পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)

আমাদের জানামতে কয়েক বছর আগে লোকেরা, যখন বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করা যায় এই জিনিসটা অনেকেই বিশ্বাস করত না।

অনেক লোকের কথা ছিল কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে কাজ করে, কি টাকা ইনকাম করা যায় নাকি এটা কি সম্ভব।

বাংলাদেশের অনেক নাগরিক আজ ফ্রিল্যান্সিং করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে। অনেকে আবার ফ্রিল্যান্সিং কাজকে পার্ট টাইম হিসেবে বেছে নিয়েছে। আবার কেউ কেউ ফুলটাইম হিসেবে, ফ্রিল্যান্সিং নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলছে।

তাই আজ আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেয়ার নিয়ম সম্পর্কে।

কারণ আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন। এবং বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার চিন্তা করেন। তাহলে আপনাকে অবশ্যই পেওনিয়ার একাউন্ট ব্যবহার করতে হবে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)
পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)

আর পেওনিয়ার থেকে আপনি বাংলাদেশের টাকা উত্তোলন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেওনিয়ারের টাকা বিকাশের মাধ্যমে টান্সফার করে নিতে হবে।

আর আপনি যখন পেওনিয়ার একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে দিবেন। তখনই আপনারা বাংলাদেশি টাকায় সেটি উত্তোলন করতে পারবেন।

তো চলুন জেনে নেয়া যাক। একজন ফ্রিল্যান্সার হিসেবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেয়ার নিয়ম সম্পর্কে।

অবশ্যই পড়ুনঃ

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম

আপনি যদি প্রেম নিয়ে থেকে বিকাশে টাকা নিতে চান। সেক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো চলুন কি কি বিষয় আপনাকে জানতে হবে প্রেরণের থেকে বিকাশে টাকা নেওয়ার জন্য।

পদক্ষেপ – ১ : প্রথমে আপনার পেওনিয়ার একাউন্ট এর সাথে আপনার বিকাশ একাউন্টটি যুক্ত করে দিতে হবে।

পদক্ষেপ – ২ : সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে, তারপর আপনার পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশে টাকা টান্সফার করার জন্য প্রস্তুত হবে।

আপনারা শুধুমাত্র এর দুইটি নিয়ম অবলম্বন করে, পেওনার থেকে বিকাশে টাকা লেনদেন করতে পারবেন।

পেওনিয়ার একাউন্ট এর সাথে বিকাশ একাউন্টের যুক্ত করার নিয়ম

আপনি যদি পেওনিয়ার একাউন্ট এ বিকাশ এর সাথে যুক্ত করতে চান। শুধুমাত্র তিনটি পদক্ষেপ গ্রহণ করে আপনারা এটি সমাধান করতে পারবেন।

তো চলুন নিচে দেওয়া পদক্ষেপগুলো জেনে নেয়া যাক।

পদক্ষেপ – ১ : প্রথমে আপনার বিকাশ একাউন্ট কিংবা বিকাশ অ্যাপ লগইন করবেন। তারপর রেমিট্যান্স অপশন থেকে পেওনিয়ার টি সিলেক্ট করবেন।

তারপর আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন যেমন-

  1. আপনার পুরনো একাউন্ট এর সাথে বিকাশ একাউন্টের সংযুক্ত।
  2. নতুন একটি পেওনিয়ার একাউন্ট তৈরি করে তারপর সেটি সাথে আপনার বিকাশ একাউন্ট সংযুক্ত।

আপনার যদি আগে থেকে একটি পুরাতন পেওনিয়ার একাউন্ট থেকে থাকে তাহলে আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন। কারণ আমরা ধরে নিয়েছি আপনারা ইতিমধ্যে একটি পেওনিয়ার একাউন্ট খুলেছেন।

আর যদি আপনার পেওনিয়ার একাউন্ট না থাকে সে ক্ষেত্রে বাংলাদেশ থেকে পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম রয়েছে। আপনার চাইলে আমাদের ওয়েবসাইট থেকে পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম টি জেনে নিতে পারেন।

পেওনিয়ার একাউন্ট এর সাথে বিকাশ একাউন্ট যুক্ত করার নিয়ম জানতে, নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

পদক্ষেপ – ১ :

  • আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ থেকে More Option নির্বাচন করতে হবে।
  • More Option সিলেক্ট করার পর Remittance Option নির্বাচন করতে হবে।
  • তারপর পেওনিয়ার Payoneer অপশনটি সিলেক্ট করবেন।
  • পেওনিয়ার একাউন্ট এর সাথে বিকাশ একাউন্টটি যুক্ত করবেন।

পদক্ষেপ – ২ :

এখন আপনার প পেওনিয়ার একাউন্ট এর ইমেইল এবং পাসওয়ার্ড প্রবেশ করাবেন। এক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই বিকাশ আপনার পেওনার একাউন্ট এর টাকা হাতিয়ে নেবে না।

শুধুমাত্র ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। পেওনিয়ার থেকে ভেরিফিকেশন পারপাস আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে।

সেটি একটু কষ্ট করে আপনার দেখে নিতে হবে। তারপর বিকাশকে আপনার পেওনিয়ার একাউন্ট এর সাথে যুক্ত করার জন্য এলাও করে দিতে হবে। তাহলেই আপনার কাজ মোটামুটি শেষ।

পদক্ষেপ – ৩ :

তারপর আপনাকে  Congratulation জানিয়ে দেয়া হবে। সফলভাবে আপনার পেওনিয়ার একাউন্ট এর সাথে আপনার বিকাশ একাউন্ট সংযুক্ত হয়ে যাবে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার উপায়

উপরের আলোচনায় আপনাকে জানিয়ে দেয়া হলো পেওনিয়ার একাউন্ট বিকাশের যুক্ত করার নিয়ম সম্পর্কে।

শুধুমাত্র পেওনিয়ার একাউন্ট বিকাশে যুক্ত করলে কিন্তু হবে না। আপনার পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার ব্যবস্থাও করতে হবে।

তো চলুন জেনে নেয়া যাক। পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার উপায় সম্পর্কে।

পদক্ষেপ – ১ : প্রথমে আগের মত আপনার বিকাশ একাউন্টে লগইন করতে হবে। তারপর রেমিট্যান্স অপশন থেকে পেওনিয়ার নির্বাচন করবেন।

তার পর দেখতে পাবেন আপনার পেওনিয়ার একাউন্ট এর ইমেইল এড্রেস এবং কাস্টমার আইডি দেখানো হবে।

তারপর আপনার ডলার বা বৈদেশিক মুদ্রা সমতুল্য টাকার অংক টি টাইপ করবেন।

মনে করুন আপনি 20 ডলার বলতে যাচ্ছেন সে ক্ষেত্রে এখানে আপনি 20 ডলার লিখলে কিন্তু হবেনা আপনার 20 ডলার বাংলাদেশি টাকায় কত হচ্ছে যেমন- 1 ডলার = 101.85 হলে 20 ডলার = 237.02 টাকা) সেই পরিমাণে টাকাটি আপনাকে উল্লেখ করতে হবে।

বর্তমান সময়ে ডলারের রেট কম এবং বেশি হতে পারে সেটি আপনাকে জেনে নিতে হবে। চলমান ডলার রেট জানতে এখানে ক্লিক করুন।

পদক্ষেপ – ২ : আপনি সঠিকভাবে টাকার অংক টি উল্লেখ করে প্রসিড বাটনে ক্লিক করে দিবেন।

পদক্ষেপ – ৩ : তারপরে কারেন্সি কনভার্টার ক্যালকুলেটরের মাধ্যমে আপনি মোট কত ডলার এর বিপরীতে কত টাকা উইথড্র দিতে চান, সেটি দেখতে পারবেন।

সব নিয়মকানুন ঠিক থাকলে ট্যাপ টু কনটিনিউ অপশনে ক্লিক করে দিবেন।

পদক্ষেপ – ৪ : পেওনিয়ার থেকে সবকিছু ঠিকঠাক থাকলে। আপনাকে কনফার্মেশন মেসেজ দেখায় দেয়া হবে।

এরকমভাবে আপনি কয়েক মিনিটের মধ্যেই পেওনিয়ার থেকে বিকাশে ইচ্ছামত টাকা লেনদেন করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দেওয়া ল পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে) পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)  পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)

এবং বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেওনিয়ার একাউন্ট ব্যবহার করতে হবে।

এবং সেই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি টাকায় রূপান্তর করার জন্য পেওনিয়ার একাউন্ট এ বিকাশ এর সাথে যুক্ত করতে হবে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে) পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)  পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম (বিস্তারিত এখানে)

আমরা যে পদক্ষেপগুলো আপনাকে দেখেছি সে গুলো অনুসরণ করে। আপনারা সহজেই পেওনিয়ার থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। এবং যখন ইচ্ছা তখন উইথড্র করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top