রাউটার কিভাবে কাজ করে : বর্তমান সময়ে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, আগের তুলনায় মডেম এবং ইন্টারনেট প্যাক মোবাইল ডাটা ছাড়া আমরা এখন ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে পছন্দ করি।
বর্তমান সময় আপনারা মডেমের মাধ্যমে ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে পারবেন। এছাড়া বর্তমান সময়ে লোকেরা এত ঝামেলা পছন্দ না করে সরাসরি ওয়াইফাই সংযোগ ব্যবহার করে থাকে।
আরেকটি ওয়াইফাই সংযোগ ব্যবহার করার জন্য অবশ্য একটি রাউটার এর প্রয়োজন হয়। বর্তমান সময়ে রাউটারের বিষয়ে অনেক লোকেরাই অজানা।
তাই আজ আমাদের আর্টিকেলে আপনাদের জানাতে চাচ্ছি, রাউটার কি? রাউটার কত প্রকার এবং রাউটার কিভাবে কাজ করে।
আপনি যদি রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
বর্তমানে যারা কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে তারা সকলেই কিন্তু ইন্টারনেট দিয়ে কাজ করে।
এছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা সকলেই কোন না কোন কাজ করে থাকে যেমন, ফেসবুক, ইউটিউব, ইমেইল, অনলাইন শপিং, অনলাইন ইনকাম ইত্যাদি।
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকার অফিশিয়াল কাজ গুলো করা হয়ে থাকে। সত্যি কথা বলতে ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের কাজ গুলো সহজ ভাবে করতে পারি।
তাছাড়া বর্তমানে মানুষ অফিশিয়াল অনেক কাজ। নিজের ঘরে বসেই করতে পারে ইন্টারনেট ব্যবহার করে। এমনিতে ইন্টারনেট বর্তমান সময়ের সকলেই ব্যবহার করে যাচ্ছে।
এবং ইন্টারনেটের সাথে জড়িত অনেক বিষয় নিয়ে আমরা অনেকেই সঠিক তথ্য জানিনা।
কিন্তু এখনো অনেক লোক আছে যারা ইন্টারনেট ব্যবহার করে। তাই তাদের জন্য ইন্টারনেটের সাথে জড়িত একটি জরুরি বিষয় হচ্ছে রাউটার। তাই রাউটার সম্পর্কে আপনাকে কিছু তথ্য দেয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।
একটি রাউটার এবং ইন্টারনেটের মধ্যে থাকা সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। তাই রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই জেনে নেয়া যাক। প্রথমে আপনাকে অবশ্যই জানতে হবে রাউটার মূলত কি।
আরো পড়ুনঃ
- অনলাইনে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার উপায় | ঘরে বসে ইনকাম, বিকাশে পেমেন্ট
- মোবাইল কেনার আগে যে ৮ টি জিনিস অবশ্যই দেখবেন ?
রাউটার কি?
রাউটার হলো এমন একটি নেটওয়ার্কিং হার্ডওয়ার। যাকে একটি কম্পিউটার নেটওয়ার্কিং বলা হয়।
এই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে ডাটা প্যাকেটগুলোকে ফরওয়ার্ড করা হয়।
একটি রাউটারের কাজ হলো বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ সৃষ্টি করা। তাছাড়া নেটওয়ার্কের মাধ্যমে, যোগাযোগ স্থাপন করার জন্য, আইপি অ্যাড্রেস এর ব্যবহার করা হয়ে থাকে।
তার জন্য রাউটার এর সংজ্ঞা কি এবিষয়ে বলতে গেলে। রাউটার কে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা এক্সটার্নাল বলা যায়। যার ফলে বিভিন্ন আলাদা আলাদা কম্পিউটারে নেটওয়ার্ক যুক্ত করা যায়।
তাই একটি রাউটারের এই কাজ টি Wired & Wireless সংযোগের মাধ্যমে করতে পারে। ওয়ারলেস বেতারের মাধ্যমে যে, গুলো রাউটার বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক গুলোতে যুক্ত থাকে। সেগু লো কে বলা হয় ওয়াইফাই রাউটার।
রাবটা এমন একটি ডিভাইস যা একটি কম্পিউটার নেটওয়ার্কে আরেকটি কম্পিউটারে যুক্ত করে থাকে। যদি ইন্টারনেট এর ক্ষেত্রে বলা যায় রাউটার হচ্ছে, সেই মাধ্যম যার ব্যবহার করে। একটি নেটওয়ার্ক থেকে ইন্টারনেট ডাটা অন্য কম্পিউটারে ফরওয়ার্ড করা হয়।
তাছাড়া রাউটারের মাধ্যমে অন্য কম্পিউটার নেটওয়ার্ক। একটি বিশেষ ইন্টারনেট সংযোগ কম্পিউটার নেটওয়ার্ক থেকে ইন্টারনেট কানেক্টিভিটি গ্রহণ করতে পারে।
রাউটারের নামক নেটওয়ার্ক ডিভাইস টি প্রথম মডেল 1974 ডেভলপ করা হয়েছিল। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, রাউটারের মাধ্যমে ইন্টারনেট ডাটা বা ট্রাফিক অন্যান্য কম্পিউটার গুলোতে প্রদান করার জন্য। আগে রাউটারটি নিজে একটি মডেলের সাথে যুক্ত থাকতে হবে।
এর কারণ হচ্ছে একটি মডেম এর মাধ্যমে রাউটার ইন্টারনেট ডাটা গ্রহণ করে থাকে। আমরা আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে রাউটার মূলত কি।
এখন আমি আপনাকে জানিয়ে দেবো রাউটার মূলত কত প্রকার ও কি কি। এ বিষয়ে জানতে নিচের ধাপ গুলো দেখুন।
রাউটার কত প্রকার এবং কি কি?
একটি রাউটার এর অনেক প্রকার আছে। কারণ বর্তমান সময়ে অনেক আলাদা আলাদা রাউটার সৃষ্টি হয়েছে। তবে আমরা নিচের অংশে আপনাকে কিছু জনপ্রিয় রাউটারের প্রকার সম্পর্কে জানাবো।
একটি রাউটারের অনেক ধরনের প্রকার আছে। কারণ বর্তমান সময়ে অনেক আলদা আলাদা রাউটার রয়েছে। যেমন-
- Broadband Routers
- Wireless Routers
- Core Routers
- Edge Routers
- Inter Provider Border Routers
আপনিও পারে যে, তালিকাটি দেখতে পারছেন এ গুলো হচ্ছে রাউটারের প্রকার। এখন আমি আপনাকে এই রাউটার কোন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই দেখুনঃ
- মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়, জেনে নিন সহজ মাধ্যম
- কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন ? (windows 10 download)
Broadband routers
Broadband routers এ ধরনের রাতারগুল দুইটি বা তার থেকে বেশি কম্পিউটারগুলোতে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
এই সকল ব্রডব্যান্ড রাউটার গুলোর মধ্যে অনেক হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করা যায়। রাউটারগুলো একটি Wired কানেকশনের মাধ্যমে মডেম থেকে, ইন্টারনেট সার্ভিস গ্রহণ করে থাকে।
এরপরে আপনার ঘরে বা অফিসে থাকা। অন্যান্য ডিভাইস গুলোকে ইন্টারনেট সংযোগের সাথে যুক্ত হওয়ার পথ সৃষ্টি করে দেয়।
Wireless Routers
বর্তমান সময়ে, wireless router এর ব্যবহার অনেক বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহার করার জন্য অফিসিয়াল কাজ করার জন্য বেশিরভাগ সময় wireless router এ ধরনের রাউটার ব্যবহার করা হয়।
এই wireless router রাউটারগুলো মধ্যে একটি কম্পিউটার ছাড়া। অন্য একটি কম্পিউটারে সংযুক্ত করে, ইন্টারনেট ব্যবহার করা যায়।
তার জন্য এটি কে (তারবিহীন) ওয়ারলেস রাউটার বলা হয়। এসকল রাউটার গুলো, একটি ওয়ারলেস সিগন্যালের নির্ধারণ এরিয়া তৈরি করে থাকে।
যে নির্ধারিত এরিয়ার মধ্যে থাকে, ওয়ারলেস সিগন্যালের সাথে। একটি কম্পিউটার মোবাইল ল্যাপটপ ইত্যাদি ডিভাইস যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা যায়।
আপনার জন্য আরো লেখাঃ
- স্মার্টফোনের জন্য ৫ টি প্রয়োজনীয় এবং দরকারি এন্ড্রয়েড এপস (ডাউনলোড করুন)
- কম্পিউটারের জন্য ৯ টি প্রয়োজনীয় সফটওয়্যার (ডাউনলোড করুন)
Core Router
Core Router রাউটার এর মাধ্যমে বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে রাউটার গুলো একসাথে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
আপনি মনে করুন আপনার কোম্পানিতে, বা ব্যবসা প্রতিষ্ঠান পাঁচটি রাউটার আলাদা আলাদা জায়গায় রয়েছেG
এখন সে পাঁচটি আলাদা আলাদা রাউটার গুলো একসাথে পরস্পর যুক্ত করার জন্য কাজ করে, এই Core রাউটার।
Edge Routers
Edge Routers গুলোকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইপিএস এর পাশে রাখা হয়। এর বাইরে প্রটোকল যেমন- Border Gateway Protocol গুরুকে অন্যান্য ISO এর বিজিপি’র সাথে কনফিগার করে থাকে।
Inter Provider Border Routers
আপনারা সকলেই আইএসপি সম্পর্কে কিছু হলেও জানেন। আইএসপি একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যেমন, এয়ারটেল, Reliance, BSNL ইত্যাদি।
যে গুলোর মাধ্যমে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে থাকি।
এসকল আইপিএস গুলোকে পরস্পর সংযুক্ত করার জন্য উক্ত Inter Provider Border Routers ব্যবহার করা হয়ে থাকে।
আপনি যদি এই আলোচনাটি সঠিকভাবে পড়ে থাকেন তাহলে রাউটার কি? এবং রাউটার কত প্রকার এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়েছেন।
আর যদি আপনি এ বিষয়গুলোর প্রতি পরিষ্কার ধারণা না পান। তাহলে আরো একবার শুরু থেকে এই পর্যন্ত পড়ে নিবেন।
রাউটার কিভাবে কাজ করে ?
উপরের আলোচনায় রাউটার সম্পর্কে অনেক ধারণা নিয়েছেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে, রাউটার কিভাবে কাজ করে? এবং রাউটারের কাজ কি?
আমরা এর উত্তরে আপনাকে বলব- মনে করুন, আপনি যদি কম্পিউটার বা এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে চান। তবে আপনাকে অবশ্যই একটি রাউটার ব্যবহার করতে হবে।
রাউটার ব্যবহার করলে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। আপনি যখন একটি ওয়াইফাই সংযোগ আপনার বাসায় বা অফিসে নিবেন তখন অবশ্যই একটি রাউটার কিনতে হবে।
সে রাউটারে, ইন্টারনেট সংযোগ দেওয়ার পর আপনারা বিভিন্ন মোবাইল এবং কম্পিউটারের ইন্টারনেট কানেকশন যুক্ত করে নিতে পারবেন।
মোটকথা একটি রাউটার ইন্টার্নেট কানেকশন দেওয়ার জন্য কাজ করে থাকে। রাউটারে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্ট গুলো থেকে।
আপনারা ইন্টারনেট সংযোগ লাইন বের করে সে গুলো পিসিতে যুক্ত করার ফলেই ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। আর এরকম ভাবেই রাউটার কাজ করে থাকে।
অবশ্যই পড়ুনঃ
- ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস | এম এম এস পাঠানোর নিয়ম
- কম্পিউটারে ইমেইল পাঠানোর নিয়ম ? (বিস্তারিত দেখুন)
সর্বোপরি আমাদের কথাঃ
আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে চান, সে ক্ষেত্রে অবশ্যই একটি রাউটার প্রয়োজন হবে। যদি আপনি ওয়াইফাই সংযোগ ব্যবহার করেন।
আমরা ওপরের আলোচনাতে রাউটার সম্পর্কে যাবতীয় ধারণা দেয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি রাউটার, ইন্টারনেট সংযোগ কিভাবে কাজ করে। সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন।
আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লাগলো অবশ্য একটি কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এই আর্টিকেলটি আপনার বন্ধুদের জানিয়ে দিতে একটি শেয়ার করবেন ধন্যবাদ।