ব্রাউজার এক্সটেনশন কি ? কিভাবে chrome extensions install করবেন।

গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন : বর্তমান সময়ে যারা ইন্টারনেট ঘাঁটাঘাটি করেন। তারা অবশ্যই শুনে থাকবেন। ব্রাউজার এক্সটেনশনের কথা। আপনারা হয়তো অনেকবার ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে শুনেছেন।

কিন্তু একটি ব্রাউজার এক্সটেনশন কি, আপনার হয়তো সে বিষয়ে এখনো বুঝে উঠতে পারেননি।

বর্তমান সময়ে লোকেরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে, গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন বা প্লাগিন ব্যবহার করে থাকে।

কারণ গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন মানুষের কাছে অনেক প্রচলিত এবং এই ওয়েব ব্রাউজারের মধ্যে হাজার হাজার এক্সটেনশন রয়েছে।

তাই আপনি যদি ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত থাকেন বিশেষ করে ব্লগিং। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে।

আমরা আপনার সুবিধার জন্য এখানে জানিয়ে দেবো। ব্রাউজার এক্সটেনশন কি এবং কিভাবে গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করবেন।

ব্রাউজার এক্সটেনশন কি ? কিভাবে chrome extensions install করবেন।
ব্রাউজার এক্সটেনশন কি ? কিভাবে chrome extensions install করবেন।

তাই আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান? তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ব্রাউজারে এক্সটেনশন কি?

বর্তমান সময়ে, বেশিরভাগ মানুষ মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে, বিভিন্ন কাজ সম্পাদন করে থাকেন।

কারণ ওয়েব ব্রাউজার এক্সটেনশন গুলো অনেক দরকারী হয়ে থাকে। যে এক্সটেনশন গুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই কঠিন কঠিন কাজগুলো সহজ করে তুলতে পারবেন।

তাই আপনি এই সকল প্লাগিন বা ব্রাউজার এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করে, তার কর্মক্ষমতা বাড়িয়ে নিতে পারেন।

তার আগে আপনারা এই প্লাগিন বা এক্সটেনশন কি? এবং এদের কাজ কি, সে বিষয়ে বিস্তারিত জানতে হবে।

ব্রাউজার এক্সটেনশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনারা নিজের ওয়েব ব্রাউজার কে কাস্টমাইজ করে ফাংশন বাড়িয়ে নিতে পারবেন।

ব্রাউজার এক্সটেনশনের বিভিন্ন ধরনের ফাংশনযুক্ত করে, আপনার ওয়েব ব্রাউজার অনেক কার্যকারিতা যোগ করে নিতে পারবেন।

মূলত আপনারা যখন ব্রাউজারে কোন এক টেনশন ইন্সটল করবেন। সেসময় ব্রাউজারের ফাইল গুলো কাস্টমার হয়ে সেখানে কিছু আলাদা এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি হবে।

সেই ফাইল গুলো আপনাদের ব্রাউজার এক্সটেনশনের সাথে জড়িত ফাংশন যুক্ত করে থাকে।

এরকম ভাবে আপনি যে সকল ব্রাউজারে ইন্সটল করবেন। ঠিক তখন তার সাথে জড়িত নতুন কার্যকারিতা গুলো ফাংশনাল ভাবে ওয়েব ব্রাউজারে চালু হবে।

মনে করুন- গুগল ক্রোম ব্রাউজার এ অনেক প্রচলিত এক্সটেনশন আছে যার নাম হচ্ছে, voice in voice typing.

আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশন টি ব্যবহার করে, খুব সহজেই মাইক্রোফোন ব্যবহার করে, মুখে কথা বলে টাইপিং করতে পারবেন।

গুগল ক্রোমের এর জনপ্রিয় এক্সটেনশনটি ব্লগাররা ব্যবহার করে থাকে। এরকম অসংখ্য পরিমাণের ব্রাউজার এক্সটেনশন রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে।

তো বন্ধুরা আপনারা যদি ব্রাউজার এক্সটেনশন, নিজের ব্যবহার করা গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত করতে চান?

সে ক্ষেত্রে আমাদের দেখানো একটি প্রক্রিয়া অনুসরণ করে, আপনার প্রয়োজনীয় যেকোনো এক্সটেনশন খুব সহজে যুক্ত করতে পারবেন, একই নিয়মে।

কিভাবে chrome extensions install করবেন

তো আপনারা উপরোক্ত আলোচনা তে জানতে পারলেন, ব্রাউজার এক্সটেনশন কি? সেই লক্ষ্যে এখন আমি আপনাকে জানাবো। কিভাবে গুগল ক্রোম এক্সটেনশন ইন্সটল করবেন।

তো বিশেষ করে আপনার যদি ব্লগিং এর সাথে যুক্ত হয়ে থাকেন এবং নতুন ব্লগিং শুরু করেন। সে ক্ষেত্রে, আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করতে হবে।

যেমন-

  • voice in voice typing extensions
  • keyword research extensions
  • ads blogger extension
  • image downloader extension
  • simple allow copy extension ইত্যাদি।

তো আপনার যারা ব্লগিং এর সাথে জড়িত, তারা উপরোক্ত গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করে, অনেক ভালো পারফরম্যান্স করতে পারবেন।

তো আমি আজ আপনাকে এখানে জানিয়ে দেবো। গুগল ক্রোম ব্রাউজারে voice in voice typing extensions কিভাবে ইন্সটল করবেন।

ধাপ- ১ 

গুগল ক্রোম ব্রাউজারে voice in voice typing extensions ইন্সটল করতে চাইলে। প্রথমে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।

ধাপ- ২

তারপর আপনি যেহেতু ভয়েস টাইপিং করে, কাজ করতে চান? সেজন্য এক্সটেনশন টি যুক্ত করবেন। সেটি খুঁজে বের করার জন্য আপনারা সার্চবারে গিয়ে সার্চ করুন- voice in voice typing extensions.

আপনারা যখন এক্সটেনশন টি খুঁজে পাবেন তখন সেটিতে সরাসরি ক্লিক করে দেবেন। আর যদি খুঁজে না পান।

সে ক্ষেত্রে সমস্যা নেই! আমি আপনার সুবিধার জন্য এখানে, voice in voice typing extensions এর একটি লিংক যুক্ত করে দিয়েছি।

সে লিংকে ক্লিক করে, প্রবেশ করলে, নিচে দেওয়া ছবির মতো দেখতে পারবেন-

ধাপ- ৩

আপনারা যখন ওপরে দেয়া ছবির মত, পেজটি পেয়ে যাবেন। তখন অবশ্যই আপনাকে জিমেইল একাউন্ট দ্বারা লগইন করতে হবে।

তারপর আপনারা Add To Chrome লেখাতে ক্লিক করবেন।

ধাপ- ৫

Add To Chrome অপশনে ক্লিক করার পর, একটি ফাইল অটোমেটিকলি ডাউনলোড হবে। আর ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর।

গুগল ক্রোম ব্রাউজার এর সবার উপরে ডানপাশে, extensions নামে একটি অপশন পেয়ে যাবেন।

সেখানে প্রবেশ করে, voice in voice typing এর লিংকটি দেখতে পারবেন। নিচের ছবিটি দেখুন-

ধাপ- ৬

voice in voice typing লিংকে ক্লিক করার পর। আপনাকে কিছু অপশন দেয়া হবে। সেগুলো ধাপে ধাপে নেক্সট বাটন চেপে দিবেন।

সর্বশেষ আপনারা কোন ভাষায় ভয়েস টাইপিং করবেন সেটি নির্বাচন করবেন যেমন- (ইংরেজি বা বাংলা)।

তো বন্ধুরা আপনারা যখন এই ছয়টি ধাপ অনুসরণ করে কাজ করতে পারবেন।

তখনই, গুগল ক্রোম ব্রাউজারে ভয়েস ইন ভয়েস টাইপিং ছাড়া, আরো অন্যান্য প্রয়োজনীয় সকল প্রকার এক্সটেনশন ইন্সটল করতে পারবেন একই নিয়মে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা অনলাইন সেক্টরে কাজ করেন বিশেষ করে ব্লগিং, সেক্ষেত্রে আপনাদের ব্রাউজার এক্সটেনশন সম্পর্কে ধারণা নেওয়া উচিত।

এবং প্রয়োজনীয় গুগল ক্রম এক্সটেনশন ইন্সটল করে, বিভিন্ন কাজের সুবিধা নেওয়া।

তো আপনি যখন গুগল ক্রোম এক্সটেনশন গুলো ব্যবহার করবেন। সে ক্ষেত্রে আপনারা অনেকগুলো সুবিধা ভোগ করতে পারবেন।

তাই আমি আপনার সুবিধার জন্য এখানে ব্রাউজার এক্সটেনশন কি এবং কিভাবে গুগল ক্রোম ইন্সটল করবেন। সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছি।

তো বন্ধুরা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর, আপনার কাছে কেমন লাগলো। অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন।

আর বিশেষ করে আমাদের এই ওয়েবসাইট থেকে গুগল ক্রোম ব্রাউজার সংক্রান্ত আরো নতুন নতুন টিপস এন্ড টিক্স জানতে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top