গুগল ক্রোম ব্রাউজারের টিপস এন্ড ট্রিকস : বর্তমান সময়ে কম্পিউটারে ইন্টারনেট চালানোর জন্য। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকে।
উক্ত গুগল ক্রোম ওয়েব ব্রাউজার অনেক ফাস্ট এবং বিশেষ কিছু ফাংশন দ্বারা নির্মিত। সহজ ভাবে বলতে গেলে, যখন কম্পিউটারে বা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার কথা আসে। তখনই ক্রোম ব্রাউজার সকলের কাছে প্রিয়।
গুগল ক্রোম ব্রাউজার ২০০৮ সালে গুগল দ্বারা মার্কেট শুরু করা হয়। সব ধরনের ইন্টারনেট ব্রাউজার এর মধ্যে এই ব্রাউজার সব থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি।
বর্তমান সময়ে দেশে এবং বিদেশে যে কোন জায়গা হাতে গুগল ক্রোম ব্রাউজার অনেক বেশি পরিমাণে ব্যবহার করে যাচ্ছে।
প্রায় অনেক বছর বেশি সময় হয়ে গেলো কিন্তু গুগল ক্রোম দুনিয়ার সেরা নাম্বার ওয়ান ব্রাউজার হিসেবে দাঁড়িয়ে রয়েছে।
যার ফলে বেশি পরিমাণে ব্যবহার করেও গুগল ক্রোম ব্রাউজারে এমন কিছু তথ্য লুকিয়ে থাকা টিপস রয়েছে। যেগুলোর বিষয়ে অনেকেই এখনো পর্যন্ত জানে না।
তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে গুগল ক্রোম ব্রাউজারের টিপস এন্ড ট্রিকস সম্পর্কে জানানোর চেষ্টা করব।
যা অনুসরণ করে, আপনারা বিভিন্ন কাজ খুব সহজে করতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে।
তো আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার এর এই টিপস এন্ড টিপসের জানতে চান? তবে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
গুগল ক্রোম ব্রাউজারের টিপস এন্ড ট্রিকস
গুগল ক্রোম ব্রাউজারে এমন অনেকগুলো ফিচার বা ফাংশন আছে। যেগুলোর ব্যাপারে আমরা এখনো অনেকেই জানিনা। সে ফিচার গুলোর মধ্যে যেগুলো আমি জানতে পেরেছি, সেগুলো আপনার সাথে আজ ধাপে ধাপে শেয়ার করব।
গুগল ক্রোম ব্রাউজার এর টিপসগুলোর মধ্যে অনেক ফিচার আছে। যেগুলো ক্রোম ব্রাউজার ব্যবহারে, আপনার অভিজ্ঞতা আরও অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন।
গুগল ক্রোম এর এই ফিচারগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপ ভার্সনের ব্যবহার করা যাবে। আপনারা চাইলে স্মার্টফোনের মাধ্যমে এই টিপস এন্ড টেক্সট গুলো কাজে লাগাতে পারবেন।
গেম খেলার ফিচার
আপনারা অনেকে গুগল ক্রোমের এই বিচারটির বিষয়ে অবগত নয়। আপনারা নিজের ক্রোম ব্রাউজারে গেম খেলতে পারবেন ইন্টারনেট কানেকশন না থাকা অবস্থায়।
মনে করুন আপনি কম্পিউটার ব্যবহার করছেন। সে ক্ষেত্রে ওয়াইফাই কানেকশন চলে গেল। তখন কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
সে ক্ষেত্রে আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে ইন্টারনেট না থাকা অবস্থায় কোন ওয়েবসাইট সার্চ করেন। তাহলে No internet লেখা পেজটি দেখানো হবে।
উক্ত পেজের উপরে একটি dinosaur এর ছবি দেখানো হবে। আপনি যখন কম্পিউটার কিবোর্ডে স্পেসবারে প্রেস করবেন। তখন গুগল ক্রোম ব্রাউজারে গেমটি চালু হয়ে যাবে।
তো যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট কানেকশন না আসছে। ততক্ষণ পর্যন্ত আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এই গেমটি আনলিমিটেড খেলতে পারবেন।
অন-স্টার্টআপে একাধিক পেজ নেওয়ার ফিচার
তো আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে, স্টার্টআপে একাধিক পেজ তৈরি করে রাখতে পারবেন।
স্টার্টআপে একাধিক পেজ নেওয়া মানে হচ্ছে- মনে করুন আপনি প্রতিদিন একই বিষয়ে কাজ করেন। তো প্রতিদিন সে বিষয়গুলো আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে বের করতে হয়।
কিন্তু আপনি যদি এগুলো সার্চ না করে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার সাথে সাথেই চালু হতে দেখেন তাহলে কেমন হয়। তো এই বিষয়টি মূলত আপনারা স্টার্টআপে একাধিক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন।
তো এই কাজটি করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে, গুগল ক্রোমের সেটিং অপশনে প্রবেশ করতে হবে। তারপর অন স্টার্টআপ নামে একটি অপশন দেখতে পারবেন।
সেখান থেকে- Open a specific page or set of pages অপশনটি সিলেট করে আপনার প্রয়োজনীয় ওয়েবসাইট লিংকগুলো যুক্ত করে দিতে পারবেন।
যার ফলে আপনি, কম্পিউটার চালু করে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার সাথে সাথে যে, ওয়েবসাইট গুলোর লিংক আপনি যুক্ত করেছিলেন সেগুলো অটোমেটিকলি গুগল ক্রোম ব্রাউজারে চালু হয়ে যাবে।
বন্ধ হওয়া ট্যাব গুলো পুনরায় খোলার ফিচার
তো গুগল ক্রোম ব্রাউজারে আরো একটি জনপ্রিয় ফিচার হচ্ছে- আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো ট্যাব চালু করে কাজ করছেন। ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোন ট্যাব ক্লোজ করেছেন।
এখন অনেকগুলো ট্যাবের মধ্যে বন্ধ করে দিয়েছেন বা কেটে দিয়েছেন। সেটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন আপনার হঠাৎ করে মনে পড়ছে না কোন ওয়েবসাইট ট্যাবটি ক্লোজ করেছিলেন।
তো সেটি আপনারা খুব সহজেই চাইলে পুনরায় ট্যাবে ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য আপনার কিবোর্ডে থাকা Ctrl+Shift+T একসাথে চাপ দিলে, আপনার বন্ধ হওয়ার ট্যাব গুলো পুনরায় ফিরে আসবে।
নেভিগেট/ট্যাবের মধ্যে সুইচ ফিচার
গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় আমরা অনেক ক্ষেত্রে, ট্যাপ খুলে আলাদা আলাদা ওয়েবসাইট ব্রাউজারে ব্যবহার করি।
এ ক্ষেত্রে বারবার আলাদা আলাদা ট্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের মাউস ব্যবহার করে ব্রাউজারের ট্যাবে যাওয়ার প্রয়োজন নেই এর জন্য গুগল ক্রোমের একটি ফিচার রয়েছে।
সেটি হল আপনারা শর্টকাটে কিবোর্ড এর মাধ্যমে- Ctrl+Tab প্রেস করলে, মাউস ছাড়া প্রবেশ করতে পারবেন।
গুগল ক্রোম এক্সটেনশন ফিচার
বর্তমান সময়ে যারা অনলাইনে ব্লগিং করছেন। তাদের জন্য সবথেকে জনপ্রিয় ফিচার হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন। কারণ এই অ্যাপস টেনশনটি ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের এক্সটেনশন ফিচার ব্যবহার করতে পারি।
বিশেষ করে, আমরা যারা ব্লগিং করি তাদের জন্য গুগল ক্রোম এক্স টেনশন হিসেবে সবথেকে জনপ্রিয় একটি টেনশন হচ্ছে, ভয়েস ইন ভয়েস টাইপিং।
ভয়েস টাইপিং এর মাধ্যমে আমরা ওয়েবসাইটে লেখালেখির কাজ সম্পন্ন করতে পারি। তো আপনি যদি গুগল ক্রোমের প্রয়োজনীয় এক্সটেনশন গুলো ব্যবহার করতে চান?
সে ক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে google chrome extensions লিখে সার্চ করতে হবে। তারপর আপনারা গুগল ক্রোম এক্সটেনশন পেজে যাওয়ার পর সেখানে সার্চ বক্স থেকে আপনার প্রয়োজনীয় যেকোনো এক্সটেনশন খুঁজে নিয়ে ইন্সটল করতে পারবেন।
ব্রাউজারের হিস্ট্রি ডিলিট ফিচার
আমরা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে গুগল ক্রোম ব্যবহার করার সময়, যে কোন ওয়েবসাইট সার্চ করে, কাজ করার পর তার সকল ইতিহাস গুগল ক্রোম ব্রাউজারে থেকে যায়।
তবে আপনি যদি চান, গুগল ক্রোম ব্রাউজারে কাজ করার পর সকল ইতিহাস আপনি ডিলিট করে দিবেন।
সেজন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে সবার উপরে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করে, হিস্ট্রি তে ক্লিক করে, ক্লিয়ার ব্রাউজিং ডাটা অপশন থেকে সবকিছু ইতিহাস ডিলিট করে দিতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজারের টিপস এন্ড ট্রিকস অনুসরণ করেছেন। তারা অজানা অনেক তথ্য জানতে পেরেছেন যা ব্যবহার করে আপনারা google ক্রমে অনেক কাজ সহজ করে নিতে পারবেন।
তো গুগল ক্রোম ব্রাউজারের আরো অন্যান্য ফিচার সম্পর্কে জানতে, আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে গুগল সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।