অপটিক্যাল ফাইবার : আপনাদের মধ্যে হয়তো অনেকেই অপটিক্যাল ফাইবার এর বিষয়ে শুনেছেন।
সেই লক্ষ্যে অনলাইন ইন্টারনেট এর ক্ষেত্রে ডাটা গুলোকে কিভাবে, এতটা দ্রুত পাঠানো ও গ্রহণ করা হয়। এই সকল প্রশ্ন হয়তো আপনার মনে নাড়া দিচ্ছে।
কিন্তু এই সকল প্রশ্নের উত্তর সংযুক্ত হয়ে আছে। অপটিক্যাল ফাইবারের সাথে। এমনিতে অনেকেই হয়তো এই ফাইবারের মানে কখনো বুঝে উঠতে পারেন নাই।

তার জন্য আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানাতে যাচ্ছি, অপটিক্যাল ফাইবার কি? এবং কিভাবে কাজ করে।
আপনি যদি অপটিক্যাল ফাইবারের বিষয়ে বিস্তারিত ধারনা পেতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
অপটিক্যাল ফাইবার কি ? অপটিক্যাল ফাইবার কাকে বলে?
অপটিক্যাল ফাইবার হচ্ছে, আসলে এক ধরনের পাতলা তার। যাকে কাচ বা প্লাস্টিকের দ্বারা তৈরি করা হয়ে থাকে।
এফআইআর তার গুলো দেখতে প্রায় মানুষের মাথার চুলের মত। অপটিক্যাল ফাইবার তার গুলোকে এমন এক প্রযুক্তি বলা যেতে পারে যেগুলোর মাধ্যমে তথ্যের সংক্রমণ করানো হয়।
ডাটা বা তথ্য সংক্রমণ বা আদান-প্রদান করানোর জন্য আলোর ব্যবহার হয়। সম্পূর্ণ ফাইবার তারের মধ্য দিয়ে আলোর মাধ্যমে ডাটা বা তথ্যগুলোকে ট্রানস্ফার করানো হয়ে থাকে।
যাতে করে বিদ্যুৎ এর তুলনায় হাজার গুণ দ্রুত ভাবে। তথ্য গুলোকে অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে ট্রান্সপার করানো সম্ভব হয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে অপটিক্যাল ফাইবারে বিদ্যুৎ এর সঞ্চার করানো হয় না কিন্তু আলো সঞ্চার করা হয়।
আর তার ফলেই তারের মাধ্যমে ইনফর্মেশন ওঠাটা হাজারগুন দ্রুত ভাবে ট্রান্সফার হয়। অন্যান্য বিভিন্নতার গুলোর তুলনায় এই আধুনিক প্রযুক্তির ফাইবার তার অনেক দামী হয়ে থাকে।
এই তারের মধ্য দিয়ে ডাটা প্রায় তিন লক্ষ কিলোমিটার এর দ্রুততার সাথে ভ্রমণ করেন। কিন্তু দ্রুততা আলোর এবং দ্রুততার মাধ্যমে ডাটা গুলোকে টান্সফার করা হয়ে থাকে।
আপনার জন্য আরো পোস্টঃ
- সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর তালিকা
- ফোনের ব্যাটারি ভালো রাখার উপায় | কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়
- অনলাইনে খেলা দেখার উপায় | সরাসরি খেলা দেখার মোবাইল সফটওয়্যারের নাম
অপটিক্যাল ফাইবার ক্যাবল এর প্রকারভেদ
অপটিক্যাল ফাইবারের প্রকার গুলো বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের উপর নির্ভর করে যেমন-
- ব্যবহার হওয়া materials.
- প্রতিসরাঙ্ক
- আলোর প্রচারের পদ্ধতি।
এখানে আলাদা আলাদা বিষয়গুলোর ওপর নির্ভর করে, অপটিক্যাল ফাইবারের প্রকারগুলো বিষয়ে জেনে নেয়া যাক। প্রতিসরাঙ্ক এর উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারের প্রকার যেমন-
Step Index Fibers : মূলত Cladding এর মধ্যে থাকা গঠন যেখানে Reflection এর Single Uniform Index আছে।
Graded Index Fibers : এখানে অপটিক্যাল ফাইবারের Refractive Index হ্রাস পেতে থাকে। যেভাবে ফাইবার এক্সিসের রেডিকাল দূরত্ব বাড়তে থাকে।
Materials এর উপর ভিত্তি করে
Plastic Optical Fibers : আলোর সংক্রমন এর উদ্দেশ্যে এখানে Polymenthylmethacrylate নাম এর Transparent Thermoplastic কে Core Material হিসেবে ব্যবহার করা হয়।
Glass Fibers : এর মাধ্যমে আলোর সংক্রমণের উদ্দেশ্যে এখানে উচ্চ মানের গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।
আলোর প্রচারের পদ্ধতির উপর ভিত্তি করে
Single-Mode Fibers : সিগন্যালের দীর্ঘ দূরত্বের সংক্রমণ করানোর উদ্দেশ্যে উক্ত ফাইবার তার ব্যবহার করা হয়ে থাকে।
Multimode Fibers : সিগন্যাল এর অল্প দূরত্ব এর সংক্রমণ করানোর উদ্দেশ্যে এই ফাইবার তার ব্যবহার করা হয়।
তো আপনি জানতে পারলেন বিভিন্ন আলাদা আলাদা অপটিক্যাল ফাইবার তার গুলোর বিষয় সম্পর্কে।
অপশ্যই পড়ুনঃ
- কনটেন্ট মার্কেটিং কি | অনলাইন মার্কেটপ্লেসে কনটেন্ট মার্কেটিং এর গুরুত্ব কেমন?
- ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং ও ক্যারিয়ার গঠন
- কল করার সফটওয়্যার | Best Free Calling Software 2022
অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে ?
অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে প্রশ্নের উত্তর জানার জন্য অল্প জ্ঞান দিয়ে বিষয়টি জানতে হবে। অপটিক্যাল ফাইবার আসলে সম্পূর্ণ রূপে total internal reflections এর নীতির উপর কাজ করে থাকে।
এখানে আলোর রশ্মি লোকে ব্যবহার করে। ভারী পরিমাণের তথ্য করে থাকে। সম্পূর্ণ ক্যাবলের ভিতরে, আলোর ভ্রমণ একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট পর্যন্ত থাকে।
কিন্তু তার ভেতরের আলোর ভ্রমণ কিন্তু একেবারেই সমান্তরালভাবে হতে পারে না। তাই ফাইবার তার গুলো আকারের সমান নয়। তাই আলোর রোশনাই গুলো তার ভেতরে বারবার বাউন্স খেয়ে এগিয়ে থাকবে।
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যেখানে ডাটা গুলো গ্রহণ করা হয় সেখানে একটি ট্রান্সমিটার লাগানো থাকে। ট্রান্সমিটার এর সাথে যুক্ত ফাইবার তারের মাধ্যমে ডাটা গুলোকে। আলোর মাধ্যমে পাঠানো বা গ্রহণ করা হয়।
ট্রান্সমিটার Electric Pulse Information গুলোর সমাধান করে সেগুলো কে লাইট pulse এরূপে অপটিক্যাল ফাইবার লাইনে প্রেরণ করে থাকে।
যে ডিজিটাল ডাটা গুলোকে light pulse এরূপে অপটিক্যাল ক্যাবল এর ভেতরে প্রেরণ করা হয়েছে সেগুলো কে রিসিভার এন্ড এ গ্রহণ করার পর binary value তে পরিবর্তন করে দেওয়া হয়।
যাতে করে আপনার কম্পিউটার ডাটা এবং ইনফরমেশন গুলো কে বুঝতে পারে। এবং আপনার তথ্য প্রদান করে।
অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা
অপটিক্যাল ফাইবার প্রযুক্তিগত আধুনিক ক্যাবলের সুবিধার কথা বলতে গেলে, কিন্তু প্রচুর কথা বলা যেতে পারে।
কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু সুবিধা গুলো সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছে যেমন-
Fast & instant
আপনি কল্পনাও করতে পারবেন না যে কতটা দ্রুত, এই তারের মাধ্যমে ডাটা বা তথ্যের প্রেরণ করা হয়। কিতারে মাধ্যমে অনেক কম সময়ের মধ্যে বেশি দ্রুত অতিক্রম করা সম্ভব।
Electric wire তুলনায় এই অপটিক্যাল ফাইবার গুলো ফিফটি পার্সেন্ট থেকে 100% দ্রুতভাবে ব্যান্ডউইথ প্রেরণ করতে পারে।
অন্যান্য তার এর তোলনায় অপটিক্যাল ক্যাবল গুলো অনেক বেশি ডাটা নিয়ে আসতে পারে এবং প্রেরণ করতে পারে।
Power of light
আমরা সকলেই জানে বিদ্যুতের দূরত্ব অতিক্রম এর শক্তির তুলনায় আলোর রশ্মি দূরত্ব অতিক্রম অনেক গুণ বেশি হয়।
তার জন্য বৈদ্যুতিক তার গুলোর তুলনায় অপটিক্যাল ফাইবার তার গুলো দ্রুত অনেক বেশি। কারণে প্রযুক্তি তার গুলোর মাধ্যমে আলোর রশ্মি দ্বারা ডাটা এবং তথ্য গুলো প্রেরণ করা হয়।
Very small & flexible
অপটিক্যাল ফাইবার ক্যাবল গুলো অনেক ছোট আকার ধারণ করে থাকে। যা আমরা আগেই বলেছি এই তার গুলো দেখতে প্রায় আপনার মাথার চুলের মত মোটা।
তার জন্য তার গুরুর ভজন অনেক কম। যার ফলে, তার গুলোকে বহন করা অনেক সহজ ব্যাপার।
Security
সিকিউরিটির দিক দিয়ে দেখতে গেলে ফাইবার কেবল গুলো অনেক সুবিধা প্রদান করে থাকে। এ তারের মাধ্যমে প্রেরণ করা ডাটা সম্পন্ন সুরক্ষিত ও নিরাপদে ভাবে পাঠানো যায়।
এই তারের মাধ্যমে সম্পন্ন ডাটা, লাইট এর মাধ্যমে পাঠানো হয়। তাই ডাটার সাথে উল্টাপাল্টা করার উপায় থাকেনা। এর নিরাপত্তা প্রণালীকে ভাঙ্গা সহজ ব্যাপার নয়।
এছাড়া আরো অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন অপটিক্যাল ফাইবার ক্যাবল এর মাধ্যমে।
আরো পড়ুনঃ
- এন্ড্রয়েড মোবাইলের জন্য অনলাইন গেম ডাউনলোড করুন
- মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়, জেনে নিন সহজ মাধ্যম
- ইউটিউব থেকে আয় করার ৩ টি উপায়
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানানো হলো। অপটিক্যাল ফাইবার কি? এবং অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে।
আপনি যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে, আমাদের ওয়েবসাইট থেকে আরো নতুন নতুন টিপস-এন্ড-ট্রিকস আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।