ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন

ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপ : বর্তমান সময়ে আরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। তারা সকলেই বিভিন্ন ধরণের ছবি তোলে থাকি।

আর অনেক সময় আমাদের মনে হয় সুন্দর সুন্দর ছবি গুলো দিয়ে যদি ভিডিও এনিমেশন তৈরি করা যেত। তাহলে কত না ভালো হতো।

তাই আজকের এই পোস্টে আপনাকে জানাবো ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য কোন অ্যাপ গুলো ব্যবহার করতে হবে।

এমনিতে ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস গুগল প্লে স্টোরে অনেক আছে। কিন্তু আজকে সব চেয়ে সেরা ফটো দিয়ে ভিডিও তৈরি করার এপস গুলোর বিষয়ে জানিয়ে দেব।

ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন
ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন

আপনারা মনে রাখবেন, উক্ত ভিডিও তৈরি apps গুলো ডাউনলোড করার পরে যে, কোন ভিডিও এডিটর এর মতো এখানে কাজ করতে হবে।

তার মানে, ভিডিও তৈরি করার জন্য, আপনার একটি অডিও ফাইল, ফটো/ ছবি এবং একটি এন্ড্রয়েড মোবাইল দরকার হবে।

এরপরে, উক্ত ভিডিও তৈরির App গুলো ব্যবহারে করে, সকল কিছু এডিট করে, আপনার নিজের ছবি দিয়ে সেরা ভিডিও বানিয়ে নিতে পারবেন।

আরো পড়ুনঃ

এপস গুলো ব্যবহার করা অনেক সহজ। যে কোন মানুষ এপস গুলোর ব্যবহার সহজে বুঝতে পারবে।

অকেন লোক আছে, যারা পুরাতন দিনের কথা চিন্তা করে বা স্মৃতি চিরকাল মনে রাখার জন্য নিজের ছবি তোলে থাকে।

কিন্তু কয়েক বছর পরে সেই ছবি গুলো সাধারণত ভাবে না দেখে যদি ভিডিও স্লাইড শো ও গানের মাধ্যমে দেখা যা। তাহলে অনেক মজা হবে।

তাই চিন্তা করবেন না। উক্ত অ্যাপ গুলো ডাউনলোড কর ছবি দিয়ে ভিডিও গান তৈরি করা অনেক সহজ একটি ব্যাপার।

তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় ফিরে যাওয়া যাক। আর নিচের আলোচনা থেকে জেনে নিতে পারবেন।

ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ সম্পর্কে। যেমন-

Slideshow Maker

Slideshow maker অ্যাপস ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য অন্যতম।

কারণ এই অ্যাপ ব্যবহার করে, অনেক সুন্দর Slideshow ভিডিও তৈরি করতে পারবেন, আপনার মোবাইলে থাকা ছবি গুলো দিয়ে।

এই অ্যাপ এ আপনি যে সকল ফিচার পাবেন যেমন- Add text, Write Text, Crop Image, Orientation, Paint Image ইত্যাদি টুলস। যা ব্যবহার করে, আপনারা আকর্ষণীয় করে ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন।

তার জন্য আপনাকে সরাসরি Apps টি নিজের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

তারপরে মোবাইল গ্যালরি থেকে ছবি সিলেক্ট করে আপলোড করবেন। সাথে অন্যান্য এডিটিং টুল ব্যবহার করা থাকলে সেটিও করা যাবে।

সব শেষে নিজের ভিডিও তে মিউজিক যুক্ত করতে চাইলে সেটিও নিজের মোবাইল থেকে যুক্ত করতে পারবেন।

মিউজিক যুক্ত করলে আপনার ভিডিও স্লাইড শো সাথে সাথে গান বাজতে থাকবে। তাই আপনি যদি এটি ব্যবহার করতে চান। তাহলে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলো করে নিতে পারবেন।

VideoShow

ছবি দিয়ে ভিডিও বানানোর আরো একটি ভালো এপস হলো VideoShow. এটির মাধ্যমে সবচেয়ে ভালো ভিডিও এডিটিং করা যায়।

আপনি যদি এটি ব্যবহার করতে চান। তাহলে এখানে অনেক আধুনিক ভিডিও এডিটিং টুলস ও অপশন দেখতে পারবেন।

অনেক সহজেই আলাদা আলাদা রকম এর ভিডিও স্লাইড শো তৈরি করতে পারবেন। মোবাইল থেকে বিন্নি ছবি, স্টিকার, মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করে।

তাই আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান। তাহলে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

Video.Guru

ইউটিউব, টিকটক, সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল ব্যবহার করার জন্য যে কোন ক্ষেত্রে এটি সেরা ভিডিও তৈরি করতে পারবেন Video.guru এর মাধ্যমে।

ছবি দিয়ে ভিডিও তৈরির অ্যাপস গুলোর মধ্যে সব চেয়ে আধুনিক ও সেরা অ্যাপস হলো এটি।

কারণ এখানে আমরা পেয়ে থাকি বিভিন্ন প্রকর Transitions, 50+ Effects, 100 + Free Music, 50 + Filters ও উন্নত এডিটিং টুলস।

আরও পড়ুনঃ

আপনার পছন্দের ছবি গুলো দিয়ে ,অনেক আকর্ষণীয় ও হাই রেজুলেশন ভিডিও স্লাইড শো তৈরি করতে পারবেন উক্ত অ্যাপটি ব্যবহার করে।

তাই আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান। তাহলে এই অ্যাপটি ব্যবহার করুন। আর এটি ডাউনলোড করতে চাইলে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে।

Music Video Maker – Slideshow

ছবি ও গান ব্যবহার করে, ভিডিও তৈরির ক্ষেত্রে বিভিন্ন অ্যাপস আছে। কিন্তু সকল অ্যাপ কিন্তু ভালো না।

তবে উক্ত অ্যাপটি মূলত ছবি স্লাইড ভিডিও তৈরি করার জন্য অনেক জনপ্রিয়।

এই এপসটির কাজ অনেক ভালো। মানে যে কোউ এই অ্যাপ ব্যবহার করে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবে।

আর অন্যান্য অ্যাপ এর মতো এটিও ডাউনলোড করতে, আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে।

Photo Video Maker

নিজের ছবি ও মিউজিক দিয়ে তৈরি করা স্লাইড শো ও ভিডিও স্টোরি তৈরি করার জন্য Photo Video Maker Apps অনেক সহজে ব্যবহার করা যায়।

এর মাধ্যমৈ ভিডিও গুলো এডিটিং করার জন্য এখানে অনেক ক্রিয়েটিভ ইফেক্ট ও ফিল্টার পেয়ে যাবেন।

এছাড়া অনেক ফ্রি মিউজিক পাবেন। যা ভিডিও বানাতে অনেক সহজ হবে। আমি মনে করি স্লাইড শো তৈরি করার জন্য এই এপসটি আপনার জন্য অনেক ভালো হবে।

আর সব চেয়ে মজার বিষয় হলো- এই এপস দেয় ভিডিও বানিয়ে আপনি যে, কোন প্লাটফর্ম মানে, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন।

আরও পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্ট অনুসরণ করে, জানতে পারলেন। ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ সম্পর্কে।

ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন

আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান। তাহলে উক্ত যে কোন অ্যাপ থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিয়ে কাজ শুরু করতে পারেন।

ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ – ডাউনলোড করুন

আর আমাদের এই ওয়েবসাইট থেকে নিয়মিত আর্টিকেল পড়তে চাইলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top