বর্তমান সময়ে যারা ব্লগিং সেক্টরে যুক্ত রয়েছেন। এবং ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে, কনটেন্ট পাবলিশ করছেন। কিন্তু গুগল এডসেন্সে তেমন আয় করতে পারছেন না।
আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণের ভিজিটর থাকা সত্ত্বেও, google এডসেন্স থেকে সেরকম ভালো ইনকাম আসে না।
তো এ বিষয়ে আপনাকে যদি সহজ ভাবে বলি, এডসেন্স সিপিসি ও অ্যাড ক্লিক অনেক কম। যার ফলে অনেক ইনকাম কম আসে।
- গুগল নিউজ কি ? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় ?
- Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়
- মাসে লাখ টাকা আয় করার উপায়
তাই আজকে আমাদের এই আর্টিকেলে গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন। সে বিষয়ে বিস্তারিত জানাবো।
আর বিশেষ করে, আপনি যদি আমাদের লেখা অনুসরণ করেন। তাহলে গুগল এডসেন্সে প্রায় ৪০% থেকে ৬০ পার্সেন্ট ইনকাম বাড়াতে পারবেন।
তাই আপনি যদি গুগল এডসেন্সের ইনকাম বাড়াতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন ?
আজকে আপনাদের সাথে google এডসেন্সের ইনকাম বাড়ানোর বিষয়টি নিয়ে আমি কিন্তু এমনি এমনি আসিনি। এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে কিন্তু এই আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আমি যে প্রক্রিয়া অনুসরণ করে গুগল এডসেন্স থেকে আয় করছি যার ফলে ৬০% ইনকাম বাড়াতে পেরেছি।
আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে, কাজ করতে পারলে গুগল এডসেন্স বিজ্ঞাপনে ক্লিক বেশি হবে এবং সে ক্লিক গুলোতে সিপিসিও অনেক হাই থাকবে। যার ফলে আপনাদের গুগল এডসেন্সের ইনকাম বৃদ্ধি হবে।
তো চলুন জেনে নেয়া যাক। কিভাবে গুগল এডসেন্স ইনকাম বাড়ানো যায় অফিশিয়াল ভাবে।
কিভাবে গুগল এডসেন্স বাড়াবেন অফিসিয়াল মাধ্যমে ?
আমি নিচের অংশে, যে স্কিনশর্ট প্রস্তুত করেছি। সেখানে আমি সর্বশেষ মাসের থেকে, ১৪১.৫৮ ডলার আরো বেশি টাকা উপার্জন করেছি।
গুগল এডসেন্সের মাধ্যমে। আগের মাসে ছিল ১১৭.৩৫ ডলার আর বর্তমান মাসে ১৪১ ডলার। তাহলে বেশি হলো- ২৪.২৩ ডলার।
তো নিজের ছবিটি দেখে পরিষ্কার ধারণা নিন-
এক্ষেত্রে মনে রাখবেন গুগল এডসেন্স ইনকাম বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা প্রথমেই কিছু সাধারণ জিনিসের উপর নজর রাখবেন।
বিশেষ করে, এড প্লেসমেন্ট, ব্যবহার করছেন কিনা? একটি আর্টিকেলে কয়টি অ্যাড দেখাচ্ছেন এবং এডস এর প্রকার ব্যবহার করছেন। সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে।
তো আপনি যদি আমাদের দেওয়া তথ্য অনুযায়ী গুগল এডসেন্স এ কাজ করতে পারেন। তাহলে আগের তুলনায় ইনকাম অনেকটাই বেশি করতে পারবেন।
তো গুগল এডসেন্স ইনকাম বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবে। তা নিচের অংশ থেকে দেখে নিন।
এড প্লেসমেন্ট
আপনারা মনে রাখবেন সবসময়ই বিজ্ঞাপন পেইজে মানে আর্টিকেলে তিনটি অ্যাড বা চারটি অ্যাড ব্যবহার করবেন। প্রথম প্যারাগ্রাফে একটি ডিসপ্লে এড দেখাবেন।
টার্গেটেড অ্যাড ব্যবহার করলে বিজ্ঞাপনে ক্লিক বেশি হবে এবং বেশি সিপিসি থাকা বিজ্ঞাপন গুলো আপনার আর্টিকেলে দেখানো হবে। যার ফলে আপনার বিজ্ঞাপন থেকে ইনকাম বাড়বে।
অটো এড
গুগল এডসেন্সে অটো এট বলে একটি ফাংশন দেওয়া রয়েছে। সেটি ভ করলে আপনার ব্লগে এবং আর্টিকেলে অটোমেটিক ভাবে বিশেষ বিশেষ জায়গায় বিজ্ঞাপন শো করবে।
তাই গুগল এডসেন্স এর অটো এড হিসেবে, ডিসপ্লে, টেক্সট, in article ad, anchor ads, রিল ইত্যাদি এড গুলো অটোয়েড হিসেবে ব্যবহার করবেন এতে করে অনেকটাই লাভজনক হতে পারবেন।
অ্যাডের সংখ্যা
আমরা আগেই বলেছি, ব্লক পোস্টে/ আর্টিকেলে অতিক পরিমাণের বিজ্ঞাপন দেখানোর কোন প্রয়োজন নাই। শুধুমাত্র দুই থেকে তিনটি এড ইউনিট ব্যবহার করবেন। সেইসঙ্গে অটো এট একটিভ করা থাকলে, ভিজিটরদের সুবিধা এবং সুযোগ বুঝে তাদের হাইপিসি বিজ্ঞাপন দেখানো হবে।
বিজ্ঞাপনের প্রকার
আপনারা অবশ্যই মনে রাখবেন, ব্লক পোস্টে দুই থেকে তিনটি বিজ্ঞাপন অ্যাড ইউনিট ব্যবহার করলে সেখানে দুইটি ডিসপ্লে, টেক্সট এন্ড ইউনিট ব্যবহার করবেন। এছাড়া বাকি দুটি লিংক এড ব্যবহার করবেন।
প্রতিটি আর্টিকেলের উপরে এবং মাছ বরাবর বিজ্ঞাপন গুলি মিলিয়ে প্লেসমেন্ট করবেন। দেখবেন আপনার এট এ ক্লিক বেশি হবে। এবং ক্লিকে সিপিসি বেশি দেয়া হবে। যার ফলে আপনার ইনকাম বৃদ্ধি হবে।
গুগল এডসেন্স এড এবং এড প্লেসমেন্ট এর সাধারণ বিষয় গুলোর বিষয়ে ধ্যান রাখলে আপনার এডসেন্স ইনকাম অনেকটাই বৃদ্ধি পাবে।
আবার আপনারা মনে রাখবেন। অটো এট বিজ্ঞাপন ব্যবহার করবেন। এবং তিন থেকে চারটি এটি ইউনিট ব্যবহার করবেন। এর নোট গুলোর মধ্যে দুটি ডিসপ্লে ইমেজপ্যাড দুইটি লিঙ্ক এড ব্যবহার করার চেষ্টা করবেন।
অল্প পরিমাণের বিজ্ঞাপন ব্যবহার করলে আপনার আর্টিকেলে ইউজার বা ভিজিটরদের টার্গেট বিজ্ঞাপন দেখানো হবে।
যার ফলে, বিজ্ঞাপনে ক্লিক বেশি হবে। এবং সেই বিজ্ঞাপন গুলোতে, সিপিসি বেশি করে দেয়া হবে। সিপিসি বেশি মানে আপনার আয় এর পরিমাণ বেশি।
শেষ কথাঃ
আপনারা যারা ব্লগিংয়ের ক্ষেত্রে গুগল এডসেন্স ব্যবহার করেন। তারা চাইলে গুগল এডসেন্স ইনকাম আগের তুলনায় অনেক বেশি করতে পারবেন।
সে বিষয়ে আমাদের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হলো। বিশেষ করে আপনি যদি আপনার ওয়েবসাইটের প্রতিটি আর্টিকেলে সঠিকভাবে এড প্লেসমেন্ট করতে পারেন।
তাহলে, খুব সহজেই অনেক বেশি পরিমাণে রোজগার করা সম্ভব হবে।
তো আমাদের লেখা আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন।
এছাড়া এই আর্টিকেলটি আপনার বন্ধুদের জানাতে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করুন।
আর গুগল এডসেন্স থেকে আয় করার আরো অন্যান্য টিপস জানতে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।