সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর তালিকা

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর তালিকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বর্তমান প্রজন্ম এখন অনেক বেশি অ্যাডভান্স। তাই ফ্রিল্যান্সিং কাজের ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি এখন তৈরি হতে চলেছে বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেস। এখন অনলাইন প্লাটফর্ম এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বলা যায়, প্রায় ৯৯% তরুণ তরুণীরা এখন ঘরে বসেই টাকা ইনকামের স্বপ্ন দেখছে।

অনেকেরই প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং শতভাগ ট্রাস্টেড ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা তে কোন কোন প্ল্যাটফর্ম গুলো অবস্থান করছে? তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আর্টিকেল। সুপ্রিয় পাঠক পাঠিকা,  আজ আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলো সম্পর্কে যেগুলো অনলাইন মার্কেটপ্লেস এবং আপনি সেখানে একজন প্রফেশনাল পারসন হয়ে কাজ করার সুযোগ পাবেন।

তাহলে চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেই জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সেরা ১০ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো যেগুলো ২০২৩ সালেও দাপিয়ে বেড়াবে পুরো অনলাইন সেক্টর। অবশ্যই আর্টিকেলটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি?.

আপনি যেহেতু মার্কেটপ্লেস এর বিভিন্ন ধরন সম্পর্কে জানতে আগ্রহী তাই অবশ্যই শুরুতে জেনে নেওয়াটা প্রয়োজন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলতে আসলে কি বোঝায়? আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন আবার অনেকেই না জেনে থাকবেন।

আর তাই তাদের উদ্দেশ্যে বলছি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলতে বোঝায় বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি ওয়েব সফটওয়্যার। সহজ ভাবে বলতে গেলে, একটি ওয়েবসাইটকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ভার্চুয়াল ভাবে একত্রিত হয় এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে একে অপরের কাজ করে। মূলত এই মার্কেটপ্লেসে যারা কাজ করে তাদের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। যথা:

  • অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে কাজ করানো
  • নিজের অভিজ্ঞতা কে সার্ভিস হিসেবে ব্যবহার করা।
সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর তালিকা
সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর তালিকা

সেরা দশ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা

ইতোমধ্যে আমরা ফ্রিল্যান্সিং মাল্টিপ্লেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছি। এবার চলুন এ পর্যায়ে জেনে নেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিস্ট সম্পর্কে। আমরা মূলত আপনাদেরকে এখন যে কয়েকটি মার্কেটপ্লেস এর কথা বলব, সেগুলো শতভাগ ট্রাস্টেড এবং কাজ শেষে পেমেন্ট করে দেয়। মানে এক কথায়, আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন। এরা আপনার টাকা মেরে দেবে না এবং আপনাকে অবশ্যই নিঃস্ব করবে না।

তবে ফ্রিল্যান্সিং মাল্টিপ্লেসে কাজ করতে চাইলে অবশ্যই আপনার মধ্যে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। সে সাথে নতুনত্ব জানার আগ্রহ থাকতে হবে। ধৈর্যশীল হতে হবে অবশ্যই। পাশাপাশি প্রচন্ড পরিশ্রম করে কাজ করার ইচ্ছাশক্তি ও থাকতে হবে আপনার। তাই এই কাজগুলো যদি আপনি করতে পারেন তবে আপনার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। তাহলে চলুন পর্যায়ক্রমে জেনে নেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা। 

  • ফাইবার
  • আপওয়ার্ক
  • গুরু
  • নাইনটি নাইন ডিজাইন্স
  • টপ টাল
  • পাবলুফট
  • সিম্প্লিহায়ার্ড
  • একুয়েন্ট। 
  • পিপল পার আওয়ার
  • ফ্রিল্যান্সার ডট কম

নাম্বার ১.  আপ ওয়ার্ক

বর্তমানে ইন্টারনেটের আরো একটি ফিন্যান্স সাইট গুলোর মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে upwork। এখান থেকে যাকে নিয়োগ করা হয় এই সাইটের অ্যাডমিনিস্ট্রেশন পৃথকভাবে সবকিছুকেই যাচাই করে, যা নিয়োগ প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে তোলে। আপওয়ার্ক অনেক মানসম্মত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, এখানে পৃথিবীর অনেক নামকরা প্রতিষ্ঠানের কাজ পাওয়া যায়। মূলত দুই ধরনের কাজ পাওয়া যায় আপওয়ার্কে। যথা 

  • ঘন্টাভিত্তিক এবং 
  • চুক্তিভিত্তিক

কেউ যদি ফ্রিল্যান্সিং এর সবচেয়ে স্মার্ট এবং আরামদায়ক মার্কেটপ্লেস খুঁজে থাকেন। তাহলে এই আপওয়ার্ক মার্কেটপ্লেস সবচেয়ে উপযুক্ত।

নাম্বার ২. ফাইবার

“ফাইবার” ফ্রিল্যান্সার এবং ব্যবসা এই দুইটি বিষয়কে ডিজিটাল ভাবে সংযুক্ত করে থাকে। আর এখানে আপনি আড়াইশোটির বেশি বিভাগের পেশাদার পরিষেবার অফার পেতে পারেন। বর্তমানে ফাইবার মার্কেটপ্লেসটি অনেক বেশি জনপ্রিয়। আর শুধু বর্তমান নয়, ধরা যায় ২০২৩ সালেও এর জনপ্রিয়তা আরো বাড়বে। ফাইবার ওয়েবসাইটে অধিক ক্যাটাগরির সাথে পেশাদার পরিষেবা অফারগুলির একটি চিন্তা কর্ষক ব্যাপক ভান্ডার রয়েছে।

আর তাই কেউ যদি তাদের দক্ষতার উপর কাজ অফার করতে পারে, সেই বিষয়ের উপর পোস্ট করে এবং ক্লায়েন্টরা তাদের প্রকল্পটি বাস্তবায়নে ফ্রিল্যান্সারদের অফারকৃত কাজগুলো বেছে নেয় তাহলে কেল্লাফতে। বলতে পারেন এই ওয়েবসাইট এন্ট্রি লেভেল ফ্রিল্যান্সারদের জন্য একটি আদর্শ মার্কেটপ্লেস।

নাম্বার ৩. ফ্রিল্যান্সার

সারাবিশ্বে ফ্রিল্যান্সারদের জন্য একটি আদর্শ এবং সবথেকে জনপ্রিয় প্লাটফর্ম ফ্রিল্যান্সার ডটকম। যেখানে আপনি সব ধরনের অনলাইন জব তথা ফ্রিল্যান্স জব পাবেন। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন এর কাজ, আবার হতে পারে কপিরাইটিং এসইও মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর যে কোন কাজ।

তাছাড়া এটি এমন একটি মার্কেটপ্লেস যেখানে জার্মান স্প্যানিশ পর্তুগিজ সহ আরো কয়েকটি ভাষায় কাজ করতে পারবেন। মানে দেশের বাইরেও বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কলিগদের সাথে আপনার কাজ করাটা পসিবল হবে। নির্দিষ্ট মূল্যের প্রজেক্ট, ঘন্টার হারের প্রজেক্ট, দক্ষতা, কনটেন্ট ও ভাষা সহ বিভিন্ন বিভাগ অনুযায়ী আপনি আলাদা আলাদা কাজ করতে পারবেন। আর এই প্রত্যেকটা কাজের তালিকায় আপনি বিডিং প্রাইস সহ বিডানের সংখ্যাও দেখতে পাবেন।

আর এটি একমাত্র মার্কেটপ্লেস যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ ফ্রিল্যান্সাররা যুক্ত হয়ে একসাথে একটি বিশাল সংগঠন তৈরি করেছে ফ্রিল্যান্সিং কাজের জন্য। একেবারে শুরু দেখে অবশ্য নতুনদের জন্য কাজ খুঁজে পাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, তবে আশা ছাড়লে চলবে না।

অবশ্যই নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতা প্রমাণ করতে হবে সেই সাথে প্রফেশনাল কাজ জানতে হবে। আর আপনার যদি সৃজনশীলতা ও ধৈর্যের সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সার ডটকম মার্কেটপ্লেসে নিজের একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

নাম্বার ৪. গুরু

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকার চার নম্বরে রয়েছে আরেকটি জনপ্রিয় মার্কেটপ্লেস। আর এটি হল গুরু। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই প্লাটফর্ম থেকে ফ্রিল্যান্সারদের মাধ্যমে তাদের কাজগুলো করে নেয়। আর এই প্লাটফর্মে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি। যেমন ধরুন,

  • Graphics Design, 
  • Writing and Translation, 
  • Sales and Marketing, 
  • Business and Finance, 
  • Education and Training, 
  • SEO
  • WordPress 
  • Website development, 
  • Data Entry etc

তবে যদিও ভাই এই ওয়েবসাইট একদমই নতুন, কিন্তু দিন দিন এর ইউজারস এতটাই বৃদ্ধি পাচ্ছে যে তা অবাক করার মত। আর আপনি যদি তাদের সাইটে কাজ করতে চান তাহলে আপনাকে নিজস্ব একটি প্রোফাইল তৈরি করতে হবে যা অনেকটাই সহজ।

আর হ্যাঁ গুরু ওয়েবসাইটে প্রতিদিন প্রচুর পরিমাণে চাকরির পোস্টিং থাকে যা বিভিন্ন প্রোফাইল থেকে আসে। তাই বিস্তারিত জানতে এবং অনলাইন প্লাটফর্মে নিজের ক্যারিয়ার গড়তে অবশ্যই আপনার জন্য এই মার্কেটপ্লেস টিও বেশ কাজে আসবে।

নাম্বার ৫.গ্রাফিক্স ডিজাইন্স

যারা ডিজাইনে দক্ষ, যেকোনো ডিজাইনে নতুনত্ব নিয়ে আসতে পারেন তাদের জন্য সবচেয়ে আদর্শ প্লাটফর্ম এটি। এই ওয়েবসাইটটি মূলত ডিজাইনারদের জন্য সেরা। তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত মার্কেটপ্লেস হবে 99 designs.

আর এই ওয়েবসাইটের আরেকটি ভালো জিনিস হলো, এরা আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে সমর্থিত করবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে সেই সাথে আপনি যদি অনেক বেশি প্রফেশনাল হতে পারেন তাহলে প্রফেশনাল ডিজাইনারদের বিশাল একটি কমিউনিটি তৈরি করবে। আর আপনি নতুন অথবা পুরাতন যাইহোক না কেন আপনি কাজের সুযোগ অবশ্যই পাবেন এই মার্কেটপ্লেসে।

নাম্বার৬. ৯৯ পিপুল পার আওয়ার 

জনপ্রিয়তার লিস্টে অনলাইন মার্কেটপ্লেস হিসেবে অবস্থান করছে পিপুল পার আওয়ার ওয়েবসাইট। এই প্লাটফর্মে ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এক মিলিয়ন কাজের মাধ্যমে €১৩০ মিলিয়নের বেশি অর্থ আয় করেছে। আর তার চাইতে বড় কথা এদের নিয়োগ প্রক্রিয়া খুবই নমনীয় এবং দামের দিক দিয়ে অত্যন্ত সাশ্রয়ী। আপনি যদি কাজে দক্ষ হন এবং নিজের ওপর বিশ্বাস ও আস্থা থাকে সেই সাথে থাকে ধৈর্য তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে পিপুল পার আওয়ার ওয়েবসাইটটি বেছে নিতে পারেন। 

নাম্বার ৭. টপ টাল

উচ্চমানের ফ্রিল্যান্সারদের সমাগম রয়েছে টপটাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে হাজার হাজার দক্ষ ফ্রিড্যান্সেরা আবেদন করে টিকে চায় তাদের মধ্যে থেকে বাছাইকৃত সবচেয়ে সেরা কয়েকজন ফ্রিল্যান্সার। এই ওয়েবসাইটের সিলেকশন পদ্ধতি অত্যন্ত কঠিন। তাই আপনি যদি তাদের মনমতো হতে পারেন এবং নিজের ওপর বিশ্বাস থাকে আপনি সেই সেরাদের মধ্যে একজন তাহলে আপনার জন্য আদর্শ প্লাটফর্ম toptal.com. 

নাম্বার ৮. পাবলফট

আপনি যদি লেখালেখিতে পারদর্শী হয়ে থাকেন লিখতে ভালোবাসেন এবং যেকোনো বিষয়বস্তুর ওপর একদমই অন্য ধাঁচে অত্যন্ত সুন্দরভাবে লেখার প্রতিভা রাখেন তাহলে আপনার জন্য অত্যন্ত চমৎকার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এটি।

এই প্লাটফর্মটি একাডেমিক লেখকদের জন্য তৈরি করা হয়েছে আর তাই সেখানে সবাইকে কাজ করার সুযোগ প্রদান করা হয় না। আর সেই সাথে নতুনদের নতুন প্রোফাইল খোলাটাও অনেকটা কষ্টকর। তবে হ্যাঁ তারা একটা পরীক্ষা নেয় যদি আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে এই প্লাটফর্ম আপনাকে সুযোগ দিবে এবং আপনি নির্ভরযোগ্য ক্লাইন্টদের সাথে কাজ করতে পারবেন।

নাম্বার ৯. সিম্প্লি হায়ার্ড

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের আরেকটি জনপ্রিয় প্লাটফর্ম সিম্পলি হায়ারড। যারা অতিরিক্ত কাজ করতে চান তাদের জন্য সবচেয়ে আদর্শ প্লাটফর্ম একটি। আর এর অত্যন্ত উল্লেখযোগ্য সুবিধা হলো, এরা প্রজেক্ট এর কাজ পোস্টিং বা সম্পন্ন করে দেওয়ার জন্য ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সারদের কাছ থেকে চার্জ নেয় না।

তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিস্টটির মধ্যে এই সাইটটি নতুনদের জন্য অনেক ভালো। আর যদি আপনি ইংরেজিতে খুব একটা ভালো না হয়ে থাকেন তবে আপনার জন্য এটি একমাত্র প্লাটফর্ম। যেখানে আপনি বাংলা অথবা হিন্দি ভাষায় ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।

নাম্বার ১০. একুয়েন্ট

সবার নিকট অত্যন্ত পরিচিত এবং ভালো মানের ফ্রিল্যান্সার ডেলিভারি দেওয়ার ক্ষেত্র হিসেবে একুয়েন্ট ওয়েবসাইট অত্যন্ত জনপ্রিয়। তারা ফ্রিল্যান্সার হায়ার করার ক্ষেত্রে দুই বছরের বেশি অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে থাকে।

তবে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য তাদের এই নিয়মে কিছুটা শিথিলতা রয়েছে তাই আপনি যদি প্রফেশনালি কাজ করতে পারেন তাহলে খুব সহজেই কাজের অফার পেতে পারেন একুয়েন্ট থেকে। এপর্যন্ত একুয়েন্ট অনেকগুলো পুরস্কার জিতেছে। কারণ তারা যে মানের কাজ অফার করে সাধারণত অন্যান্য মার্কেটপ্লেসগুলো তা করেনা। তাই আপনার জন্য এটিও একটি আদর্শ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হতে পারে।

পরিশেষে: তবে হ্যাঁ এই প্রত্যেকটি মার্কেটপ্লেস গুলোতে আপনি কাজের সুযোগ পাবেন কিন্তু কখনো কখনো পেমেন্ট নিয়ে বেশ ঝামেলা পোহাতে হতে পারে। আর এটা সব সময় হয়না। যদি আপনি চোখ কান খোলা রাখেন তাহলে যে কোন প্রতারকের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

সেই সাথে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ আপনি কোথাও গেলেন আর সেখানে হুট করেই একটা দারুন কাজ পেয়ে গেলেন এমনটা হবে না।

আপনার দক্ষতা আপনার যোগ্যতা কাজের প্রতি আপনার যে ফ্যাশন এবং আপনি যে একজন প্রফেশনাল হার্ডওয়ার্কার এটা আপনার ক্লায়েন্ট কে বোঝাতে হবে এবং আপনাকে নতুন নতুন কাজ পেতে এনালাইসিস করতে হবে।

আশা করি আজকের এই আর্টিকেল আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে। তো দর্শন বন্ধুরা যদি এই আর্টিকেলটি এতটুকুও উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত জানাবেন। সেই সাথে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top