ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাংক হচ্ছে না ? সামাধান জানুন

আপনারা যারা ইউটিউবিং করেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তার মধ্যে বিশেষ করে, ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাঙ্ক না হওয়ার মতো সমস্যা।

সে লক্ষ্যে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে। তবে নিশ্চয়ই বুঝবেন যে, চ্যানেল ও ভিডিও র‍্যাঙ্ক কতটা জরুরী।

যাদের ইউটিউব চ্যানেলে, হাজার হাজার সাবস্ক্রাইব আছে। তারাও কিন্তু একসময় youtube চ্যানেল র‍্যাঙ্ক এবং ভিডিও র‍্যাঙ্ক নিয়ে চিন্তা করত।

ভবিষ্যতে যারা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন। তারা একটু হলেও এ বিষয়ের সম্মুখীন হবেন।

তো আমরা বিশ্বাস করি কোন কাজেই সহজ নয়। ইউটিউবে হাজার হাজার ভিজিটর থাকলেও সঠিক উপায় না জানলে। আপনার ভিডিও গুলো তাদের নিকট কখনোই পৌঁছাবে না।

ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাংক হচ্ছে না ? সামাধান জানুন
ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাংক হচ্ছে না ? সামাধান জানুন

আবার আপনি, ভিডিও খুব সহজে সবার কাছে পৌঁছে দিতে পারেন। সেক্ষেত্রে সেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে টাকাও উপার্জন করতে পারবেন।

বাংলাদেশ এমন অনেক ইউটিউবার রয়েছে, যারা ইউটিউবিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করছে। তারা কিন্তু এমনি এমনি টাকা আয় করতে পারছে না অবশ্যই তাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছেসে।

এক্ষেত্রে যারা ইউটিউব চ্যানেল গুলো বা ইউটিউব ভিডিওগুলো রেংক করাতে পারছে না। তাদের কিন্তু কোন প্রকার ইনকাম হচ্ছে না।

এমন অনেক ইউটিউবার রয়েছে। যাদের ইউটিউব চ্যানেল সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না।

তো আপনারা যদি আমাদের দেওয়া আর্টিকেলটি অনুসরণ করতে পারেন। সে ক্ষেত্রে আশা করা যায় ,ইউটিউব চ্যানেল এবং ভিডিওগুলো রেংক করাতে পারবেন খুব সহজে।

তো চলুন জেনে নেয়া যাক। youtube চ্যানেল ও ভিডিও কেন হচ্ছে না। সেই সম্পর্কে সমাধান জেনে নেয়া যাক।

ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাংকিং টিপস

আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন। সে ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাংক হচ্ছে না ।কিভাবে র‌্যাংক করাবেন। সে বিষয়ে জানতে চান?

তাহলে সঠিক একটি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। আমরা আপনাকে এখানে কত গুলো ইউটিউব চ্যানেল ও ভিডিও র‍্যাংকিং টিপস সম্পর্কে জানিয়ে দেব। যেগুলো অনুসরণ করে, খুব সহজেই রেংকিংয়ে নিয়ে আসতে পারবেন।

তো চলুন জেনে নেয়া যাক বিস্তারিত।

ইউটিউব চ্যানেল র‌্যাক করাবেন যেভাবে ?

তো আমি আপনাকে প্রথমে জানাতে চাই youtube চ্যানেল র‌্যাংক করানোর উপায়। আপনারা ইউটিউব চ্যানেলে যত ভালো ভালো, ভিডিও তৈরি করেন না কেন? চ্যানেলটি যদি রেংকিং এ না আসে সে ক্ষেত্রে কিন্তু ভিডিও সার্চ এ আসবে না।

আপনার youtube চ্যানেলের জনপ্রিয় তাও পাবে না। আপনি ইউটিউবার হিসেবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই প্রথমে আপনার ইউটিউব চ্যানেলের দিকে নজর দিতে হবে।

যে নিয়ম গুলো মেনে চলার ফলে, ইউটিউব করাতে পারবেন।

সেগুলো হচ্ছে-

ইউটিউব চ্যানেলের ইউনিক নাম নির্বাচনক করুন

আপনি যে ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন সেটি অবশ্যই ইউনিক নামে হতে হবে। আপনি যে নামটি দিয়েছেন সে নাম যেন ইতিমধ্যে অন্য কোন চ্যানেলের না থাকে।

এমন কোন নাম দেওয়া যাবে না যে,নামে আগেই হাজার হাজার চ্যানেল তৈরি করা রয়েছে।

আপনার youtube চ্যানেলের নামটি যদি একদম ইউনিক হয়। সেক্ষেত্রে চ্যানেলের নাম লিখে সার্চ করলে খুব সহজেই সেটি সার্চ বক্সে পাওয়া যাবে। মানে সার্চ বক্সে সার্চ করলে শুরুতেই ইউটিউব চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে।

তো চলুন জেনে নেয়া যাক youtube চ্যানেলের কি নাম দিবেন। অবশ্যই আপনি এমন কোন নাম দেবেন যা আপনার চ্যানেল আইডিয়া বা ভিডিওর ধরনের সাথে মিল থাকে।

মনে করুন- আপনার youtube চ্যানেলটি কোন বিজনেস সম্পর্কে তৈরি করতে চান। সে ক্ষেত্রে আপনার যদি কোন বিজনেস কোম্পানি থাকে সেই কোম্পানির নাম দিয়েও ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন।

আপনার কোম্পানির নামের সাথে মিল রেখে ইউটিউব চ্যানেলের নাম দিলে সেটি ইউনিক হিসেবে গণ্য হবে। আর আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে যে ভিডিওগুলো তৈরি করবেন।

সেটি আপনার কোম্পানির নামের সাথে যাতে মিল থাকে। তাহলেই আপনার ইউটিউব চ্যানেলটির নাম ইউনিক হয়ে যাবে। যা থেকে আপনারা সহজেই রেংকিং করতে পারবেন।

ভিডিও র‍্যাংক করাবেন যেভাবে ?

আপনারা উপরোক্ত আলোচনা থেকে ইউটিউব চ্যানেল র‌্যাক করানোর বিষয়ে টিপস জানতে পারলেন। আপনারা উপরোক্ত নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে খুব সহজে ইউটিউব চ্যানেল র‌্যাংক করিয়ে নিতে পারবেন।

তো এখন আমি আপনাকে জানাবো ইউটিউব ভিডিও র‌্যাংক করানোর উপায় গুলো সম্পর্কে। তো চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

ভিডিওর ডিউরেশন বড় করুন

আপনাদের ইউটিউব এর ভিডিও র‌্যাংক করাতে চাইলে, অবশ্যই যে ভিডিওটি তৈরি করতে চান সেই ভিডিও ডিলেক্টেড কনটেন্ট এর ভিডিও ইউটিউব সার্চ করলে অনেক পাবেন।

সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে, তার ওপর ভিডিও তৈরি করলে সে ভিডিওটি খুব সহজেই ব্যাংকিং এ নিয়ে আসতে পারবেন।

তাই সব সময় চেষ্টা করবেন একটু বেশি ডিউরেশনের ভিডিও তৈরি করতে। কিন্তু খুব বেশি বড় না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন এবং ভিজিটেরা যাতে বোরিং না ফেল করে।

মোটকথা আপনাকে ভিডিওর লেংথ রাখতে হবে ভিজিটরদের কথা চিন্তা করে। অনেক সময় অনেককে দেখা যায় যে আকর্ষণীয় হওয়ার কারণে বড় লেংথের ভিডিও দেখতেও ভিজিটরা বিরক্ত বোধ করেনা।

তাই ভিডিও আকর্ষণে না হওয়ার ফলে ছোট ডিউরেশন হলে দর্শকরা সেটা শেষ না করেই চলে যায়।

নিয়মিত ভিডিও আপলোড করুন

আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো রেংকিং পেতে চাইলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব চ্যানেলে ranking ধরে রাখতে চাইলে অবশ্যই প্রতিমাসে ২০ থেকে ২৫ টি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন।

আপনার ইউটিউব চ্যানেলে যখন পর্যাপ্ত পরিমাণের আকর্ষণীয় ভিডিওগুলো আপলোড করা হয়ে যাবে।

তখন দর্শকরা সে ভিডিও গুলো দেখতে পছন্দ করবে। অনেক অনেক শেয়ার হবে। ধীরে ধীরে আপনারা সেই ভিডিওটি youtube সার্চে রেংকিং এ নিয়ে আসতে পারবেন।

আকর্ষণীয় টাইটেল ব্যবহার করুন

তো বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন youtube চ্যানেলগুলোতে ভিজিটরা সবার আগে ভিডিও দেখে নাকি ভিডিও টাইটেলটি দেখে? আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন সে ক্ষেত্রে অবশ্যই বলবেন টাইটেল দেখে।

সত্যি তাই। একজন ভিজিটর যখন কোন টাইটেল এর প্রতি আকর্ষিত হয় তখনই সে ভিডিওটি দেখার জন্য প্রবেশ করে।

তাই আপনার ভিডিও র‍্যাংকিং পাওয়ার জন্য অবশ্যই, আকর্ষণীয় টাইটেল ব্যবহার করতে হবে তাহলেই সফলতা পাবেন।

ভিডিও ডেসক্রিপন ব্যবহার করুন

Youtube video ranking এ নিয়ে আসার জন্য ভিডিও ডেসক্রিপশন গুরুত্বপূর্ণ। তাই ভিডিওর ডেসক্রিপশন কে এড়িয়ে যাবেন না। ভিডিও ডেসক্রিপশনে সব সময় ভিডিও টাইটেল রাখার চেষ্টা করবেন।

এবং ভিডিও রিলেটেড কিছু তথ্য সেখানে লেখার চেষ্টা করবেন। যাতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে। আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন।

সেই হিসেবে আপনার তৈরি করা ভিডিওটি ইউটিউবের রেংক হবে।

এছাড়া আপনি যে বিষয় নিয়ে ইউটিউব ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিও অনুযায়ী হ্যাশ ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন।

তাহলে আশা করা যায় নিশ্চিত ভাবে আপনার ভিডিওটি ইউটিউবে রেংকিং পাবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা ইউটিউবার হিসেবে কাজ করছেন। সফলতা অর্জন করতে চান? সবার আগে পনার ইউটিউব চ্যানেলটি রেংকিং করাতে হবে এবং ইউটিউব ভিডিওগুলো র‍্যাংকিং এ নিয়ে আসতে হবে।

তো আমরা আপনাকে যে উপায় গুলো জানিয়ে দিয়েছি। সেগুলো অবলম্বন করে কাজ করতে পারলে আশা করা যায়। ইউটিউব চ্যানেল এবং ভিডিও খুব সহজেই র‍্যাংকিং করাতে পারবেন।

আমাদের আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। আপনি যদি ইউটিউব সংক্রান্ত আরো নতুন নতুন তথ্য পেতে চান? তাহলে আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top