মুভিটার নাম “The Shawshank Redemption (1994)”. এই মুভিটা আমি 50 বার এর বেশি দেখেছি। হ্যাঁ একটি ইংলিশ মুভি, তবে আপনি বাংলা সাবটাইটেল করে দেখতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবে বাংলায় এই মুভিটির শর্ট স্টোরি দেখতে পারেন।
হ্যাঁ আমি এমন একটি মুভি সম্পর্কে কথা বলব, যেটা একটি উপন্যাস থেকে নেয়া এবং সেই উপন্যাসটি বাস্তব কাহিনী রয়েছে। অর্থাৎ আপনি কোন মুভি দেখবেন না, একটি বাস্তব কাহিনী দেখবেন। মুভিটা দেখার সময় এতটাই ইমোশনাল হবেন, যা কল্পনাও করতে পারবেন না।
আমি আগেই বলেছি, The Shawshank Redemption মুভিটি আমি 50 বারের বেশি দেখেছি। কারণ আমি যখন হতাশ হয়ে যাই, যখন মনে করি আমার দ্বারা কিছুই সম্ভব নয়। তখন আমি The Shawshank Redemption এই মুভিটা দেখা শুরু করি। তারপরে আমি নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাই।
Read More:
- মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন? ফেসবুক মার্কেটিং ফ্রিল্যান্সিং
- স্ক্যানার কি? Scanner কত প্রকার ও কি কি?
- অফলাইনে গাড়ির কাগজ হারানো জিডি করার নিয়ম
আপনি যদি কোনো কারণে হতাশ থাকেন অথবা কোন কারনে আপনি সফল হওয়া থেকে ব্যর্থ হয়ে যান। তাহলে এই মুভিটি আপনাকে খুবই মোটিভেশন দিবে। আমি The Shawshank Redemption মুভির ইংলিশ ভার্শন দেখেছিলাম। কারণ আমি ইংরেজি বুঝি। আপনি যদি না বুঝে থাকেন, তাহলে আপনি বাংলা সাবটাইটেল ডাউনলোড করে দেখতে পারেন।
এখন অনেকের প্রশ্ন আসতে পারে The Shawshank Redemption মুভিটি ইন্টারনেটে কিভাবে খুজে পাব?
আপনি এই মুভিটি ইন্টারনেটে খুব সহজে খুজে পাবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ দিন “The Shawshank Redemption movie download”
The Shawshank Redemption মুভি বিস্তারিত:
মুভির নায়ক একজন তরুণ ব্যাংকার। ১৯৪৬ সালে শশাঙ্ক জেলখানায় প্রবেশ করেন স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে। স্ত্রী হত্যার অভিযোগে তিনি কতটা নির্দোষ এটা ফুটে না উঠলেও যেটা সবার চোখে পড়ে সেটা হলো- তার নম্র আচরণ আর পরিচ্ছন্ন চিন্তাভাবনা। সেখানেই তার পরিচয় আর বন্ধুত্ব হয় কিশোর বয়সে রাগের মাথায় খুন করা অ্যাফ্রো-আমেরিকান ‘রেড’ নামের এক জেলখানার কয়েদির সাথে।
জেলখানার প্রথম ২ বছর খুবই খারাপ কাটে নায়ক অ্যান্ডির। গার্ডদের অনবরত উত্যক্ত করা, যৌন নির্যাতন, অমানুষিক নির্যাতন সব কিছুই মুখ বুজে সহ্য করতে হয় তাকে। পরিস্থিতি কিছুটা উন্নত হয় যখন তার ব্যাংকিং স্কিল কাজে লাগিয়ে।
কয়েক বছর পর অ্যান্ডিকে জেলের লাইব্রেরির দায়িত্ব দেয়া হয়। এখানেও অ্যান্ডি তার লেগে থাকার পরিচয় দেয় ৬ বছর। জেলখানায় নায়ক অ্যান্ডি সরকারের কাছে বই চেয়ে এতটাই চিঠি লিখেছে, সরকার বিরক্ত হয়ে চিঠি লেখা অফ করার জন্য সেই জেলের লাইব্রেরীতে বই কিনার জন্য টাকা টাকা দেয়।
‘The Shawshank Redemption’ মুভি হচ্ছে ব্লকবাস্টার, অ্যাকশন, ফ্যান্টাসির, কিন্তু এক অদ্ভুত দৃঢ় একটি স্পিরিটের গল্প। যে গল্পের স্বাদ আপনি আগে পায়নি। গল্পের নায়ক ‘অ্যান্ডি’ সমাজ সিস্টেমের অন্যায়ের শিকার ছিল। সে মাথা নত না করে সেই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। বার বার মার খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। ১৯ বছর লড়াই করেছে। সে অনুভব করেছে। আশা করেছে।
এই মুভিটি আসল স্বাদ পেতে আপনাকে আমি অবশ্যই দেখার পরামর্শ দেব।
আপনার জন্য আরও:
প্যাসিভ ইনকাম করুন মাসে 60 থেকে 80 হাজার টাকা
আর্টিকেল লেখার নিয়ম – বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট
Wp Rocket Free Download ফ্রিতে নিন উয়েবসইট স্পিডের জন্য প্রিমিয়াম প্লাগিন
আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেগুলার অনলাইন ইনকাম টিপস পেতে টিপসদাও.কম ওয়েবসাইটের সাথেই থাকুন। আবারো ধন্যবাদ