গুগল নিউজ কি ? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় ?

গুগোল নিউজ কি : বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল নিউজ। আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় গুগল এর অসংখ্য প্রডাক্ট নিয়ে কাজ করে থাকি। যেমন- গুগল ড্রাইভ, গুগল প্লাস, গুগল প্লে স্টোর, গুগল ক্রোম ব্রাউজার ইত্যাদি।

সেই সাথে আমরা যারা ব্লগিং করার জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি। তাদের জন্য অবশ্যই সাইট এবং পোস্ট গুলো গুগলে ইনড্রেক্স করাতে হয়।

আর সেই জন্য আমাদের অনেক ভালো ভালো আর্টিকেল লিখতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায়। কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লেখার পড়ের সেগুলো গুগলে ইনড্রেক্স হয় না।

গুগল নিউজ কি ? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় ?
গুগল নিউজ কি ? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় ?

তাই গুগল এমন একটি সার্ভিস তৈরি করেছে, সেটি হলো গুগলের জন্য প্রিয় একটি প্রডাক্ট গুগল নিউজ।  আপনি যদি গুগল এর গুগল নিউজ ব্যবহার করেন।

তাহলে আপনার ব্লগ বা ওয়েবসাইট এর যে কোন পোস্ট দ্রুত সময়ের মধ্যে গুগলে ইনড্রেক্স করতে পারবেন।

তাই আজ আমাদের এই পোস্টে আপনাকে জানাব, গুগল নিউজ কি? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইটে যুক্ত করতে হয়। আপনি যদি একবার গুগল নিউজ এপ্রোভাল পেয়ে যান।

তাহলে সাইটে পোস্ট করার সাথে সাথে মানে ৫-১০ মিনিটের মধ্যে গুগলে ইনড্রেক্স হয়ে যাবে। আর গুগলে সাইট এবং পোস্ট ইনড্রেক্স হওয়া মানে অধিক পরিমানের ভিজিটর পাওয়া।

তাই আপনার সাইটে যদি গুগল নিউজ যুক্ত করতে চান। তাহলে আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন। আমি এখানে যে পদক্ষেপ গুলো আপনাকে জানিয়ে দেব। সেগুলো অনুসরণ করে, সহজেই আপনার সাইট গুগল নিউজ এ যুক্ত করতে পারবেন।

তো চলুন আর কথা না বাড়িয়ে নিম্নোক্ত আলোচনা থেকে জেনে নেওযা যাক গুগল নিউজ সম্পর্কে বিস্তারিত তথ্য সমূহ।

আরো দেখুনঃ

গুগল নিউজ কি ?

বর্তমানে বেশির ভাগ তথ্য জানারজন্যে আমরা সরাসরি গুগলে সার্চ করি। আমরা যথন গুগলে কোন বিষয় নিয়ে সার্চ করি। তখন গুগল সার্চ ইঞ্জিন থেকে কিছু ফিচার দেখতে পারি যেমন- ছবি, ভিডিও, নিউজ, সংবাদ, ম্যাপ ইত্যাদি। নিচের ছবিটি দেখে ক্লিয়ার হয়ে নিন।

যখন আমরা কোন ওয়েবসাইট নির্দিষ্ট করে কোন বিষয় নিয়ে নিউজ প্রকাশ করি। তখন গুগল সেই গুলো খুজে নিয়ে নিউজ এর ডাটা ও লিংকে সংরক্ষণ করে রাখে।

গুগলে যে সকল তথ্য সংরক্ষণ করে, রাখা হয় তাকেই গুগল নিউজ বলা হয়।

গুগল নিউজ এর কাজ কি ?

গুগল নিউজ এর বিষয়ে অধিকাংশ ব্লগার জানেন। কিন্তু যারা নতুন ব্লগার তাদের জন্য আমরা সহজ ভাবে বুঝার জন্য জানিয়ে দেব গুগল নিউজ এর কাজ কি?

গুগল নিউজ এর কাজ কি- এই বিষয় জানার জন্য মনে করুন, আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট আছে। যেখানে আপনি নিয়মিত আর্টিকেল লেখেন।

কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে, আপনার সাইট থেকে পোস্ট করা আর্টিকেল গুলো গুগলে ইনডেক্স হতে অনেক সময় লাগে।

আবার অনেক সময় দেখা যায় পোস্ট করা আর্টিকেলটি গুগলে ইনডেক্স হয় না। তাই আপনার সাইট যদি দ্রুত ইনডেক্স করতে চান। তাহলে আপনাকে অবশ্যই গুগল নিউজ যুক্ত করতে হবে।

গুগল নিউজ এর মূল কাজ হচ্ছে কোন ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করার কিছু সময় পরেই সেটি গুগলে ইনডেক্স করানো। মোট কথা গুগল নিউজ ওয়েবসাইট এর আর্টিকেল আপলোড করার ৬-১০ মিনিট এর মধ্যে ইনডেক্স হয়ে যায়।

বিশেষ করে, আর্টিকেল কোয়ালিটি ভালো থাকলে, পোস্ট টি ইনডেক্স করে সেটি গুগল এর প্রথম পাতায় নিয়ে যেতে সহায়তা করে।

আশা করি আপনি উক্ত আলোচনা অনুসরণ করে, বুঝতে পারছেন যে, গুগল নিউজ মুলত কি কাজ করে।

কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করবেন ?

আপনার ওয়েবসাইট যদি গুগল নিউজ এ যুক্ত করতে চান। তাহলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। আমার সেই বিষয়ে কিছু পদক্ষেপ বলব। যে গুলো আপনি শেষ পর্যন্ত অনুসরণ করে সহজেই গুগল নিউজে সাইট যুক্ত করতে পারবেন।

তো চলুন সময় নষ্ট না করে, গুগল নিউজে ওয়েবসাইট যুক্ত করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

পদক্ষেপ – ১ : গুগলেও যে আপনার ওয়েবসাইট যুক্ত করতে চাইলে প্রথমে আপনাকে সরাসরি Google Publisher Center প্রবেশ করতে হবে।

এরপরে, আপনাকে একটি Welcome পেইজ দেয়া হবে। নিচের ছবিটি দেখুন-

আপনারা উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন। সেখানে প্রথমে পাবলিকেশন নেম, মানে আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিবে।

তারপরে অপশনে দেওয়া রয়েছে প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি সেখানে আপনার ওয়েব সাইটের লিংকটি দিয়ে দিবেন।

তারপর আরো একটি অপশন রয়েছে লোকেশন সেখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন যেমন- বাংলাদেশে। এ ফরমটি পূরন করার পর আপনারা নিচে থাকে দেখতে পারবেন Add Pubblication নামে একটি বাটন দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে দিবেন।

অবশ্যই পড়ুনঃ

পদক্ষেপ – ২ : 

উপরের ফরমটি পূরন করার পরে, আপনাকে পাবলিশার সেন্টারের একটি ড্যাশবোর্ড দেওয়া হবে। সেখান থেকে আপনারা সরাসরি হোম অপশনে ক্লিক করবেন। তারপর নিচের ছবির মত ইন্টারফেস গুলোর দেখতে পারবেন যেমনঃ-

উপরের ছবিতে, আপনারা যে অপশন গুলো দেখতে পারছেন। সেটি হচ্ছে পাবলিক সেন্টারের আপনি প্রথমে যে পেজে কাজ করেছিলেন। সেই অনুযায়ী আপনাকে একটি ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। সেখানে আপনার ওয়েবসাইটের নাম এবং লিংক দেওয়া রয়েছে, দেখতে পারবেন।

পদক্ষেপ – ৩ : উপরের ছবিতে যে তথ্যগুলো দেখতে পারছেন। সেখান থেকে আপনাকে সরাসরি পাবলিকেশন সেটিং অপশনে ক্লিক করতে হবে। নিচের ছবিটি দেখুন-

পদক্ষেপ – ৪ : উপরের ছবির মত পাবলিকেশন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাকে আরও একটি পেজ দেওয়া হবে। সেখানে আপনাকে দুইটি অপশন নিয়ে কাজ করতে হবে যেমন- General এবং Visual styles.

প্রথমে জেনারেল অপশনে আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে, প্রথমে পাবলিকেশন নাম হিসেবে আপনার ওয়েবসাইটের নামটি লিখে দেবেন।

তারপর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সেখানে অবশ্যই ইংরেজি সিলেক্ট করে দিবেন। লোকেশন এর জায়গায় আপনি যে কান্ট্রি তে বসবাস করছেন যেমন বাংলাদেশে সেটি সিলেক্ট করবেন।

এরপরে আপনারা নিচে আরও একটি অপশন পাবেন যেমন Primary website property URL, এখানে আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলটি ভেরিফাই করে নিতে হবে।

আপনারা কিভাবে গুগল সার্চ কনসলে আপনার ওয়েবসাইটে ভেরিফাই করবেন। সে বিষয়ে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল পাবলিশ করা রয়েছে সেটি পড়ে নিতে পারেন।

উপরের কাজ শেষ হলে আপনাকে আরও একটি অপশন দেয়া হবে যেমন- Additional website property URLs এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি যুক্ত করে দিতে হবে।

তারপর Contacts অপশনে আপনার ইমেইল একাউন্টে যুক্ত করে দিবেন। এ জেনারেল ফর্ম এর কাজ শেষ হলে আপনাকে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবিটি দেখুন-

পদক্ষেপ – ৫ : এরপরে আপনারা, Visual styles নামে একটি অপশন পাবেন সেখানে আপনার কিছু তথ্য যুক্ত করতে হবে যেমন-

আপনার সাইট রিলেটেড, 3 জেপিজি ফরমেট লোগো যুক্ত করতে হবে। যে ছবি গুলো আপনারা এখানে যুক্ত করবেন তার সাইজ অবশ্যই 512 by 512 px হতে হবে। নিচের ছবিটি দেখুন-

উক্ত দুইটি অপশন এর কাজ পুরোপুরি ভাবে শেষ করার পর। উপরে থাকা সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখবেন। নিচের ছবিটি দেখুন-

পদক্ষেপ- ৬  : উক্ত কাজ শেষ হলে আপনাকে Publication Settings এর বাম পাশে তীর চিহ্নতে ক্লিক করে ব্যাক করে আবার পাবলিশার সেন্টার এর ড্যাশবোর্ডে চলে যাবেন।

এরপরে আপনাকে গুগোল নিউজ এডিটর আসনে ক্লিক করতে হবে নিচের ছবিটি দেখুন-

 

পদক্ষেপ – ৭ : এরপরে আপনাকে আরও তিনটি অপশনের কাজ করতে হবে যেমন-

  • General
  • Content settings
  • Review and publish

আমরা এ তিনটি বিষয়ে পাট বাই পাট বুঝিয়ে দেবো। তার আগে নিচের ছবিটি দেখুন।

General

Content settings

Review and publish

উপরের ছবিগুলোতে আপনারা যে দিকনির্দেশনা গুলো দেখতে পেরেছেন সেগুলো সঠিকভাবে পূরণ করে আপনারা সর্বশেষ রিভিউ এডপাবলিশ পেজে গিয়ে পাবলিক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গুগোল নিউজ ওয়েবসাইট যুক্ত হয়ে যাবে এবং রিভিউ থাকবে।

আপনার সাইটে যদি পর্যাপ্ত পরিমাণে থাকে এবং কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে এক সপ্তাহের মধ্যে গুগোল নিউজ এপ্রোভাল পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

আমাদের পোস্ট থেকে আপনাকে আর জানিয়ে দেয়া হলো- গুগোল নিউজ কি এবং কিভাবে গুগল নিউজে ওয়েবসাইট যুক্ত করতে হয়।

আপনি যদি ব্লগিং করেন তাহলে, আপনার অবশ্যই ওয়েবসাইট বা ব্লগ রয়েছে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের পোস্ট গুলো দ্রুত ইনবক্স করার জন্য গুগোল নিউজ অ্যাপ্রভাল নেয়া অত্যন্ত জরুরি।

আমরা যে পদক্ষেপ গুলো আপনাকে দেখেছি সেগুলো যদি সঠিকভাবে অনুসরণ করে কাজ করতে পারেন। তাহলে আশা করা যায় আপনার ওয়েবসাইটটি গুগলের দ্রুত করাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top