কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়

ফোনের ব্যাটারি ভালো রাখার উপায় | কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়

ফোনের ব্যাটারি ভালো রাখার উপায় | জেনে নিন কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়: আমাদের হাতে থাকা স্মার্টফোনটির মূল চালিকাশক্তি হচ্ছে বিদ্যুৎ। আর বর্তমানে প্রযুক্তির উন্নতি ও সহজলভ্যতার জন্য সবার হাতে হাতে রয়েছে এন্ড্রয়েড/স্মার্টফোন।

ছোট-ব,ড় ধনী-গরীব প্রায় সবাই এই ফোন খুবই পছন্দ করে। কেননা হাতে যদি কারো একটা স্মার্ট ফোন থেকে থাকে তাহলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায় শুধুমাত্র এক ক্লিকেই।

তো পাঠক বন্ধুরা, এত উপকারী এই জিনিসটি যদি হঠাৎ করে অফ হয়ে যায় মানে ব্যাটারির সমস্যার কারণে আপনার কাজে ব্যাঘাত ঘটে তাহলে কি করণীয়? এজন্যে মূলত আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। স্মার্টফোনের ব্যাটারি নিয়ে অনেকেই সমস্যায় পড়ে থাকেন।

তবে এই সমস্যা থেকে আপনি খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন যদি কিছু পদ্ধতি অবলম্বন করে স্মার্টফোন চার্জে দেন।

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে। তাহলে চলুন শুরু করি আমাদের মূল আলোচনা পর্ব।

কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়
কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়

স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

আপনি চাইলে হাতেগোনা কয়েকটি উপায় অবলম্বন করে মোবাইল ফোনের চার্জ এর ব্যাটারি ভালো রাখতে পারবেন। এজন্য মূলত আপনারা আমাদের সাজেস্ট করা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেগুলো হচ্ছে,

  • সর্বদা নিয়ম মেনে চার্জ দেওয়া
  • স্মার্টফোনের জন্য ভালো এবং মানসম্মত চার্জার ব্যবহার করা 
  • চার্জে দিয়ে ফোন ব্যবহার না করা
  • ব্যাটারির তাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা
  • সুন্দরভাবে চার্জ দেওয়া
  • ব্যাটারির সেভার মোড চালু করা
  • প্রয়োজন ছাড়া ব্লুটুথ ও ওয়াইফাই বন্ধ রাখা (চার্জ চলাকালীন সময়ে)
  • সর্বদা অরিজিনাল চার্জার ব্যবহার করা
  • ডার্ক ওয়াল পেপার এর ব্যবহার
  • ফোন চার্জে থাকা অবস্থায় গেম না খেলা
  • লোকেশন সর্বদা বন্ধ রাখা
  • স্বাভাবিক তাপমাত্রায় পূর্ণ স্থানে ফোন রাখা
  • চার্জ দেওয়ার জন্য পারফেক্ট সময় নির্ধারণ করা
  • ফোনে সম্পূর্ণ চার্জ শেষ না করে কিছুটা হলেও রেখে দেওয়া। অর্থাৎ ফোন কখনো চার্জ শূন্য না করা
  • ফোন ঠান্ডা রাখার চেষ্টা করা
  • ফোনে অ্যানিমেশন বন্ধ রাখা
  • ভুলেও সারারাত ফোন চার্জে না দিয়ে রাখা
  • ব্রাইটনেস কমিয়ে রাখা
  • কাজ শেষে অ্যাপ বন্ধ করা
  • এমনকি ফোনের কেস খুলে রাখা।

মূলত এই কয়েকটি বিষয় মাথায় রেখে আপনি যদি আপনার হাতে থাকা ফোনটি ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন যাবত ব্যাটারি ভালো থাকবে। এবার শুনুন পরবর্তী স্টেপে জেনে নেই ব্যাটারীতে চার্জ ধরে রাখার উপায় সম্পর্কে।

মোবাইল ফোন ব্যাটারির চার্জ ধরে রাখার উপায় কি?

ইতিমধ্যে আমরা মোবাইল ফোন ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে জানলাম। তবে মোবাইল ফোন ব্যাটারি চার্জ ধরে রাখার কলাকৌশল জানাটাও অত্যন্ত জরুরী।

তাহলে চলুন এ পর্যায়ে কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নেই যেগুলো মাথায় রাখলে আমরা ব্যাটারিতে চার্জ ধরে রাখতে পারব। 

  • প্রয়োজন ছাড়া মোবাইলের ব্রাইটনেস সর্বদা কমিয়ে রাখা।
  • অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল করে রাখা
  • ডিসপ্লে শুধুমাত্র প্রয়োজনীয় সময় জ্বালিয়ে রাখা
  • বিভিন্ন ধরনের লাঞ্চার অ্যাপ ব্যবহার থেকে দূরে থাকা
  • ফোনের লক সিস্টেম ছাড়া অন্য লক সফটওয়্যার ব্যবহার না করা
  • ব্যাকগ্রাউন্ডে যেসব সফটওয়্যার চলে সেগুলো না রাখার চেষ্টা করা প্রভৃতি।

এক কথায়, আপনার হাতে থাকা স্মার্টফোনটি ভালো রাখতে চাইলে আপনাকে স্বাভাবিক নিয়মে সেটা ইউজ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে চার্জ দিতে হবে।

সেই সাথে ফাস্ট চার্জিং এর জন্য যা যা করণীয় প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন। মোবাইল ফোনে ফাস্ট চার্জিং যদি না হয়ে থাকে তাহলে আবার অন্য কোন চার্জার ব্যবহার করতে যাবেন না।

কারণ আপনার ফোনের জন্য যে চার্জারটি পারফেক্ট সেটা যে সারা জীবন ফাস্ট থাকবে এমনটা নয়। কিন্তু আপনি যদি এর জন্য বিকল্প হিসেবে অন্য কোন চার্জার ব্যবহার করেন তাহলে উপকারের চাইতে ক্ষতি বেশি হবে। কারণ ফাস্ট চার্জিং শুধু মাত্র চার্জারের ওপর নির্ভর করে না।

ফাস্ট চার্জিং এর জন্য মোবাইলে অতিরিক্ত চিফ লাগানো থাকে। তাই ফার্স্ট চার্জিং মোবাইলের মূল্যের উপর নির্ভর করায় কম বেশি হয়ে থাকে। 

আর এখন যদি বলেন, আপনার হাতে থাকা স্মার্টফোনটির ব্যাটারি ভালো রাখার জন্য আপনি কেন এত কিছু করবেন তাহলে বলব। এটা আপনার সুবিধার জন্য। কারণ কোন ইলেকট্রিক যন্ত্রপাতি যদি চার্জ জনিত সমস্যায় পড়ে তাহলে তা ব্যবহারের জন্য বেশ বিরক্তিকর হয়ে পড়ে।

এজন্য সব সময় ফোন ভালো রাখার জন্য অর্থাৎ ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য উক্ত বিষয়গুলো মাথায় রাখুন। মানে—সঠিক নিয়ম মেনে ফোন চার্জ দিন। সেই সাথে আরও যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা আপনাদের উচিত। 

প্রথমত: আপনারা এমন অনেকেই রয়েছেন যারা সারাদিন প্রয়োজন ছাড়া ফোন চার্জে লাগিয়ে রাখে। হয়তো ফোনে ১০০ পার্সেন্ট চার্জ আছে তবুও। আবার কখনো কখনো পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন চার্জে লাগিয়ে দেন।।

সত্যি বলতে এই বাজে অভ্যাসটি যদি আপনার থেকে থাকে তাহলে সেটা আজ থেকে ছেড়ে দিন।

কারণ স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায় গুলোর মধ্যে অন্যতম সেরা হচ্ছে এটি। কারণ আপনি যদি এভাবে ফোন চার্জে দেন তাহলে ব্যাটারির অনেক বেশি ক্ষতি হবে।

তার চাইতে বড় কথা যে কোন স্মার্টফোন সম্পূর্ণ ১০০ ভাগ চার্জ না দিয়ে ৯০ থেকে ৯৫ পর্যন্ত চার্জ দেওয়াটা অনেক বেশি ভালো। এতে করে ফোনের স্বাস্থ্য ভালো থাকে। তাই আপনি সপ্তাহে মাত্র একদিন ১০০ ভাগ চার্জ দেবেন আর বাকি সময়গুলোতে ৮৫ ৯০ ৯৫ পার্সেন্ট পর্যন্ত চার্জ দেবার অভ্যাস গড়ে তুলতে।

দ্বিতীয়তঃ রাতের বেলা সারারাতের উদ্দেশ্যে ফোন চার্জে লাগিয়ে রাখবেন না। আমাদের মাঝের প্রায় ৯০% মানুষ এই ভুলটি করে থাকে। কাজের ব্যস্ততায় অথবা অন্য কোন কারণে দিনে যদি ফোন চার্জে দিতে না পারেন তাহলে রাতে চার্জার লাগিয়ে ফোন রেখে দেন।

এরপর সকালে ঘুম থেকে উঠে সেই চার্জার খোলেন। সত্যি বলতে এটা অনেক বড় ক্ষতির কারণ হয় মোবাইলের ব্যাটারির জন্য।

দীর্ঘক্ষণ ধরে চার্জে থাকার কারণে ব্যাটারির উপর প্রচুর চাপ পড়ে তাই অতিরিক্ত গরম হয়ে যায় ফোন ফলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ব্যাটারির। 

তৃতীয়তঃ স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার জন্য শুধুমাত্র সেই যার যার ব্যবহার করুন যেটা কেনার সময় পেয়েছিলেন। কোথাও বেড়াতে গেলেন ঘুরতে গেলেন এজন্য অন্য কোন ফোনের চার্জার ইউজ করলেন এটা কিন্তু একদমই ঠিক না। এটা অবশ্যই গায়ে লাগানো উচিত।।

কারণ এই সামান্য কারণ স্মার্টফোনের ব্যাটারি খারাপ করে ফেলার জন্য যথেষ্ট। তাই সর্বদা আপনি আপনার নিজের ফোনের চার্জার ব্যবহার করবেন। এতে করে আপনার স্মার্টফোনের ব্যাটারির আয়ু অনেকদিন পর্যন্ত প্রবাহমান থাকবে।

আরও দেখুনঃ 

অনেকেই বুঝে উঠতে পারেন না ফোন কেনার শুরু থেকে কিভাবে তার চার্জে দেবে। কারণ একটি নতুন ফোন ক্রয় করার পরে অবশ্যই মোবাইলের ব্যাটারিটি নতুন থাকে। এক্ষেত্রে আপনার নতুন সেই ফোনের ব্যাটারির সম্পূর্ণ ১০০% চার্জ দিয়ে পরিপূর্ণ করতে হবে। শুরুর দিকে তিন থেকে চার বার আপনি ব্যাটারি ১০০ পর্যন্ত চার্জ দিবেন।

কিন্তু পরবর্তী সময় থেকে আমরা আপনাদেরকে যে পদ্ধতিতে চার্জ দেওয়ার কথা সাজেস্ট করেছি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করবেন এবং ১০০ পার্সেন্ট এর কাছে ৮০ থেকে ৯০ অথবা ৯৫ পার্সেন্ট পর্যন্ত চার্জ দিবেন। এতে করে আপনার ব্যবহৃত স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন যাবত ভালো থাকবে কোন প্রকারের সমস্যা দেখা দেবে না।

পরিশেষে: তো ভিউয়ার্স আজকের এই আলোচনা পর্ব এ পর্যন্তই আশা করি আমাদের ব্যাটারি ভালো রাখার তথ্যবহুল এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে।

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সে সাথে আমাদের ওয়েবসাইট মায়াজাল ডট নেট নিয়মিত ভিজিট করবেন। পরবর্তীতে নতুন কোন টপিকের আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *