সাইবার ক্রাইম কি ? সাইবার ক্রাইম এর বিভিন্ন প্রকার সমূহ

সাইবার ক্রাইম কি : বর্তমান সময় হচ্ছে, অনলাইন-ইন্টারনেট, কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তির যুগ। এই অনলাইন যুগে আমরা আমাদের জীবনের প্রায় অনেক বেশি পরিমাণ সময় অনলাইনে অপচয় করি।

কিন্তু ইন্টারনেটের মত মজার এবং সবার প্রিয় হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।

সাইবার ক্রাইম কি ? সাইবার ক্রাইম এর বিভিন্ন প্রকার সমূহ
সাইবার ক্রাইম কি ? সাইবার ক্রাইম এর বিভিন্ন প্রকার সমূহ

নতুন খবর অনেক দ্রুত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। যে কোন জায়গা থেকে আমাদের প্রিয়জনের মানুষের সাথে চ্যাটিং এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা যায়।

ইন্টারনেটের মাধ্যমে আমরা নিজের ঘরে বসেই অনলাইন শপিং করার সুযোগ পাই। যে কোন বিষয়ে সঠিক তথ্য গ্রহন করতে পারি অনলাইনে সার্চ করে। পছন্দের ভিডিও গুলো অনলাইনে সার্চ করে দেখা যায়।

অনলাইন ইন্টারনেটের মাধ্যমে যে, কোন বিল পেমেন্ট সবকিছুই খুব সহজেই করতে পারি।

এছাড়া, আরো অনেক কারণ রয়েছে। যে জন্য ইন্টারনেট মানুষের কাছে এতটাই পছন্দের। তাই ইন্টারনেট আমাদের জন্য এক অবদান বললে কিন্তু ভুল হবে না।

শুধুমাত্র একদিনের জন্য, ইন্টারনেট কার্যক্রম বন্ধ হয়ে গেলে সাধারণ জীবন যাপনে অনেক প্রভাব সৃষ্টি হবে। যেখানে কম্পিউটার ও ইন্টারনেটের এতটা ভালো গুণ আছে। সেখানে ইন্টারনেটের সাথে এক অনেক ক্ষতিকারক বিষয় ছড়িয়ে আছে।

আর সেই ক্ষতিকারক দিক দিয়েই হচ্ছে, সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ।

তাই আমাদের আজকের আলোচনা তে আপনাদের জানাবো। সাইবার ক্রাইম কি এবং সাইবার ক্রাইম এর বিভিন্ন প্রকার সমূহ সম্পর্কে বিস্তারিত।

তো আপনি যদি এ বিষয়ে, বিস্তারিত তথ্য পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

সাইবার ক্রাইম কি ?

সাইবার ক্রাইম এমন একটি অপরাধ যেখানে একটি কম্পিউটার, নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস অপরাধের সাধন হিসেবে ব্যবহার করা হয়।

একটি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যদি কারো ব্যক্তিগত তথ্য চুরি করা, অবৈধ ব্যবহার করা, কপিরাইটিং করা, ঠকানো, পার্সোনাল ডাটা চুরি করা, হ্যাকিং করা, ইত্যাদি অপরাধ মূলক কাজগুলো করা হয় যখন। তখন তাকে সাইবার ক্রাইম বলা হয়।

সাইবার ক্রাইম কে কম্পিউটার oriented crime বললেও বলা যায়। কারণ এই ধরনের অপরাধ একটি কম্পিউটার ডিভাইস অবশ্যই ব্যবহার করে থাকে।

এ সকল অপরাধ বিভিন্ন সময় সহজ ইনকামের উদ্দেশে এবং ডাটা চুরি করার উদ্দেশ্যে করতে দেখা যায়। কিন্তু যাই হোক না কেন ? আজ ইন্টারনেটে এই ধরনের অপরাধকে বেশি পরিমাণে দেখা যাচ্ছে।

তাই যেকোনো ধরনের সাইবার ক্রাইম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। কম্পিউটার ক্রাইম অনেক ধরনের হতে পারে।

কম্পিউটার মাধ্যমে তথ্য চুরি করে নেওয়া, তথ্য ভুল ব্যবহার করা, ব্যক্তিগত তথ্য অন্যকে প্রদান করা, অনুমতি ছাড়া তথ্য নষ্ট করা। আরো ইত্যাদি।

তো বন্ধুরা আশা করছি, সাইবার ক্রাইম কি এ বিষয়ে আপনারা পরিষ্কারভাবে ধারণা পেয়ে গেছেন।

সাইবার ক্রাইম এর বিভিন্ন প্রকার সমূহ

আমরা উপরের আলোচনা তে বলেছি। সাইবার ক্রাইম মূলত কি? ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করে অনেক ধরনের অবৈধ কাজ করা হয়।

কিন্তু অনেক বছর আগে সাইবার ক্রাইম বলে শুধুমাত্র হ্যাকিংকেই চেনা যেত।

তার কারণ আজ থেকে অনেক বছর আগে প্রযুক্তি এতটাই উন্নত কখনোই ছিল না। এছাড়া ইন্টারনেট বা কম্পিউটার ডিভাইস ব্যবহার করা আজকের তুলনায় অনেক কম ছিল।

কিন্তু বর্তমানে প্রযুক্তি অনেক উন্নতি হয়ে যাওয়ার সাথে সাথে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার হাজার গুনে বৃদ্ধি পাচ্ছে।

সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আলাদা আলাদা সাইবার ক্রাইম এর প্রকার সাইবার অপরাধীদের খুঁজে বের করা যাচ্ছে।

বর্তমান সময়ে ব্যবসা গুলোতে সাইবার সিকিউরিটি রাখা জন্য অনেক বেশি পরিমাণে টাকা খরচ করে থাকে।

সাইবার সিকিউরিটির মাধ্যমে, তারা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমগুলো থেকে নিজের ব্যবসা কোম্পানিগুলোকে রক্ষা করতে পারেন।

তো আমরা আপনাকে এখানে সাইবার ক্রাইমের বিভিন্ন প্রকার সমূহ সম্পর্কে জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে।

সেগুলো হচ্ছে-

  • Cyber Fraud (সাইবার জালিয়াতি)
  • Hacking (হ্যাকিং)
  • Identity theft (পরিচয় প্রতারণা)
  • Scamming (স্ক্যামিং)
  • Computer virus (কম্পিউটার ভাইরাস)
  • Ransomware
  • Phishing (ফিশিং)
  • Software Piracy (সফটওয়্যার পাইরেসি)

তো বন্ধুরা বর্তমান সময়ে সাইবার ক্রাইম হিসেবে, মূলত সাইবার অপরাধীরা উপরোক্ত বিভিন্ন ক্যাটাগরির সাইবার ক্রাইমগুলো করা থাকে।

যার ফলে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত তথ্য হারিয়ে থাকে।

তাই আপনি যদি সাইবার ক্রাইম এর হাত থেকে রক্ষা পেতে চান? তাহলে আপনাকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তো সাইবারক্রান থেকে কিভাবে নিরাপত্তা থাকতে পারবেন। সে বিষয়ে আমরা পরবর্তী একটি আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো।

শেষ কথাঃ

তো বন্ধুরা আমাদের আজকের এই আর্টিকেলের সাইবার ক্রাইম কি? এবং সাইবার ক্রাইম এর বিভিন্ন প্রকার সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

তো এ বিষয়ে আপনার যদি আরো কোন মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে আপনার বন্ধু-বান্ধবদের সাইবার ক্রাইম কি ? এবং সাইবার ক্রাইম এর প্রকাশ সম্পর্কে জানাতে, একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top