সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং শেখার গাইডলাইন

সিপিএ মার্কেটিং কি : সিপিএ মার্কেটিং শেখার গাইডলাইন : আপনি যদি অনালাইন থেকে ইনকাম করতে চান। এবং অনলাইন আয় নিয়ে রিসার্চ করেন তাহলে সিপিএ মার্কেটি সম্পর্কে কিছু হলেও জানেন।

আর যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে না জানানে তাহলে কোন ব্যাপার না। কারণ এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জনাব সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং কিভাবে শিখতে হয় এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়।

আপনি যদি সকল বিষয়ে জানতে চান তবে আমাদের লেখা শেষ পর্যন্ত পড়ুন।

সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং শেখার গাইডলাইন
সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং শেখার গাইডলাইন

সিপিএ CPA মার্কেটিং কি?

CPA এর পূর্ণরুপ হচ্ছে Cost Per Action. এর মানে এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে একশন পূর্ণ করার জন্যে।

আপনি হয়তো ভাবছেন যে, একশন আবার কি? একশন অনেক কিছু হতে পারে, যেমন- কোন জায়গায় ইমেইল বাসমিট করা, ছোট প্রশ্নের উত্তর দেওয়া, জিপ কোড সাবমিট করা, অ্যাপস ইনস্টল করা ইত্যাদি হলো একশন।

আপনার ক্লায়েন্ট আপনাকে এই ধরণের কোন একটি নির্দিষ্ট একশন কাজ দেবে। আপনি যত জন মানুষকে দিয়ে এই একশন গুলো পূরণ করবেন সেই হিসেবে আপনাকে টাকা প্রদান করবে।

অনেক ধরণের একশন এর দাম অনেক বেশি হয়ে থাকে যেমন- পিপিসি একশন যা হলো পে-পার-কল। এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট একটি নম্বর দিবে। আপনার দায়িত্ব হবে সেই নম্বরে কল করার জন্য মানুষকে আগ্রহী করে তুলা।

এ ধরণের একশন এর মূল্য প্রায় 100 ডলার এর কাছাকাছি। আপনি কোন মানুষদের সেই নম্বরে কল দেওয়ারতে পারলে 100 ডলার পর্যন্ত আয় করতে পারবনে।

কোন পণ্য বিক্রি করার এক ধরণের একশন তবে পণ্য বিক্রি করতে হলে সেটিকে এফিলিয়েট মার্কেটিং বলা হয়।

সিপিএ মার্কেটিং একশন গুলো আবার কান্ট্রি বেসড হয়। যেমন- আপনার ক্লাইন্ট আপনাকে বলতে পারে ইউএস থেকে যদি কোন মানুষকে আপনার একটি ওয়েবসাইট এ মেইল সাবমিট করতে পারে।

তাবে প্রতিদনের জন্য আপনাকে 1 ডলার করে দিতে হবে। এটি হচ্ছে ইউএস ভিত্কি একটি ইমেইল সাবমিট একশন।

আমরা আশা করি যে একশন বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। সিপিএ মার্কেটিং করে আপনি একেকটি একশন পূরষ করে টাকা আয় করতে পারবেন।

সিপিএ মার্কেটিং কি জানার পরে হয়তো আপনার মনে হচ্ছে, অনেক কঠিন একটি ব্যাপার।

ক্লায়েন্ট কোথায় পাবেন, একশন এর জন্য বাংলাদেশে বসে কেমনে অন্য দেশের মানুষ পাবেন এ নিয়ে অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তাই না।

চিন্তার কিছু নেই আপনার প্রশ্নের উত্তর এই আর্টিকেল পড়লেই বুঝতে পারবেন।

সিপিএ কাজের অফার কোথায় পাবেন ?

সিপিএ অফার গুলা আপনাকে অনেক কষ্ট করে খুজাখুজি করে বের করতে হবে না। কারণ অনেক ওয়েবসাইট থেকে আপনার জন্য শত শত সিপিএ অফার নিয়ে বসে রয়েছে।

আপনাকে কষ্ট করে ক্লায়েন্ট থেকে কাজ নিতে হবে না। আপনার জন্য অনেক কাজ রেডি করা আছে। শুধু মাত্র আপনাকে ওয়েবসাইট গুলোতে গিয়ে লগই করে আপনার কাজ গুলো বুঝে নিতে হবে।

বিশ্বের সব চেয়ে বড় সিপিএ নেটওয়ার্ক এর নাম হলেঅ Mazbounty. কারণ এখানে সকল প্রকার একশন এর কাজ পেয়ে যাবেন। এখানে একশন পূরণ করার পরে অনেক ভালো টাকা প্রদান করা হয়।

তবে কষ্ট এর বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে এই নেটওয়ার্ক গুলোতে একাউন্ট অনুমোদন করে না। অনেকে এসকল একাউন্ট অন্যদের থেকে ক্রয় করে নয়। তবে আমরা পরামর্শ দেব আপনি যদি বিগিনার হো এসব নেটওয়ার্কে কাজ না করে অন্য নেটওয়ার্ক গুলোতে কাজ করুন। যে গুলোর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে একশন পুরণ করে আয় করতে পারবেন।

সিপিএ মার্কেটিং

আপনি যদি গুগলে Best CPA Network লিখে সার্চ করেন তবে অনেক বড় একটি লিষ্ট পাবেন। যেখানে প্রথম দিকে সিপিএ লিড এর নাম দেখতে পারবেন।

তার মানে এটি একটি সেরা নেটওয়ার্ক গুলোর মধ্যে অন্যতম। মজার বিষয় হলো আপনি এখানে সহজে বাংলাদেশে বসেই একাউন্ট তৈরি করে কাজ শুরু করে দিতে পারবেন।

এখানে আপনি সিপিএ মার্কেটিং করার জন্য অনেক অফার পাবেন। যে গুলোর মুল্য একটু কম। কিন্তু বিগিনারদের জন্য এটি একটি জনপ্রিয় নেটওয়ার্ক। এখানে আপনি সহজেই পেমেন্ট নিতে পারবেন কোন প্রকার ঝামেলাই পড়তে হবে না।

বর্তমান সময়ে আরো একটি জনপ্রিয় নেটওয়ার্ক হলো Adworkmedia. এখানে একাউন্ট খোলার জন্যে প্রথমে আপনাকে একটি ফরম দেওয়া হবে তা পূরণ করার পরে আবেদন করতে হবে। যদি আপনি সকল তথ্য সঠিক ভাবে পুরণ করেন তাহলে আপনার একাউন্ট অনুমোদন পেয়ে যাবেন।

বাংলাদেশের অনেক লোক এই নেটওয়ার্কে কাজ করে। আপনি এখানে অনেক অফার পাবেন তবে আপনার পছন্দ মতো কাজ করার সুযোগ পাবেন।

এখানে আপনি ইমেইল এবং জিপ সাবমিট করার অফার দিয়ে কাজ করতে চান তাহলে সিপিএ জিপ আপনার জন্য অনেক ভালো।

সিপিএ মার্কেটিং এ কাজের একশন গুলোঃ

  • ইমেইল/জিপ সাবমিট অফার
  • প্রশ্নোত্তর ও সার্ভে/জরিপ
  • অ্যাপস ইনস্টল করা
  • মোবাইল নম্বর সাবমিট এন্ড ভেরিফাই
  • ন্যাশনাল আইডি সাবমিট
  • ক্রেডিট কার্ড সাবমিট অফার
  • ফরম ফিলাপ
  • ড্রাইভিং লাইসেন্স সাবমিট ইত্যাদি।

উক্ত কাজ গুলোই হলো সিপিএ একশন। যে গুলো আপনাকে মানুষকে দিয়ে করিয়ে নিতে হবে। তবে এখন আপনার মনে আরো প্রশ্ন হতে পারে যে, কিভাবে সিপিএ মার্কেটিং করব। উত্তর জানতে নিচের অংশ দেখুন।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?

আপনি যদি সিপিএ পেইড মার্কেটিং এ আগ্রহী থাকেন। তাহলে আপনার প্রয়োজন হবে টাকা ও জ্ঞান। পেইড মার্কেটিং করতে আপনার এ বিষয়ে ভালো ভাবে রিসার্চ করতে হবে।

আপনি যদি ইউটিউব এর মাধ্যমে করতে চান তবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর একটি স্মার্ট মোবাইল হতে আপনার মূল হাতিয়ার।

এছাড়া আপনি যদি ওয়েবসাইট দিয়ে সিপিএ মার্কেটিং করতে চান তাহলে আপনার লাগবেঃ

একটি ডোমেইন নেম এবং ওযেব হোস্টিং। আপনি যদি ওয়েবসাইট টাকা খরচ করে না বানাতে চান? সেক্ষেত্রে ব্লগার এর মাধ্যমে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন।

সিপিএ মার্কেটিং শেখার উপায়ঃ

আপনি যদি অনলাইনে সিপিএ মার্কেটিং করে আয় করতে চান? তাহলে আপনাকে অবশ্যেই ভালো একটি কোর্স শিখতে হবে।

আপনি যদি সিপিএ মার্কেটিং শিখতে চান? তাহলে অনেক পেইড ও ফ্রি কোর্স পাবেন। আপনি সিপিএ মার্কেটিং শিখতে পারবেন কোন ট্রেনিং সেন্টার থেকে, ওয়েবসাইট আর্টিকেল পড়ে, সিপিএ মার্কেটিং বই পড়ে এবং ইউটিউব ভিডিও টিউটোরিয়াল পড়ে।

আপনি যে ভাবে শিখতে চান, সেটি নির্বাচন করে নিবেন। তবে আমরা আপনাকে পরামর্শ দিব আপনি পেইড বা ফ্রিতে ইউটিউব ভিডিও টিউটরিয়াল গুলো দেখে ও শুনে সিপিএ মার্কেটিং শিখনু।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আমাদের এই সাইটে জানতে পারলেন, সিপিএ মার্কেটিং কি? কিভাবে সিপিএ মার্কেটিং শিখতে হয় সেই সম্পর্কে।

আমাদের এই আর্টিকেল পড়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন আর্টিকেল ও মার্কেটিং সম্পর্কে জানতে চাইলে নিয়মিত ভাবে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top