অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩

জন্ম নিবন্ধন ফি কত টাকা:  আপনি যখন অনলাইনের মাধ্যমে সরকারিভাবে জন্ম নিবন্ধন করবেন। তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করতে হবে।  বাংলাদেশ সরকার অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করছে।

আমরা অনেকেই জানিনা যে, জন্ম নিবন্ধন ফি কত টাকা বা  অনলাইনে জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে।  আর সে কারণে,  আমরা যখন নতুন জন্ম  নিবন্ধন করতে যাই।

নতুন জন্ম নিবন্ধন ফি কত টাকা
নতুন জন্ম নিবন্ধন ফি কত টাকা

তখন আমাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা চেয়ে নেয়।  আর আপনি যদি আগে থেকেই জন্ম নিবন্ধন ফি কত টাকা সে সম্পর্কে জানেন।

আমরা আজকে আপনাদেরকে জন্ম নিবন্ধন ফি কত টাকা এই বিষয়ে সম্পর্কে  স্পষ্টভাবে জানিয়ে দেব।

চলুন তাহলে এবার  সত্যি কথাটা আপনাদেরকে জানিয়ে দেবো।  আর দেরি না করে এখন মূল আলোচনায় যাওয়া যাক।

নতুন জন্ম নিবন্ধন কত টাকা ২০২৩

যখন আপনার শিশুর জন্য জন্ম নিবন্ধন করবেন।  তখন আপনার শিশুর ওপর ভিত্তি করে জন্ম নিবন্ধন ফি নির্ধারণ করবে।

আপনার শিশু যদি ৪৫ দিনের কম বয়সী হয়।  তাহলে আপনার শিশুর জন্ম নিবন্ধনটি বিনামূল্যেই করতে পারবেন।  কারণ ৪৫ দিনের কম বয়সী শিশুদের সরকার জন্ম নিবন্ধনের জন্য কোন ফি  ধার্য  করেনি। 

আপনার শিশুর বয়স যদি ৪৫ দিনের বেশি অথবা ৫ বছরের কম হয়। সেক্ষেত্রে আপনার শিশুর জন্ম নিবন্ধন করতে ২৫  টাকা ফি  প্রদান করতে হবে।

আর অপরদিকে আপনার শিশুর বয়স যদি ৫ বছরের বেশি হয়।  সেক্ষেত্রে আপনার শিশুর জন্ম নিবন্ধন করতে ৫০ টাকা ফি প্রদান করতে হবে।

এছাড়াও জন্ম নিবন্ধনের ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন পরিমাণে ফি ধরা হয়।  আর নিচের জন্ম নিবন্ধনের সেই সব ফি  সম্পর্কে আলোচনা করা হয়েছে।

জন্ম নিবন্ধন সনদ এর কোন কাজে কত টাকা ফি দিতে হবে। তা আগে থেকেই সরকারিভাবে নির্ধারণ করা হয়।

জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা

আলোচনাতে আমি  আপনাদেরকে বলেছি জন্ম নিবন্ধন এর একেক ধরনের কাজে একেক রকমের ফি প্রদান করতে হয়।

কারণ, জন্ম নিবন্ধন ছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে। যেমন-

১।  আপনি যদি বাংলায় ও ইংরেজি ভাষায় জন্ম নিবন্ধন করতে চান।  তাহলে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।

২। জন্ম নিবন্ধনের মধ্যে থাকা নাম, পিতার-মাতার নাম, ঠিকানা  ইত্যাদি সংশোধন করতে চান। তাহলে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।

৩। যখন আপনি আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন  করবেন।  তখন আপনাকে ১০০  টাকা ফি দিতে হবে।

৪।  উপরের আলোচনাতে আপনাদেরকে বলে দেয়া হয়েছে যে, ৫ বছর বয়সের  কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধন করতে ২৫ টাকা ফি  যেতে হবে।  এবং ৫  বছর বয়সের বেশি  শিশুদের ৫০ টাকা ফি  দিতে হবে। আর আপনার শিশুর বয়স ৪৫ দিনের কম হলে বিনামূল্যে জন্ম নিবন্ধন করতে পারবেন।

আরো পড়ুন, 

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার নিয়ম

বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন ফি কত

আমাদের মধ্যে এমন অসংখ্য লোক রয়েছেন। যারা বাংলাদেশের নাগরিক হিসেবে বিদেশে  অবস্থান করছে।

তারাও চাইলে বিদেশে অবস্থান করার সময় বাংলাদেশের মিশন থেকে জন্ম নিবন্ধন করতে পারবেন। আর যখন আপনি বিদেশ থেকে জন্ম নিবন্ধন করবেন। 

তখন আপনার জন্ম নিবন্ধন ভেদে আলাদা আলাদা ফি দিতে হবে।  বিদেশ থেকে জন্ম নিবন্ধন করার জন্য কি পরিমাণে ফি  দিতে হবে। 

আর বিদেশে  অবস্থান করার সময় বাংলাদেশ মিশন  থেকে জন্ম নিবন্ধন করলে কি পরিমাণেফি ফি দিতে হবে। তা নিম্নলিখিত ভাবে নিচে আলোচনা করা হয়েছে।

১। যদি আপনার শিশুর বয়স ৪৫ দিনের কম হয়।  তাহলে জন্ম নিবন্ধনের জন্য কোন ফি দিতে হবে না।

২। আর আপনার শিশুর বয়স যদি ৪৫ দিনের বেশি অথবা ৫ বছর বয়সের কম হয়। সেক্ষেত্রে আপনার শিশুর জন্ম নিবন্ধন ফি  এক ডলার দিতে হবে।

৩।  অথবা আপনার শেষের বয়স যদি ৫ বছর এর বেশি হয়।  সেক্ষেত্রে আপনার শিশুর জন্ম নিবন্ধন করতে এক ডলার ফি  দিতে হবে।

যদি বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন করতে চাই।  তাহলে সরকারি নির্ধারিত ফি প্রদান করতে হবে। প্রত্যেকটি নাগরিকের  জন্ম নিবন্ধন করার জন্য বাধ্যতামূলক নির্ধারিত ফি  প্রদান করতে হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন  সংশোধন ফি কত

বাংলাদেশের নাগরিক হয়ে আপনি যদি বিদেশি বসবাস করেন।  আর বিদেশে বসবাস করার অবস্থায় আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন। 

কিন্তু আপনি এটা জানেন না যে বিদেশে থাকা অবস্থায় জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কত টাকা ফি  দিতে হবে। আর আজকে আমরা বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন সংশোধন করার ফি বিষয়ে আলোচনা করব।

চলুন, তাহলে আবার কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক।

১। জন্ম নিবন্ধনে নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন  করেন। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সংশোধন ফি ১ ডলার দিতে হবে।

২। জন্ম নিবন্ধন এর বাংলা এবং ইংরেজি সংশোধনের জন্য আপনাকে ১  ডলার ফি  দিতে হবে।

৩।  জন্ম তারিখ সংশোধন ফি ২ ডলার দিতে হবে।

আমরা এতক্ষণ বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন সংশোধনের ফি  সম্পর্কে আলোচনা করলাম। উক্ত আলোচনা থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন  সংশোধন  করতে কত টাকা লাগবে।  সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে।

ডিজিটাল/অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা

আমাদের মধ্যে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা হাতের লেখা জন্ম নিবন্ধন নিয়ে ঘুরছেন। আর যত দ্রুত সম্ভব পুরাতন জন্ম নিবন্ধনটি ডিজিটাল করুন।

আর এই হাতে লেখা জন্ম নিবন্ধনটি যদি অনলাইন করতে চান।  তাহলে আপনাকে সরকারি নির্ধারিত ফি প্রদান করতে হবে।

হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য ১০০ টাকা ফি  দিতে হবে।  পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য অনেক কাজ করতে হয়।  আর সেসব কাজগুলো করলেই।  আপনার পুরাতন  ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ডিজিটাল করতে পারবেন।

কিন্তু যখন আপনি  জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন।  তখন বাংলা তথ্যের পাশাপাশি ইংরেজি তথ্যগুলো দিতে বলে।  আর সেই তথ্যগুলো সবাই দেয় না।  আর পরবর্তীতে যদি আপনি ইংরেজিতে  জন্ম নিবন্ধন করতে চান আবার আপনাকে ১০০ টাকা ফি দিতে হবে।

যখন আপনি পুরাতন জন্ম নিবন্ধনটি ডিজিটাল করতে যাবেন।  তখন বাংলার পাশাপাশি ইংরেজি তথ্যগুলো দিয়ে দিবেন।  এতে আপনি একসাথে বাংলা এবং ইংরেজি দুইটি  জন্ম নিবন্ধন পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধন ফি গেজেট

যারা নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন।  সরকারিভাবে তাদের থেকে জন্ম নিবন্ধন ফি  কত টাকা নেয়া হবে।  এই বিষয়গুলো সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে।

কিন্তু, আপনি যেন জন্ম নিবন্ধন এর নির্ধারিত ফি  সম্পর্কে জানতে পারেন। সে কারণে আমি জন্ম নিবন্ধন ফি গেজেট  নিয়ে আলোচনা করব।

কারণ, ২০১৮ সালের মার্চ মাসে ৮ তারিখে বাংলাদেশ সরকারের স্থায়ী সরকার থেকে বিশেষ একটি প্রজ্ঞাপন জারি করে।

উক্ত প্রজ্ঞাপনটি বাংলাদেশ সকল নাগরিকের জন্য।  বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন এর  নির্ধারিত ফি  প্রদান করেছে।  উক্ত জন্ম নিবন্ধন এর ফি  গেজেট এর ছবি নিচে দেওয়া হল।

online-birth-registration-fee

উপরের জন্ম নিবন্ধন ফি কত টাকা।  কোন বয়সের শিশুদের জন্ম নিবন্ধন ফি  কত টাকা।  এবং জন্ম নিবন্ধন সংশোধন ফি  কত টাকা। জন্ম নিবন্ধনের ফি সম্পর্কে জানতে পারবেন।

জন্ম নিবন্ধন ফি পেমেন্ট

এবার আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।  আমাদের এই আলোচনার মধ্যে জন্ম নিবন্ধন ফি  নিয়ে কথা বলা হয়েছে। 

এখানে কিন্তু জন্ম নিবন্ধন ফি  পেমেন্ট কিভাবে করবেন।  সে বিষয়ে আলোচনা করা হয়নি। 

চলুন, তাহলে জন্ম নিবন্ধন ফি  পেমেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক।

দেখুন, আপনি যখন জন্ম নিবন্ধন বিষয়ে কোন কাজ করবেন।  তখন আপনাকে সরকারিভাবে নির্ধারিত ফি  প্রদান করতে হবে।

আর এই সব নির্ধারিত ফি  ইউনিয়ন পরিষদে গিয়ে সরাসরি জমা দিতে হবে।

Q: অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা

A: যখন আপনি ৪৫ দিন  এর কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধন করেন। তখন আপনার শিশুর জন্ম নিবন্ধনটি বিনামূল্যে করতে পারবেন। যদি আপনার  শিশুর বয়স ৪৫ দিনের বেশি হয় অথবা ৫ বছর বয়সের কম বয়সী হয়।  সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন করতে ২৫ টাকা ফি দিতে হবে। এবং ৫ বছর  বয়সের বেশি হয়। সে ক্ষেত্রে ৫০ টাকা ফি  দিতে হবে।

Q:  জন্ম নিবন্ধন  ইংরেজি করতে কত টাকা লাগে

A:  আপনার জন্ম নিবন্ধনটি যদি বাংলা থেকে ইংরেজি করতে চান।  সে ক্ষেত্রে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।  কিন্তু আপনি যদি বিদেশে অবস্থান করেন।  আর বিদেশ থেকে আপনার জন্ম নিবন্ধনটি বাংলা থেকে ইংরেজিতে করতে চান।  সে ক্ষেত্রে আপনাকে ১ ডলার ফি  দিতে হবে।

Q: জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দেয়ার নিয়ম

A: যদি আপনার জন্ম নিবন্ধনে কোন প্রকার ভুল থাকে। তাহলে অবশ্যই সংশোধন করতে হবে।  আর এই জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য  ৫০ টাকা ফি  দিতে হবে। শুধুমাত্র জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রে ১০০ টাকা ফি দিতে হবে।  উক্ত  জন্ম নিবন্ধন ফি  সরাসরি ইউনিয়ন পরিষদে এগিয়ে জমা দিতে হবে।

Q: জন্ম নিবন্ধন অনলাইন করতে কত টাকা জমা দিতে হয়

A:  যখন নতুন কোন জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে যাবেন।  তখন আপনাকে  নতুন জন্ম নিবন্ধন করার জন্য ৫০ টাকা  নির্ধারিত ফি জমা দিতে হবে। 

জন্ম নিবন্ধন ফি  নিয়ে কিছু কথা

বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা জন্ম নিবন্ধন ফি  সম্পর্কে জানেন না।  আর তাদের জন্যই  জন্ম নিবন্ধন ফি  কত টাকার এ বিষয়ে আলোচনা করেছি।  উক্ত আলোচনাটি যদি মনোযোগ সহকারে পড়েন।  তাহলে অবশ্যই বুঝতে পারবেন। জন্ম নিবন্ধন ফি  কত টাকা। এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধন ফি  কত টাকা।  সে বিষয়ে স্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে। 

আশা করি, এই আলোচনাটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন অবশ্যই উপকৃত হবেন। আর আপনাদের জন্ম নিবন্ধন বিষয়ের যদি কোনরকম মতামত থাকে। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top