অনলাইনে ফ্রি লোগো ডিজাইন করুন (বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল)

বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল : বর্তমান সময়ে অনলাইন সেক্টর গুলোতে, আপনার যদি একটি ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে।

তবে অবশ্যই আপনি নিজের অনলাইন ব্যবসার জন্য ফ্রিতে একটি লোগো তৈরি করার কথা চিন্তা করছেন।

যদি তাই হয় সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন। একটি ফ্রি লোগো তৈরি করা এমনিতে সহজ কোনো কাজ নয়।

অনলাইনে ফ্রি লোগো ডিজাইন করুন (বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল)
অনলাইনে ফ্রি লোগো ডিজাইন করুন (বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল)

তবে, অনলাইনে এমন কিছু লোগো তৈরি করার ওয়েবসাইট টুলস রয়েছে। যেগুলোতে লোগো ডিজাইন করার যাবতীয় ফর্মুলা দেওয়া রয়েছে।

শুধুমাত্র আপনার পছন্দের নাম মানে, আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেলের ব্যবহার করে, ফ্রিতে একটি লোগো তৈরি করে নিতে পারবেন।

তাই আপনি যদি অনলাইনে ফ্রি লোগো ডিজাইন করতে চান? তাহলে আমাদের দেওয়া বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল।

শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারেন।

কিভাবে লোগো তৈরি করবেন ?

বর্তমান সময়ে বেশিরভাগ ফিলোগো তৈরি করার জন্য ওয়েবসাইট বা অনলাইন সফটওয়্যার গুলো আমাদের বিভিন্নভাবে ঠকিয়ে থাকে।

তাই আমি শুরুতে আপনাকে বলব যে, আপনারা create a free logo লিখে অনলাইনে সার্চ করে, বিভিন্ন লোগো ডাউনলোড করার চেষ্টা করে থাকি।

তখন তারা আমাদের সেগুলো ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দেয় না। এবং সেই তৈরি করা লোকের জন্য আমাদের কিছু টাকা প্রদান করতে হয়।

তো আপনি যদি অনলাইনে বিভিন্ন লোগো আপনার প্রয়োজনে, না কিনে নিজে নিজে বানাতে পারেন। তাহলে কেমন হয়! আমি মনে করি অবশ্যই ভাল।

কারণ অনলাইন সেক্টরে এমন কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে। যেগুলোতে আপনারা হাই কোয়ালিটি আকর্ষণীয় লোগো ডিজাইন করতে পারবেন।

যা তৈরি করতে কোনপ্রকার টাকা পয়সা লাগবে না।

তাই আপনাদের সামনে এমন একটি অনলাইন ওয়েবসাইটের সাথে পরিচয় করে, যেখানে বিভিন্ন লোগো বানিয়ে নিতে পারবেন বিনামূল্যে।

তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেয়া যাক। অনলাইনে ফ্রি লোগো ডিজাইন করার টিউটোরিয়াল সম্পর্কে।

প্রফেশনাল ভাবে লোগো ডিজাইন করুন Canva ব্যবহার করে

অনলাইন প্লাটফর্মে Canva  এমন একটি অনলাইন টুলস যা ব্যবহার করে আপনারা বিভিন্ন লোগো ডিজাইন করতে পারবেন।

এটি ব্যবহার করে আপনারা হাই কোয়ালিটি লোগো, সোশ্যাল গ্রাফিক্স, স্টাইলিশ নাম, ইনভিটেশন কার্ড ইউটিউব চ্যানেল আর্ট, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য থাম্বনেইল ইত্যাদি খুব সহজেই ফ্রিতে বানাতে পারবেন।

তো আপনি যদি ক্যানভা অনলাইন টুলস ব্যবহার করে লোগো বানাতে চান? তাহলে নিচে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করুন।

বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল

আপনি যদি ক্যানভাস ব্যবহার করে, লোগো ডিজাইন করতে চান তাহলে, সরাসরি অনলাইনে একটি জিমেইল একাউন্ট ব্যবহার করে খুব সহজেই লোগো বানাতে পারবেন।

আবার আপনি চাইলে ক্যানভাস সফটওয়্যার ডাউনলোড করে বা অ্যাপস ডাউনলোড করে, মোবাইল কম্পিউটারে ব্যবহার করে, প্রফেশনাল ভাবে লোগো ডিজাইন করতে পারবেন।

তো আপনি যদি ক্যানভা দিয়ে বিভিন্ন লোগো ডিজাইন করতে চান? সে ক্ষেত্রে অবশ্যই আপনার একটি ডিভাইস প্রয়োজন হবে।

এবং সে ডিভাইসে ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

তো চলুন জেনে নেয়া যাক। বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত। আমাদের দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করে। ক্যানভা প্লাটফর্ম থেকে, খুব সহজেই আকর্ষণীয় লোগো বানাতে পারবেন বিনামূল্যে।

প্রথমে Canva ওয়েবসাইট প্রবেশ করুন

তো আপনি যদি ক্যানভা টুলস ব্যবহার করে লোগো ডিজাইন করতে চান সবার আগে আপনাকে canver.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

উপরোক্ত লিংকে ক্লিক করে, canva ওয়েবসাইটে প্রবেশ করার পর, New to canva” signup নামে একটি লেখা দেখতে পারবেন। তার নিচে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন।

সেখান থেকে আপনারা সরাসরি small business (startup, blog) অপশনে ক্লিক করে দিবেন।

Sign up করুন

তারপর ক্যানভা ডট কম এ সাইনআপ করার জন্য আপনাকে দুইটি অপশন দেয়া হবে। আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করতে চান?

তাহলে সেখানে ক্লিক করবেন। আর আপনি যদি নাম এবং ইমেইল এড্রেস দিয়ে ক্যানভাঅ্যাকাউন্ট বানাতে চান? তাহলে Sign up with email অপশন এ ক্লিক করবেন।

সাইনআপ ফ্রম ফিলাপ করুন

Sign up with email অপশনে ক্লিক করার পরে আপনি একটি ফর্ম দেখতে পারবেন। সেই ফর্মে মূলত নিচে দেওয়া তথ্য গুলো পূরণ করতে হবে। যেমন-

  • আপনার নাম
  • ইমেইল এড্রেস
  • পাসওয়ার্ড

এরকম ভাবে সঠিক তথ্য লেখার পর নিচে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন।

তারপর আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে ক্যানভা একাউন্ট তৈরি করা হয়েছে বলে। তারপর আপনাকে ক্যানভা ডটকম থেকে বিভিন্ন অপশন দেয়া হবে।

লোগো অপশন সিলেক্ট করুন

Canva.com সাইন আপ করার পর আপনাকে অনেকগুলো অপশন দেখানো হবে সেই অপশন গুলোর মধ্যে থেকে আপনি কি তৈরি করতে চান সেটি সিলেট করবেন।

বিশেষ করে আপনি যেহেতু বিভিন্ন লোগো ডিজাইন করতে চান তাই I want to create a লেখাটির নিচে লোগো অপশনে ক্লিক করবেন।

লোগো অপশনে ক্লিক করার পর আপনাকে অনেক ধরনের ক্যাটাগরি বা ডিজাইন দেখানো হবে। মানে আপনি যেভাবে লোগো বানাতে চান সেই হিসেবে ক্যাটাগরি নির্বাচন করে দিবেন।

লোগো ডিজাইন বাছাই করার জন্য আপনারা যে, এগুলো পাবেন।

সেগুলো হচ্ছে-

  • Brand.
  • Restaurant.
  • Fashion.
  • Computer.
  • Education ইত্যাদি।

তো আপনি এখন উপরোক্ত কোন ক্যাটাগরিতে, বিভিন্ন লোগো তৈরি করতে চান? সেটি সিলেক্ট করে নিবেন। মনে করুন আপনি Brand লোগো তৈরি করবেন সেখানে ক্লিক করবেন।

লোগো ক্যাটাগরি নির্বাচন করুন

আপনি যদি Brand লোগো বানাতে চান, বা অন্যান্য লোগো বানাতে চান সে ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর আপনি পরের পেজে লোগো এডিটর পেজ দেখতে পারবেন।

তো আপনারা ক্যাটাগর অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবেন। সেখান থেকে একটি ডিজাইন পছন্দ করে ক্লিক করবেন। তারপর আপনারা সেই ডিজাইনটিতে, নিজের মতো করে এডিটিং করতে পারবেন।

বিশেষ করে, আপনার লোগোতে যে ধরনের কালার প্রয়োজন লেখা স্টাইল প্রয়োজন তার সবকিছুই পরিবর্তন করতে পারবেন।

তৈরি করা  লোগো ডাউনলোড করুন

আপনারা উপরোক্ত নিয়ম অনুযায়ী যে কোনো ক্যাটাগরি বেছে নিয়ে লোগো ডিজাইন করার পর সেটি অবশ্যই ডাউনলোড করতে হবে।

তো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি canva.com এর ডান পাশে থাকা সবার উপরে শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখানো হবে।

আপনারা সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করে, আপনার বানানো, লোগোটি বিভিন্ন সাইজ এ ডাউনলোড করতে পারবেন হাই কোয়ালিটিতে। আপনি যদি ওয়েবসাইটে লোগো দিতে চান?

সেক্ষেত্রে ওয়েবসাইট লোগো সাইজ দেখে নিবেন। এবং ইউটিউব লোগো ব্যবহার করতে চাইলে, youtube এর সাইজ দেখে নিয়ে তারপর লোগোটি ডাউনলোড করবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে ফ্রি লোগো ওয়েবসাইট খুঁজে থাকেন এবং বিভিন্ন লোগো ডিজাইন করতে চান?

তারা উপরোক্ত অনলাইন প্লাটফর্ম canvar.com ব্যবহার করে, খুব সহজেই ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের জন্য লোগো ডিজাইন করতে পারেন।

তো আমাদের লেখা আর্টিকেলটি অনুসরণ করে, আপনার কাছে যদি ভালো লাগে। তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।

এছাড়া আমাদের এই আর্টিকেলটি আপনার বন্ধুদের কাছে জানাতে, একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top