile friendly
  • Use AMP
  • Website Speed
  • Simple design
  • Reduce web page size
  • Remove 3rd Party Script
  • Check your dead links
  • Validate Xml sitemaps
  • Check Mobile usability issues
  • Structure Data ইত্যাদি।

আপনি উক্ত কাজ গুলো করার মাধ্যমে টেকনিক্যাল এসইও করতে পারবেন। এবং আপনার ওয়েবসাইট ও আর্টিকেল গুলো গুগলে রেঙ্ক করাতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, এই আর্টিকেল থেকে জানতে পারলেন, টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার গাইডলাইন।

আপনি যদি ব্লগিং করে আয় করতে চান? তাহলে আপনাকে অবশ্যই এসইও করতেই হবে। এসইও করা ছাড়া আপনার ওয়েবসাইট বা আর্টিকেল গুলো গুগলে রেংক করাতে পরবেন না।

আপনি যদি আমাদের লেখা মনযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে টেকনিক্যাল এসইও করে ওয়েবসাইট এর অনেক উন্নতি করতে পারবেন।

আমাদের লেখা আপনার ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন আর্টিকেলট পড়তে চাইলে তাও জানবেন। আমারেদ সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top