ইউটিউব ব্যবহারের সেরা ৫ টি টিপস (জেনে নিন এখানে)

ইউটিউব ব্যবহারের সেরা টিপস : আপনি যদি ইউটিউবিং করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু টিপস জেনে রাখাটা অত্যন্ত জরুরী।

ইউটিউব কে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। ইউটিউব এর ভিডিও ডাউনলোড করা শর্টকাট পদ্ধতিতে ইউটিউব ব্যবহার করার মত অনেক কৌশল ও মাধ্যম আছে।

এই সকল কৌশল জেনে ইউটিউব ব্যবহার করলে, আপনার ইউটিউব ব্যবহারে নতুন মাত্রা সৃষ্টি হবে।

ইউটিউবে সার্চ দিয়ে প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ইউটিউবে চালু করা যায়। ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও চালু রাখার মতো অনেক ফিচার হয়তো আপনার এখনো জানা নেই।

ইউটিউব ব্যবহারের সেরা ৫ টি টিপস (জেনে নিন এখানে)
ইউটিউব ব্যবহারের সেরা ৫ টি টিপস (জেনে নিন এখানে)

ইউটিউব কে আকর্ষণীয় এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য দিতে। ইউটিউব নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে।

তার জন্য সব সময়ের মতো আপনাদেরকে সে ফিচারের সাথে পরিচয় করিয়ে দিতে আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে।

আমাদের এই পোস্টটি গুরুত্বপূর্ণ সকল ইউটিউব এর টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন।

সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষ কিছু টিপস সম্পর্কে জ্ঞান অর্জন করত হবে। যে গুলো অনুসরণ করে। ইউটিউবে কাজ করতে পারলে আপনি অনেক জনপ্রিয় বিষয়গুলো উপভোগ করতে পারবেন।

আপনার জন্য আরো লেখাঃ

ইউটিউব ব্যবহার এর সেরা ৫ টিপস

আপনি যদি ইউটিউব এর মাধ্যমে ভিডিও দেখতে আগ্রহী থাকেন তাহলে এই টিপসগুলো শুধুমাত্র আপনার জন্য।

আমরা আপনাকে ইউটিউব ব্যবহারে যে সেরা টিপসগুলো জানাতে যাচ্ছে। সে গুলো জানতে পারলে, আপনি অনেক সুবিধা নিতে পারবেন।

তো চলুন ইউটিউব ব্যবহারের সেরা টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক।

01. ইউটিউব ডার্কমোড

ইউটিউব ডার্কমোড বর্তমানে এন্ড্রয়েড জগতে সবথেকে জনপ্রিয় একটি ফিচার। আমরা বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইলের সকল কাজ করার জন্য ব্যবহার করেই সেই বেশির ভাগ অ্যাপ গুলোতে ডার্কমোড দেওয়া রয়েছে।

ইউটিউব তার ব্যতিক্রম না। এন্ড্রয়েড মোবাইলের পাশাপাশি ইউটিউব অ্যাপস এর মধ্যেও ডার্ক মোড ফিচার আছে। রাতের বেলায় এই ডার্ক মোড ফিচারটি অনেক সুবিধা প্রদান করে থাকে।

ইউটিউব ডার্কমোড চালু করার উপায়

কম্পিউটার দিয়ে- প্রথমে ইউটিউবে প্রবেশ করে আপনার প্রোফাইলে ক্লিক করে নিচে ডার্ক থিম অপশন চালু করে দিলেই ডার্কমোড চালু হয়ে যাবে।

মোবাইল দিয়েইউটিউব অ্যাপ এ প্রবেশ করার পর প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস এ প্রবেশ করতে হবে। তারপর জেনারেল অপশনে গিয়ে ডার্ক থিম অপশনটি ON করে দিলে ডার্ক মোড চালু হবে।

02. ইউটিউব সার্চ টিপস

আমরা সকলেই জানি যখন ইউটিউবে সার্চ বক্সে কোন কিছু সার্চ করে তখন প্রয়োজনীয় ভিডিও গুলো চলে আসে। কিন্তু হাজার হাজার ভিডিও থেকে প্রয়োজনে ভিডিওটি খুঁজে পাওয়া অনেক কষ্টকর কঠিন হয়ে পড়ে।

তবে আপনি যদি ইউটিউব সার্চ টিপস সম্পর্কে ধারণা রাখেন তাহলে এটি আপনার জন্য একদম সহজ হবে।

যার ফলে আপনার প্রয়োজনীয় ভিডিওটি সরাসরি আপনি দেখতে পারবেন। তার জন্য ইউটিউব সার্চ টিপস জেনে নিন।

সার্চ করার নিয়ম– মনে করুন, Game, Live লিখে সার্চ করলে, লাইভ গেম ভিডিও পেয়ে যাবেন। আর যদি Bangladesh Food লিখে সার্চ করেন, তাহলে ভিডিও টাইটেল Bangladesh Food লেখা রয়েছে সেই ভিডিও গুলো পেয়ে যাবেন।

সার্চ ফিল্টারের ব্যবহার– ইউটিউব অ্যাপ এবং কম্পিউটারে উভয়ই মাধ্যমে, অপশনটি দেয়া রয়েছে। যে কোন কিছু সার্চ করার পরে অপশনটি আপনারা পেয়ে যাবেন। ইন ফিল্টার অপশন টি ক্লিক করে আপনি অনেক কিছু করতে পারবেন যেমন-

Last Hour অপশনে ক্লিক করলে আপনি কয়েক ঘণ্টা আগে যে ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো দেখতে পারবেন। Short 4 Minutes অপশনে ক্লিক করলে। আপনি শুধুমাত্র 4 মিনিটের কম সময়ের মধ্যে যে, ভিডিও গুলো আপলোড করা হয়েছে সেগুলো দেখতে পারবেন।

আপনি সহজে জানতে পারবেন, ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও কোন চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে।

03. ভিডিও দেখার টিপস

ইউটিউব চ্যানেল গুলোতে ভিডিও দেখার জন্য নতুন মাত্রা যোগ হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ এ ভিডিও চালু করার পরে উপরের তিনটি অপশনে ক্লিক করলে অনেক অপশন পেয়ে যাবেন।

কম্পিউটারের ক্ষেত্রে সেটিং আইকনের সেগুলো দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি ভিডিও কোয়ালিটি ঠিক করে দিতে পারবেন যেমনঃ 144P বা 244P সিলেট করে দিলে আপনার, মোবাইল ডাটা কম খরচ হবে।

ডাটা খরচ কমানোর ব্যাপারটা শুধু মাত্র ইউটিউব এর ক্ষেত্রে না। সকল ক্ষেত্রেই প্রয়োজন। তার জন্য মোবাইলে অতিরিক্ত ডাটা খরচ কমানোর কিছু উপায় জেনে নিন।

যাই হোক ভিডিও কোয়ালিটি যুক্ত করার পাশাপাশি এখানে আপনি প্লেব্যাক স্পিডে ক্লিক করে ভিডিও দ্রুত ও স্লো করে দেখতে পারবেন।

ইউটিউব এর সেটিংস অপশনে গিয়ে Duble Tap To Seek অপশনে আপনি সেকেনআড যুক্ত করে দিতে পারবেন।

যার ফলে আপনি ভিডিও এর ডান পাশে ডাবল ক্লিক করলে যত সেকেন্ড যুক্ত করবেন তত সেকেন্ড ভিডিও সামনে যাবে। আর বাম দিকে ক্লিক করলে পেছনে যাবে।

আরো পড়ুনঃ

04. ইউটিউব ভিডিও সেভ বা ডাউনলোড করা

ইউটিউব এর ভিডিও সেভ করার অনেক উপায় আছে। কোন ভিডিও দেখার সময় যদি আপনার পছন্দ হয়। ভিডিও টি পড়ে আবার কোন সময় দেখবেন।

তবে সেভ অপশনে ক্লিক করুন। এবং প্লে লিস্টে যুক্ত করে নিন। তাহলে পবর্তী যে কোন সময় সেভ করা ভিডিও পুনরায় দেখতে পারবেন।

ইউটিউব ভিডিও ডাউনলোড করার মাধ্যম দুইটি। একটি হলো ইউটিউব অ্যাপ। অন্যটি হলো ভিডিওর নিচে ডাউনলোড আইকন।

ডাউনলো করা ভিডিও পরে ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন। তবে এই ফিচার এর সমস্যা হচ্ছে এই ভিডিও অন্য কোন ডিভাইসে শেয়ার করা যাবে না।

মিডিয়াপ্লেয়ার দিয়েও দেখা সম্ভব হবে না। উক্ত ডাউনলোড করা ভিডিও এক সপ্তাহ পরে পুনরায় আবার ডাটা দিয়ে দেখতে হবে।

এই ক্ষেত্রে আপনি যদি সারা জীবনের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান।

তাহলে আপনাকে ইউটিউব এর ভিডিওতে প্রবেশ করে, উপরে যে লিংক দেখতে পারবেন। সেখানে www এর পরে ss লিখে ডাউনলোড করতে হবে।

যেমন–  আপনি প্রথমে ইউটিউব এর একটি ভিডিও চালু করে। তারপরে ভিডিও উপরে একটি লিংক দেখতে পারবেন- https://www.youtube.com/@tarekblogtips তখন আপনাকে এই ভিডিও লিংক এর আগে ss লিখতে হবে।

তার জন্য আপনাকে লিংকের www. এর আগে ss লিখতে হবে। যেমন- https://www.ssyoutube.com/@tarekblogtips এরকম দেওয়ার পরে সরাসরি ডাউনলোড হয়ে যাবে।

05. ইউটিউব নিয়ন্ত্রণ

ইউটিউব নিয়ন্ত্রণ করার কিছু সুবিধা আছে। ইউটিউব এ আপনি কি কি সার্চ করছেন। কোন কোন ভিডিও দেখছেন। প্রতিদিন কত ঘন্টা ইউটিউব ব্যবহার করছেন সেই বিষয়েও জানতে পারবেন।

এছাড়া নির্দিষ্ট সময়ে আপনাকে মনে করিয়ে দেওয়া হবে আপনার এখন ইউটিউব বন্ধ করা উচিৎ। এরকম অনেক ফিচার ইউটিউব এ আছে।

নির্দিষ্ট সময়ে আপনাকে মনে করিয়ে দেবে এবং প্রতিদিন সময় ব্যয় করার ফিচার এর নাম Time Watched.

এই ফিচার টি পেতে আপনার অ্যাপ প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। অন্য দিকে আপনার ওয়ার্ড ও সার্চ হিস্টোরি দেখতে পারবেন। সেটিংস থেকে হিস্টোরি এবং প্রাইভেসি অপশন থেকে।

Turn On Incognito মোড নামে আরো একটি অসাধারণ ফিচার এর দেখা মিলবে ইউটিউব অ্যাপস এ।

উক্ত ফিচার চালু করলে আপনি ইউটিউব এ কোন ভিডিও দেখতেন বা সার্চ করছেন সেটি জমা থাকবে না।

উক্ত ইউটিউব এর ফিচার গুলো আপনি ভোগ করতে চাইলে ভালো ভাবে আর্টিকেলটি আবারো শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ এই পোস্টে আপনাকে জানানো হলো ইউটিউব ব্যবহারের ৫ টি সেরা টিপস সম্পর্কে। আপনি উক্ত টিপস গুলো অনুসরণ করে ইউটিউব ব্যবহার করলে অনেক সুবিধা ভোগ করতে পারবেন।

আমাদের আর্টিকেল আপনার কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আর এই ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top